নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Common Name : Red Poppy, Common poppy, Corn poppy, Corn Rose, Field poppy, Flanders poppy, Oriental Poppy.
Scientific Name : Papaver rhoeas
যতদূর জানি পপীকে মোটা দাগে ২টি ভাগে ভাগ করা যায়। একটি চাষ করা হয় পপী ফল থেকে কষ সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে হেরোইন তৈরি জন্য। সেটি হলো পপি বা আফিয়াম পপি যা থেকে বানিজ্যিক ভাবে আফিয়াম/হিরোইন তৈরী হয়। সেটির Scientific Name হচ্চে Papaver somniferum. এটি থেকে পোস্ত দানাও সংগ্রহ করা হয়।
অন্যটি বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য। একটা গার্ডেন পপি বা অর্নামেন্টাল পপি। এটি শুধু শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। আমরা এই পপীকে বাগানের ফুল হিসেবে চিনলেও পৃথিবীর বিভিন্ন দেশে এটি ফসলী জমির আগাছা হিসেবে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই লাল পপীটি মৃত সৈনিকের প্রতীক হিসেবে ব্যবহিত হতো।
অর্নামেন্টাল পপী ফুল গুলি শুধু লাল নয়, বরং আরো নানান হালকা রঙের হয়ে থাকে। কোনো কোনো ফুলের পাপড়ির ধারগুলি সাদা বা অন্য রঙের বর্ডার থাকে। সেগুলি দেখতে আরো সুন্দর হয়। কিছু কিছু পপী ফুলের পাপড়ি সংখ্যা থাকে মাত্র ৪টি, তবে অন্যগুলির পাপড়ি সংখ্যা আরো অনেক বেশী হতে দেখা যায়। লাল পপী বেলজিয়ামের জাতীয় ফুল।
ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৮/০৫/২০১৫ ইং
ও
ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৪/০৩/২০২০ ইং
=================================================================
আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা
=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪
অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গাঁদা-৩, গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২
দাঁতরাঙ্গা-২, দাদমর্দন-২, দাদমর্দন-৩
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাগানবিলাস-৩, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বিড়াল নখা-২,
মাধবীলতা-২, মাধবীলতা-৩
রুদ্রপলাশ-২, রুদ্রপলাশ-৩, রাজ অশোক-২, রাজ অশোক-৩, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪, রাধাচূড়া-৫
লতা পারুল-২, লতা পারুল-৩, লতা পারুল-৪
শিউলি-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================
২৬ শে জুন, ২০২২ দুপুর ১:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১:৫৯
জুল ভার্ন বলেছেন: পপি ফুল ও ফল- বিস্তৃর্ণ এলাকা জুড়ে বাগান আমি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দেখেছি ২০০৯ সনে।
২৬ শে জুন, ২০২২ দুপুর ২:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: সেগুলিই হলো আফিয়াম পপি, যা থেকে বানিজ্যিক ভাবে আফিয়াম/হিরোইন তৈরী হয়। সেটির Scientific Name হচ্চে Papaver somniferum. এটি থেকে পোস্ত দানাও সংগ্রহ করা হয়।
৩| ২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৩৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুবাহান আল্লাহ্ । অসাধারণ সব ছবি ......... অনেক অনেক শুভ কামনা আপনার জন্য ।
২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:৪০
সোনাগাজী বলেছেন:
পদ্মা নিয়ে আপনার মন্তব্য, "মরুভূমির জলদস্যু বলেছেন: সত্যি কথা হচ্ছে প্রথমে আমার ধারনা ছিলো বিশ্বব্যাংক সরে যাওয়ার ফলে নিজেদের অর্থায়নে কোনো ভাবেই এই সেতু তৈরি করা সম্ভব হবে না। পরে যখন কাজের সব কিছু চূড়ান্ত হয়ে গেলো তখন মনে হয়েছে নির্মাণকালিন সময়ে ও তার পরপর আমাদের অর্থনিতীতে একটা ধাক্কা লাগবে বিদেশী মূদ্রার ঘাটতির কারণে। "
-ইহা বানানো আপনার আশ্রম বানার চেয়ে সোজা ছিলো: গত ১০ বছর গড়ে ৪৫ বিলিয়ন ডলারের বাজেট হয়েছে, সেখান থেকে বছরে ৫০০ মিলিয়ন ডলার সেতুতে খরচ হয়েছে, এবং করেছে চীনারা; আপনার মনে কেন হয়েছে যে, ইহা বিশাল ব্যাপার?
২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
কেনো মনে হয়েছে সেটা শেষ কয়েক শব্দে বলা হয়েছে।
৫| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:৪১
সোনাগাজী বলেছেন:
পপি হলো ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের জন্য আল্লাহের দান।
২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আমেরিকার জন্য ঈশ্বরের কোনো দান নেই?
৬| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৬
সোনাগাজী বলেছেন:
ব্লগার রূপক বিধৌত সাধু কোন কারণে নিজ পায়ে দাঁড়াতে শিখিনি, না'খয়ে থাকে। আপনার মসজিদের লোকদের বাচ্চাদের টুরটরিং'এর কাজটা একে যোগাড় করে দিতে পারেন কিনা দেখেন তো?
২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার আন্তরিকতা দেখে মুগ্ধ হলাম।
এর আগেও আপনি আরেকবার উনার কথা বলেছেন।
আমার পক্ষে কিছু করা হয়তো এখন সম্ভব হবে না। তবে কখনো যদি কোচিং এর বিষয় কোনো খবর পাই তাহলে আপনাকে অবশ্যই জানাবো।
আপনি বরং রাজীব সাহেবকে বলতে পারেন।
২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের একজন ব্লগার করজে হাসানা চালু করেছেন। উনার সাথে যোগাযোগ করছেন না কেনো আপনি?
৭| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৩
মিরোরডডল বলেছেন:
প্রথম দুটা ছবি কি ভীষণ কালারফুল আর সুন্দর !
২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৮| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি দারুণ হয়েছে।
২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: প্রথম ২ ছবি লাল টুকটুকে।
২৬ শে জুন, ২০২২ রাত ১০:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: হে, পপী খুবই সুন্দর ফুল।
১০| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লেগেছে।
২৬ শে জুন, ২০২২ রাত ১০:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।
১১| ২৬ শে জুন, ২০২২ রাত ৯:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: নায়িকার নাম পপি শুনেছি। মানুষ এখন নায়িকার নামে ফুলের নাম রাখা শুরু করেছে।
২৬ শে জুন, ২০২২ রাত ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
খ্যাক খ্যাক খ্যাক
বিষয়টা উলটা
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১:২৮
আখেনাটেন বলেছেন: পপি ফুলের ছবিটা দুর্দান্ত!