নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েকদিনে ফেসবুকে বেশ কয়েকটি খবর আর তাদের নানান চিত্র দেখে বেশ ভালো লাগলো।
ভালো লাগলো লেখাটা ঠিক হলো না।
যাইহোক কেনো ভালো লাগা লেখাটা ঠিক হলো না সেটা ছবিগুলি দেখলেই মোটামুটি বুঝ পেয়ে যাবেন।
এই পোস্টটিকে অলস মস্তিষ্কের বেকার পোস্ট হিসেবে ধরে নিবেন।
আর উপরের এই সব হাবিজাবি লেখা গুলি জুড়ে দিচ্ছি যাতে পোস্টি প্রথম পাতায় একটি ছবি দেখায়। কিছু লিখে না দিলে প্রথম পাতায় অনেকগুলি ছবি দেখা যাবে, সেটি দেখতে বেশ বাজে লাগে।
০৭ ই জুন, ২০২২ রাত ১০:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের দৌঁড় ঐ পর্যন্তই।
২| ০৭ ই জুন, ২০২২ রাত ১০:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
দেশের আর্থ-সামাজিক,রাজনৈতিক অবস্থার পরিবর্তন আদৌ কখনো সম্ভব নয়? ৫০ বছর তো গেল!
০৭ ই জুন, ২০২২ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভব, হয়তো একদিন সবই হবে, সেইদিন হয়তো আমরা থাকবো না।
আপাততো আমি তেমন কোনো আশা দেখছি না।
৩| ০৭ ই জুন, ২০২২ রাত ১১:০০
ঠাকুরমাহমুদ বলেছেন:
ফেসবুকেও নানা গ্রুপ আছে, রাজনীতি আছে। অনলাইন রাজনীতি। সেখানেও দলাদলি কামড়া কামড়ি।
০৭ ই জুন, ২০২২ রাত ১১:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: সবখানেই আছে। এটাই স্বাভিক। এগুলি নিয়েই চলতে হবে পাশকাটিয়ে।
৪| ০৭ ই জুন, ২০২২ রাত ১১:৪৬
নূর আলম হিরণ বলেছেন: এই হলো আমাদের রাজনীতিবিদ ও আমলাদের দক্ষতা!
০৭ ই জুন, ২০২২ রাত ১১:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বীকার না করতে চাইলেও মোটামুটি চিত্র এমনই।
৫| ০৮ ই জুন, ২০২২ রাত ১২:২২
সোনাগাজী বলেছেন:
রাজনীতিতে ইন্টারেষ্ট বাড়ছে? আশ্রম জমে উঠবে!
০৮ ই জুন, ২০২২ রাত ১২:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: না, রাজনীতিতে আমার কোনো আগ্রহ নেই।
ছবির মজা গুলি ধরতে পারে নাই?
এর সাথে আশ্রমের সম্পর্ক কি?
৬| ০৮ ই জুন, ২০২২ রাত ১২:৫১
সোনাগাজী বলেছেন:
ছবির সাথে আশ্রমের সম্পর্ক নেই; ভাবছিলাম, রাজনীতিতে আপনার ইন্টারেষ্ট বাড়ছে।
০৮ ই জুন, ২০২২ রাত ১২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি ছবির মজাগুলি ধরতে পারেন নাই বলেই রাজনীতি খুঁজে পেয়েছেন।
ভালো কথাকার আপনি কোথাকার ভোটার? আদো্কি ভোট দেন?
৭| ০৮ ই জুন, ২০২২ সকাল ৯:৩৫
খাঁজা বাবা বলেছেন: এন্টারটেইনিং
০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: দুই একটা বাদে
৮| ০৮ ই জুন, ২০২২ সকাল ১০:০৬
জুল ভার্ন বলেছেন: যেভাবে ভোগ্যপণ্যের দাম বাড়ছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তাতে Bear Grylls এর মতো খাদ্যাভ্যাস করার বিকল্প নাই।
০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: Bear Grylls এর খাদ্যবস্তু পাওয়াও আমাদের জন্য দুষ্কর হবে।
৯| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি তাদের দোষ দেই না সব দোষ বল.. চো.. জনগনের । ঘরে বসে থেকে পরির্বতনের স্বপ্ণ দেখে । একযোগে রাস্তায় নেমে এলে এসব দুনীতিবাজেরা দেশ ছেড়ে পালাবে । যেমনটা হয়েছিলে তত্বাবধায়ক সরকারের সময় ।
০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের চামরা গন্ডারের চেয়েও মোটা হয়ে গেছে, কোনো কিছুই গায়ে লাগে না। এই বেশ ভালো আছি নচিকেতার গানের মতো।
১০| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: ফেসবুক বাঙ্গালীদের উপকারের বেশী ক্ষতি করছে।
০৮ ই জুন, ২০২২ দুপুর ২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ইহা টাইম পাসের মাধ্যম ছাড়া আর কিছুই নহে।
১১| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:০১
রায়হান চৌঃ বলেছেন: প্রস্টিটিউশন ও রাজনীতি দুটোই এক ই চরিত্রের বহিপ্রকাশ নয় কি ?প্রস্টিটিউশন ও রাজনীতি দুটোই এক ই চরিত্রের বহিপ্রকাশ নয় কি ?
০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মতামত কি?
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২২ রাত ১০:৪৮
শূন্য সারমর্ম বলেছেন:
বাঙালীদের ফেসবুক ব্যবহার দেখলে মনে হয় 'একেক জন লেনিন,মাও'এখনই বিপ্লব,এখনই সমাধান।