নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ

২৪ শে জুন, ২০২২ রাত ১২:৫৭

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পানামনগর থেকে ৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে গোয়ালদি গ্রামে ঐতিহাসিক গোয়ালদি মসজিদের ৫০ মিটার উত্তরপূর্ব দিকে এই আবদুল হামিদ মসজিদটির অবস্থান।



একটি শিলালিপি থেকে জানা যায় আবদুল হামিদ শাহ নামের জনৈক ব্যক্তি ১৭০৫ খ্রিস্টাব্দে (১১১৬ হিজরি) মসজিদটি নির্মাণ করেন। মসজিদের নিকটেই তিনি সমাহিত আছেন। বর্তমানে মসজিদটিকে যে রূপে দেখা যায় প্রথমে এটি এমন ছিল না। নির্মাণকালে মসজিদটি ছিল একগম্বুজ বিশিষ্ট বর্গাকার ইমারত। মসজিদ ইমারতের চার কোণে ছিল চারটি অষ্টভুজাকৃতির সন্নিহিত মিনার বা বুরুজ।











আবদুল হামিদ মসজিদটি ছিলো মুগল স্থাপত্যরীতিতে নির্মিত। মসজিদটির ভিতরের অংশের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়দিকে ৫.০২ মিটার এবং বাইরের দেয়ালের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়দিকে ৬.৭৫ মিটার করে ছিল। মসজিদের পূর্বদিকে ছিলো তিনটি প্রবেশপথ। তিনটি প্রবেশপথের মধ্যে মাঝেরটি ছিল অপেক্ষেকৃত বড়। এই তিনটি ছাড়াও মসজিদের দক্ষিণ ও উত্তর দিকে একটি করে প্রবেশপথ ছিল।











মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। বর্তমানে পুরন ইমারতের সাথে পূর্বদিকে স্থায়ী ভাবে পাকা দোতলা দালান করে সম্প্রসারণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিকেও পাকা দালান করে মসজিদের পরিধি সম্প্রসারণ করা হয়েছে। বার বার সম্প্রসারণের ফলে মসজিদটি আধুনিক রূপ নিয়েছে। তবে মূল পূরন ইমারতটি এখনো রয়েছে। বর্তমানে এটি জামে মসজিদরূপে ব্যবহৃত হচ্ছে।








ছবি তোলার তারিখ : ১৫/০৯/২০১১ ইং ও ০৬/০৯/২০২১ ইং
অবস্থান : গোয়ালদি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°39'25.0"N 90°35'36.7"E

তথ্য সূত্র : বাংলাপিডিয়া ও উইকিপিডিয়া, অন্তর্জাল


=================================================================
মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ


আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩

=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২২ রাত ১:৩২

অপু তানভীর বলেছেন: ২০১১ সালে তোলা ছবি ! এতো পুরানো ছবি !

বাংলা পিডিয়ার ছবিটা আর নতুন সমজিদের ভেতরে অনেক পার্থক্য ।
১৭০৫ সাল মানে তো অনেক সময় !

২৪ শে জুন, ২০২২ রাত ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:



২০২১ সালের ছবিও দিয়েছি।
ছবি আর ভ্রমণের ব্যাপারে আমি গরুস্বভাবি। আগে খাই, পরে জাবর কাটি। তবে জাবর কাটার সময়টা মেলা দীর্ঘ হয়।
জ্বী মসজিদটিমেলা পুরনো।
পুরনো মসজিদের ৩ দিকেই নতুন করে সম্প্রসারণ করা হয়েছে। তাই বাইরে থেকে মিল নেই বললেই চলে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

২| ২৪ শে জুন, ২০২২ ভোর ৬:০৫

সোনাগাজী বলেছেন:



নতুন অংশ ইহার সাথে যোগ করা বুদ্ধিমানের কাজ হয়নি।

২৪ শে জুন, ২০২২ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: একেবারেই বুদ্ধীমানের কাজ হয়নি।
চাইলেই অতি অল্প খরচেই কাছাকাছি জমি কিনে নতুন বড় মসজিদ তৈরি করে নিতে পারতো এলাকাবাসি। অথচো এইকাজটি না করে তারা পুরনোটির সৌন্দর্য হানী করে সব সময়ই।

৩| ২৪ শে জুন, ২০২২ সকাল ৭:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: মসজিদটিতে এখনো নামাজ আদায় করার ব্যবস্থা আছে?

২৪ শে জুন, ২০২২ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আছে।
এটি এখন জামে মসজিদ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

৪| ২৪ শে জুন, ২০২২ সকাল ১০:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:

আবদুল হামিদ শাহ সম্পর্কে আর কিছুু জানা যায়নি?

২৪ শে জুন, ২০২২ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অন্ততো কোথাও আর কোনো তথ্য পাইনি।

৫| ২৪ শে জুন, ২০২২ দুপুর ২:১৫

লেখার খাতা বলেছেন: পুরনো মোসজিদে সম্প্রসারণ প্রয়োজন। ভাল পোষ্ট।

২৪ শে জুন, ২০২২ রাত ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: না, এই ধরনের পুরনো মসজিদে সম্প্রসারণনা করে বরং অতি অল্প খরচেই কাছাকাছি জমি কিনে নতুন বড় মসজিদ তৈরি করে নেয়া উচিত।

৬| ২৪ শে জুন, ২০২২ দুপুর ২:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মসজিদটা সুন্দর।

মসজিদটাতে এসি আছে নাকি? সব জানালা বন্ধ কেন?

২৪ শে জুন, ২০২২ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো করে লখ্য করলে এসির আউটডোরের পাইপ দেখতে পাবেন।

৭| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৫

সোনাগাজী বলেছেন:



আশ্রমে পানি উঠেছে?

২৪ শে জুন, ২০২২ রাত ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এখনো উঠেনি, তবে ১০-১২ দিনের মধ্যে উঠেও যেতে পারে।

৮| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৩০

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

অনেক বছর আগে নারায়ণগঞ্জ মুড়াপাড়া মোঘল আমলে নির্মিত বাবা মসজিদে নামাজ আদায় করেছিলাম।

২৪ শে জুন, ২০২২ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:



কোথাও ভুল হচ্ছে।
মুড়াপাড়ায় কোনো মোঘল আমলে নির্মিত মসজিদ নেই।
বাবা মসজিদে নামেও কোনো মসজিদের কথা কখনো শুনি নাই।
তবে মুন্সীগঞ্জে বাবা আদম মসজিদ আছে।

৯| ২৪ শে জুন, ২০২২ রাত ৮:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর ছবি।

২৪ শে জুন, ২০২২ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

১০| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক অজানা তথ্য জানলাম
ধন্যবাদ দস্যু ভাই।

২৪ শে জুন, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় নূর ভাই মন্তব্য করে সাথে থাকার জন্য।

১১| ২৫ শে জুন, ২০২২ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: জানলাম।

২৫ শে জুন, ২০২২ সকাল ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.