নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির চতুর্থ মুভি The Predator

১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:২৬

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি হল একটি বৈজ্ঞানীক কল্পকাহিনী নির্ভর অ্যাকশন মুভি সিরিজ।
আমার পছন্দের সাই-ফাই সিরিজের মধ্যে দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি একটি। ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণীদের নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ।



দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজিটি ১৯৮৭ সালে Predator (প্রিডেটর) মুভিটি দিয়ে শুরু হয়েছিল এবং এই সিরিজে এখন পর্যন্ত ৪টি মুভি রিজিল হয়েছে।
১। Predator (1987)
২। Predator 2 (1990)
৩। Predators (2010)
৪। The Predator (2018)

এই বছর এই এই প্রিডেটর সিরিজের পঞ্চম মুভি রিলিজ হবে-
৫। Prey (2022) (আপ কামিং....)

এছাড়াও এই সিরিজের সাথে ক্রসওভার আরো একটি সিরিজ আছে। সেটি হচ্ছে Alien vs. Predator সিরিজ। এই সিরিজেও অলরেডি ২টি মুভি মুক্তি পেয়েছে।
১। Alien vs. Predator (2004)
২। Aliens vs. Predator: Requiem (2007)




প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী যারা টেকনোলোজিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। বিভিন্ন সময় তার বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগীতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলাটি মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য সম্মাননার স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষ সহ অন্যান্য বিপজ্জনক জীবকে শিকার করে। শিকার করা প্রণীটিকে হত্যা করে তার শিরদাঁড়া সহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। আজ আমি ১৯১৮ সালে রিলিজ হওয়া The Predator মুভিটির কাহিনী সংক্ষেপ এখানে তুলে ধরবো।


৪। The Predator (2018)



প্রিডেটরদের একটি মহাকাশযান অন্য একটি মহাকাশযানের তাড়া খেয়ে পৃথিবীতে বিধ্বস্ত হয়। ঠিক সেখানেই ইউএস আর্মির রেঞ্জার স্নাইপার কুইন ম্যাককেনা তার দল নিয়ে একটি জিম্মি উদ্ধার মিশনে ছিলো। প্রিডেটরটির বিধ্বস্ত মহাকাশযানটি থেকে কুইন একটি প্রিডেটরের হেলমেট ও হাতের বাজুর অস্ত্র খুঁজে পায়। ঠিক তখনই সয়ংক্রিয় অস্ত্রটির সেল্ফ ডিফেন্স এ্যাক্টিভেট হয়ে মহাকাশযানে আসা প্রিডেটরকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। কুইন প্রিডেটরের অস্ত্রগুলি নিয়ে ডাকযোগে তার বাড়িতে পাঠিয়ে দেয়। ঠিকত তখন সরকারী এজেন্ট উইল ট্র্যাগারের নির্দেশে কুইনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে অচেতন প্রিডেটরটিকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য জেনেটিক জীববিজ্ঞানী কেসি ব্র্যাকেটকে একটি ল্যাবে নিয়ে যাওয়া হয়। কেসি আবিষ্কার করে প্রিডেটরটির DNA প্রায় হুবহু মানুষের DNA-এর মতোই। ঠিক তখন প্রিডেটরটি জেগে উঠে ল্যাব কর্মী এবং সশস্ত্র প্রহরীদের হত্যা করে, কেসি নিরস্ত্র থাকায় তাকে ছেড়ে দেয়। ল্যাবে থাকা পুরনো প্রিডেটরদের আর্মার ব্যবহার করে প্রিডেটরটি তার নিজের আর্মারটির অবস্থান জেনে যায়। সেটি তখন ছিলো কুইনের ১২ বছরের অর্টিস্টিক ছেলে ররির কাছে।

কুইনকে একটি প্রিজনার ভ্যানে করে ল্যাবের দিকেই আনা হচ্ছিলো। সেই একই ভ্যানে আরো অনেক সৈনিকেরা বন্দী ছিলো। তারা দেখতে পায় ল্যাব থেকে প্রিডেটরটি পালিয়ে যাচ্ছে। তখন তারা ভ্যানটি হাইজ্যাক করে। কেসিকে তাদের সাথে নিয়ে তারা কুইনের বাড়িতে উপস্থিত হয় প্রিডেটর আর্মারটির জন্য। কিন্তু ররি সেগুলি নিয়ে বাইরে বেরিয়ে গেছি।

