নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৮ ইং
আমার ছোট কন্যা নুয়াইরা সাজিবা সোহেন বেশ চঞ্চল এবং জেদি। সারাদিন খেলা আর ইউটিউব নিয়েই থাকতো এতদিন। এতোদিন স্কুলে সপ্তাহে মাত্র ৩ দিন স্কুলে যেতো করনার কারণে। এখন ৫দিনই যেতে পারছে। সাইয়ারার সাথে নুয়াইরা একই স্কুল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান শাখার নার্সারিতে পড়ে। আমার মতোই বেড়াতে ভালোবাসে। তবে সমস্যা হচ্ছে দুধ-ভাত, ডাল-ভাত এবং মাংস এই হচ্ছে ওর খাবার তালিকা। এগুলি ছাড়া চকলেট, চিপ্স ইত্যাদি বেশ পছন্দের। অল্পকিছু ফাস্টফুডও মুখে তোলে কখনো কখনো।
২। রক্ত কাঞ্চন কুরাচ্ছে নুয়াইরা
ছবি তোলার স্থান : জাতীয় স্মৃতি সৌধ, সাভার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০১/২০১৯ ইং
৩। আহা কি আনন্দ সমূদ্রের জলে
ছবি তোলার স্থান : লাবনী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
৪। জল আর বালি নিয়ে খেলা
ছবি তোলার স্থান : লাবনী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৯/২০২০ ইং
৫। দেশের সবচেয়ে বড় শায়িত বুদ্ধার সামনে
ছবি তোলার স্থান : রামু, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
২৯ শে মে, ২০২২ রাত ২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে মে, ২০২২ রাত ২:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
দুই বোনের মধ্যে বোঝাপড়া কেমন?
২৯ শে মে, ২০২২ রাত ২:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো এবং খারাপ দুটই।
প্রতিদিনই ঝগড়া, রাগ, অভিমান চলছেই।
বড় মেয়ের পড়ার চাপ বেশি, ছোট জনকে তাই পর্যাপ্ত খেলার সময় দিতে পারেনা বলেই ঝামেলা শুরু হয়।
৩| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:২৪
প্রতিদিন বাংলা বলেছেন: আলহামদুলিল্লাহ
২৯ শে মে, ২০২২ সকাল ১০:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৪| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৩১
বিটপি বলেছেন: ৪ নং ছবিটার জন্য আপনাকে এওয়ার্ড দেওয়া উচিৎ। মাশাল্লাহ খুব কিউট আপনার কন্যা।
২৯ শে মে, ২০২২ সকাল ১০:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৫| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৪৬
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
চোখে-মুখেই তো তার দুষ্টুমির ছাপ! তার হাসিই বলে দেয়, চঞ্চলা- চপলা- উচ্ছসিনী।
এমন সুন্দর হয়েই ফুটে থাকুক আমাদের মেয়েটি।
২৯ শে মে, ২০২২ সকাল ১০:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বড় হচ্ছে আর ধীরে শান্ত হচ্ছে, তবে কমছে না।
৬| ২৯ শে মে, ২০২২ সকাল ৯:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চঞ্চলা, দুষ্টুমণি কিশোরী কন্যার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। ছবিগুলো সুন্দর হয়েছে।
২৯ শে মে, ২০২২ সকাল ১০:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সোনাবীজ ভাই।
৭| ২৯ শে মে, ২০২২ সকাল ১০:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর অনেক দোয়া রইল
২৯ শে মে, ২০২২ সকাল ১০:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৮| ২৯ শে মে, ২০২২ দুপুর ১:২৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা !!!!!!!!!!!! কি আনন্দ
আকাশে বাতাসে।
বউ-বাচচা নিয়ে খালি ঘুরাঘুরি,একটা কপাল নিয়ে জন্মেছেন ভাইজান।
আহেন একটু আপনার কপালের লগে মোর কপালডা একটু ঘইসে দেহি মুইও ইরকম ঘুরবার পারি কিনা।
কন্যারা বড়ই সৌন্দর্য । তাদের জীবনের সুখ-সাফল্যের জন্য রইলো প্রার্থনা।
৩০ শে মে, ২০২২ বিকাল ৩:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: সবই পুরনো ছবি ভাইজান।
কপাল ঘষে লাভ নাই, উহা উপর হইতে প্রদত্ত, তবে ইচ্ছা আর চেষ্টা হচ্ছে মূল কথা।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২২ রাত ২:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+