নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নীল জ্যাকারান্ডা

২৪ শে জুলাই, ২০২২ রাত ১১:২৯


নীল জ্যাকারান্ডা
অন্যান্য ও আঞ্চলিক নাম : নীলকন্ঠ, নীলচুড়া, নীল পারদ, নীল গুলমহর (হিন্দি)
Common Name : Jacaranda, Blue Jacaranda, Black poui, Fern tree
Scientific Name : Jacaranda mimosifolia

বাংলাদেশে এই গাছটির বিস্তার খুব একটা চোখে পড়ে না। জ্যাকারান্ডার বাংলা নাম নিয়েও নানান মত আছে। মূলতো নীলকন্ঠ বলে ডাকা হলেও আমাদের অতিপরিচিত নীল অপরাজিতা ফুলের আরেক নাম নীলকন্ঠ
মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখেছি "নীল পারদ" লিখেছে। তাবে জ্যাকারান্ডার হিন্দি নাম "নীল গুলমহর" হওয়াতে অনেকেই একে বাংলায় "নীল কৃষ্ণচূড়া বা নীলচূড়া" নামে ডাকে। সত্যি বলতে এর ফুলের সাথে কৃষ্ণচূড়া ফুলের কোনো মিল নেই। তবে কৃষ্ণচূড়া গাছের পাতার সাথে জ্যাকারান্ডা গাছের পাতার বেশ মিল আছে।



জ্যাকারান্ডা বেশ বড়-সরো হয়ে উঠে কৃষ্ণচূড়া গাছের মতোই। বসন্তে গাছের সব পাতা ঝরে যায়, আর নীলচে বেগুনী ফুল ফুটতে শুরু করে। পত্রহীন গাছ নীলচে বেগুনী ফুলে ছেয়ে যায়। তখন সেই ফুল গাছের রূপ ভাষায় বর্ননার করা দুরহ। ফুল যখন ঝরতে শুরু করে তখন মনে হয় গাছের তলায় যেন নীলচে বেগুনী চাদর বিছিয়ে রেখেছে কেউ। তবে আমাদের বাংলাদেশে যেকয়টি জ্যাকারান্ডা গাছ আমি দেখেছি তাদের কোনোটিতেই ফুলে ফুলে ছেয়ে যেতে দেখি নাই, যেমনটা অস্ট্রেলিয়ার গাছগুলিতে ছেয়ে যেতে দেখি ছবিতে। সম্ভবতো আবহাওয়াগত কারণেই এমনটা হয়ে থাকবে। জ্যাকারান্ডার আদিনিবাস ছিলো মধ্য ও দক্ষিণ আমেরিকা, কিউবা, জ্যামাইকা ও বাহামার উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে। জ্যাকারান্ডাকে এশিয়ার বিভিন্ন দেশে এমনকি অস্ট্রেলিয়াতেও অনুপ্রবেশ করানো হয়েছে। সাধারণত আলংকারিক বৃক্ষ হিসেবে রাস্তার ধারে সারিবদ্ধ ভাবে লাগানো হয়।



অস্ট্রেলিয়ার গ্রাফটন শহরকে জ্যাকারান্ডা রাজধানী বলা হয়। শহরের বেশির ভাগ রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে অসংখ্য জ্যাকারান্ডা গাছ লাগানো আছে। সেপ্টেম্বর-অক্টবর মাসে পুরো গ্রাফটনের রাস্তাগুলো জ্যাকারান্ডা ফুলে ফুলে বেগুনী হয়ে যায়। সেই সময় সেখানে Jacaranda festival অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার অনেক রাস্তার নাম জ্যাকারান্ডার নামে নামকরণ করা হয়েছে।

জ্যাকারান্ডাকে নিয়ে নানার গল্প-কবিতা, গান আছে। Steve Tilston এর Jacaranda গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া ১৯৮৫ সালের একটি স্প্যানিশ গানের কথাকে ভেঙ্গেচুরে আমিও একটি কবিতা লেখার চেষ্টা করেছিলাম "তোমার চোখে জ্যাকারান্ডার আলো" নামে।



তোমায় আমি বাসি ভাল তোমার রূপের জন্য
অপরূপ স্নিগ্ধতা রয়েছে সেথায়
তোমায় আমি বাসি ভাল তোমার চোখের জন্য
নীল জ্যাকারান্ডা ফুটেছে সেথায়

তোমায় আমি বাসি ভাল তোমার ওষ্ঠের জন্য
যখন ঠোঁট চেয়েছে ভালবাসা কি বুঝে নিতে
তোমায় আমি বাসি ভাল তোমার অধরের জন্য
তোমার ঠোঁটের মিছরি দানার মিষ্টি চুষে নিতে

তোমায় আমি বাসি ভাল
কষ্ট যত যেতে ভুলে তোমারই সান্নিধ্যে
তোমায় আমি বাসি ভাল
কষ্ট যত ভুলিয়ে দিতে আমারই সান্নিধ্যে

তোমায় আমি বাসি ভাল
মেঘের মত এলোমেলো তোমার চুলের জন্য
তোমায় আমি বাসি ভাল
জ্যাকারান্ডার নীলচে চোখের জন্য।




