নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : গ্লুকাস ক্যাসিয়া

০৫ ই জুন, ২০২২ দুপুর ২:০৯

গ্লুকাস ক্যাসিয়া গাছের আদি নিবাস বাংলাদেশে না হলেও আমাদের দেশে এর দেখা মেলে হরহামেশাই। আমাদের দেশের আবহাওযার সাথে চমৎকার মানিয়ে গেছে এরা। অনেক আগে থেকে আমাদের দেশে এরা অবস্থান করলেও এখন পর্যন্ত এর কোনো বাংলা নাম কপালে জোটেনি।



Common Name : Glaucous Cassia, Scrambled Egg Tree, Golden Senna, Singapore Shower, Sunshine Tree, Sulphur-flowered senna
Scientific Name : Senna surattensis / Cassia surattensis

গ্লুকাস ক্যাসিয়া মানে গাছের এখানে এবং সেখানে হলুদের ছিটেফোটা নয় বরং গাছের ডালে ডালে তোড়ার মতো ফুটে থাকা হলুদ ফুলের জ্বলজ্বলে উপস্থিতি। ফুলগুলি দীর্ঘায়িত, অর্থাৎ অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। তবে ফুল গুচ্ছ ঝুলে না থাকার কারণে খুব বেশী দর্শনীয় দেখায় না। আশেপাশের প্রতিটি প্রজাপতিকে প্রলুব্ধ করে এই ফুল। প্রলুব্ধ করে মানুষকেও, হলুদ ফুলের রূপ পথিককে বাধ্য করে দ্বিতীয়বার ফিরে তাকাতে।



বসন্ত ও শরত্কালে এই হলুদে ফুল প্রচুর পরিমাণে ফোটে, প্রায় প্রতিটি শাখায় হলুদ গুচ্ছগুলি দেখা যায়। প্রায় সারা বছর ধরেই এদের বিভিন্ন গাছে ফুল ফুটতে দাখা যায়। কোন কোন গাছ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ফুল ফোটাতে সক্ষম। আবার কোনো কোনো গাছ বসন্ত এবং গ্রীষ্মে সর্বচ্চো প্রদর্শনী করে, অন্য কোনোটি হয়তো তাঁর প্রদর্শণী শুরু করে বসন্তে বা শরৎকালে।



গ্লুকাস ক্যাসিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার বাগানে খুবই সাধারণ একটি গাছ। এরা দ্রুত বর্ধনশীল গাছ, তবে এরা খুব বেশি লম্বা হয় না, সাধারনত ১৫ থেকে ২০ ফুট লম্বা হতে দেখা যায়। তবে ভালো পরিবেশ পেলে কিছু কিছু গাছ এর চেয়েও অনেক বেশী বড় হয়ে উঠে। খুব বেশী যত্ন ছাড়াই এই গাছ বেড়ে উঠতে পারে। তবে এরা রৌদ্রোজ্জ্বল এবং শুষ্ক যায়গায় ভালো জন্মে। এদের প্রায়শই শহরের রাস্তার ধারে রোপণ করতে দেখা যায়।



এই গাছের সাধারনত কোনো ছাঁটাই করার দরকার হয় না। তবে আপনি যদি মনে করেন যে এটি খুব বেশি ঝোপালো হয়ে যাচ্ছে অথবা আপনি যদি এটিকে একটি নির্দিষ্ট আকার রাখতে চান তাহলে খুব অনায়াসেই ছেটে দিতে পারেন।



ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং



=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল-পারুল, নীল-পারুল লতা,
পপী, পুন্নাগ, পারুল লতা
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা,
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ
শাপলা (সাদা), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা,
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:১৯

জুল ভার্ন বলেছেন: আমার অফিসের কাছেই একটা বাড়ির প্রাচীরে এই ফুল আছে- এতোদিন যার নাম জানতামনা।

০৫ ই জুন, ২০২২ দুপুর ২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এর একটি বাংলা নাম পাওয়া উচিত।

২| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:২৫

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর একই ফুল তবে বনজঙ্গলে এরকম দেখেছি অনেক কিন্তু এখন আর চোখে পরে না

০৫ ই জুন, ২০২২ দুপুর ২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি যেটি দেখেছেন সেটি সম্ভবতো কলকাসুন্দা ফুল। দেখতে প্রায় একই রকম। ছোট ঝোপের মতো গাছ হয়।

