নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator

৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৪৮

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি হল একটি বৈজ্ঞানীক কল্পকাহিনী নির্ভর অ্যাকশন মুভি সিরিজ।
আমার পছন্দের সাই-ফাই সিরিজের মধ্যে দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি একটি। ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণীদের নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ।



দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজিটি ১৯৮৭ সালে Predator (প্রিডেটর) মুভিটি দিয়ে শুরু হয়েছিল এবং এই সিরিজে এখন পর্যন্ত ৪টি মুভি রিজিল হয়েছে।
১। Predator (1987)
২। Predator 2 (1990)
৩। Predators (2010)
৪। The Predator (2018)

এই বছর এই এই প্রিডেটর সিরিজের পঞ্চম মুভি রিলিজ হবে-
৫। Prey (2022) (আপ কামিং....)

এছাড়াও এই সিরিজের সাথে ক্রসওভার আরো একটি সিরিজ আছে। সেটি হচ্ছে Alien vs. Predator সিরিজ। এই সিরিজেও অলরেডি ২টি মুভি মুক্তি পেয়েছে।
১। Alien vs. Predator (2004)
২। Aliens vs. Predator: Requiem (2007)




প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী যারা টেকনোলোজিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। বিভিন্ন সময় তার বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগীতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলাটি মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য সম্মাননার স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষ সহ অন্যান্য বিপজ্জনক জীবকে শিকার করে। শিকার করা প্রণীটিকে হত্যা করে তার শিরদাঁড়া সহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। আজ আমি ১৯৮৭ সালে রিলিজ হওয়া Predator মুভিটির কাহিনী সংক্ষেপ এখানে তুলে ধরবো।

১। Predator (1987)

ডাচ (আর্নল্ড শোয়ার্জনেগার) একজন সৈনিক, ভিয়েতনামের বিদ্রোহী শিবিরে আটকে রাখা একদল রাজনীতিবিদকে গোপনে উদ্ধার করার জন্য মার্কিন সরকার তাকে তার দল নিয়ে উদ্ধার মিশনে পাঠায়। ডাচের দলে ছিল ম্যাক, বিলি, ব্লেইন, পনচো, হকিন্স ও সিআইএ এজেন্ট ডিলন।



ডাচদের দল বিদ্রোহী শিবিরে পৌঁছে দেখে সেখানে কোনো রাজনীতিবিদ নেই। লড়াইয়ে বিদ্রোহীরা নিহত হয় এবং আনা নামের একটি মেয়েকে বন্দী করে। ডাচদের দলটি তাদের যেখান থেকে তুলে নেয়া হবে সেই দিকে এগুতে থাকে। ঠিক তখন আনা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হকিন্স তাকে তাড়া করে পিছু নেয়। কিন্তু তখন একটি প্রায় অদৃশ্য প্রাণী হকিন্সকে হত্যা করে দেহটিকে টেনে নিয়ে যায়। আনার হাতে কোনো অস্ত্র না থাকার কারণে প্রাণীটি আনাকে হত্যা না করে ছেড়ে দেয়।

ডাচরা হকিন্সের দেহ খুঁজার সময় প্রাণীটি ব্লেইনকে হত্যা করে ফেলে। তখন তারা কিছু না দেখেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। তাতে প্রাণীটি আহত হয়, এবং তার উজ্জ্বল সবুজ রং এর রক্ত ঝরতে থাকে। ডাচরা বুঝতে পারে জঙ্গলের মধ্যে কিছু তাদের তাড়া করছে। একে একে প্রাণীটি ডাচের দলের সকলকে হত্যা করে ফেলে। শুধু ডাচ আর আনা বেঁচে থাকে।

ডাচ আনাকে হেলিকপ্টারের দিকে পাঠিয়ে দিয়ে নিজে প্রাণীর সাথে লড়াইয়ের প্রস্তুতি নেয়। নদী জলে নামার কারণে তখন প্রাণীটির অদৃশ্য হওয়ার যন্ত্রটিতে ত্রুটি দেখা দেয়ায় প্রাণীটি দৃশ্যমান হয়ে যায়। ডাচ প্রথম বারের মতো প্রিডেটরটিকে দেখতে পায়। প্রিডেটরটি ডাচকে যোগ্য শত্রু হিসাবে স্বীকার করে এবং তার সভ্যতার রীতিতে খালি হাতে লড়াইয়ে নামে। ডাচ প্রচুর মার খাওয়ার পরে একটি ফাঁদের নিচে প্রিডেটরটিকে পিষে ফেলতে পারে। প্রিডেটরটি মারা যাওয়ার আগে একটি শক্তিশালী বোমার টাইমার চালু করে দেয়। বিস্ফোরণের ঠিক আগে ডাচ সেখান থেকে দৌড়ে সরে পরতে পারে। পরে আনা হেলিকপ্টারে নিয়ে সেখানে পৌছে ডাচকে তুলে নেয়।



=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩

আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"

সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator

The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি

=================================================================

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:০৭

সোনাগাজী বলেছেন:



এক সময় ভুত পেত্নীর গল্পের জ্বালায় ছিলাম, এখন আরেক নতুন ঝামেলা!

