নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি হল একটি বৈজ্ঞানীক কল্পকাহিনী নির্ভর অ্যাকশন মুভি সিরিজ।
আমার পছন্দের সাই-ফাই সিরিজের মধ্যে দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি একটি। ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণীদের নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ।
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজিটি ১৯৮৭ সালে Predator (প্রিডেটর) মুভিটি দিয়ে শুরু হয়েছিল এবং এই সিরিজে এখন পর্যন্ত ৪টি মুভি রিজিল হয়েছে।
১। Predator (1987)
২। Predator 2 (1990)
৩। Predators (2010)
৪। The Predator (2018)
এই বছর এই এই প্রিডেটর সিরিজের পঞ্চম মুভি রিলিজ হবে-
৫। Prey (2022) (আপ কামিং....)
এছাড়াও এই সিরিজের সাথে ক্রসওভার আরো একটি সিরিজ আছে। সেটি হচ্ছে Alien vs. Predator সিরিজ। এই সিরিজেও অলরেডি ২টি মুভি মুক্তি পেয়েছে।
১। Alien vs. Predator (2004)
২। Aliens vs. Predator: Requiem (2007)
প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী যারা টেকনোলোজিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। বিভিন্ন সময় তার বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগীতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলাটি মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য সম্মাননার স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষ সহ অন্যান্য বিপজ্জনক জীবকে শিকার করে। শিকার করা প্রণীটিকে হত্যা করে তার শিরদাঁড়া সহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। আজ আমি ২০১০ সালে রিলিজ হওয়া Predators মুভিটির কাহিনী সংক্ষেপ এখানে তুলে ধরবো।
৩। Predators (2010)
পৃথিবী থেকে একদল মানুষকে তাদের অজান্তে একটি রহস্যময় গ্রহে একসাথে আনা হয়েছে। তাদের আট জনের সকলেই কোন না কোনো ভাবে ঠান্ডা রক্তের ভয়ঙ্কর খুনি। যদিও তারা কি ভাবে, কেনো এবং কারা তাদের এখানে এনেছে তা কেউ জানে না। তারা একে একে একত্রিতো হয় এবং সকলে মিলে একটি উঁচু যায়গায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রথম বারের মতো বুঝতে পারে সেটি পৃথিবির আকাশ নয়। তারা বুঝতে পারে যে, তারা ভিন্ন কোনো গ্রহে এসে পরেছে।
দলটিকে চারদিক থেকে একধরনের কুকুর প্রকৃতির এলিয়েন জন্তু আক্রমণ আক্রমণ করে। তারা লড়াই করতে থাকে ঠিক সেই সময় একটি হ্ইসেল শুনে সেই প্রাণী গুলি ফিরে চলে যায়। রয়েস একজন সৈনিক, সে অনুমান করে তাদের শিকার করার একটি খেলা চলছে এই গ্রহে। এরই মধ্যে তাদের একজনকে হত্যা করা হয়। রয়েস তার দল নিয়ে প্রাণীগুলি যে পথে ফিরে গেছে সেটি অনুসরণ করে একটি স্থানে পৌছে দেখে সেখানে নানান ধরণের প্রাণীদের কংকাল পরে আছে। তার দেখে সেখানে আকারে একটু ছোট একটি প্রিডেটরকে বেঁধে রাখা হয়েছে। ঠিক তখন সখানে অদৃশ্য তিনটি বড় "সুপার প্রিডেটর" দলটিকে আক্রমণ করে। কয়েকজন সেখানে নিহত হলেও বাকিরা পালিয়ে যেতে পারে।
