নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বছর আগের কথা, আব্বাকে এলাকার বিদ্যুৎবিল দিতে আসা লোকটি বুঝালো বিদ্যুৎ বিলের একাধীক মিটার থাকলে প্রতি মিটারে ইউনিট খরচ হবে কম, ফলে বিলের রেটও কম পরবে।
আমার বাড়ি হচ্ছে ঢাকার উত্তর বাড্ডাতে। এখানে মোট ১০ কাঠা জমির মধ্যে ৩ কাঠায় ৩ তালা টেম্পোরারি দালান, আর বাকি টুকুতে সেমিপাকা, টিনসেড বাড়ি। সব রুম রুম ভাড়া দেয়া। আমিও এখানেই থাকি। তো আব্বা তখন একে একে ১৪টি বিদ্যুতের মিটার নিয়ে নিলো। তাতে কতটুকু লাভ হলো আমি জানি না (কারণ তখন এইসবের খবর আমাকে রাখতে হতো না।) তবে ঝামেলা গেলো বেড়ে। মাস শেষে এক সাথে ১৪ মিটারের বিল দিতে গেলে ব্যাংকের লোকেরা নিতে চাইতো না বলে দুইবার লোক পাঠাতে হতো।
দেখতে দেখতে অনেক বছর কেটে গেলো। এখন বাড়ির সবটাই আমাকে দেখতে হয়। তো এর মধ্যে বছর দেড়-দুই আগে বিদ্যুৎ এর মিটার গুলি সব প্রিপেইড ডিজিটাল মিটারে কনভার্ট করে দিয়ে গেলো। যেহেতু আমার বাড়িতে সব রুম রুম করে ভাড়া দেয়া তাই সবগুলি মিটারের বিল আমাকেই পরিশোষ করতে হয়। পরে মাশ শেষে সাব-মিটারের রিডিং হিসাব করে ভাড়াটিয়াদের কাছ থেকে সেই বিল নিতে হয়।
বছরের শেষ ও প্রথম দিকে যখন শীত থাকে তখন মিটার গুলিতে বিল আসতো সব মিলিয়ে ১৩ থেকে ১৪ হাজার টাকা। আর গরমের সময় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এখনও এমনই খরচ হয় তবে টাকাটা অগ্রীম মিটারে রিচার্জ করে দিতে হয় কার্ড দিয়ে। আমি রকেট একাউন্ট থেকে মিটারে রিচার্জ করি। প্রায় সময়ই প্রতি মিটারে হাজার টাকা করে রিচার্জ করি। তাতে শীতের সময় প্রায় এক মাসের কাছাকাছি চলে গেলেও এই গরমের সময় এক সপ্তাহেই শেষ হয়ে যায়। ফলে প্রতি দিনই প্রায়ই ২-৩টি মিটারে টাকা রিচার্জ করতে হয়। হাতের অবস্থা খুব টানাটানি বলে এরচেয়ে বেশী রিচার্জ করাটা সম্ভব হচ্ছে না।
মিটারের টাকা শেষ হলেও সাধারণত সকাল ১০টার আগে বিদ্যুৎ বন্ধ হয় না। আমি বাড়িতে না থাকলেও আমাকে ফোন করে জানালেই আমি রকেট থেকে টাকা রিচার্জ করেত দিতে পারি। লাইনে দাঁড়াতে হয় না, মেলা সুবিধা। কিন্তু বেশ কয়েক মাস থেকেই দেখতে পাচ্ছি ডেসকোর সার্ভার নাকি ডাউন থাকে। তখন কার্ড দিয়েও টাকা রিচার্জ হয় না, রকেট দিয়েও না। কখনো কখনো টাকা কেটে নেয় ঠিকই কিন্তু মিটারে ঢুকে না, বিদ্যুৎও আসে না। বেশ কয়েক ঘন্টা পরে সমস্যার সমাধান হয়। গত সপ্তাহেও একই দিনে এক সাথে ৩টি মিটারের টাকা শেষ হয়েছে, রিচার্জ করতে গিয়ে দেখি কাজ হচ্ছে না। কখন ঠিক হবে সেটাও জানার কোনো উপায় নেই। কিছুক্ষণ পরপর চেষ্টা করতে থাকো। হায় ডিজিটাল মিটার!!
