নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আশ্রমে গিয়ে বিপাকে

২৪ শে মে, ২০২২ দুপুর ১২:২১



দিন কতক আগে আমরা আশ্রমে কয়েকটি পিকনিকের মতো করে আনন্দ করে এলাম। সামুতে তার কিছুটা জানিয়েছি আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে...., আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ), আশ্রম বিলাস পোস্ট গুলিতে। এর চেয়েও বেশি ছড়িয়েছে ফেসবুকে। এলাকায় বেশ সারা পরে গেছে। অনেকেই যেতে চাচ্ছে আশ্রমে সয়ম কাটাতে।



এই কয়েকদিন আগে বন্ধু হীরার শেলক তার গোটা দশেক বন্ধু নিয়ে আশ্রমে চলে যায় রাত কাটাতে। সবাই আমার এলাকারই ছোটরা, যদিও ছবি দেখে আমি প্রায় কাউকেই চিনতে পারছি না!! যাইহোক, ওরা ৪টি মটর সাইকেল নিয়ে গিয়েছিলো আশ্রমে। ওরা আশ্রমে পৌছানোর পরপরই সেখানে একদল পুলিশ গিয়ে হাজির হয়। পুলিশ তাদের পুলিশি ধমক দিয়ে বলে কেউ দৌড় দিবি না।

হুটকরে পুলিশের এমন উপস্থিতি আর ধমকের কারণে বেচারারা হকচকিয়ে যায়। বিষয় কি বুঝে উঠতে পারে না। তারমধ্যে আমরাও কেউ নাই, আর ওদের সাথে বড়ও কেউ নাই। কি একটা পরিস্থিতি বুঝেন। পরে পুলিশের কাছ থেকে জানা যায় আমাদের আশ্রমে যে ছেলেটা দেখাশোনা করার জন্য নিয়োগ দেয়া আছে (দিপঙ্কর) তার নামে ওয়ারেন্ট ছিলো। তাকে ধরে হাতকড়া পরিয়ে দিয়েছে পুলিশ। কিন্তু আমরা জানি দিপঙ্কর কোর্টে হাজিরা দিয়ে খালাশ হয়ে এসেছে। কিন্তু সমস্যা হয়েছে সে কোনো একটা কাগজ জমা দিয়ে এসেছে থানায়। কিন্তু থানা থেকে সেই কাগজ পুলিশফারিতে পাঠায় নাই বলে ফারির পুলিশ এসে ধরেছে ওকে। বন্ধু হীরা ফোনে পুলিশের সাথে কথা বলে, কাগজ দেয়ার কথা জানা। পুলিশ মানতে চায় না। এখন দিপঙ্করকে নিয়ে গেলে আমাদের ছেলেগুলি ঐখানে নিজেরা জোগাড়যন্ত্র করতে হিমশিম খেয়ে যাবে। পরে পুলিশকে কিছুক্ষণ অপেক্ষা করিয়ে দিপঙ্করের বাবাকে দিয়ে সেই কাগজের কপি আনিয়ে পুলিশকে দিলে পরে ব্যাপারটার সমাধান হয়।








তো প্রাথমিক এই ধাক্কার পরে বাকিটা সময় ওরা বেশ আনন্দেই কাটাতে পরেছে। শুধু পানির কিছুটা সমস্যা ছিলো। কারণ দিপঙ্কর আমাদের সাবমার্সিবল পাম্পটি জালিয়ে ফেলেছে। তাই খাবার পানি পাশের মন্দির থেকে আনতে হয় এখন। হিসাব করে দেখা গেছে আরো অন্তত ৫০ হাজার টাকার কাজ করতে হবে পাম্প-ব্যাটারি-কনভাটার-ওয়ারিং-সুইচ-লাইট ইত্যাদির পিছনে।






