নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : রুদ্রপলাশ

১২ ই জুন, ২০২২ রাত ৯:৩৭

ফুলের নাম : রুদ্রপলাশ
অন্যান্য ও আঞ্চলিক নাম : African Tulip, Flame of the Forest, Squirt Tree, Fountain Tree, Nile Flame, Nandi Flame, Uganda Flame, African Tulip Tree
Scientific Name : Spathodea campanulata




অনেকে বলেন রুদ্রপলাশ নামটি দ্বিজেন শর্মার দেয়া, আবার কারো কারো মতে নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সে যাইহক, রুদ্রপলাশের আদি নিবাস আফ্রিকা হলেও ভারত, অস্ট্রেলিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি, কোষ্টারিকা, শ্রীলঙ্কায় এর দেখা মেলে। বাংলাদেশে রুদ্রপলাশ গাছ খুব একটা দেখা যায় না। আমি দেখেছি ঢাকার বলধা গার্ডেনে আর মিরপুরেরর বোটানিক্যাল গার্ডেনের শেষ মাথায়। দেখেছি রমনাতেও আছে রুদ্রপলাশে গাছ, বেশ বড়, ফুলও ফোটে।



চিরসবুজ রুদ্রপলাশ গাছ সাধারণত ২৫ থেকে ৮০ ফিট লম্বা হয়ে থাকে। বসন্তের শুরুতে গাছের চূড়ায় রাশি রাশি রুদ্রপলাশের ফুল ফুটতে দেখা যায়। গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে উজ্জ্বল লাল রঙের রুদ্রপলাশ দেখতে অসাধারণ লাগে।



রুদ্রপলাশ ফুলের কুঁড়ি দেখতে আমাদের পলাশ ফুলের কুড়ির মতোই অনেকটা। গাছের ডালের শীর্ষে গোলাকার মঞ্জরিতে ফুল আসে। মঞ্জরির সমস্ত কুঁড়ি একসাথে ফোটে না, ধাপে ধাপে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে ফুটতে থাকে। উজ্জ্বল লাল রুদ্রপলাশের ভেতরের অংশ লালচে সোনালি আর পাপড়ির কিনারা কোঁকড়ানো এবং চারপাশে হলুদ বর্ডার। ফুল ১০ সেন্টিমিটার লম্বা ও ৫ সেন্টিমিটার চওড়া হয়। রুদ্রপলাশের পাঁপড়ি থাকে ৫ টি। তবে পাঁপড়ি গুলি একসাথে যুক্ত থাকে বলে ফানেলের মত মনে হয়।



ফুল ফোটার পর গাছে ফল আসে। একটি মঞ্জরি থেকে ২ থেকে ৪ টি লম্বা লম্বা ফল ধরে। পরিনত ফল পেঁকে গিয়ে লম্বালম্বি ভাবে ফেটে যায়। ফলের ফাটা অংশ দুটি নৌকার মত দেখতে হয়। প্রতিটি ফলের ভিতরে প্রায় ৫০০ টি স্বচ্ছ ডানা যুক্ত ক্ষুদ্র হৃদয় আকৃতির বীজ থাকে।




ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং



=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
দাদমর্দন-২, দাদমর্দন-৩
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাগানবিলাস-৩, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বিড়াল নখা-২,
মাধবীলতা-২, মাধবীলতা-৩
রুদ্রপলাশ-২, রাজ অশোক-২, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪, রাধাচূড়া-৫
লতা পারুল-২, লতা পারুল-৩
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২২ রাত ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


লাল ফুল মানেই সুন্দর, দ্বিজেন,রবীন্দ্রনাথের সার্টিফিকেট লাগবে না।

১২ ই জুন, ২০২২ রাত ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কারো সার্টিফিকেট লাগবে না।
লাল আর কমলা রং ফুলের জন্য রূপসীর প্রতিক বলা চলে।

২| ১২ ই জুন, ২০২২ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:


এই শব্দটা শুনেছেন, "পদ্মপলাশনীলোৎপললোচনা"।

১২ ই জুন, ২০২২ রাত ১০:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:


না শুনি নাই।
পদ্ম পলাশ নীলোৎপল লোচনা বললে হয়োতো বলতাম অর্থ জানি।
পদ্ম-পলাশ-নীলপদ্মের মতো নীল নয়না মেয়ে?
তা পদ্মপলাশনীলোৎপললোচনা অর্থ কি?

