নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ট্রেনের টিকিট পেলাম সহজেই

০১ লা জুন, ২০২২ ভোর ৪:১১



আপনারা কেউ কেউ হয়তো জানেন আমি জয়দেবপুরের একটি গ্রামে অল্প একটু জমি কিনেছি একটি গ্রামের বাড়ি বানাবো বলে। বেশ কয়েক বছর হয়ে গেলো। এখনো কিছুই করা হয়নি। শুধু কিছু গাছ আছে, একটা ডোবা-পুকুর আছে। মাঝে মাঝে সেখানে যাই আমি। কখনো বৌ-বাচ্চারা সাথে যায়, কখনো বন্ধু-বান্ধব, আবার কখনো আত্মিয়-স্বজনেরা কেউ কেউ যায়।


এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রজপথের বেহাল অবস্থার কথা নতুন করে বলার কিছু নাই। নানান উন্নয়ণের চাপে পথটির চিড়ে চ্যাপ্টা অবস্থা হয়ে গেছে। আমি পারতপক্ষে ঐপথ মাড়াই না। আমি বাড্ডা থেকে বসে চলে যাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। সেখন থেকে ট্রেনে ৩০ মিনিটে চলে যাই জয়দেবপুর স্টেশনে। সেখান থেকে ২০ মিনিটে সিএনজিতে আমার জমিতে। ফেরার সময় বিকেল হলে ট্রেনেই ফিরে আসি। ট্রেন না থাকলে ইজিবাইকে ভিরতের পথ দিয়ে টঙ্গি স্টিশন রোড, সেখান থেকে বাসে বাড্ডা।

তো ট্রেনে যাওয়া আসার জন্য আমি অনেক আগে থেকেই অনলাইনে টিকিট কাটি। কারণ অনলাইনে টিকিট না কাটলে স্টেন্ডিং টিকিট নিতে হয় স্টেশন থেকে। আমি কমলাপুর থেকে জয়দেবপুরের টিকিট কাটি, যদিও ট্রেনে উঠি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। টিকিট মূল ৫০ টাকা, সার্ভিস চার্জ ২০ টাকা। প্রতিটি টিকিটের জন্য এই অতিরিক্ত ২০ টাকা হারে দিতে হয়। যেমন গতকাল রাতে আমি একসাথে ৩টি টিকিট কেটেছি, সেখানে অতিরিক্ত ৬০ টাকা দিতে হয়েছে। এখানে ২০ টাকাই রাখা উচিত ছিলো। কারণ ৩টি টিকিট এক সাথেই প্রসেস করা হয়েছে, আলাদা আলাদ নয়। তাই সার্ভিস চার্জ ২০ টাকাই হওয়া উচিত ছিলো।



পুরনো সাইট থেকে যখন টিকিট কাটতাম তখন কখনোই আমার সমস্যা হয়নি। প্রতিবারেই সহী ভাবেই টিকিট পেয়ে গেছি কোনো ঝামেলা ছাড়াই। সহজের সাইটে এবারই প্রথম টিকিট কাটলাম, কোনো সমস্যা ছাড়াই সহজেই টিকিট পেলাম।

নতুন আর পুরনো দুটি সাইটে আমার হিসবে এখন পর্যন্ত দুটি তফাত আমি লখ্য করেছি।
১। পুরনো সাইটে ট্রেন কখন ছাড়বে, পথে কোন কোন স্টেশনে কখন কখন পৌছবে সবটা পরিষ্কার দেখা যেতো। সহজের সাইটে সেটি দেখা যায় না। এই তথ্যটুকু দেখা গেলে দূরের ট্যুর প্লান করতে, অগ্রীম টিকেট কাটতে খুবই সুবিধা হয়। কয়েকদিন ধরেই নাটোর-রাজশাহীতে একদিনের জন্য যাবো বলে ভাবছি। ট্রেনে যাবো রাতে, সারাদিন ঘুরে আবার রাতের ট্রেনে ফিরে আসবো। ট্রেনের ঐ তথ্যটুকুর অভাব বোধ করছি এখন।

২। পুরনো সাইটে সিট পছন্দ করার অপশন ছিলো না। সহজের সাইটে এই সুবিধা যোগ করাতে বেশ ভালো হয়েছে। তবে সমস্যা হচ্ছে সিটগুলি সম্মুখে না পিছন দিকে মুখ করা সেটি বুঝার কোনো উপায় নেই। সেটি থাকলে সোনায় সোহাগা হতো।

