নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : রাধাচূড়া

১১ ই জুন, ২০২২ রাত ৮:১২



অন্যান্য ও আঞ্চলিক নাম : গুলেটু, রত্নগণ্ডি, সিদ্ধেশ্বরা, সিদ্ধেশ্বর, সিধাক্য, ছোট কৃষ্ণচূড়া ইত্যাদি।

Common Name : Peacock flower, Poinciana, Paradise Flower, , Petit Flamboyant, Red bird of paradise, Mexican bird of paradise, Dwarf poinciana, Dwarf flamboyant, Flamboyant Nain, Pride of Barbados, Barbados Pride, flowerfence.

Scientific Name : Caesalpinia pulcherrima



ঢাকার সড়ক দ্বীপে এই ফুল আজ প্রচুর দেখা যায়। বাগানেও রাধাচূড়ার কদর অনেক।

সুন্দরী রাধাচূড়ার আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ। এই ওয়েস্ট ইন্ডিজ সুন্দরী আমাদের দেশের আবহাওয়ায় খুব ভালো মানিয়ে নিয়েছে।



ছোট ঝোপাল আকৃতির গুল্মজাতীয় গাছ এই রাধাচূড়ার। অসংখ্য ডালপালা কিছুটা ছড়ানো হয়ে থাকে। গাছের উচ্চতা ৫ থেকে ১৫ ফুট পর্যন্ত হতে পারে। খুবই দ্রুত বর্ধনশীল এই গাছ। কাণ্ড ও শাখায় কাঁটা থাকে।



রাধাচূড়ার ফুল ফোটার ধরন খুব চমৎকার। ডালের আগায় লম্বা ডাঁটায় নিচ থেকে ওপরের দিকে ফুল ফোটে। পাপড়ির মাঝখানে থাকে একগুচ্ছ পুংকেশর। সেগুলি থাকে বেশ বড়। বারো হাত কাঁকড়ের তেরো হাত বীচির মতো সেগুলি ফুলের বাইরে বেরিয়ে থাকে।



রাধাচূড়ার ফুল ফোটার নির্দিষ্ট কোন সময় নেই, সারা বছর জুড়েই ফুল ফুটে, তবে সাধারণত শীতে ফুল কম ফুটে।

রাধাচূড়ার ফলের রং নিয়ে অনেকেরই ভুল ধারনা আছে। অনেকেই মনে করেন লাল রং এর ফুল গুলি কৃষ্ণচূড়া আর হলুদ গুলি রাধাচূড়া। আসলে তা নয়, বরং রাধাচূড়া লালচে কমলা ও হলুদ হতে পারে। তাছাড়া গোলাপী রঙের রাধাচূড়াও হয়, তবে তা খুব রেয়ার।




যত সুন্দরীই হোকনা কেনো এই রাধাচূড়া কিন্তু সুগন্ধি হীন। তবুও প্রজাপতি ও ছোট পতঙ্গ এর আকর্ষণে ছোটে ছুটে আসে।

রাধাচূড়ার ফল দেখতে শিমের মতো চ্যাপ্টা। বীজ থেকে খুব সহজেই চারা জন্মে এবং বছর না ঘুরতেই গাছে ফুল দেখা দেয়।



মালী বলেছিল। সেই মতো
টবে লাগিয়েছি রাধাচূড়া।
এতটুকু টবে এতটা গাছ ?
সে কি হতে পারে ? মালী বলে :
হতে পারে যদি ঠিক জানো
কীভাবে বানায় গাছপালা।

খুব যদি বাড় বেড়ে ওঠে
দাও ছেঁটে দাও সব মাথা
কিছুতে কোরো না সীমাছাড়া
থেকে যাবে ঠিক ঠাণ্ডা, চুপ
ঘরেরও দিব্যি শোভা হবে
লোকেও বলবে রাধাচূড়া।

সবই বলেছিল ঠিক, শুধু
মালী যা বলে নি সেটা হলো
সেই বাড় নীচে ছারিয়ে যায়
শিকড়ে শিকড়ে মাথা খোঁড়ে আর
এখানে-ওখানে মাটি ফুঁড়ে
হয়ে ওঠে এক অন্য গাছ।

এমন কী সেই মরশুমি টব
ইতস্ততের চোরা চাপে
বড়ো মাথা ছেড়ে খুদে মাথায়
কাতারে কাতারে ঝেঁপে আসায়
ফেটে যেতে পারে হঠাৎ যে
সে কথা কি মালী বলেছিল ?