আজ সকালে ঘুম থেকে উঠে সামুতে বসলাম। কিছুক্ষণ পরেই জ্যোতি বাবু চলে গেলেন। একটু পরেই বুঝতে পারলাম জ্যোতি বাবু শুধু আমার ফ্লাটেই অনুপুস্থিত!! অর্থাৎ আমার মিটারের টাকা শেষ হয়েছে। রকেট থেকে টাকা রিচার্জের চেষ্টা করলাম হলো না। কার্ড দিয়ে পাঠালাম, সেখান থেকে খবর নিয়ে এলো বিশাল লাইন হয়ে গেছে, আজকেও সার্ভার ডাউন কেউ টাকা রিচার্জ করতে পারতেছে না। আড়াইটার সময় আবার যেতে বলেছে। এই গরমের মধ্যে কি একটা অবস্থা বিদ্যুৎ বিহীন থাকা। বারবার চেষ্টা করতেই থাকলাম। ভাগ্য ভালো আজকে সকালে বৃষ্টি হলো তাই গরম একটু কম। চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত পৌনে দুইটার সময় রকেট থেকে রিচার্জ করতে পারলাম। এই হচ্ছে আমার ডিজি টাল-মাটাল অবস্থা !!
৩১ শে মে, ২০২২ দুপুর ২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় লিটন ভাই।
২| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:০০
জুল ভার্ন বলেছেন: ডেসকো'র চেয়ারম্যান মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করছি।
৩১ শে মে, ২০২২ বিকাল ৩:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধুর ধুর!!
ওদের দুষ্টি নিজ নিজ ব্যাংক একাউন্টে।
৩| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:১৮
সোনাগাজী বলেছেন:
সার্ভার ডাউন সমস্যার সমাধান করার কিছু পদ্ধতি আছে, ডেসকোর কম্প্যুউটিং'এ বুদ্ধিমান মানুষ নেই, মনে হয়।
৩১ শে মে, ২০২২ বিকাল ৩:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার নিজেরাই নির্বোধ মানুষ, আমাদের সার্ভিস দেয়ার জন্য বুদ্ধিমান মানুষ দেয়ার দরকার কি?
৪| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:২২
আশিকি ৪ বলেছেন: সব জায়গায় পাকিস্তানি রাজাকার দালাল ঢুকে যাওয়াতে দেশের আজ এই অবস্থা!
৩১ শে মে, ২০২২ বিকাল ৩:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ইন্নালিল্লাহ!!
৫| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:২৯
শূন্য সারমর্ম বলেছেন:
সার্ভার ডাউন সমস্যা আরও বেগবান হবে মনে হচ্ছে।
৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: গত এক মাসে প্রতি সপ্তাতেই এই সমস্যা দেখতে পেয়েছি।
৬| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জ্যোতি বাবু যথাসত্ত্বর ফিরে এসে আপনাকে রক্ষা করুন, এই কামনা।
গেসাদিদির কী অবস্থা?
৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: দিদির অবস্থা বেগতিক। পাশের এলাকায় সন্ধ্যার পরে গিয়ে দেখা দিয়ে এলেও আমার বাড়িতে সব সময়ই হাজির থাকে, বিশেষ ব্যবস্থা নেয়ার করণে। গত মাসে ওয়ার্নিং দিয়েছে ১ বছরের বিল আটকে গেছে। ২১ দিনের মধ্যে দিতে হবে।
৭| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৪৭
অপু তানভীর বলেছেন: আমাদের দেশ কেবল নামেই ডিজিটাল হয়েছে কামে না । যে পরিমান দক্ষ লোকজন দরকার সে সবের কিছুই নেই । যে কোন সরকারী সার্ভারেই একটু বেশি লোড হলেই তা ডাউন হয়ে যায় !