অন্যদিকে একটি বিশাল আকারের প্রাইম প্রিডেটর এসেছে প্রথম প্রিডেটরটিকে হত্যা করতে। প্রাইম প্রিডেটরটি তিনটি ভয়ঙ্কর কুকুর প্রজাতির ভিনগ্রহী প্রাণী ছেড়ে দিয়েছে প্রথম প্রিডেটরটিকে খুঁজতে। কুইন যখন তার ছেলে ররিকে খুঁজে পায় তখন সেখানে প্রথম প্রিডেটরটি উপস্থিত হয়ে যায় তার অস্ত্রগুলি নিতে। আর প্রাইম প্রিডেটরটিও কিছু সময় পরেই সেখানে উপস্থিত হয়। দুই প্রিডেটরের লড়ায়ের ফাঁকে কুইনরা সেখান থেকে সরে পরে। প্রাইম প্রিডেটরটি প্রথম প্রিডেটরটিকে হত্যা করে ফেলে।

ররি প্রিডেটরের হেলমেট ব্যবহার করে প্রাইম প্রিডেটরটির মহাকাশযানটিকে একবার হ্যাক করে ফেলেছিলো। তাই প্রাইম প্রিডেটরটি ররিকে তার সাথে করে নিয়ে যেতে চেষ্টা করে। কারণ তারা জেনেটিক্যালি নিজেদের মডিফাইড করছে প্রতিনিয়তো। তারা মহাবিশ্বের বিভিন্ন গ্রহে গিয়ে সেই সব গ্রহের বুদ্ধীমান ও শক্তি শালী প্রাণীদের নিয়ে গবেষণা করে সেই সব প্রাণীদের দক্ষতাগুলি নিজেদের মাঝে নিয়ে নেয়। এরফলে তারা তাদের আকার, শক্তি, লড়াইয়ের কৌশল ইত্যাদি অনেক উন্নতি করে ফেলেছে। তারা চাইছে এখন পৃথিবীতে হামলা করে মানুষদের ধ্বংস করে দিতে। তাই প্রথম প্রিডেটরটি এসেছিলো এমন একটি অস্ত্র মানুষকে দিতে যেটি দিয়ে প্রাইম প্রিডেটরদের সাথে মানুষ লড়াই করতে পারবে।





=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩

সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি Predators

আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"

The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি

=================================================================

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৩০

শূন্য সারমর্ম বলেছেন:

রুপকথা কত মজার, মাথায় সেট হলে আরও মজা।

১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
কথাটি মোটামুটি ঠিকই বলেছেন।
কল্পবিজ্ঞান আর রূপকথার মধ্যে তফাত খুব বেশী নেই।

২| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৩১

শায়মা বলেছেন: মনে হচ্ছে মজার ম্যুভি কিন্তু আমি এদের চেহেরা দেখেই তো ইন্নিনিল্লাহ হয়ে গেলাম! :(

১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
সাইন্সফিকশনের প্রতি আগ্রহ না থাকলে এই মুভি দেখে মনে হবে সময় নষ্ট করেছেন।

৩| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি সব আজেবাজে সিনেমা দেখেন!! :)

১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনিও খোঁচা দিলেন ভাইজান :P

আজকের পোস্টটা কিন্তু জাস্ট ফান পোস্ট ছিলো!!

৪| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:




এগুলো দেখলে আমার হাসি পায়, মানুষ কিসব বের করে!

১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি মুভি দেখে সময় নষ্ট করেন এটা আমার জানা ছিলো না গুরু।

৫| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
আপনিও খোঁচা দিলেন ভাইজান :P
আজকের পোস্টটা কিন্তু জাস্ট ফান পোস্ট ছিলো!!

খোঁচা নয় উপদেশ। :)
কোনটা ফান পোষ্ট?

