নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। পেন ড্রাইভ
বিয়ের ১০ বছর পরে স্ত্রী বিষন্ন ভঙ্গিতে স্বামীকে বললো : “তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!”।
স্বামী রেগে গিয়ে বললো : “তাহলে এই হাফ ডজন ছেলে - মেয়ে কি আমি ইন্টারেন থেকে ডাউনলোড করেছি?
স্ত্রী আরো বেশী রেগে গিয়ে জবাব দিলো : তোমার যা ডাউনলোড স্পিড!!! এগুলো আমি পাশের বাড়ির বল্টু, পল্টু আর পিন্টুর ‘পেন ড্রাইভ’ থেকে নিয়েছি।
২। রাজিত পালের মেয়ে বনশ্রী
বনশ্রী ফুটফুটে বাচ্চা মেয়ের। কেউ তাঁর নাম জিজ্ঞেস করলে বলে- “আমি রাজিত পালের মেয়ে বনশ্রী”।
একদিন বনশ্রীর মা বনশ্রীকে ধমক দিয়ে বললেন : শােন, কেউ নাম জিজ্ঞেস করলে “আমি রাজিত পালের মেয়ে” বলবি না। বাবার নাম বলার দরকার নেই। বুঝেছাে?
বনশ্রী ঘাড় কাৎ করে বললো বুঝেছি।
পরদিন এক ভদ্রলােক বনশ্রীকে প্রশ্ন করলেন : “আরে, তুমি রাজিত পালের মেয়ে বনশ্রী না?"
বনশ্রী জবাব দিলো : কাল পর্যন্ত তো তাই জানতাম। কিন্তু মা বলেছেন - "না"।
৩। রহিঙ্গা ভাষা
এক নববিবাহিত দম্পতি হনিমুন করতে গেলো কক্সবাজারে।
একদিন কক্সবাজার থেকে টেকনাফের দিকে একটি নির্জন যায়গায় পৌছে গেলে ঘুরতে ঘুরতে।
হঠাৎ চারটে রহিঙ্গা গুণ্ডা এসে মেয়েটিকে টেনে হিচড়ে নিয়ে সবাই মিলে বলাৎকার করে চলে গেল।
স্বামী চুপচাপ সব দেখল, টু শব্দটি করল না।
গুগুরা চলে যাবার পর স্ত্রী বেচারী শাড়ি কাপড় গুছিয়ে ঘৃণ্য চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল : "তুমি মানুষ না, ইঁদুরেরও অধম। ওরা এভাবে আমার ওপর অত্যাচার করল তুমি একটা কথাও বললে না?"
স্বামী ভদ্রলােক বলল : "বােকার মতাে কথা বলাে না। আমি কথা বলব কি করে? আমি কি রহিঙ্গা ভাষা জানি যে কথা বলবো!
৪। Classes
ক্লাশেপ্রফেসর আসার আগে একটি দুষ্ট ছাত্র ক্লাশের ব্ল্যাকবাের্ডে লিখে দিলো
— The Professor will not take his classes today.
তাই দেখে একটি মস্তান ছেলে এসে Classes-এর “C”টা কেটে দিল। হয়ে গেল
—The Professor will not take his lasses today.
একটি ছাত্রী লেখাটি দেখে রেগে গিয়ে lasses-এর থেকে “L”টা কেটে দিল। এখন লেখাটা দাড়ালো
— The Professor will not take his asses today.
৫। ছেলে হয়েছে!
ডেলিভারী রুম থেকে নার্স বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে আসতেই বাচ্চার মামী দৌড়ে গিয়ে বাচ্চা দেখতে লাগল। হাত দিয়ে আদর করতে করতে বলল, দিদির কি সুন্দর ছেলে হয়েছে। দেখতে একেবারে জামাইবাবুর হয়েছে। আমি জানতাম দিদির ছেলেই হবে।
নার্স : দেখুন, আপনার দিদির ছেলে নয়, মেয়ে হয়েছে। এবার আমার আঙুলটা ছেড়ে দিন প্লিজ।
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০১
সূত্র: শচীন ভৌমিক এর লেখা থেকে সংগৃহীতো।
২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
হয়, মাঝে মাঝে এমন হয়।
২| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৫
ফয়সাল রকি বলেছেন: বিনোদন....
১৮+ ট্যাগ দেয়া যেত।
২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
ঐযে লিখে দিয়েছি দুষ্টু চুটকি!
সেটা থেকেই বুঝে নিতে হবে।
৩| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৬
জুল ভার্ন বলেছেন: হাসলাম
২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
বেশী, হাসতে পাড়া ভালো। তবে কেউ কেউ হাসতে চায় না।
৪| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১, ৪ ও ৫ পড়ে মজা পেলাম।
২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার হিসাবে ৫ নাম্বারটায় লাফটার বেশী।
৫| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল হাসাতে পারেন তো দাদা ভাল থাকবেন
২০ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার জন্যও শুভ কামনা রইলো।
৬| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৩
টোকাই রাজা বলেছেন:
২০ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
৭| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩১
শাহ আজিজ বলেছেন: পেন ড্রাইভ কারটায় কত স্পীড আর সাইজ ছিল ??
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
কারা যেনো বলেছিল - সাইজ ডাজন্ট ম্যাটার
৮| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১৭
শেরজা তপন বলেছেন: শেষেরটা বেশ জমেছে
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
হে, শেষ হওয়ার আগ পর্যন্ত বিষয়টি বুঝা যাই নি।
৯| ২০ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৪১
সোনাগাজী বলেছেন:
হাসিও আসেনি, কাশিও আসেনি, পোষ্ট দিতে হয় বলে দিয়েছেন?