৩১ শে মে, ২০২২ বিকাল ৪:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: আর তার ফল ভোগ করি আমারা জনো-অতিসাধারণ যারা আছি।
৮| ৩১ শে মে, ২০২২ বিকাল ৩:৪৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অব্যবস্থাপনার কারণে এই সব ভোগান্তি হচ্ছে ।
৩১ শে মে, ২০২২ বিকাল ৪:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হয় এটাও একটা কারণ।
৯| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:২৮
প্রতিদিন বাংলা বলেছেন: [নতুন চুরি বিদ্যা
সার্ভার ডাউন /কাজ চলছে ]
টিকিট কেনা থেকে কোনো পরীক্ষার রেজাল্ট জানা
বিশেষ বিশেষ সময়ে সার্ভার ডাউন।
অথচ সার্ভার কি ,সেটাই জানেনা
৩১ শে মে, ২০২২ বিকাল ৪:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা ভুক্তভূগী এটাই শুধু জানি।
১০| ৩১ শে মে, ২০২২ বিকাল ৪:৪১
বিটপি বলেছেন: ডিজিটাল প্রিপেইড মিটারে খরচ বেশি - এই ব্যাপারে কি আপনি একমত? পোস্ট পেইড মিটারে সারা মাস অফ থাকলে দিতে হয় ১১৫ টাকা। কিন্তু প্রিপেইড মিটারে বিল দিলে শুরুতেই ডিমান্ড চার্জ প্লাস ভাড়া ২২০ টাকা প্লাস ভ্যাট কেটে রাখে। বাকি টাকা দিয়ে বিদ্যুৎ সরবরাহ করে।
প্রিপেইড মিটার কি আসলে পকেট কাটার সরকারী ধান্দা?
৩১ শে মে, ২০২২ বিকাল ৫:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আপনার সাথে এক মত।
কিছু কিছু মিটারে টাকা আরো বেশী কাটে, সেটি নির্ভর করে টু ফেইস না থ্রী ফেইজ লাইন, কিলো ওয়ার্ড ইত্যাদি কিছু বিষয়ের উপরে।
১১| ৩১ শে মে, ২০২২ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: বিদ্যুৎ বিল কার্ড সিস্টেম হয়ে ভালো হয়েছে। এখন আর লম্বা লাইনের ঝামেলা পোহাতে হয় না।
কিন্তু গ্যাস বিল দিতে গেলে অনেক লম্বা লাইন।
গত দুই মাস আমার গ্যাস বিল দিতে কষ্ট হয়েছে। গেলা, বিল দিতে। লাইনে এক ঘন্টা ধরে দাড়িয়েছি। আমার সামনে মাত্র কয়েকজন। এমন সময় বলল গ্যাস বিল আর নেওয়া যাবে না। সার্ভার ডাউন। পরপর তিন দিন এই অবস্থা হয়েছে।
এরপর মতিঝিল গিয়ে বেসরকারী ব্যাংকে গ্যাস বিল দিলাম। এক মিনিট সময়ও লাগে নাই। বেসরকারী ব্যাংকের সার্ভার ডাউন হয় না কেন?