একসময় দলটির পরিচয় হয় রোনাল্ড নোল্যান্ড নামের এক ব্যাক্তির সাথে। সে অনেক দিন আগে এই গ্রহে এসেছে এবং প্রিডেটর ফাকি দিয়ে এখন একটি অকেজো মহাকাশযানে লুকিয়ে থেকে সারভাইভ করছে। তার আস্তান আসার পরে সে জানায় যে প্রিডেটর অন্যান্য গ্রহের যোদ্ধা এবং বিপজ্জনক প্রাণীদের অপহরণ করে এই গ্রহে নিয়ে এসে তাদের শিকার করে নিজেদের দক্ষতা বাড়ায়। তাছাড়া প্রিডেটর মধ্যে দুটি ভাগ আছে যারা একে অপারকে শিকার করে। এটি হচ্ছে সাধারণ ছোট প্রিডেটর অন্যেরা আকারে বড় সুপার প্রিডেটর। এইসব শুনে রয়েস বন্দী থাকা ছোট প্রিডেটরকে মুক্ত করে তার সাহায্যে সুপার প্রিডেটরদের স্পেসশিপ ব্যবহার করে পৃথিবীতে ফিরে যাওয়ার পরিকল্পনা করে।
রোনাল্ড নোল্যান্ড রয়েস দলের অস্ত্র লুট করে নেয়ার জন্য তাদের বিষাক্ত গ্যাস ব্যবহার করে হত্যা করতে চায়। কিন্তু সেখানে গোলাগুলি শুরু হলে একটি সুপার প্রিডেটর সেখানে উপস্থিত হয়ে কয়েকজনকে হত্যা করে। কিন্তু শেষ পর্যন্ত একটি বোমার বিষ্ফরণে সুপার প্রিডেটরও সেখানে মারা যায়।
রয়েস তখন তার জীবিত ৩জন সঙ্গী সহ সেই বন্দী প্রিডেটরটিক মুক্ত করতে গেলে আবার আরেকটি সুপার প্রিডেটর তাদের আগ্রকম করলে আরো একজন সেখানে মারা গেলেও শেষ পর্যন্ত সেই সুপার প্রিডেটরটিকেও হত্যা করে ফেলে। পরে রয়েস সেই বন্দী প্রিডেটরটির সামনে উপস্থিত হয়ে বলে সে তাকে মুক্ত করে দিবে কিন্তু বিনিময়ে তাকে প্রথিবীতে পাঠানর ব্যবস্থা করতে হবে। প্রিডেটর মুক্ত হয়ে একটি স্পেসশিপ পৃথিবীর লোকেশন সেট করে দেয়। কিন্তু রয়েস সেটিতে চরে না। সে তার সঙ্গীদের উদ্ধার করতে যায়। অন্যদিকে সুপার প্রিডেটরটি একে আক্রমণ করে রয়েসের মুক্ত করে দেয়া প্রিডেটরটির সাথে। সুপার প্রিডেটরটি ছোট প্রিডেটরটিকে হত্যা করে রয়েসের সাথে লড়াই করতে চলে যায়।
শেষ লড়াই শুরু হয় শেষ সুপার প্রিডেটরটির সাথে রয়েসের। শেষ পর্যন্ত রয়েস এবং ইসাবেল নামের একটি মেয়ে অনেক কষ্টে লড়াই করে সুপার প্রিডেটরটিকে হত্যা করে। কিচ্ছুক্ষণ পরেই তারা দেখতে পায় আকাশে প্যারাসুট ইয়ে আরো অনেকেটেই তাদের মতো গ্রহটিতে নেমে আসছে।
=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"
সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2
The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি
০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
পুরনো অনেক মুভিই আমি এখনো আগ্রহ নিয়েই দেখি। তবে সমস্যা হচ্ছে দেখতে বসলেই ঘুম ঝেকে ধরে।
আমার পছন্দের সাইফাই মুভি গুলির মধ্যে ইন্ডিপেন্ডেন্স ডে একেবারে উপরের সারিতে আছে।
এর সেকেন্ড পার্টটা ভালো হতে হতেও হতে পারলো না।
২| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৯
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রাণীগুলোর মাথা অনেক বড়
০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো বলেছেন তো!!
৩| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:০৯
সোনাগাজী বলেছেন:
বন্যার কারণে আশ্রমে যেতে পারছেন না?
০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার কি কি রোগ আছে এখন?
বয়সের সাথে সাথে নানান রোগ বাড়ে।
৪| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১৫
সোনাগাজী বলেছেন:
এখন চোখে কম দেখি; ব্লগার অপু ও জুল ভার্নের লেখা দেখলে রেগে যাই!
