নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নদী ও নৌকা - ১৬

১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:০৩


ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং

নদী, নদ, নদনদী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী, গিরি নিঃস্রাব, মন্দাকিনী, কূলবতী, স্রোতোবহা, সমুদ্রবল্লতা, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা যে নামেইা ডাকা হোক, সেই আদিকাল থেকে তার বুকে ভেসে চলেছে নৌকা, ওসা, কোশাকুশি, কোষা, কন্ঠাল, খিলিয়া, খেয়া, ডিঙ্গা, ডিঙ্গি, ডিঙি, ডোঙ্গা, ডোঙা, তারণ, তরালু, তরি, তরণি, তরন্ত, তরন্তী, তরন্তপাদী, তরমাণ, তল্লী, নাও, পাদালিন্দ, পোত, প্লাবমান, বাবুট, বার্কট, বারিরথ, বোট, বজরা, বহিত্র, বন্ডাল, বহন, ভাসন্ত, ভেলক, ভেলা, মঙ্গিনী, মান্দাস, রোক, লা, লাউক, লাও। এদেরই কিছু ছবি থাকবে এখানে। আরো ভালো ভাবে বলতে গেলে বলতে হবে আজকের ছবি গুলি হচ্ছে বালামি নাও এর ছবি। এগুলো বালামি সম্প্রদায়ের তৈরি করা নৌকা। তাই নৌকার নামও বালামি



ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং





ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং





ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং





ছবি তোলার স্থান : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
নদী ও নৌকা - ০১, নদী ও নৌকা - ০২, নদী ও নৌকা - ০৩, নদী ও নৌকা - ০৪, নদী ও নৌকা - ০৫
নদী ও নৌকা - ০৬, নদী ও নৌকা - ০৭, নদী ও নৌকা - ০৮, নদী ও নৌকা - ০৯, নদী ও নৌকা - ১০
নদী ও নৌকা - ১১, নদী ও নৌকা - ১২, নদী ও নৌকা - ১৩, নদী ও নৌকা - ১৪, নদী ও নৌকা - ১৫

=================================================================

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই নৌকাগুলি মনে হয় এমন আকৃতিতে বানানো যে সহজে ডুববে না।

ছোটকালে পদ্মায় পাল তোলা নৌকা দেখতাম। গুন টানতে দেখতাম। এখন মনে হয় দেখা যায় না।

১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অনেক অনেক বছর আগে একবার পদমাতেই গুণ টানতে দেখেছি। পরে হাতিয়া দ্বীপে যাবার সময় দেখেছি গুণ টানতে। এখন মনে হয় গুণটানার আর দরকার পরে না।

২| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৩১

রানার ব্লগ বলেছেন: নৌকা আমার সবসময়ের প্রীয় তালিকায় অবস্থান করে। পাল তোলা নৌকা হলে তো কথাই নাই।

১৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
কিছুদিন আগে আমাদের আশ্রমের জন্য একটা ছোট কোশা নৌকা কিনেছি। দুইদিন আগে আমাদের বাচ্চারা গিয়ে সেটিতে চড়েছে। আরো বড় একটা কিনতে হবে আগামিতে।

৩| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১১:১৬

শূন্য সারমর্ম বলেছেন:

এই নৌকাগুলো দেখলেই ভালো লাগে।

১৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
সাগরে ভাসতে দেখলে ভয় লাগে। মনে হয় এখনই ডুবে যাবে। কিন্তু ডোবেনা, বিচিত্র ভাবে ঢেউ কেটে কেটে ভেসে থাকে।

৪| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:



ভোটের আরো ১ বছর বাকী আছে!

১৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার মতো জ্ঞানপাপী ব্লগার সামুতে খুব কমই আছে।

১৬ ই জুলাই, ২০২২ রাত ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
শুনতে পাই বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে যেতে পারে এমন ১৭টি দেশের তালিকায় আছে।
আপনারতো প্রডাকশনে টিকা মেরে দিয়েছে। তা না হলে একটা পোস্ট দিতে পারতেন।
এই তালিকার বিষয়ে কিছু বলার আছে?

৫| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একত্রে সার বেঁধে দাঁড় করানো বালামি নৌকাগুলো দূর থেকে খুব সুন্দর দেখায় - ৩ নাম্বার ছবিটা।

সমুদ্রে ভাষা সব নৌকার ছবিই তো বালামি নৌকার মতো মনে হয়!!!