ছবি তোলার তারিখ : ২৫/০৩/২০২১ ইং
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ।



=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল, অপরাজিতা,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি,
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, শ্বেত অপরাজিতা, সুলতান চাঁপা, সোনাপাতি,
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২
দাঁতরাঙ্গা-২, দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাগানবিলাস-৩, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪, বিড়াল নখা-২, বোতল ব্রাশ-৪
মাধবীলতা-২, মাধবীলতা-৩
রুদ্রপলাশ-২, রুদ্রপলাশ-৩, রাজ অশোক-২, রাজ অশোক-৩, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪, রাধাচূড়া-৫, রঙ্গন-২,
লতা পারুল-২, লতা পারুল-৩, লতা পারুল-৪
শিউলি-২, সুলতান চাঁপা-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ৯:০৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো ছবি ও লেখা।

২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মোস্তফা কামাল ভাই ভালো লাআ জানানোর জন্য।

২| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ৯:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: কবিতার সাথে ফুলগুলো চমৎকার লেগেছে দাদা ভাল থাকবেন-------

২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
এই কবিতাখানি আমি রচনা করিয়াছি।

৩| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:০৫

ইসিয়াক বলেছেন: সুন্দর

২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:৩০

জুল ভার্ন বলেছেন: আমরা নীলকান্ত বলেই চিনি। চমতকার ছবি ব্লগ, সেইসংগে খুব সুন্দর লিখেছেন। +

২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
নীলকান্ত কোন এলাকায় বলে?

৫| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪১

ফয়সাল রকি বলেছেন: ফুলটা সুন্দর।

২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আসলেই সুন্দর

৬| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো দারুণ।

২৫ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৭| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৩

শায়মা বলেছেন: এটাতো আসলে কৃষ্ণচূড়ার ভাইই মনে হয়।

কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া এর আরেক নাম শ্যাম চূড়া রাই চূড়া হলেই হত। :)

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
নাহ, হলো না।
গাছারে পাতার সাথেই যা কৃষ্ণচূড়ার পাতার সাথে মিল।
ফুলের সাথে কৃষ্ণচূড়ার সাথে এর কোনো মিল নেই। না রং এ, না আকারে-গঠনে।
তাই আমি একে কৃষ্ণচূড়া কাছাকাছি নিতে রাজি নই।

৮| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


এ ফুল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দেখেছি, তখন ভাবছিলাম বাড়ির আঙিনায় রোপণ করা যায় কিনা।

২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
চারা জোগাড় করাটা একটু কষ্ট হলেও অসম্ভব নয়। লাগিয়ে ফেলেন বাড়ির আঙিনায়।

৯| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:১২

রানার ব্লগ বলেছেন: ফুলটা দেখতে বেশ মিস্টি !! গন্ধ আছে ??

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
ঘ্রাণের কথা কোথাও শুনি নাই। আছে হয়তো। আমার সঠিক জানা নাই। কেনে যেনো মনে হচ্ছে, বোটানিক্যাল গার্ডেনে এর ঘ্রাণ পেয়েছিলাম। তবে আমার ভুলও হতে পারে।

১০| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! আপনার কত ফুল, কত ভ্রমন যে মিস করেছি!!!!!!!!!!!!!!

দেখি নিয়মিত হয়ে পোষানো যায় কিনা! টেরাই করি ;) হা হা হা

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
থাকুন সাথেই আর কতকিছু বাকি রয়ে গেছে।
ভ্রমণের কথায় মনে পড়ে গেলো উত্তরবঙ্গ ভ্রমণের লেখাটা শেষ করা হয় নাই। দেখি শীঘ্রই একটি পোস্ট দেয়া যায় কিনা।
অশেষ ধন্যবাদ আপনাকে।

১১| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৮

জুন বলেছেন: নীল জ্যাকারান্ডার মায়াবী রূপ আমি দেখেছিলাম ভুটানে। অসম্ভব সুন্দর একটি ফুল আর গাছ আপনার বর্ননায় বর্নিল হয়ে উঠলো জলদস্যু

২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমাদের দেশে জ্যাকারান্ডা তার আসল রূপে ফোটে না। সারা গাছ জুড়ে নীলে নীলে ছেয়ে যাবে, এমনটা হয় না। সম্ভবতো আবহাওয়ার কারণেই।

১২| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: জারকান্ডার রঙ অনেক সুন্দর !

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আসলেই খুব সুন্দর।
বিশেষ করে যখন গাছে প্রচুর ফুল ফোটে তখন দেখতে অসাধারণ লাগে।

১৩| ২৬ শে জুলাই, ২০২২ সকাল ১০:৫০

অপু তানভীর বলেছেন: এই ফুলের নাম নীলকন্ঠ !! আমি নীলকন্ঠ নামে অন্য ফুলকে চিনি ! :||

২৬ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি নীলকন্ঠ নামে কোন ফুলে চিনেন?
অনেকেই নীল অপরাজিতাকে নীলকন্ঠ বলে, যদিও সেটি সম্ভবতো সঠিক নয়।
তবে একই নাম বিভিন্ন ফুলের হয়ে থাকে। তবে সেগুলি মূলধারার নাম নয়, বরং অপ্রচলিত নাম। এখানেও তেমনটাই হয়েছে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.