যাইহোক, ঝামেলা শেষ হওয়ার পরে ওরা নিজেদের মতো আনন্দে মেতে উঠে। সন্ধ্যার পরে বারবিকিউ আর পরটা করে নিজেরাই। বারবিকিউয়ের সকল ব্যবস্থাই আছে আমাদের আশ্রমে। রাত কিটিয়ে পরদিন বাজারে গিয়ে গরুর মাংস, দুধ, সেমাই সহ আরো যা যা দরকার সব কিনে এনে দুপুরের খাবার আয়োজ শেষ করে। বিকেলে সেমাই খেয়ে সন্ধ্যার পরে ফিরতি পথ ধরে ওরা। ফেসবুক থেকে পাওয়া ওদের তোলা ছবিগুলি দিয়ে সাজিয়েছি এই পোস্টটি।



=================================================================
আশ্রমের কথা :
আশ্রম নিয়ে সামুতে প্রথম পোস্ট : প্রায় কাল্পনিক একটি রাতের চিত্র
বৃষ্টি বিলাস
গল্প কিন্তু গল্প না
বর্ষার জলে অবগাহন চিত্র
শীত বিলাস ২০২২
এবার আগাম জোয়ার এসেছে!!
আশ্রমের পুকুরে দ্বিতীয় দফায় মাছ ধরা হলো
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে....
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ)
আশ্রম বিলাস
=================================================================

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৩৭

সোনাগাজী বলেছেন:




ইহাক কন্ট্রোলে রাখেন, অচেনা লোকজনকে বেশী আসতে দিলে সমস্যা হবে।

২৪ শে মে, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক বলেছেন।
পরিচিত কেউ না থাকলে আশ্রমে ঢুকা নিষেধ।
ওরা প্রায় সবই এলাকার। গেছে আমার একটি ভাগিনার সাথে। ওরা সবাই আমাকে চিনলেও আমি প্রায় কাউকেই চিনি না।

২| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৪১

অপু তানভীর বলেছেন: যা অবস্থা বুঝতেছি তাতে তো ওখানে যাওয়ার জন্য আগে থেকে এপোয়েন্টমেন্ট নিতে হবে !
যাইহোক, ভরা বর্ষা আসুক । তারপর আপনার সাথে যোগাযোগ করবো ।

২৪ শে মে, ২০২২ দুপুর ১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে আশ্রমে স্বাগতম।
ঈদের আগে পরে আমাদের দুটি বড় পিকনিক এর আয়োজন হওয়ার কথা আছে।
ভরা বর্ষায় একটা সমস্যা আছে। আশ্রমে যাবার পথের একটা আংশ জলে ডুবে যায়। কখনো কখনো সেই জল হাঁটু ছাড়িয়ে যায়। তখন নৌকার ব্যবস্থা করতে হবে পারাপারের জন্য।

৩| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিজের পরিচত ছাড়া অন্যরা বেশি আসলে ঝামেলা হবেই। একটু সাবধানে থাকবেন।

২৪ শে মে, ২০২২ দুপুর ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ঝামেলা হয়েছে আসলে আমাদের কেয়ারটেকার ছেলেটার কারণে। ওর নামে ওয়ারেন্ট ছিলো।

৪| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৪৪

জুল ভার্ন বলেছেন: দেখবেন, অচিরেই বখাটে আর গাঁজাখোরদের আনাগোনা শুরু হয়ে যাবে।

২৪ শে মে, ২০২২ দুপুর ১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের কেয়ারটেকার ছেলেটার কারণে ওর কিছু বন্ধুবান্ধব সেখানে যায়। যদিও কঠিন ভাবে নিষেধ করা আছে।
অন্যেরা যায় না, আমাদের ভয় পায়।
আমরা একজন ভালো লোক খুঁজছি আশ্রমের জন্য। সবচেয়ে ভালো হয় যদি বয়ষ্ক কোনো চাচা-চাচি পাওয়া যায়। থাকা-খাওয়া বাদে হাজার দশেক টাকা দিবো।
দরকারের সময় এখন তেমন কাউকে পাওয়া যাচ্ছে না।

