নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রবিলাস - ০৪

০৩ রা জুন, ২০২২ রাত ১১:১৪


ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০২/২০১৬ ইং

চাঁদের মেলা মেলা নাম আছে, যেমন - অম্ভোজ, অর্ণবোদ্ভব, ইন্দু, উড়ুপ, ঋক্ষেশ, এণকতিলক, ওষধিনাথ, ওষধিপতি, কলাধর, কলানাথ, কলানিধি, কলাভৃৎ, কান্তিভৃৎ, কুমুদনাথ, কুমুদপতু, কুমুদবান্ধব, কৌমুদীপতি, ক্ষীরাদ্ধিজ, ক্ষীরোদনন্দন, চন্দ্র, চন্দ্রক, চন্দ্রমা, চন্দ্রিমা, চাঁদ, ছায়াঙ্ক, তারাধিপ, তারাধিপতি, তারানাথ, তারাপতি, তারাপীড়, তুহিনাংশু, দ্বিজপতি, দ্বিজরাজ, দ্বিজেন্দ্র, নক্ষত্রপতি, নক্ষত্রাধিপতি, নক্ষত্রেশ, নিশাকর, নিশানাথ, নিশাপতি, নিশামণি, নিশারত্ন, নিশিকান্ত, নিশিনাথ, নিশিপতি, পক্ষচর, পক্ষজ, পক্ষধর, বিধু, মৃগাঙ্ক, যামিনীকান্ত, যামিনীনাথ, যামিনীপ্রকাশ, রজনীকর, রজনীকান্ত, রজনীপতি, রজনীরাজ, রজনীশ, রজনীসখা, রাকাপতি, রাকেশ, রাত্রিকর, রাত্রিমণি, রেবতীরমণ, শশধর, শশবিন্দু, শশভৃৎ, শশলক্ষণ, শশলাঞ্ছন, শশাঙ্ক, শশী, শিতরশ্মি, শীতকিরণ, শীতময়ূখ, শীতাংশু, শ্বেতধাম, সিতকর, সিতরশ্মি, সিতরুচি, সিতাংশু, সুধধার, সুধাংশু, সুধাকর, সুধাধামা, সুধানিধি, সুধাবর্ষী, সুধাময়, সোম, হরিণাঙ্ক, হিমকর, হিমকিরণ, হিমধামা, হিমাংশু ইত্যাদি। আপনি যে নামেই ডাকেন জোছনার আলো সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন সময়ে আমার তোলা কিছু চাঁদের ছবি রইলো।


ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল, দ্বার খোল।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০৯/২০১৫ ইং



লুকোচুরি

সবাই দেখি চাঁদ আর মেঘের লুকোচুরির চমৎকার সব ছবি তোলে। ক্যামেরার সেটিং যে কি হবে সেটাই জানিনা আমি। একদিন সন্ধ্যায় তার ব্যর্থ চেষ্টার নমুনা।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/১১/২০১৯ ইং



দিবাচন্দ্র

চাঁদের অধশতাধিক নাম আছে ঠিকই, কিন্তু দিনের বেলা যে চাঁদ দেখা যায় তার কি আলাদা কোনো ডাক নাম আছে? আরবিতে “কামরুন নাহার” অর্থ “দিনের চাঁদ”
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/০৩/২০২১ ইং




চন্দ্রবলয়

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৩/০৭/২০২১ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চন্দ্রবিলাস - ০১
চন্দ্রবিলাস - ০২
চন্দ্রবিলাস - ০৩

=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২২ রাত ১১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

সব ভাষাতেই কি চাঁদের এত নাম আছে? গ্রামের বাশঝাড়ের মাঝখান থেকে চাঁদকে দেখলে আরও আপন মনে হয়।

০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হয় অন্য কোনো ভাষাতে চাঁদের এতো নাম নেই।
বাঁশ বাগানে সেই ভাবে চাঁদ দেখার সুযোগ আমার হয়নি এখনো। তবে হবে নিশ্চই আগামীতে কখনো।

২| ০৩ রা জুন, ২০২২ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুমায়ূন স্যারের চাওয়া ছিলো
চাঁদনি পসর রাইতে যেন
তাহার মরণ হয়!

০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, চাঁদনী, জোছনা নিয়ে উনার খুব উৎসাহ ছিলো।

৩| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।
আপনার কোন লেন্স? নিশ্চয়ই ১৮-৫৫ না?