০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: চোখে কম দেখাতো আপনার ছোট বেলার সমস্যা।
অন্যের পোস্ট দেখে রেগে যাওয়াতো ব্লগিয় স্বাস্থের জন্য হুমকিস্বরূপ। রেগে গেলেনতো হেরে গেলেন। রেগে গিয়ে উলটাপালটা মন্তব্য করলে আবার মন্তব্যে ব্যান খেতে পারেন। সেইটা ঠিক হবে না।
৫| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৮
সোনাগাজী বলেছেন:
আমাকে কমেন্ট বা লেখার জন্য ব্যান করেনি; সামু কিছু একটা করার চেষ্টা করছে।
০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন:
এখনো হয়তো করে নাই ব্যান। কিন্তু রেগে গিয়ে উলটাপালটা মন্তব্য করা শুরু করলে ব্যান খেয়েও যেতে পারেন।
আপনার জন্য শুভকামনা রইলো।
৬| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই ইন্টারেস্টিং এবং সাসপেন্সফুল মুভি সিরিজ। স্টার মুভিজে দেখেছি কয়েকটা, তবে একটানা দেখা সম্ভব হয় নি।
০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
একটানা আমিও দেখি নাই। একেক সময় একেকটা দেখেছি। তবে একাধিকবার দেখেছি।
৭| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: রিভিউ ভালো লাগলো।
০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
অফ টপিক : আপনার পোস্টে ব্যবহার করা ছবি নিয়ে কেউ কেউ দেখলাম আপত্তি তুলেছ। যদিও আমার চোখে আপত্তিকর মনে হয় নাই বিশেষ পেক্ষাপটের কারণে।
প্রজন্ম ফোরামে ১০ বছরের ইতিহাসে আমি একটা মাইনাস রেপুটেশন পেয়েছি WWE সুপার স্টারদের জীবনসঙ্গিনীদের ছবি শেয়ার করে। ঐ বেচারিরা শাড়ি, সেলোয়ার কামিজ বা বোরকা পরেতো ছবি তোলেনা এটা অনেকেই বুঝতে চায় না।
৮| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি জাদিদ ভাই কে পোস্ট দিয়ে জিজ্ঞেস করেছিলাম আমার কোন ছবি আপত্তিকর কিনা। উনি বলছেন আপত্তিকর হলে প্রথম পাতা থেকে সরিয়ে দিতেন।
তাই কে কি বলছে এগুলো পুছিনা। আমার বর্ষপূর্তি পোস্টে আমি যাদের নাম উল্লেখ করেছিলাম তারা ছাড়া আমি আর গুলো কে কি বলছে পাত্তাই দেইনা। আপনি যখন জিজ্ঞেস করেছিলেন আমার ছবি নিয়ে আপত্তি কিনা উনি উত্তর দিসিলেন আমি কি কারো নাম উল্লেখ করেছি? এর পরের দিন আবার অন্যজন এর মন্তব্যের জবাব দিসে আমার ছবি। দেখেন কারবার! সিমপোল একটা ছবি মারিয়ার আরমস দেখা যাচ্ছে এটা নাকি অশ্লীল। আপনার এই পোস্টের একদম উপরের ছবিটার চেয়েও মারিয়ার টা শালিন। পার্থক্য মারিয়া মেয়ে আপনার ছবির উনারা পুরুষ। অনেকে মেয়েদের দেখতে পারেনা। পুরুষ পছন্দ করে।
আপনি জিজ্ঞেস করসেন তাই জবাব দিলেম। কেউ ব্যক্তি আক্রমন করলে আপনি একটু প্রোটেক্ট কিনেন। আমি গরু কিনে টায়ার্ড আজ। স্টেমেনা নেই।
০৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি যখন জিজ্ঞেস করেছিলেন আমার ছবি নিয়ে আপত্তি কিনা উনি উত্তর দিসিলেন আমি কি কারো নাম উল্লেখ করেছি?
কারো নামতো নিতে হয় না, সেটা এমনিতেই বুঝা যায়।
০৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি পরশু হাটে ঘুরে ফেরত এসেছি।
গতকাল একটা কিনতে পেরেছি।
৯| ০৮ ই জুলাই, ২০২২ রাত ১২:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: সাড়ে চুয়াত্তর আর ঢাবিয়ান ওখানে উনাকে সাপোর্ট দিয়ে মন্তব্য করাই কষ্ট পাইছি। এই দুইজনকে আমি পছন্দ করি।
০৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের প্রতিজন মানুষেরই চিন্তা ভাবনা, ধ্যান ধারনা, পরিবেশ, বয়স ইত্যাদি আলাদা আলাদা। তেমনি ভাবে নানান বিষয়ে আমাদের মতামতও ভিন্ন হতে বাধ্য। সেটে নিয়ে মন খারাপ করার কিছু নাই। মানৃষ মাত্রেই চিন্তা ভাবনা পছন্দ অপছন্দ ভিন্ন হওয়া স্বাভাবিক।
১০| ০৮ ই জুলাই, ২০২২ রাত ১:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
আরও সিক্যুয়েল আসবে নাকি?
০৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার লেখার সিকুয়েল আসবে ৪-৫ দিন পরে
৪। The Predator (2018)
আর মুভির সিকুয়েল আসবে এই বছর সিরিজের পঞ্চম মুভি Prey (2022) .
১১| ০৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার।
০৮ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া।
১২| ০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: যে মুভির পোষ্টার সুন্দর হয় না, সেই মুভি আমি দেখি না।
০৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম হয়, সৌন্দর্য অনেক কিছু উপর নির্ভর করে।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৪২
জুন বলেছেন: প্রিডেটর সবগুলোই দেখেছি। এখনো স্টার ম্যুভিজে দেখালে বিশাল আগ্রহ নীয়ে দেখি
উইল স্মিথের ইন্ডিপেন্ডেন্টস ডে ম্যুভির এলিয়েনগুলোও ভয়ংকর ছিল । ভাগ্যিস তারা সেদিন পৃথিবীটাকে রক্ষা করেছিল জলদস্যু