মালী তা বলেনি, রাধাচূড়া !
----- শঙ্খ ঘোষ -----



রাধাচূড়া বার্বাডোস এর জাতীয় ফুল।
গাছটির পাতা, ফুল, ছাল মূল সব অংশেই ঔষধিগুণ বিদ্যমান।

রাধাচূড়ার নাম শোনেননি এমন লোক খুব কমই আছেন। তবে রাধাচূড়া ও কৃষ্ণচূড়া ফুল চেনা নিয়ে অনেকোই সমস্যায় পড়ে যায়। তাদের অনেকেই কৃষ্ণচূড়া ও রাধাচূড়া ফুল দুটিকে গুলিয়ে ফেলেন।
কেউ কেউ মনে করেন - “যে কৃষ্ণচূড়া ফুলের রং লাল সেটির নাম কৃষ্ণচূড়া”, আর “যে কৃষ্ণচূড়া ফুলের রং হলুদ সেটির নাম রাধাচূড়া”। আবার অনেকে কনকচূড়াকে মনে করেন রাধাচূড়া। এই সমস্যা দূর করতে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক নামে একটি পোস্ট করেছিলাম।

নিচের ছবিটিতে পাশাপাশি কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়ার ছবি ও তথ্য দিয়ে দিলাম।


বিভিন্ন সময় ঢাকার হাতিরঝিলে, উত্তর বাড্ডায় আমার বাসার ছাদে, কক্সবাজারের রামুতে, ইত্যাদি বিভিন্ন যায়গায় ছবি গুলি তুলেছি আমি।


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
দাদমর্দন-২, দাদমর্দন-৩
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাগানবিলাস-৩, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বিড়াল নখা-২,
মাধবীলতা-২, মাধবীলতা-৩
রুদ্রপলাশ-২, রাজ অশোক-২, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪
লতা পারুল-২, লতা পারুল-৩
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২২ রাত ৮:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি কারণে এই ফুলের নাম রাধাচূড়া!
রাধা কি এই ফুল তার খোপায়
মানে খোপার চূড়ায় পড়তো?
যার মোহে পড়ে কানু রাধার
প্রেমে পরে!
সুন্দরী রাধাচুড়াকে দেখার
সুযোগ করে দেবার জন্য
আপনাকে ধন্যবাদ।

১১ ই জুন, ২০২২ রাত ৮:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।
না, রাধা সাথে রাধাচূড়ার কোনো সম্পর্ক নেই। রাধা এই ফুল তার খোপার চূড়ায় পরার সম্ভবনা খুবই কম।

রাধাচূড়ার নাম হয়েছে, কৃষ্ণচূড়ার সাথে মিলিয়ে। এটি কৃষ্ণচূড়ার রাধাচূড়া।

২| ১১ ই জুন, ২০২২ রাত ৮:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আজ আমরা রাধাচূড়ার সাথে পরিচিত হলাম।
যখন ক্লাস সেভেনে পড়তাম জীবন বিজ্ঞানে ছিল বিভিন্ন ভেষজ উদ্ভিদের বৈজ্ঞানিক নামসহ পরিচয় পত্র। আপনার এমন পোস্টগুলো আমার সেই শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয়।

ভালো থাকবেন। শুভেচ্ছা নিয়েন।

১১ ই জুন, ২০২২ রাত ৮:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি বৈজ্ঞানিক নাম মনে রাখতে পারি না, ইংরেজি নামও মনে রাখার চেষ্টা করি না। কোনো রকমে শুধু বাংলা নামই মনে থাকে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ১১ ই জুন, ২০২২ রাত ৮:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: শুধু কৃষ্ণ ফুল আছে? থাকলে রাঁধা ফুল এর সাথে বিবাহ দিতাম।

১১ ই জুন, ২০২২ রাত ৯:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই রাধাই ঐ কৃষ্ণের জন্য।

৪| ১১ ই জুন, ২০২২ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

১১ ই জুন, ২০২২ রাত ৯:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৫| ১১ ই জুন, ২০২২ রাত ৯:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ
ধন্যবাদ আপনাকে সুন্দর এই মন্তব্যের জন্য।
না, রাধা সাথে রাধাচূড়ার কোনো সম্পর্ক নেই।
রাধা এই ফুল তার খোপার চূড়ায় পরার সম্ভবনা খুবই কম।
রাধাচূড়ার নাম হয়েছে, কৃষ্ণচূড়ার সাথে মিলিয়ে।
এটি কৃষ্ণচূড়ার রাধাচূড়া।


দস্যু ভাই সে একইতো হলো!
রাধার কৃষ্ণ আর কৃষ্ণের রাধা!

১১ ই জুন, ২০২২ রাত ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হে তাও বলা যায়।
ধন্যবাদ আবারও মন্তব্য করার জন্য।

৬| ১১ ই জুন, ২০২২ রাত ৯:৩৩

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: প্রিয়তে রাখালাম

১১ ই জুন, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায়তে রাখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।

৭| ১১ ই জুন, ২০২২ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:


আপনার আশ্রমে কোন গাছ লাগায়েছেন?

১১ ই জুন, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: না, কোনো গাছ লাগাই নাই। |-)

৮| ১১ ই জুন, ২০২২ রাত ১১:০৭

শূন্য সারমর্ম বলেছেন:

ফুলে লাল রং থাকলে অটো সৌন্দর্য বাড়ায়।

১১ ই জুন, ২০২২ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন তো!!

৯| ১২ ই জুন, ২০২২ সকাল ১০:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুন।

১২ ই জুন, ২০২২ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.