০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।
১৮-২০০

৪| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৫৭

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: একদিন একটু গাছের ফাকঁফোকর থেকে চাঁদের ছবি তুলবেন। আমি বিভিন্ন জায়গা থেকে চাঁদ দেখতে ভালোবাসি। তবে যে সৌন্দর্য আমি চোখে ধারণ করি, সেই সৌন্দর্য ক্যামেরাবন্দি করার মতো ক্যামেরা আমার কাছে নাই। ফোনে চাঁদের ছবি ভালো আসেনা।।

০৪ ঠা জুন, ২০২২ রাত ২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: গাছে ফাকঁফোকর থেকে ৩ নাম্বার ছবিটি তুলেছে। ভালো হয়নি। এই ধরনের ঝছবি তোলার জন্য একটি ট্রাইপড ও রিমট লাগে। ২টি ছবি তুলতে একটি ফোকাস থাকে চাঁদে অন্যটিতে ফোকাস থাকে গাছের ডাল বা পাতায়। পরে এই দুটি ছবি একসাথে করে একটি ছবি তৈরি করা হয়।
দামি কিছু মোবাইলে দেখেছি খুব ভালো চাঁদ এমন কি গ্লাক্সির ছবিও তুলতে পারে।
আমার ক্যামেরার লেন্সি দূর্বল হয়ে গেছে। দূরের জিনিস ফোকাস করতে পারেনা, কিছুটা ঝাপসা থাকে। নতুন একটি কিনতে হবে।

৫| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।

০৪ ঠা জুন, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৬| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১০:১২

জুল ভার্ন বলেছেন: অসাধারণ শব্দ ভান্ডার সমৃদ্ধি!

০৪ ঠা জুন, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ১১:২৫

অপু তানভীর বলেছেন: আমার তোলা সব চাঁদের ছবি হয় শেষ ছবিটার মত ।
উপরের ছবি গুলি কোন ক্যামেরায় তোলা ?

০৪ ঠা জুন, ২০২২ দুপুর ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: সবগুলি ছবি একই ক্যামেরায় তোলা।
NIKON D3400 ক্যামেরা দিয়ে তুলেছি সব ছবি।
শেষ ছবিটায় দেখেন চাঁদের চারপাশে একটি রিং দেখা যাচ্ছে। এই রিং এর ছবি ক্যামেরায় তোলা খুবই টাফ। বরং মোবাইলে তোলা পানির মতো সহজ। আমার ভালো মোবাইল নেই বলে ক্যামেরায় তোলার চেষ্টা করেছিলাম। খুব একটা ভালো হয়নি।

৮| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
১৮-২০০

ভালো। গ্রেট।

০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো একটি ক্যামেরা আর একটি বিশাল টেলিফটো ল্যান্স কেনার ইচ্ছে আছে।

৯| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:২৯

মানবেনদ্র বলেছেন: আমার বাড়িতে ছ্যচা বাশের বেরার ঘর ছিল। সেই বেড়ার ফোকর দিয়ে চাদের আলো মশারীর ছোট ছোট ছিদ্র দিয়ে বিছনার মধ্যে ছোট ছোট রুপালি বিন্দু হয়ে ঝরে পড়ত। এমন কি আমি বিছানায় শুতে গেলে সেই সব রুপালী বিন্দু গুলো ও শরীরের উপর ঝাপিয়ে পড়ত। সে এক বড়ই অদ্ভুত আনূভূতি। এখন আরা সেই ঘর অ নেই আর পাকা বাড়ীর আড়ালে থাকা চাঁদ ও আর আমার ঘরে আসেনা।

০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অদ্ভূত ভালো লাগার স্মৃতি।
ধন্যবাদ আপনাকে চমৎকার এই স্মৃতি কথা আমাদের সাথে শেয়ার কারার জন্য।

১০| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।

আমি মনে হয় আপনাকে ভুল বুঝছি। আমার কোন আচরণে কষ্ট পেলে স্যরি।

০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আপনার কোনো আচরণে কষ্ট পাইনি, সরি হওয়ার কিছু নেই।
ছোট্ট দুটি কথা বলি, শোনেন-
প্রথমতো আমি যে মন্তব্য করি সেটি সেই পোস্টেই সীমাবদ্ধ। পোস্টকারী সাথে বা তার অন্য পোস্টের সাথে সেই মন্তব্যের সাধারণত কোনো সম্পর্ক থাকে না।
দ্বিতীয়তো ব্লগিং আমার কাছে সিরিয়াস কিছু নয়। আমি শুধুই নিজের ভালো লাগার জন্য ব্লগিং করি।
কে কি করলো, কে ধর্ম মানলো, কে নাস্তিক হলো, কে কাকে পছন্দ-অপছন্দ করলো, কে কার সাথে ফেবুতে যোগাযোগ করলো, কার কি কি মাল্টিনিক আছে এই সবে আমার কোনো আগ্রহ নেই, কোনো মাথা ব্যথা নেই।

আপনার জন্য শুভকামনা রইলো। আমার কোনো পোস্ট বা লেখা খারাপ লাগলে সরাসরি বলতে পারেন, কোনো সমস্যা নেই।

১১| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৯:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো যা দারুণ ; বারবার দেখতে ইচ্ছে করে।

০৪ ঠা জুন, ২০২২ রাত ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.