৩| ১২ ই জুন, ২০২২ রাত ১০:২৩

ফারহানা শারমিন বলেছেন: কী চমৎকার দেখতে!! নাম যিনিই দিয়ে থাকুক, যথার্থ নামই দিয়েছেন।

১২ ই জুন, ২০২২ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপাকে সুন্দর মন্তব্যের জন্য।

৪| ১২ ই জুন, ২০২২ রাত ১০:৩০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন পোষ্ট। তবে ফুলের নাম কিভাবে হয় পলাশ ভেবে পাই না। ফুলের নাম পলাশ হলে আবুল বাবুল ও হতে পারতো।

১২ ই জুন, ২০২২ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হায় হায় !!
আবুল বাবুল নামে কোনো ফুল নাই। তবে মানুষের (ছেলে-মেয়ে) অনেক নামই ফুলেদের থেকে নেয়া।

৫| ১২ ই জুন, ২০২২ রাত ১০:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: রুদ্রপলাশ বিগ্নোনিয়াসি পরিবারের একটি উদ্ভিদ। ( সূত্রঃ গুগল)

১২ ই জুন, ২০২২ রাত ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: Kingdom : Plantae
Clade : Tracheophytes
Clade : Angiosperms
Clade : Eudicots
Clade : Asterids
Order : Lamiales
Family : Bignoniaceae
Clade : Crescentiina
Clade : Paleotropical clade
Genus : Spathodea P.Beauv.
Species : S. campanulata
সূত্র : উইকি

৬| ১২ ই জুন, ২০২২ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রুদ্র পলাশ কি সব ধংশ করে দেয়?
সংহার করে? কি কারণে এর নাম
রুদ্র পলাশ?

১২ ই জুন, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
না, রুদ্রপলাশ ধ্বংশ করে না, সংহার করে না।
নামটি রাখার কারণ সম্ভবতো কাব্যিক ছাড়া আর কিছু নয়।

৭| ১৩ ই জুন, ২০২২ রাত ২:৩০

রাজীব নুর বলেছেন: ভাই সাহেব আজ একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। খুব বেশী খেয়ে ফেলেছি। এখন হাঁসফাঁস লাগছে। ভেবেছিলাম সামান্য খাবো। কিন্তু খেতে খেতে হিসাব ছিলো না। টিকিয়াই খেয়েছি ৪ পিস। সব খাবার শেষ করে, পায়েশ খেয়েছি দুই কাপ। বাসায় এসে লুটিয়ে পড়েছি। ভাবলাম কোক খাই। ভালো লাগবে। কোক খেলাম। ঠান্ডা কোক। এখন শুধু ঢেকুর আসছে। তাই এখন আপনার এই পোষ্টে মন্তবত্য করবো না। যদি আগামীকাল বেঁচে থাকি তাহলে আগামীকাল মন্তব্য করিব।

১৩ ই জুন, ২০২২ সকাল ১১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনারে মিয়া হিংসা হয়।
ধুমায়া খান, তার পরেও মোটা হন না। আমি অতি অল্প খেয়েও ফুটবল!! মরা গরুর মতো বিশাল এক ভুড়ি।

৮| ১৩ ই জুন, ২০২২ রাত ২:৩৩

রাজীব নুর বলেছেন: জনাব ব্লগার 'সোবুজ' সাহেব কে দীর্ঘদিন ব্লগে দেখছি না। চিনেছেন তো? আগে 'কামাল১৮' নামে ব্লগে ছিলেন। লোকটা বুদ্ধিমান। দারুন সব মন্তব্য করতেন। অনেকদিন তাকে দেখি না।

১৩ ই জুন, ২০২২ সকাল ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সোবুজ সাহেব অনেকদিন ধরে অনুপুস্থিত এটা লখ্য করেছি।
আগে উনিই কামাল১৮ ছিলো, এটা জানা ছিলো না।