আগমীতে নিশ্চয়ই আরো ভালো কিছু হবে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২২ সকাল ৮:০৬

সোহানী বলেছেন: বাহ্ দেশেতো ডিজিটাল ব্যাবস্থাতো ভালোই এগিয়েছে।

আপনার বাগান বাড়িতে যাবো নিশ্চয়ই।

০১ লা জুন, ২০২২ বিকাল ৫:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এটি অনেক আগে থেকেই চলছে। তবে খুড়িয়ে খুড়িয়ে।
যেমন সিট চুজ করার বিষয়টা বললাম। টিকিট কাটার সময় যে ভাবে সিট দেখায়, বাস্তবে দেখলাম আজ সিট সেই ভাবে সিরিয়ালে নেই।

০১ লা জুন, ২০২২ বিকাল ৫:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জয়দেবপুরে শুধু জমি কেনা আছে, বাগান বাড়ি করা হয়নি এখনো। আমি গ্রামের বাড়ি বানাবো ইচ্ছে আছে।
তবে পূবাইলের নাগরিতে আমরা একটি বাড়ি তৈরি করেছি। সেখানে যেতে পারেন। নিমন্ত্রণ রইলো।

২| ০১ লা জুন, ২০২২ সকাল ৮:৩৮

নূর আলম হিরণ বলেছেন: এরপরেও বছরের পর বছর রেলওয়ে লোকসান গুনে, এই এক অতি আশ্চর্যের বিষয়!

০১ লা জুন, ২০২২ বিকাল ৫:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাই বালতিতে ফুটা থাকলে জল ঢেলে কয়তো কিছুটা বালতি ভরা যায়। কিন্তু আমাদের বালতিগুলির তলাই নেই।

৩| ০১ লা জুন, ২০২২ সকাল ৮:৪৬

সোনাগাজী বলেছেন:



শুনেছি, মানুষের জমি দখল হয়ে যায়, আপনারটা দেখে না?

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: সোনা ভাই!! এইটা কি কন!! আপনি আমার জন্য বদদোয়া করতেছেন!!!
আজকে গিয়ে দেখি ১০টা আম গাছে সব মিলিয়ে ৫ কেজি আমও নেই। সব পেরে খেয়ে ফেলেছে।
কাঠাল গাছে গোটা ৫০ কাঠাল আছে। কয়েকটি ওরা খেয়েছে বুঝা গেলো। আজ আমি ৫টা পাঁকা পেয়েছি। গাছ পাঁকা কাঠাল।

৪| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:১০

জুল ভার্ন বলেছেন: লাস্ট কতো যুগ আগে ট্রেনের টিকেট স্বাভাবিক প্রক্রিয়ায় কিনেছিলাম- মনে করতে পারছিনা।

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আজ পর্যন্ত কখনোই অনলাইন ছাড়া ট্রেনের টিকিট কাটি নাই।
না, কেটেছি। নারায়ণগঞ্জ যাওয়ার সময়।

৫| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হয়তো ধীরে ধীরে আরো ভালো অবস্থানে যাবো।

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আশা করে থাকি আমরা। সামান্য নজর দিলেই সেটা করা সম্ভব।

৬| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:৪৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সোনাগাজী বলেছেন:
শুনেছি, মানুষের জমি দখল হয়ে যায়, আপনারটা দেখে না?
হাসতেই আছি।

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: কেনো ভাইজান?

৭| ০১ লা জুন, ২০২২ সকাল ৯:৫৫

খাঁজা বাবা বলেছেন: আমি দক্ষিনের মানুষ
ট্রেনে ওঠা হয় না
শখ করে একবার ট্রেনে চিটাগং গেছিলাম
মনে হয়েছে আমি ঝালমুড়ির ডিব্বার মধ্যে আছি আর খাল মুড়িওয়ালা ডিব্বা ঝাকাচ্ছে।

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খুবই ভালো উদাহরন দিয়েছেন।
আমার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে কমলাপুর থেকে খুলনা যাওয়ার সময়।
ঐপথে নন এসিতে আর কখনো যাওয়া যাবে না।

৮| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:০০

ইমরোজ৭৫ বলেছেন: ট্রেনের উপর থেকে আমার বিশ্বাস ওঠে গেছে।

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কেনো?
ট্রেন আবার কি করলো?