১৭ ই জুলাই, ২০২২ রাত ১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
সমুদ্রে ভেসে থাকা কাছাকাছি নৌকাগুলি আসলেই বেশীরভাগ ক্ষেত্রেই বালামি নৌকা থাকে।

৬| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১:৫০

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: কত কত রাত আড্ডা দিয়েছি এই রকম নৌকাতে। কখনো সেন্ট মার্টিন আবার কখনো শীলখালী আবার কখনো ইনানীর কাছে।

১৭ ই জুলাই, ২০২২ রাত ২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
জাহাজ চলাচলের শুরুর আগে ট্রলারে আমি সেন্টমার্টিন গেছি, তবে কখনো এই বালাম নৌকায় চড়া হয়নি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চট্টগ্রামের সাম্পান আমার
দারুন পছন্দের।
"বাশ খালী, তুষ খালী...
পাল উড়ায়ে দিলে সাম্পান
গুড়্ গুড়ায় টানে
তোরা কে কে যাবি আমার সাম্পানে"
গানটিও অনেক সুন্দর! আপনি শুনেছেন?

১৭ ই জুলাই, ২০২২ রাত ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সাম্পান দেখতে বেশ সুন্দর এবং বেশ নিরাপদ মনে হয়।
গানটি আমি আগে শুনি নাই।

৮| ১৭ ই জুলাই, ২০২২ ভোর ৪:৩৫

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন, "শুনতে পাই বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে যেতে পারে এমন ১৭টি দেশের তালিকায় আছে।
আপনারতো প্রডাকশনে টিকা মেরে দিয়েছে। তা না হলে একটা পোস্ট দিতে পারতেন। এই তালিকার বিষয়ে কিছু বলার আছে? '

-কোথায়, কারা প্রকাশ করেছে? বাংলাদেশ দেউলিয়া হতে পারে গর্দভ ব্যুরোক্রেট ও মিনিষ্ট্রিগুলোর কারনে।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
লিংকটি এখন খুঁজে পাচ্ছি না। পেলে আপনাকে দিবোখন।

৯| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৮:২১

কামাল৮০ বলেছেন: চট্টগ্রাম থেকে লবনের নৌকা আসতো।সিগুলোও চাটগায়ের নৌকা কিন্তু এগুলোর মত না।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
নৌকার নানান ধরন আর আকার আছে। এলাকা ভদে তাদের আকার আর নামও পালটে পালটে যায়।

১০| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:১০

জুন বলেছেন: এমন একটা নৌকার পোস্ট কি আপনি কিছুদিন আগে দিয়েছিলেন জলদস্যু!! যাতে আমিও একটা ছবি দিয়েছিলাম। এই সাম্পানগুলো দেখতে সত্যি অসাধারণ। ছবিগুলো
সত্যি সুন্দর।
+

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
‌একেবারে সঠিক মনে করতে পেরেছেন আপনি।
সম্ভবতো গত মে মাসের মাঝামাঝি পোস্টটি দিয়ে ছিলাম।

১১| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৮

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

১২| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৩

জুল ভার্ন বলেছেন: আপনার পোস্ট পড়ে নৌকার অনেক নাম জানলাম। আমি ৭/৮ টা নৌকার(ব্রান্ড) নাম জানতাম। আপনার ছবিগুলো সবই বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের নৌকার।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আজকের ছবি গুলি হচ্ছে বালামি নাও এর ছবি। এগুলো বালামি সম্প্রদায়ের তৈরি করা নৌকা। তাই নৌকার নামও বালামি। এগুলি সমুদ্রে মাঝ ধরার নৌকা।

১৩| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
টেকনাফের নৌকাগুলো অন্যরকম।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: নৌকার নানান ধরন আর আকার আছে। এলাকা ভেদে তাদের আকার আর নামও পালটে পালটে যায়।

১৪| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪২

মোগল সম্রাট বলেছেন: একমাত্র কক্সবাজার ছাড়া এ রকম নৌকা আমি কোথাও দেখিনি।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আজকের ছবি গুলি হচ্ছে বালামি নাও এর ছবি। এগুলো বালামি সম্প্রদায়ের তৈরি করা নৌকা। তাই নৌকার নামও বালামি। এগুলি সমুদ্রে মাঝ ধরার নৌকা। তাই কক্সবাজার এলাকাতেই দেখে মেলে বেশী। আমি হাতিয়া, নিঝুমদ্বীপে এদের দেখেছি।

১৫| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

১৬| ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৩

আখেনাটেন বলেছেন: চমৎকার ছবি....নদী ও নৌকা নিয়েও অনেক কিছু জানা হলো।

তবে পোস্ট নদী ও নৌকা কিন্তু ছবি তো মনে হচ্ছে সাগরের নাকি এটি মেঘনা নদী।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
এই সিরিজে নদীঅথবা নৌকার (নৌযান) ছবি থাকে।
আজকের পর্ব আছে শুধু সমুদ্রগামী বালাম নৌকার ছবি। নদী নেই।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৭| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: আপনার এই ''নদী ও নৌকা'' পোষ্ট আসলে ফাঁকিবাজি পোষ্ট।

১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
একেবারে সঠিক বলেছেন।
আসলে শুধু এটি নয়, বরং আমার বেশীরভাগ পোস্টই ফাকিবাজী পোস্ট। আমি অলস মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.