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: হাসি না আসলে নিজেকে নিজে কাতুকুতু দিয়ে হাসার চেষ্টা করতে পারেন।
কাশি না আসলে চুলায় একটি শুকনা মরিচ পোড়া দিতে পারেন। গেরান্টি সহকারে কাশি আসবে।
জ্বী, পোষ্ট দিতে হয় বলে দিয়েছেন। আপনার লেভেলের পোস্ট দেয়ার ক্ষমতা আমার নেই। হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে তারও থাকতো না। শচীন ভৌমিক তো মেলা দূরের বিষয়।
১০| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৮
কামাল৮০ বলেছেন: দেশে এতো লোক থাকতে শেষ পর্যন্ত রহিঙ্গাদের টেনে নিয়ে আসলেন।মামী দিদির সম্পর্কটা বুঝিনি।সংগৃহীত যেখান থেই হউক আধুনিক আর প্রাচীনের মিসেল আছে।সব মিলিয়ে মোটামুটি।তবে ঐ যে,ঢালী মিজানের মুখে কি এই সব মানায়।
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
রহিঙ্গাদের আনা হয়েছে ভাষার বিষয়টার কারণে।
মামী দিদির সম্পর্কটা না বুঝার কি আছে? ননদকে দিদি বলেই ডাকে।
ঢালী মিজানের বিষয়টা আমার কাছে পরিষ্কার না।
১১| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩২
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
এসব হলো শচীনের শয়তানি।
পেন ড্রাইভ থেকে ডাউনলোড করে হাসতে হবে দেখছি !!!!!!
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
কারো কারো তো হাসি-কাশি কিছুই আসে নাই।
অবশ্য হাসি-কাশি আসার বুদ্ধি আমি দিয়ে দিয়েছি।
১২| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৭
সোনাগাজী বলেছেন:
বর্ষায় আপনার আশ্রম এলাকা কি রকম দেখায়?
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
কেমন দেখায় সেটি নির্ভর করে দর্শকের মানুষিকতায়।
আমি একটি লেখা তৈরি করছি। সম্ভবতো আপনার পছন্দ হবে না। কারণ আপনি বেড়াতে যাওয়া ছবিতে নিজেদের ছবি থাকলে সেটি অপছন্দ করেন।
১৩| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
ফেনা বলেছেন: অনেক মজা পেলাম।
ভাল থাকবেন।
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
আপনিও ভালো থাকবেন।
১৪| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪১
কামাল৮০ বলেছেন: ঢালী মিজান সমাজে এক সম্মানীয় লোক।সবকিছু তাকে মানায় না।যেমন তার বাড়ী হতে হবে বড়।তার আসভাব পত্র হবে হবে দামি ,তার কথাবার্তা হতে হবে মার্জিত।
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি ঢালী মিজানের মতো কেউ নই।
আমি অতি সাধারন একজন লোক।
১৫| ২০ শে জুলাই, ২০২২ রাত ৯:২৩
কামাল৮০ বলেছেন: সব অসাধারনরাই বলে, আমি সাধারন লোক।আজ পর্যন্ত আমি কাউকে বলতে শুনি নাই,আমি অসাধারন।সেটা অন্যের চোখে ধরা পড়ে।
২০ শে জুলাই, ২০২২ রাত ১০:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
এইটা সঠিক বলেন নাই।
আমাদের ব্লগেই কয়েকজন আছে যারা নিজেদের অসাধারণ বলেই দাবি করেন।
১৬| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সংগৃহীত একটি জোকসঃ
বাসর রাতে এক লাজুক স্বামী তার স্ত্রীকে কিছু বলতে পারছে না। এভাবে ৪০-৪৫ মিনিট পার হলো। এরপর বর দেখলো এখন কিছু না বললেই নয়, তাই সে অনেক সাহস নিয়ে ধীরে ধীরে স্ত্রীকে বললো- স্বামী : তুমি যে আজ রাতে আমার সঙ্গে থাকবা, তোমার আব্বা-আম্মা কি জানে?
২০ শে জুলাই, ২০২২ রাত ১০:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
হা হা হা
আপনাকে কয়েকদিন ব্লগে কম দেখছি কেনো?
১৭| ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৫১
কামাল৮০ বলেছেন: আপনি হয়তো মডারেট ইসলামের দৃষ্টি ভঙ্গিতে চিন্তা করেন।কেউ হয়তো বস্তুনিষ্ঠ দৃষ্টি ভঙ্গিতে চিন্তা করে।দুই জনের দেখা দুই রকম হবে।এতেই ভুল বুঝা বুঝি হয়।
২১ শে জুলাই, ২০২২ রাত ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মানুষ ভেদে দৃষ্টিভঙ্গি আলাদা হতে বাধ্য।
১৮| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:১১
কাছের-মানুষ বলেছেন: কৌতুকগুলো আমার ভাল লেগেছে। এক সময় অনেক কৌতুক পড়তাম, কৌতুকই ছিল এক সময়ে আমার প্রধান খাদ্য। এই ধরনের পোষ্ট স্বাস্থ্যের জন্য উপকারী।
২১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ।
কৌতুক এখন আমিও খুব কমই পড়ি।
১৯| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শেষেরটা পড়ে মজা পেলাম।
২১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
শেষেরটাই মনে হয় সেরা হয়েছে।
২০| ২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫১
ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: মজার মজার জোকস লেখার জন্যে ধন্যবাদ -
২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
এগুলি আমার লেখা নয়।
আমি সংগ্রহ করে শুধু শেয়ার করেছি মাত্র।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। লাস্টের টা