৯| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:১৩

বিটপি বলেছেন: ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণের সহজ পদ্ধতিঃ
১। রাত ১০ টার পরে ঢাকা থেকে যে কোন ট্রেনে উঠলে কোথাও না কোথাও সিট পেয়ে যাবেন। তবে বৃহস্পতিবার রাতে নাও পেতে পারেন।
২। ট্রেন জয়দেবপুর বা নরসিংদী স্টেশন পর্যন্ত বিনা ভাড়ায়ই ভ্রমণ করতে পারেন। এর মধ্যে টিটি আসবেনা।
৩। গন্তব্যের নির্ধারিত ভাড়া জেনে রাখবেন। এতে টিটির সাথে কথা বলতে সুবিধা হবে।
৪। টিটি এলে বলবেন কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিল, বা টিকিট কাটার আগেই ট্রেন চলে এসেছে, তাই কাটতে পারিনি। এক্ষেত্রে টিটি আপনাকে নির্ধারিত ভাড়ার সাথে ৫০ টাকা জরিমানা এ্যাড করে একটা রসিদ কেটে দেবে।
৫। টিটি যদি এর চেয়ে বেশি কিছু দাবি করে, তবে ট্রেনের সর্বশেষ বগিতে বসা পরিচালককে মৌখিক এবং যে স্টেশনে নামবেন, সে স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ জানাবেন।

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আজ পর্যন্ত ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করিনি, করবোও না।
আমি বিমান বন্দর স্টেশন থেকে জয়দেবপুর আনেক অনেক বার যাতায়াত করেছি। টিটির দেখা হাতে গোনা ১-২বার পেয়েছি হয়তো।

১০| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:৩১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ডিজিটালের নামে কাড়িকাড়ি টাকা ঢালা হচ্ছে কিন্তু খুব একটা সুবিধা হচ্ছে না । তবে সময় মতো ঠিক হয়ে যাবে সেই আশা রাখি

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, আশা নিয়েই বসে থাকা ছাড়া করার কিছু নাই। সামান্য নজর দিলেই সব সমস্যার সমাধান সম্ভব।

১১| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

ডুয়েটে গিয়েছিলেন কখনো?

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: না, যাওয়া হয়নি।

১২| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৩১

অপু তানভীর বলেছেন: ট্রেনে করে যাওয়ার মত ঝামেলাহীন আর কিছু নেই ।

পুরোনো সিস্টেমেও সিট পছন্দ করার অপশন ছিল । আমি চুয়াডাঙ্গাতে যাই ট্রেনেই । অনলাইণ থেকেই কেটে গিয়েছি এবং পছন্দমত সিট বাছাই করে গিয়েছি । আগের সিস্টেমে এক সাথে চারটার বেশি টিকিট কাটা যেত না । তাই সিস্টেমে ঢুকলে কেবল চারটা সিট বাদ দিয়ে বাকি গুলো রেড দেখাতো !

নতুন সিস্টেমে একটু বেশি লোড নিলে কেবল যেন হয়ে যায় ! এইবার ঈদে টিকিট কাটতে গিয়ে ফেস করেছি !

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: টিকিট কাটার সময় যে ভাবে সিট দেখায়, বাস্তবে দেখলাম আজ সিট সেই ভাবে সিরিয়ালে নেই।

ট্রেন যদি সময়ে চলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
সেই সাথে স্টেন্ডিং টিকিটের জন্য আলাদা কয়েকটা বগি রেখে বাকিগুলিতে টিকিটে সাট ছাড়া উঠতে না দিলেই একশোতে একশো।

১৩| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: লেখাতে তিনটা বানান ভুল পেয়েছি।
অবশ্য আমি এলেখা লিখলে কমপক্ষে ১০ টা বানান ভুল হতো।

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: অল্পের উপর দিয়ে গেছে, মাত্র তিনটা। :``>>
রাজীব ভাই, ভুল গুলি দেখিয়ে দেয়া উচিত ছিলো, শুধরে নিতে পারতাম।

১৪| ০১ লা জুন, ২০২২ বিকাল ৪:৪৭

রানার ব্লগ বলেছেন: ট্রেনের ভ্রমন সবসময়ের জন্য মজাদার ও আরামদায়ক !!!

কিছু বিজ্ঞ মানুষের কমেন্ট আমাকে হাসাচ্ছে !!! ব্যাঙের সাথে যুদ্ধ করতে গিয়ে নিজে ব্যাঙ হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ না !

