নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির প্রতি আলাদা একটা টান রয়েছে আমার। ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে নানান হাবিজাবি ছবি আমি তুলি। তাদের মধ্যে থেকে ৫টি গাছ-গাছালি লতা-পাতার ছবি রইলো এখানে।
রাধাচূড়া গাছের নতুন পাতা
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৮/২০১৮ ইং
এলিফেন্ট ঘাস
Common Name : Napier grass, elephant grass, Uganda grass
Scientific Name : Cenchrus purpureus
ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং
পাঁচ মাথা ওয়ালা খেঁজুর গাছ
Common Name : Date Palm
Scientific Name : Phoenix dactylifera
ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং
ধুতুরা
সংস্কৃত নাম : ধুতুরা, ধত্তূর, কিতব, ধূর্ত্ত, দেবতা, মদন, শঠ, উন্মত্ত, মাতুল, তূরী, তরল, কনকাহবয়
অন্যান্য ও আঞ্চলিক নাম : ধুতরা, ধতুরা, ধোবা, মাদকুণিকে, উন্মেত্তচেটু, ধংতুরী।
আরবী নাম : জোজমাসীল, জোজনসী, তাতুরা।
Common Name : Horn of Plenty, Devil's Trumpet, Datura double purple, Jimson Weed, Evil's snare, Thorn apple, metel.
Scientific Name : Datura metel
ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং
তাল গাছ
Common Name : Doub palm, palmyra palm, tala palm, toddy palm, wine palm, ice apple.
Scientific Name : Borassus flabellifer
ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০
=================================================================
১৩ ই জুন, ২০২২ রাত ৮:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: না, কখনো দেখি নাই।
আপনি কখনো দেখেছেন?
২| ১৩ ই জুন, ২০২২ রাত ৯:৫৮
সোনাগাজী বলেছেন:
আপনি চট্টগ্রামের পাহাড়ের গাছ দেখার সুযোগ পেয়েছিলেন?
১৩ ই জুন, ২০২২ রাত ১০:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: না। আমি চট্টগ্রামে খুব একটা ঘুরার সুযোগ পাইনি।
মিরসরাই, সীতাকুণ্ড একায় ২ দিন ঘরেছি পাহাড়ে-ঝিরিপথে, ঝর্ণার সন্ধানে। ১০টি দেখেছিলাম। তখন কিছু গাছও দেখেছি।
বান্দরববানের পাহাড়ে গেছি বেশ কয়েকবার।
তা পদ্মপলাশনীলোৎপললোচনা অর্থ কি?
পদ্ম-পলাশ-নীলপদ্মের মতো নীল নয়না মেয়ে?
৩| ১৩ ই জুন, ২০২২ রাত ১০:১৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অসাধারণ অনেক অনেক শুভ কামনা, দোয়া করি প্রকৃতি প্রেম বেচে থাকুক।
১৪ ই জুন, ২০২২ রাত ১২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
৪| ১৩ ই জুন, ২০২২ রাত ১১:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক সুন্দর!
১৪ ই জুন, ২০২২ রাত ১২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৫| ১৪ ই জুন, ২০২২ রাত ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো আমার ভালো লাগে। ধুতরা দেখি এখনো দেশে আছে!! এটা খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়?
ভেইন্না চিনেন? ছোটোবেলায় কত লতাপাতা, ঘাসের সাথে পরিচিত ছিলাম, বিশেষ করে আড়িয়াল বিলে, এখন নাম ভুলে গেছি প্রায় সবগুলোরই।
১৪ ই জুন, ২০২২ রাত ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
গ্রাম আমারও পছন্দ। তাইতো সুযোগ পেলেই আমি গ্রামের কাছাকাছি চলে যাই।
ভেন্না চিনি।
৬| ১৪ ই জুন, ২০২২ রাত ১:১২
রাজীব নুর বলেছেন: পোষ্ট টা ঠিক জমলো না।
১৪ ই জুন, ২০২২ রাত ১:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সব কি আর জমে!!
৭| ১৪ ই জুন, ২০২২ সকাল ৭:১৪
নীল-দর্পণ বলেছেন: নেপিয়ার ঘাস নিয়ে ছোট বেলায় কী যেন সাধারন জ্ঞান পড়েছিলাম, এই ঘাস দেখেছিও কিন্তু এটার নাম যে নেপিয়ার তা জানতাম না, আপনার পোস্টের মাধ্যমে জানা হল।
আপনার পোস্টগুলো দেখলে ব্লগার রাজামশাই এর কথা মনে পড়ে, উনি বিভিন্ন ফুল,গাছ নিয়ে পোস্ট দিতেন।
১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছোটবেলার একটি ঘাসের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতে পেরে আমি আনন্দিত।
রাজামশাই এর পোস্টের কথা আমারও মনে আছে।
৮| ১৪ ই জুন, ২০২২ বিকাল ৩:২৩
জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
১৪ ই জুন, ২০২২ বিকাল ৪:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২২ রাত ৮:৩২
শূন্য সারমর্ম বলেছেন:
ধুতুরা খেয়ে মানুষ মরতে দেখেছেন?