১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
উপদেশ দিলে ঠিক আছে। আমি উপদেশ খুব একটা গায়ে লাগাই না। !:#P

আপনি আজকে যেটিকে ব্যক্তিআক্রমন হিসেবে ধরে নিয়ে পোস্ট করেছিলেন, সেটি জাস্ট ফান পোস্ট ছিলো বলে দাবী করছেন পোস্টদাতা।

৬| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আলহামদুলিল্লাহ!! তাহলে তো ভালো।

১৯ শে জুলাই, ২০২২ রাত ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
জ্বী, উনি দাবি করেছেন, সম্পূর্ণ বিনা কারণে তাকে ফ্রন্ট পেইজ ব্যান ও কমেন্ট ব্যান করা হয়েছে
আরো বলেছেন -
পোষ্টটাতে কাউকে গালি দেওয়া হয়নি। তুই তুকারি করা হয়নি। মন্দ কথা লেখা হয়নি। এখন, কেউ কেউ যদি লেখাটা নিজের কাঁধে তুলে নেয় তাহলে তার করার কিচ্ছু নাই। আজকের লেখাটা ছিলো ব্লগারদের প্রতি তার কাল্পনিক ভালোবাসা। সেই ভালোবাসার দাম পেলেন না। পেলেন শাস্তি।

৭| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কোথায় বলেছেন?

১৯ শে জুলাই, ২০২২ রাত ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
উনি একটি পোস্ট করেছেন।
কিন্তু উনি অলরেডি ফ্রন্ট পেইজ ব্যান থাকার কারণে সেটি প্রথম পাতায় দেখা যাচ্ছে না। উনার নিজের পাতায় সেটি জলজল করছে।

৮| ১৯ শে জুলাই, ২০২২ রাত ২:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সবগুলো দারুন মুভি, কয়েকবার করে দেখা। শুভ কামনা রইলো

১৯ শে জুলাই, ২০২২ রাত ৩:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
এবছর সম্ভবতো এই সিরিজের আরো একটি মুভি রিলিজ হবে।

৯| ১৯ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৪

জুল ভার্ন বলেছেন: দেখা হয়নি এখনো।

১৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
সাই ফাই মুভিতে আগ্রহ থাকলে দেখে নিতে পারেন।
আগ্রহ না থাকলে ভুলেও দেখতে যাবে না।

১০| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ঋভিউ ভাল লাগল।

১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভালো লাগা জানানোর জন্য।

১১| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৪

অপু তানভীর বলেছেন: দস্যু সাহেব, ভাল ভাল মুভি দেখুন আর দেশ জাতিকে উদ্ধার করুন । এই সব মুভি দেখিবেন না ! :D

ইয়ে মানে আমিও এই মুভি দেখেছি । আমার অবশ্য অনেকের মত দেশ জাতি উদ্ধার করার ইচ্ছে নেই । আমি মুভি দেখি আনন্দের জন্য !
আপনি কেনু দেখেন ?

১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
দেশ জাতিকে উদ্ধাররার জন্য বাঘা বাঘা ভক্ত আর তাদের গুরু আছেন, আমি সেই পথের যাত্রী নই।
গুরুকে আমি বার বার বলেছি আমার নষ্ট করার মতো অনেক সময় আছে। ভক্তের কানে সেই বানী পৌছায় নাই। গুরুর সুরে হৃদয় তাহার টইটুম্বুর, কানে তালা মারা।

আমি মুভি দেখি আনন্দের জন্য।
এই লাইনটা আমি নিজে লিখেছি, আপনার মন্তব্য থেকে কপি-পেস্ট করি নাই। কপি-পেস্ট মনে করে আবার চিল্লাচিল্লি শুরু করে দিয়েন না ভাইজান। এমনিতেই আপনার জালায় নাকি অনেকে ব্লগত্যাগী হয়েছেন। ;)

১২| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: এমনিতেই আপনার জালায় নাকি অনেকে ব্লগত্যাগী হয়েছেন। ;)

না না না ! এ আমি বিশ্বাস করি না ! এতো বড় অপবাদ মাথায় নিয়ে আমি এখন কিভাবে বেঁচে থাকবো !
কিভাবে কিভাবে কিভাবে !! :D

২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমরা নাম-ধাম প্রমান সহ উপস্থাপিত হতে দেখেছি।
আপনার নিক্ষেপিত ব্রহ্মাস্ত্র দিকভ্রান্ত হয়ে কয়েকজনকে নাকি আহতো করে।

অফ টপিক : দেখে আসেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.