০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: টিকিট কাটার সময় যে ভাবে সিট দেখায়, বাস্তবে দেখলাম আজ সিট সেই ভাবে সিরিয়ালে নেই।
ট্রেন যদি সময়ে চলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।
সেই সাথে স্টেন্ডিং টিকিটের জন্য আলাদা কয়েকটা বগি রেখে বাকিগুলিতে টিকিটে সাট ছাড়া উঠতে না দিলেই একশোতে একশো।

মন্তব্যের শেষ অংশটুকু আমার বোধগম্য হয়নি, সরি।

১৫| ০২ রা জুন, ২০২২ রাত ১:১২

অপু তানভীর বলেছেন: ১২০০ তম পোস্ট দেওয়াতে অভিনন্দন !

০২ রা জুন, ২০২২ রাত ১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনা।
আমি এটি লখ্য করেছিলাম। মানে সাড়ে ১২ বছরে ১২০০তম পোস্ট হচ্ছে সেটা লখ্য করেছিলাম।

১৬| ০২ রা জুন, ২০২২ সকাল ১১:২২

সোনাগাজী বলেছেন:



জুল ভার্ণ আমাকে কমেন্ট ব্যান করে রেখে ব্লগে "গাঁজাখুরী" পোষ্ট দেয়; সে লিখেছে যে, জীব দেহের "৯০%" সেল প্যারাসাইটিক, আর আপনি গদগদ হয়ে কেমন্ট করেছন; মহা পন্ডিতের সামান্য জ্ঞানও নেই; আপনার শরীরের দিকে তাকিয়ে দেখেন তো আপনার শরীরের ৯০ ভাগ সেল প্যারাসাইটিক?

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: জুল ভার্ন সাহেব তার লেখার শেষে বলেছেন - হিউম্যান সাইন্স ম্যাগাজিনের 'হিউম্যান প্যারাইট' অংশ থেকে আমার নিজের মতো ভাষান্তর।
আমি তথসূত্র চেক করতে যাইনি।

আপনাকে আর কে কে কমেন্ট ব্যান করে রেখেছে?

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: হেতে পারো ঐ লেখায় তথ্যগত ভুল আছে, তবে আপনি যে বললেন - আপনার শরীরের দিকে তাকিয়ে দেখেন তো আপনার শরীরের ৯০ ভাগ সেল প্যারাসাইটিক?
এটাও ভুল বলেছেন। আপনি আপনার শরীরের দিকে তাকিয়ে বলতে পারবেন সেখানে কত অংশ আপনি আছে?
একটি কলা বা আপেলের দিকে তাকি বলতে পারবেন সেখানে পানি কত টুকু?
একটু খুঁজ করে দেখেন। চোখের দেখা আর প্রকৃতি তথ্য আকাশ-পাতাল তফাত হয়।

১৭| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:০৭

আরইউ বলেছেন:




ব্লগ মাস্তান সোনামনিকে মডারেশন টিম এতবার করে বলার পরও উহার ব্যক্তিআক্রমন করে মন্তব্য করা বন্ধ হলোনা। তা ৯০ ভাগ প্যারাসাইটিক লেখায় কী ভুল করেছেন জুল!!

ইংরেজি ভাষা জানা থাকলে সোনামনি এই ২০১৩ সালে “ইনফেকশন, জেনেটিকস এন্ড ইভোলিউশন” জার্নালে প্রকাশিত এই রিভিউ আর্টিকেলটা পড়ে দেখতে পারে। এটার ৬২ নং পেজে স্পষ্ট লেখা আছেঃ 90% of the cells in the human body are bacteria, fungi, protozoa (i.e., non-human cells). তথ্যসূত্র সায়েন্টেফিক জার্নাল; উহার মত না জেনে লেখা বক্তব্য না!

সূত্রঃ Bañuls, A.L., Thomas, F. and Renaud, F., 2013. Of parasites and men. Infection, Genetics and Evolution, 20, pp.61-70.

০২ রা জুন, ২০২২ দুপুর ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: সেরেছে!!
আপনার লেখার ইংরেজি অংশটুকু যদি সত্যি হয় (৬২ নাম্বার পাতায় গিয়ে সত্য-মিথ্যা চেক করতে পারবো না) তাহলে সোনা সাহেব তো বেকায়দায় পরে যাবেন!!

১৮| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৫:১২

ইসলাম তাজুল বলেছেন: টিকিট কাটার কোন এপ ব্যবহার করেন? সহজ?

০৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি এপ ব্যবহার করি না। সরাসরি ওয়েবসাইট থেকে কাটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.