নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ২৪

১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৩

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।

শহুরে সূর্যাস্ত

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০১৫ ইং




শহুরে সূর্যাস্ত

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০১৫ ইং




শহুরে সূর্যাস্ত

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০১৫ ইং




বিকেলের সূর্য

ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং




বিকেলের সূর্য

ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৪১

সোনাগাজী বলেছেন:


আকাশকে হলুদ দেখাচ্ছে কেন?

১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো লালচে কমলা দেখছি!!

আপনি হলুদ দেখছেন কেনো?

২| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর।

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: একই ছবি।
উনিশ বিশ।

১৪ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ দুটিতে বলতে পারে।
প্রথম ৩টের হিসাব আলাদা।
আপনার কাছেওকি আকাশ হলুদ মনে হয়েছে?

৪| ১৪ ই জুন, ২০২২ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




নীড়ে ফেরা পাখি আর আস্ত একটা সূর্য নিয়ে প্রথম ছবিটা অনবদ্য। অনেকক্ষন ধরে দেখলে একটা বিষাদের আভা যেন কোথায় লেপ্টে আছে মনে হয়......

১৪ ই জুন, ২০২২ রাত ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।


আপনার বিষাদের আভা হয়তো কাব্যিক। তবে পাখিদের বিষাদের কারণ ঠিক পরের দুটি ছবিতেই দেখতে পাবেন।
বনের যাগয় দখল করেছে দালান আর তাতে আছে লোবাইল টাওয়ার।

৫| ১৪ ই জুন, ২০২২ রাত ৯:০৮

অপু তানভীর বলেছেন: আপনার ছবি দিয়ে একটা ইলাস্ট্রেটর করার চেষ্টা করলাম । দেখেন তো কেমন হয়েছে !

১৪ ই জুন, ২০২২ রাত ১০:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আসল ছবির চেয়ে ভালো হয়েছে।
তবে সূর্যটা আর একটু অন্যরকম হলে মনে হয় আরো ভালো হতো।

৬| ১৪ ই জুন, ২০২২ রাত ৯:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শহরের সূর্যাস্ত দেখা যায়?
দালান কোঠার ভিতর দিয়ে
সূর্যাস্ত দেখলেন কি করে?
অনেক সুব্দর ছবি শহরের
সূর্যাস্তের!

১৪ ই জুন, ২০২২ রাত ১০:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শহরে দিগন্ত দেখার এক মাত্র উপায় হচ্ছে উঁচু কোনো দালানে উঠা।
অবশ্য তাহেও দিগন্ত দেকা যায় না, কাছাকাছি দেখা যায়।
ছবি ৩টি ৫ তলার ছাদে থেকে তোলা।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৭| ১৪ ই জুন, ২০২২ রাত ১১:১৫

শূন্য সারমর্ম বলেছেন:

ছবি সুন্দর হয়েছে ;উপাদানে কারেন্ট পিলার,বিল্ডিং ও পাখি অন্য মাত্রা যোগ করেও রঙ পরিবর্তন করতে পারেনি।

১৪ ই জুন, ২০২২ রাত ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ছবি ভালো হয়েছে জেনে ভালো লাগলো।

৮| ১৪ ই জুন, ২০২২ রাত ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আপনার এ ছবিতে
মিম হবে নাকি!

১৫ ই জুন, ২০২২ রাত ১২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: মিম হোক, নিম হোক, ঝিম হোক, ভিম হোক, যা খুশী তাই হোক। =p~

৯| ১৫ ই জুন, ২০২২ সকাল ১০:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ হয়েছে।

১৫ ই জুন, ২০২২ সকাল ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ প্রিয় মশিউর ভাই।

১০| ১৫ ই জুন, ২০২২ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর। আরও কয়েকটা ছবি হলে ভাল হতো।

১৫ ই জুন, ২০২২ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো সাধারণত ৫টি করেই ছবি দেই।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১১| ১৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ছবিতে হলুদ আছে। কালচে হলুদ।

১৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ।
ধন্যবাদ জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.