নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : বাগানবিলাস

০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:০৪

বাগানবিলাস আমাদের খুবই পরিচিত একটা ফুল গাছ। আমাদের দেশের মোটামুটি প্রায় সব জায়গাতেই এই ফুল গাছ চোখে পড়ে। মজার বিষয় হচ্ছে নাম শুনে এদেশি মনে হলেও বাগানবিলাস মূলত বিদেশী ফুল।



ফুলের নাম : বাগানবিলাস
অন্যান্য ও আঞ্চলিক নাম : কাগজ ফুল, কাগজি ফুল। ।
Common Name : Bougainvillea, Puti Tai Nobiu
Scientific Name : Bougainvillea spectabilis


"বাগানবিলাস” ফুলের চমৎকার এই নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
শোনা যায় তিনি যখন জানতে পারেন Bougainvillea ফুলটির বাংলা কোনো নাম নেই তখন Bougainvillea নামের সাথেই উচ্চারণগত মিল রেখে বাংলা নামকরণ করেন “বাগানবিলাস”।

Bougainvillea নামটি এসেছে ফুলের বৈজ্ঞানীক নাম Bougainvillea spectabilis থেকে। আর Bougainvillea spectabilis নামটি এসেছে ফুলের আবিস্কারক "লুই অটোইন ডি বোগেনভিলিয়া" এর নাম অনুসারে।



কাষ্ঠল লতাজাতীয় বাগানবিলাশ খুব দ্রুত বেড়ে ওঠে আর ফুলও আসে খুব সহজেই। গাছগুলো ২০ থেকে ৩০ মিটার পর্যন্ত উচ্চতাবিশিষ্ট হতে পারে, তবে বেয়ে উঠার অবলম্বান লাগে। বাগানবিলাসের রয়েছে ১৮টি প্রজাতি আর তাদের রঙের বাহারও কম নয়। লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপী, বেগুনি ইত্যাদি নানান রঙের হতে দেখা যায় এদের। কখনো কখনো একই গাছে দু রকম রঙের ফুলও দেখা যায়।



জানুয়ারি-মার্চ ফুল ধরার প্রধান সময় কিন্তু কোনো কোনো জাতের গাছে প্রায় সারা বছরই অল্পসংখ্যক ফুল দেখা যায়। ফুলগুলোর একটা থেকে আরেকটার দূরত্ব থাকে খুব কম। ফলে ফুল ফুটলে মনে হয় পুরো গাছ যেন ফুলে ফুলে ছেয়ে রয়েছে। তবে আসল সত্য হচ্ছে কাগজের মত রঙ্গিন যেটিকে আমরা ফুল মনে করি সেটি আসলে ফুল নয়। আসল ফুলটি বেশ ছোট, ঐ কাগজের মত দেখতে তিনটি পত্রমঞ্জরীর ঠিক মাঝে লবঙ্গের মতো দেখতে যে অংশটি রয়েছে সেটিই মূলত ফুল।



মঞ্জরিপত্রগুলি কাগজের মত পাতলা হয় বলে এই গাছের অপর নাম কাগজ ফুল বা কাগজি ফুল। ফল সরু, ৫ লতি যুক্ত ও একটিমাত্র বীজ সম্বলিত। এই গাছের তেমন কোন ভেষজ গুণের কথা আমার জানা নাই। কীট-পতঙ্গমুক্ত গাছ হিসেবে বাগানবিলাসের পরিচিতি রয়েছে।




বিভিন্ন সময় ছবিগুলি তুলেছি বিভিন্ন যায়গা থেকে।


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
দাদমর্দন-২, দাদমর্দন-৩
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বিড়াল নখা-২,
মাধবীলতা-২
রুদ্রপলাশ-২, রাজ অশোক-২, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪
লতা পারুল-২, লতা পারুল-৩
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর ফুল।

০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য আপনাকে।

২| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বরাবরের মতই সুন্দর।

০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:


একই ফুল তো প্রতি বছই ফোটে!

০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: হে প্রতি বছরই ফোটে।

৪| ০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:০২

শূন্য সারমর্ম বলেছেন:

চিনতাম গেইট ফুল" নামে, এগুলো শুধু দেখতেই সুন্দর, ঘ্রাণ নেই।

০৯ ই জুন, ২০২২ রাত ৮:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
অনেক সুন্দর সুন্দর ফুল আছে যাদের কোনো ঘ্রাণ নেই।

৫| ০৯ ই জুন, ২০২২ রাত ৮:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহ্! ফুল গুলো যা দারুণ।

০৯ ই জুন, ২০২২ রাত ৮:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায় সকল ফুলই দেখতে সুন্দর।

৬| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:১৮

অপু তানভীর বলেছেন: এই ফুল গাছ আমাদের এলাকায় বাড়ির গেটের উপরে লাগানো থাকতো । এর মান বাগানবিলাস তা তো জানতাম না। আপনার পোস্ট গুলো দেখলে মনে হয় যে বাংলাদেশে কত ফুল যে আছে যার একটার নামও আমি জানি না ।

০৯ ই জুন, ২০২২ রাত ৯:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের চার পাশে ছড়িয়ে থাকা কতো গাছ কতো ফুলের নাম আমাদের অজানা!!

৭| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই শুভেচ্ছা জানবেন।
ভালো আছেন ফুল পাখি নিয়ে।
আপনার সুন্দর সুন্দর ফুল আর
আম জমের ছবি দেখলে মন
সতেজ হয়। ভালো থাকবেন
আর বন বাদারে ভ্রমন করে মনকে
প্রফুল্ল রাখুন

০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আলহামদুলিল্লাহা এখনো এই সব নিয়েই সময় কাটিয়ে দেয়ার সুযোগ রেখেছে আল্লাহ আমার নসিবে।
যদি সব ঠিক থাকে তাহলে হয়তো আগামী ২ বছর খুঁটি গেঢ়ে বসতে হবে বাড়িতেই। বাড়ির কাজে হাত দেবার জোগাড়ে নেমেছি। ৮ তলার পারমিশন পেয়েছি। শেষ করতে পারলে ছাদের উপরে চমৎকার একটি মিশ্রবাগন করার ইচ্ছে আছে।

৮| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: আপনাদের আশ্রমের প্রবেশ পথে এই বাগানবিলাস লাগাতে এপারেন। দেখতে সুন্দর লাগবে।

০৯ ই জুন, ২০২২ রাত ১০:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পরামর্শ ও মন্তব্যের জন্য।

অ.ট. : ইদানিং আপনার পোস্ট কম দেখছি কেনো সামুতে?

৯| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ,
আপনার৷ নেক আশা পূরণ হোক।
আপনার বাবার লাগানো জাম গাছটি
কাটা পড়বে, খারাপ লাগছে!
উত্তর বড্ডাতেই বাড়ি করছেন?
একদিন আসবো যদি আল্লাহর
হুকুম হয়!

০৯ ই জুন, ২০২২ রাত ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া।
জ্বী, উত্তর বাড্ডাতেই বাড়ি করবো, সাড়ে চার কাঠার উপরে। বাকি চার কাঠায় একটি ট্যাম্পোরারী ৩ তলা দালান আছে।
যে জাম গাছটি কাটা পরছে সেটিতে একেবারেই জাম হয় না। যেটিতে জাম হয়, সেটি পাথের ধারে। সম্ভবতো সেটিকে রাখা যাবে।
নিমন্ত্রণ রইলো।

১০| ০৯ ই জুন, ২০২২ রাত ১১:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব সুন্দর ফুল, আশ্চর্য সৃষ্টিকর্তার সৃষ্টি

০৯ ই জুন, ২০২২ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.