৩| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এগুলো রাস্তার পাশে দেখতে পাই। একই ফুল নাকি কে জানে

০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি যেটি দেখেছেন সেটি সম্ভবতো কলকাসুন্দা ফুল। দেখতে প্রায় একই রকম। ছোট ঝোপের মতো গাছ হয়।

৪| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর ফুল।
ইচ্ছা আছে ঢাকার আসে পাশে কিছু জায়গা জমি কিনে নানান রকম গাছপালা লাগাবো।

০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার গ্রামের বাড়িইতো ঢাকার কাছে।
সেখানেই সবচেয়ে ভালো হবে।
আপনি যেদিন গাছ লাগানো উপলখ্যে জমি কিনবেন, আমাকে জানাবেন। আমি দেখতে যাবো।

৫| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর ফুল।

০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ছবি তোলার হাত অনেক চমৎকার।

০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধনবাদ আপনাকে প্রসংশার জন্য।
অবশ্য রাতের গোলাপের ছবিতে আমি ১০ এর মধ্যে ৩ পেয়েছিলাম।

৭| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:২৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অসাধারণ , দেখুই মুগ্ধ হলাম

০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সন্তব্যের জন্য।

৮| ০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


লোকালরা কি নামে ডাকে?

০৫ ই জুন, ২০২২ রাত ৯:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: লোকাল নাম বলতে যদি বাংলা নাম বুঝান তাহলে এখন পর্যন্ত এর কোনো বাংলা নাম নেই।
Common Name হচ্ছে Glaucous Cassia, Scrambled Egg Tree, Golden Senna, Singapore Shower, Sunshine Tree, Sulphur-flowered senna ইত্যাদি।

৯| ০৫ ই জুন, ২০২২ রাত ৯:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: " তুমি তুমার পালনকর্তার কোন কোন অবদান কে অস্বীকার করো "

‌-সুরা আর রহমান

০৫ ই জুন, ২০২২ রাত ১০:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আসলে খুব ধর্মভীরু লোক নই, তাই সব কিছুতে আল্লাহর নেয়ামত স্বীকার করলেও সেটা খুঁজতে যাই না।

১০| ০৬ ই জুন, ২০২২ রাত ১২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর ফুল গুলো দেখে এমনিই দিলাম আয়াতটা।

০৬ ই জুন, ২০২২ রাত ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: অবশ্যই।
সুন্দর কিছু দেখলে সুবহানাল্লাহ বলা, আল্লাহর নেয়ামতের কথা স্মরণ প্রতিটি মুসলিমেরই উচিত। তবে দোষের কিছু নেই।

১১| ০৬ ই জুন, ২০২২ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: এই ফুলের নাম আগে জানতাম না । তবে ছবিতে যতখানি সুন্দর লাগছে বাস্তবে আমার ততখানি লাগে নি ! আসলে হলুদ রং আমার খুব বেশি পছন্দ না । তাই হয়তো ভাল লাগে নি !

০৬ ই জুন, ২০২২ রাত ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলে ফুল গুলি গুচ্ছে আকারে দেখতে খারাপ লাগে না। তবে এটাও সত্য ক্যামেরায় কিছু কিছু জিনিস যতটা সুন্দর লাগে বাস্তবে ততোটা সুন্দর নাও লাগবতে পারে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১২| ০৬ ই জুন, ২০২২ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার গ্রামের বাড়িইতো ঢাকার কাছে।
সেখানেই সবচেয়ে ভালো হবে।
আপনি যেদিন গাছ লাগানো উপলখ্যে জমি কিনবেন, আমাকে জানাবেন। আমি দেখতে যাবো।

আমাদে গ্রামের বাড়িতে ঝামেলা আছে। আমার অনেক চাচা আর ফুপু। তাদের অনেক গুলো ছেলেমেয়ে। সব মিলিয়ে গ্রামের জায়গা জমি নিয়ে নানান রকম ক্যাচাল আছে। আমি ক্যাচাল পছন্দ করি না। আব্বার উচিৎ ছিলো- জায়গা জমির ঝামেলা মিটিয়ে দেওয়া।

এজন্য আমাকে অন্য কোথাও জায়গা কিনব।

০৬ ই জুন, ২০২২ দুপুর ২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: বুঝতে পরেছি।
আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.