৩০ শে জুন, ২০২২ সকাল ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
চোখ বন্ধ করে রাখেন, এমনিতেই আপনার চোখে সমস্যা।

২| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:


কল্পকাহিনী পড়তে খারাপ লাগে না।

৩০ শে জুন, ২০২২ সকাল ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
সাইন্স ফিকশন আমার খুবই প্রিয় বিষয়।

৩| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:১৮

জুল ভার্ন বলেছেন: মারদাংগা ছবি আর ভূত-পেত্নীর ছবি আমি পছন্দ করিনা। তবে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলেই দ্য প্রিডেটর সিরিজ দেখেছি। দ্য প্রিডেটর এর একটি নান্দনিক ছন্দ এবং এক পরি কাঠামো রয়েছে- যা দর্শকদের যুগযুগ ধরে রাখতে পেরেছে।

৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
অল্পকথায় চমৎকার বছেলেন ভাইজান।
কিছু কিছু মারদাংগা সিনেমা আমি বেশ পছন্দ করি। তবে আমার পছন্দের তালিকায় সবার উপরে সাই-ফাই মুভি।

৪| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:২৫

জুন বলেছেন: আমার ছেলের হাত ধরে প্রথম সোয়ার্জেনিগারের ম্যুভি দেখা শুরু করি। সে ছিল তার ডাইহার্ড ফ্যান। প্রিডেটর ও তার মাঝে অন্যতম। টিভিতে দেখালে আমি এখনো দেখি। অনেক ভালো লাগে। প্রে মুক্তি পেলে দেখবো জলদস্যু।

৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
সোয়ার্জেনিগারের এ্যাকশেন ও সাই ফাই কিছু মুভি আসলেই দারুন। আমি বেশ পছন্দ করি সোয়ার্জেনিগারকে।
Prey এর টেইলার দেখে যা মনে হলো সেটির সময়কাল আধুনিক সভ্যতার শুরুর দিকের হবে। মানুষ তখন সম্ভবতো মাত্র আগ্নেয়াস্ত্রতৈরি করা শুরু করেছে সেই সময়।
আমিও Prey এর জন্য আগ্রহ নিয়ে বসে আছি।

৫| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৩৩

অপু তানভীর বলেছেন: প্রিডেটর সিরিজের সব গুলো মুভি দেখেছি । সব থেকে ভাল লেগেছে শোয়ার্জনিগারের প্রিডেটরটাই । মুভিটা কত আগের একবার চিন্তা করেন, আমার জন্মের আগের মুভি তবুও চমৎকার মুভি টা । এরপর এলিয়েন ভার্সেস প্রিডেটরটাও চমৎকার !

৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমিও এই সিরিজের সব গুলি মুভি একাধিকবার করে দেখেছি।
আমার কাছে প্রায় সবগুলি কাহিনিয় ভালো লেগেছে।
তবে এলিয়েন ভার্সেস প্রিডেটর সিরিজের দুইটি কাহিনিই অতি অসাধারণ।

৬| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিডেটর , কমান্ড আর টার্মিনেটর ২। সেই সময় শোয়ার্জেনেগার ছাড়া কাউকে চিনতাম না।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
শোয়ার্জনেগারের কমান্ড আর টার্মিনেটর ২ এর কারণে এ্যাকশন ও সাইফাই মুভির একটি আলাদা লেবেল তৈরি হয়ে যায় মনে মাধ্যে, কতবার যে দেখেছি এই মুভি দুইটি!!

৭| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৬

জুন বলেছেন: দেখেন আমার ছেলে কেমন পাগল এই এলিয়েন আর প্রিডেটর এর রেপ্লিকা পর্যন্ত কিনেছে। দুইটার ওজন কমপক্ষে ৮/১০ কেজি হবে। আমাকে ভয় দেখায় বলে "আম্মু এরা রাতে ঘরের ভেতর হাটাহাটি করে" :-&

৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার ছেলে তো মনে হচ্ছে প্রিডেটর এর চরম ভক্ত!!!
শুভকামনা রইলো ওর জন্য।

৮| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: এখন এরকম মুভি দেখি না।
বয়স হচ্ছে। এরকম মুভি ভালো লাগে না।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমারও বয়েস হয়েছে।
তবে আমি এখনো একই রকম আগ্রহ নিয়ে দেখি।
কখনো কখনো মনে হয় আগ্রহ আরো বেড়েছে।