৯| ১৩ ই জুন, ২০২২ সকাল ৮:০০

জুন বলেছেন: রুদ্র পলাশ নিয়ে এর আগে কি কখনো লিখেছিলেন জলদস্যু? সুন্দর লেখা সুন্দর একটি ফুলকে চিনিয়ে দেবার জন্য ধন্যবাদ আপনাকে।
মনে পরছেনা রুদ্র পলাশ নিয়ে কার লেখায় আমি একটা নিজের তোলা ছবি শেয়ার করেছিলাম। ছবিটি চিয়াংমাই এর তাফাই গেটের সামনে সারি সারি রুদ্রপলাশের থেকে একটি ফুলের ছবি ছিল।

১৩ ই জুন, ২০২২ সকাল ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: রুদ্রপলাশ নিয়ে এর আগে আমি আরো ২টা পোস্ট করেছি।
তবে সেই ২টিতো আপনি কোনো মন্তব্য করেন নি, ছবিও দেন নি।
হয়তো রাজামশায়ের পোস্টে হবে।

১০| ১৩ ই জুন, ২০২২ সকাল ১১:৫৫

জুল ভার্ন বলেছেন: আমাদের বাড়ির পাশে এক বাড়িতে রুদ্রপলাশের গাছ আছে। যখন ফুলে ফুলে শোভিত হয় তখন দেখে মনে হয় যেনো আগুন লেগেছে!

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: গাছের ডালের আগায় আগয় যখন আগুণরাঙ্গা বড় বড় থোকায় ফুল ফুটে তখন দেখতে সত্যিই অসাধারন লাগে। ঝরেপরা ফুল গুলিও দেখতে বেশ লাগে।

১১| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেখতে খুবই সুন্দর।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধর‍্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১২| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:২৯

অপু তানভীর বলেছেন: এই ফুল আমি দেখেছি বলে মনে পড়ছে না । রমনাতে আমি প্রচুর গিয়েছি । আগে প্রায় প্রতিদিন যেতাম । এই ফুল কি তখন চোখে পড়েছে কিনা কে জানে ?
এখনও কি রমনাতে আছে এই ফুল ? থাকলে একবার দেখে আসবো নে !

১৩ ই জুন, ২০২২ রাত ৮:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:


মৎসভবনের পাশের গেট দিয়ে ঢুকে সোজা পথটা চলে গেছে রমনার শিশুপার্কের পাশ দিয়ে। ঠিক পার্কের সামনেই আছে রমনার এই রুদ্রপলাশটি রয়েছে।
কিছু দিন আগেই ফুল ফুটে শেষ হয়েছে। মার্চ-এপ্রিলে ফুল পাবেন। আগামী বছর চেষ্টা নিয়েন।

১৩ ই জুন, ২০২২ রাত ৮:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:

১৩| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনারে মিয়া হিংসা হয়।
ধুমায়া খান, তার পরেও মোটা হন না। আমি অতি অল্প খেয়েও ফুটবল!! মরা গরুর মতো বিশাল এক ভুড়ি।

জনাব, আমি প্রচুর হাঁটাহাঁটি করি। আপনি হাঁটাহাঁটি কম করেন।
আপনি ভোরে দেড় ঘণ্টা হাঁটবেন। বিকেলে দেড় ঘন্টা হাটবেনে। দেখবেন স্বাস্থ্য ফিট থাকবে।

কিছু দিন আগে আমার ওজন ৮৫ কেজি হয়ে গিয়েছিলো। হাঁটার পরিমান দিলাম বাড়িয়ে। এখন ৮০ কেজি। ইচ্ছা আছে আরো ১০ কেজি কমাবো।

১৩ ই জুন, ২০২২ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা ঠিক বলেছেন।
আমার হাঁটার পরিমান খুবই কম। আসলে তোমন কোনো দিকে যাওয়া হয় না। সারাদিনই ঘরে বলে কম্পিউটারে টিপাটিপি করি। মোটাতো হবোই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.