নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রঙ্গিন পাখা – ০৯

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৯

প্রজাপতিদের শরীর উজ্জ্বল রঙের। প্রজাপতির বেশিরভাগ প্রজাতিই দিবাচর বলে এরা সহজেই নজর কাড়ে। এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয় আর সচেয়ে বেশী আকর্ষণীয় তাদের বিচিত্র পাখা। মজার বিষয় হচ্ছে প্রজাপতির দেহ নাকি ১০ খন্ডে গঠিত। আর অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশে নাকি প্রজাপতিদের প্রায় ১২৪টি প্রজাতি আছে!!


ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং






ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং






ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং







ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং







ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং


উপরের ৫টি ছবিতে দুটি প্রজাপতি তাদের নিজেদের মধ্যে ভাব ভালোবাসা তৈরির চেষ্টা মত্তো।
আমি আনাড়ি ক্লিকবাজ দূর্বল ক্যামেরা ও ল্যান্স নিয়ে চেষ্টা করেছি সেই ছবি তুলতে। ভালো হয়নি খুব একটা।



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
রঙ্গিন পাখা – ০১, রঙ্গিন পাখা – ০২, রঙ্গিন পাখা – ০৩, রঙ্গিন পাখা – ০৪, রঙ্গিন পাখা – ০৫
রঙ্গিন পাখা – ০৬, রঙ্গিন পাখা – ০৭, রঙ্গিন পাখা – ০৮
=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রজাপতি-প্রজাপতি,
কোথায় পেলে ভাই
এমন রঙীন পাখা।

আসলেই রঙীন ভাই।

প্রকৃতির মাঝে এতসব-এরকম অপরুপ সৃষ্টি আছে বলেই এখনো মানুষ বাঁচতে চায় এ সমস্যাসংকুল পৃতিবীতে।

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।

২| ২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪১

জুল ভার্ন বলেছেন: প্রজাপতি নিয়ে বোধহয় আপনার বেশ কয়েকটা পর্ব পড়েছি/দেখেছি। বরাবরের মতোই ভালো লেগেছে।

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রজাপতি নিয়ে এগুলি হচ্ছে ফাঁকিবাজি ছবি পোস্ট।
উপরে প্রথমে কয়েক লাইন লিখে না দিলে প্রথম পাতায় সবগুলি ছবি দেখা যায়। তাতে দেখতে খারাপ লাগে।

৩| ২৩ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৬

শাওন আহমাদ বলেছেন: প্রজাপতির প্রতি আমার আলাদা একটা দূর্বলতা আছে। এই প্রাণী গুলো একতু বেশিই কিউট!

২৩ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে আপনার ভালো লাগার কথা জানানোর জন্য।
যদিও এদের জীবন চক্রের শুরুটা এতো রঙ্গিন নয়।

৪| ২৩ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ঘরে প্রজাতি আসলে নাকি ভাগ্যলক্ষ্মী আসে।
পোস্ট ভাল লাগল।

২৩ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো লাগার কথা জানানোর জন্য ধন্যবাদ।
ভাগ্যলক্ষ্মী বিষয়টা বিশ্বাস করার কিছু নেই।

৫| ২৩ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৮

আরইউ বলেছেন:





যে প্রজাপতিটা উড়ে এসেছে সেটার রংগুলো কী উজ্জল!

কিছু কিছু প্রজাপতি শত শত (ক্ষেত্র বিশেষে হাজার হাজার) কিমি দূরে মাইগ্রেট করে। কিছু মাইগ্রেটেড প্রজাতি নিজের আগের জায়গায় ফিরেও আসে। ওদের আয়ু যেহেতু খুব বেশিনা সেহেতু দেখা গেছে যে প্রজন্ম মাইগ্রেটরি জার্নি শুরু করেছে সেই প্রজন্ম যাত্রা শেষ করতে পারেনা। পরের বা পরের বা তারও পরের প্রজন্ম যাত্রা সম্পন্ন করে। কী অদ্ভুত এই সৃষ্টিজগত!

২৩ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
যেটি উড়ে এসেছে সেটি পুরুষ প্রজাপতি।
প্রকৃতিতে প্রায় সব প্রাণীদের মধ্যেই পুরুষ দেখতে সুন্দর, নাচে ভালো, গায় ভালো। মানুষের বেলায় সেইটা বলা যায় না।

সুন্দর মন্তব্য আর চমৎকার তথ্যটুকু শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৬| ২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: প্রজাপতি রংধনু আর মাছরাঙ্গা পাখি...... কি আশ্চর্য্য সব সুন্দর!!!

২৩ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
আসলেই অনিন্দ্য সুন্দর।

৭| ২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৬

শূন্য সারমর্ম বলেছেন:


প্রজাপতি পছন্দ করে না এমন কেউ হয়তো নেই।

২৩ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
থাকলেও সেটি সংখ্যায় অতি নগণ্য হবে।

৮| ২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৪

কামাল৮০ বলেছেন: শীতে কানাডার প্রজাপতি ও কিছু প্রজাতির পাখী বিদেশে চলে যায় আবার গরমে আসে।

২৩ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
শীতের হাত থেকে বাচতে এটা করে অনেক প্রাণীকুল।
আমাদের দেশে উড়ে আসে শীতের দেশের পাখিগুলি।

৯| ২৩ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৪

মোগল সম্রাট বলেছেন: ছোটবেলায় দেখতাম বাদামী রংগের বিরাট প্রজাপতি ঘরের চালে বা বেড়ার উপর মাঝে মাঝে এসে বসতো। দুই পাখায় দুইটা গোল গোল চিন্হ থাকতো, দেখতে চোখের মতো মনে হতো। মা বলতেন ঘরে মরা মানুষের রুহু আসছে। একথালা পানি অথবা দুধ পাশে রেখে দিতো। আমরা ভয়ও পেতাম। কাছে যেতাম না। সেরকম প্রজাতির বহুকাল আর দেখিনা।

ভালো লাগলো প্রজাপতি দেখে।

২৩ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
এগুলি গ্রামের প্রচলিত কথা। আসলে সবটাই ভিত্তিহীন। এমনটা বিশ্বাস করার কোনো যুক্তি নেই।
প্রাজাপতির সংখ্যা শুহরে খুবই কমে গেছে। গ্রামেরদিকে দেখা যায় এখনো।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

১০| ২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রজাপতির ছবির কালেকশন আছে আমার কাছে। ভিডিও মেকিঙের জন্য অবশ্য অনেক ধরনের ছবিই আছে, আপনার ছবিও আছে, যা দিয়ে ভিডিও বানিয়ে একবার শেয়ার দিয়েছিলাম আপনাকে :)

প্রজাপতি, কোথায় পেল সে এমন রঙিন পাখা?

অনেক প্রজাপতির সমাহার আমার এ ভিডিওতে।

২৪ শে জুলাই, ২০২২ রাত ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
যদিও আমি খুব ভালো ছবি তুলতে পারি নাই। তবুও আমার তোলা ছবি ব্যবহার করার জন্য ধন্যবাদ আপনাকে।

১১| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো যা দারুণ। সত্যিই আপনার প্রশংসা করতে হয়।

২৪ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
আসলে আমি কোনো ফটোগ্রাফার নই। বেরানোর স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলি। ব্লগে অনেক ফটোগ্রাফার আছেন, তারা চমৎকার ছবি তোলেন। কেউ কেউ তো প্রফেশনাল ফটোগ্রাফার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.