৯| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:১২

বিটপি বলেছেন: প্রিডেটর ছবিটা দুইবার দেখেছি। কিন্তু আপনার রিভিউ পড়ে নতুন কিছু জানলাম, যেটা মুভিতে কোথাও উল্লেখ নেইঃ
- তারা টেকনোলজিতে মানুষের চেয়ে অনেক উন্নত। লেজার গান ব্যবহার তার প্রমাণ। কিন্তু বর্শা বল্লম কেন ব্যবহার করে?
- বিভিন্ন গ্রহে গিয়ে প্রতিযোগিতামূলক শিকার খেলেয়ায় অংশগ্রহণ করে। এখানে সিনেমার নামকরণের স্বার্থকতা পাওয়া যায়।
- খালি হাতে লড়তে নামা প্রিডেটরটির জন্য কোন বীরত্ব নয়। ডাচ তার চেয়ে শক্তিমত্তায় অনেক পিছিয়ে ছিল। তাকে পরাজিত করলেও প্রিডেটরটির বীরত্ব প্রকাশিত হতনা।

প্রিডেটরটিকে আমার কাপুরুষ মনে হয়েছে। দূর্বল শক্তিমত্তার মানুষের বিরুদ্ধে লড়াই করতে তাকে ইনভিজিবল শিল্ড আর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করতে হয়েছে। তবে নারী শিকারদের ক্ষেত্রে এরা নমনীয়। কোন ফ্র্যাঞ্চাইজিতেই এদেরকে বাগে পেয়েও কোন নারীকে হত্যা করতে দেখা যায়নি। বরং এভিপি সিনেমায় এক নারীকে সহযোদ্ধা হিসেবে গ্রহণ করতে দেখা গেছে।

৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার এই মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় বিটপি।
আপনার মন্তব্য থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে আপনি বেশ মনোযোগ দিয়ে প্রিডেটর সিনেমা গুলি দেখেছেন এবং এই লেখাটিও বেশ ভালো ভাবেই পড়েছেন। আবারও ধন্যবাদ আপনাকে।

- প্রিডেটরদের বর্শা-বল্লম গুলি কিন্তু আমাদের গুলির চেয়ে অন্যরকম এবং বেশ অত্যাধুনিক। তার সেগুলি ব্যবহার করে বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের শিকারের দক্ষতা বাড়ানোর জন্য।

- ডাচের সাথে খালি হাতে লড়াই করতে নামাটা প্রিডেটরটি সম্ভবতো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলো। অন্য সিনেমাগুলিতেও আমরা দেখেছি যাদের হাতে ছুড়ি আছে প্রিডেটররা তাদের সাথে ছুড়ি নিয়ে লড়াই করছে, তরোয়াল থাকলে তরোয়াল নিয়ে লড়ছে।

- দূর্বল শক্তিমত্তার মানুষের বিরুদ্ধে লড়াই কিন্তু করছে না। তাঁরা শিকার করছে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য। উপযুক্ত যোদ্ধা সামনে এলে তখন সরাসরি লড়াই করছে। প্রতিটি মুভিতেই এটা দেখানো হয়েছে।

- প্রিডেটররা সাধারণত কোনো নিরস্ত্র মানুষকেই হত্যা করছিলো না। নরী চরিত্রগুলির বেলাতে সেটাই ঘটেছিলো। তবে এভিপি সিনেমায় এক নারীকে সহযোদ্ধা হিসেবে গ্রহণ করার ভিন্ন ব্যাখ্যা আছে। সেটি আমি আগামীতে লিখবো।

১০| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator সম্পর্কে জেনে ভালো লাগলো।

৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: মুভিটি কি আপনি দেখেছেন?

১১| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: না ।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
সময় সুযোগ হলে দেখে নিবেন, খারাপ লাগবে না।

১২| ৩০ শে জুন, ২০২২ রাত ১০:০২

ইফতেখার ভূইয়া বলেছেন: সবগুলোই দেখেছি, তবে প্রথমটা বেশ ক'বার দেখেছি, ভালো লেগেছে। তবে ঐ মূল প্রিডেটরের ব্যাপারে বলবো, হি ইজ আগলি এজ হেল =p~

৩০ শে জুন, ২০২২ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
দেখতে আগলি তাতে কোনো সন্দেহ নাই।
বিশেষ করে যখন হা করে ডাক ছাড়ে।

১৩| ৩০ শে জুন, ২০২২ রাত ১০:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি দেখার সময় কোথায়?

৩০ শে জুন, ২০২২ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার সময়ের অভাব নাই।
কর্মমুক্ত মানুষ আমি এখন।

১৪| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমারও বয়েস হয়েছে।
তবে আমি এখনো একই রকম আগ্রহ নিয়ে দেখি।
কখনো কখনো মনে হয় আগ্রহ আরো বেড়েছে।

সম্ভবত আপনি আমার চেয়ে বয়সে ২/৩ বছরের ছোট হবেন।

০১ লা জুলাই, ২০২২ রাত ১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
তাতে কিছু যায় আসে না।
আপনি আমার বন্ধু মানুষ।

১৫| ০১ লা জুলাই, ২০২২ রাত ৮:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শোয়ার্জেনেগার এর সবচেয়ে পছন্দের সিনেমা এটা। দেখতে ইচ্ছা হচ্ছে আবার।

০২ রা জুলাই, ২০২২ দুপুর ১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
End of Days সুপার ন্যাচারাল এ্যাকশন হরর মুভি।
বেশ ভাল একটি মুভি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.