৩১ শে মে, ২০২২ বিকাল ৫:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার হিসেবে কার্ড করে ভালো করলেও পোস্টপেইড রাখাই উচিত ছিলো।
মাস শেষে যা বিল আসতো সেটা সহজেই দিয়ে দেয়অ যেতো সার্ভার ডাউন না থাকলে।
গ্যাস বিল, ওয়াসা বিল সবই এখন অনলাইনে দেয়া যায়।
আমি রেগুলার ওয়াসা বিল অনলাইনেই দিচ্ছি। কোনো চার্জ ছাড়াই ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে।
১২| ৩১ শে মে, ২০২২ বিকাল ৫:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ডিজিটালে টাল-মাটাল।
৩১ শে মে, ২০২২ বিকাল ৫:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, পুরাই টাল-মাটাল
১৩| ৩১ শে মে, ২০২২ রাত ১০:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: আপনারা ওখানে জ্যোতিবাবুকে ইচ্ছামত ডাকছেন আবার প্রয়োজনে দূরে ঠেলে দিচ্ছেন। জ্যোতি বাবুকে নিয়ে এমন লুকোচুরি খেলা এপার বাংলায় আমরা কিন্তু সহ্য করব না
৩১ শে মে, ২০২২ রাত ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আমরাও সহ্য করতে চাই না, কিন্তু উপায় নাই। কথা বলে- পরেছো মোঘলের হাতে খানা খেতে হবে সাথে।
১৪| ৩১ শে মে, ২০২২ রাত ১১:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রকেট দিয়ে কি বিদ্যুতের প্রিপেইড কার্ড রিচার্জ করা যায়?
০১ লা জুন, ২০২২ রাত ১২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: হে করা যায়।
আমি প্রথমে বিকাশ দিয়ে রিচার্জ করতাম। পরে ওরা ধুম করে রিচার্জ করলে ফি নিতে শুরু করলো। তখন শুরু করলাম নগদ থেকে। তবে নগদে মাঝে মাঝেই ঝামেলা হয়। রকেটে তেমন একটা ঝামেলা হয় না, চার্জও কাটে না।
১৫| ০১ লা জুন, ২০২২ রাত ২:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
বিল প্রি পেইড কার্ড সিস্টেম একটি উদ্ভট ঝামেলাযুক্ত জিনিষ মনে হচ্ছে।
বিদুত বা অন্যান্ন মাসিক বিল প্রচলিত ব্যাঙ্কিং একাউন্ট থেকে বা ক্রেডিট কার্ড একাউন্ট থেকে অটো পেমেন্টে কেটে নেয়ার ব্যবস্থা করলেই হয়। বাংলাদেশে যেহেতু বিকাশ-নগত -রকেট জনপ্রীয়, সেখান থেকেও অটো কেটে নেয়ার ব্যাবস্থা করা কঠিন কিছু হয়ার কথা না। কেটে নেয়ার আগে বিলটি ইমেইলে পাঠিয়ে দিলেই হল।
উন্নত দেশে যারা সব বিল অটো পেমেন্টে সেট করে তারা সু নাগরিক হিসেবে বিবেচিত হয়, তাদের ক্রেডিট স্কোর বাড়ে, এতে ব্যাঙ্ক বড় ঋন দিতে দ্বিধা করে না, অপেক্ষাকৃত কম সুদে গাড়ী বা বড় বড় কেনা কাটা করতে পারে।
০১ লা জুন, ২০২২ রাত ৩:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা এখনো পিছিয়ে আছি, তবে হবে নিশ্চয়ই।
ধন্যবাদ আপনাকে সুচিন্তিতো সুন্দর মন্তব্যের জন্য।
১৬| ০১ লা জুন, ২০২২ সকাল ১১:০০
রশিদ ফারহান বলেছেন: সরকারী এমন কোন দপ্তর কি আদৌ আছে, যেখানে 'সার্ভার-ডাউন' নামক কথাটা উচ্চারিত যায় না?
০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্ট অফিসে মনে হয় ডাউন হয় না।
১৭| ০১ লা জুন, ২০২২ সকাল ১১:৪২
ফয়সাল রকি বলেছেন: এখনো বাসায় প্রিপেইড মিটার চালু হয়নি। মাসিক বিল দিয়ে যায় যা মাঝে মধ্যে চেক করলে দেখি মিটারের সাথে পুরোপুরি মিলে না। যাইহোক, আপনি তো ভাই ল্যান্ডলর্ড! কতগুলো ঘর ভাড়া দিলেন সর্বমোট?
০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: বেঁচে গেছেন।
এখন মনে হয় আর নতুন করে প্রিপেইড মিটার দিচ্ছে না। দিতে এলেও না করে দিবেন, তাহলেই দিবে না। তবে যদি ভাড়া দেয়া ফ্লাট থাকে তার জন্য প্রিপেই মিটার বেস্ট।
দাদার ওয়ারিশ পেয়েছে বাবা। বাবার অবর্তমাণে আমি এখন বাড্ডায় সাড়ে আট কাঠা জমির মালিক। অনেকগুলি ঘর সেখানে করা আছে। তিন তালার অংশটুকু ছাড়া বাকি সবটাই বাবার করা।
ল্যান্ডলর্ড হয়ে লাভ কি বলেন, আমি ১০ কোটি টাকার সম্পদের মালিক হলেও ১ লাখ টাকার ক্রেডিট কার্ড কোনো ব্যাংক দিতে চায় না। ১০ লাখ টাকায় ব্যবসা করলে বা ২০ হাজার টাকার মাসিক বেতনে চাকরি করলেও শেধে এসে কার্ড দিয়ে যায়।
১৮| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:৫৫
রানার ব্লগ বলেছেন: যতোই ডিজিটাল করুন লাভ নাই । সরকারী চোর আমলা ও কর্মকর্তারা সবাই তাদের চুরির রাস্তা ঠিকি বাহিরকরে নেবে । আপনি ঠিক মতো বিল দিচ্ছেন কোন ঝামেলা নাই হঠাত শুনবেন দশ বছর আগে আপনার তিন মাসের বিল বকেয়া সেই হিসাবে জরিমানা ৭০ হাজার টাকা , চোরা কর্মকর্তা কে ২০ হাজার দিলে উনি ওটা ঠিক করে দেবেন ।
০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: গত ফেব্রুয়ারি মাসের ওয়াসার বিল দিতে গিয়ে আমি দেখি এক মাসে ৫৮,১৩০.০০ টাকা বিল এসেছে!!
অথৎ বিল আসার কথা ৫,৮১৩.০০ টাকা। দশমিকের পুটুলি বে জায়গায় বসায়া দিছে। ১০০০ টাকা নিয়েছে বিল ঠিক করে দিতে।
১৯| ০১ লা জুন, ২০২২ দুপুর ২:৫০
দিলীপ৫৩ বলেছেন:
এ বাংলায় এখন জ্যোতি বাবু এখন উদ্বৃত্ত। এ দেশ থেকে জ্যোতি বাবু বাংলাদেশে রপ্তানি হচ্ছে।
০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: জেনে আনন্দিত হলাম।
২০| ০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ডিপিডিসির টা মনে হয় করা যায় না।
০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: অপশন নেই দেখলাম।
২১| ০২ রা জুন, ২০২২ সকাল ১১:১৫
বিটপি বলেছেন: বিকাশ কেন বিদ্যুৎ বিল দিতে গেলে চার্জ করবে? টাকাটা এক একাউন্ট থেকে আরেক একাউন্টে যাচ্ছে, মানে ক্যাশ আউট হচ্ছেনা। ক্যাশ যদি বাইরে না বের হয়, তাহলে তারা ইচ্ছেমত রোটেশন করতে পারে - সেখান থেকেই তো কামাই হবার কথা। টাকা ট্রান্সফারের জন্য চার্জ বসানোর যৌক্তিকতা কি? আরো তো ক্যাশব্যাক অফার করা উচিৎ।
০২ রা জুন, ২০২২ সকাল ১১:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: কেনো চার্জ করবে সেই প্রশ্ন করে লাভ নেই। চার্জ করছে সেটাই মূল কথা।
প্রথমে ফ্রী ছিলো। পরে চার্জ বসিয়েছে। পরে আবার মাসে প্রথম ২টি ফ্রী করে দিয়েছে।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২২ দুপুর ২:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি ভাল একটা বিষয়ে লেখা ভাল লাগল দাদা