৫| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: একজন মানুষ যেমনই হউন না কেন, তার মনটা কিন্তু সৌন্দর্যসন্ধানী। সুন্দর কোন কিছুর সন্ধান পেলেই মনটা সেখানে যেতে চায়। ছবিতে আপনার অতিথিদেরকে দেখে মনে হচ্ছে, তারা নিছক কিছুটা সময় প্রাকৃতিক সৌন্দর্যের আশ্রয়ে কাটাতেই সেখানে গিয়েছিলেন। ওনারা কি সুন্দর করে বাজার করে এনেছেন, কেউ কত মনযোগের সাথে এক হাতে খুন্তি এবং আরেক হাতে চাকু ধরে পরাটা ভাজছেন, কেউ পেঁয়াজ কাটছেন, কেউ মাংস টুকরো করছেন, আবার কেউ দার্শনিকের মত জানালার পাশে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছেন এবং ভাবুক মনে কত কিইবা ভাবছেন! কাবাব মে হাড্ডি হিসেবে পুলিশের উদয় হলেও, শেষ তক সমস্যাটির শান্তিপুর্ণ সুরাহা হয়েছে জেনে ভালো লাগলো।

সুদূর মেলবোর্নে বসে আগামী শ্রাবনের কোন এক দিনে আপনাদের 'আশ্রম' এ যাবার আশা ব্যক্ত করছি, এবং সেটা যেন আপনার সান্নিধ্যেই হয়!

২৪ শে মে, ২০২২ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: খুবই চমৎকার করে তুলে ধরেছেন আপনি।
আমি আবাক হই যখন দেখি প্রায় না থাকার মতো সুবিধার পরেও আশ্রমে কেউ গিয়ে দ্বিতীয় বার যাবার ইচ্ছে প্রকাশ করে তখন। খুব আরামে যে আশ্রমে সময় কাটানো যায় তাতো না। আছে গরম, আছে মশা, নেই টিভি-ডিস, নেই লোক জন, নেই ভালো থাকা-খাওয়অ-রান্নার ব্যবস্থা। তবুও বেশীর ভাগ লোকই পছন্দ করে।
এদের মতো এই বয়সের ছেলেরা ওখানে গিয়ে একরাত কাটি পরদিন বাজার করে দুপুর পার করে সন্ধ্যা কাটিয়ে আসাটা আসলেই অবাক করে। আমারও মনে হয় প্রায় সবটাই প্রকৃতি আর গ্রামের টানেই হয়।

আসবেন আপনি আপনার সময় মতো, ইনশাআল্লা আমি সাথে থাকাবো।

৬| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে সমস্যা থাকবেই। পেঁয়াজের মতো এক লেয়ারের পরে আরেক লেয়ার। সমস্যা কাটিয়ে উঠলে আরেক সমস্যা দেখা দিবে। তার জন্য থেমে দেওয়া যাবে না।

২৪ শে মে, ২০২২ দুপুর ২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরাও থেমে যাওয়ার পাত্র না।
তবে একজন ভালো লোকের খুব দরকার হয়ে পড়েছে। দিপঙ্গরের জন্য নানান দিক থেকে ক্ষতি হচ্ছে।
আমরা একজন ভালো লোক খুঁজছি আশ্রমের জন্য। সবচেয়ে ভালো হয় যদি বয়ষ্ক কোনো চাচা-চাচি পাওয়া যায়। থাকা-খাওয়া বাদে হাজার দশেক টাকা দিবো।

৭| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:৫১

অপু তানভীর বলেছেন: কখনো কখনো সেই জল হাঁটু ছাড়িয়ে যায়। তখন নৌকার ব্যবস্থা করতে হবে পারাপারের জন্য।

হাটু জল হলে কোন ব্যাপার না । হাটু গুটিয়ে চলে যাবো । এর পানি বন্দী হলে বরং সেটা আরও বেশি উপভোগ্য হবে আমার কাছে !

২৪ শে মে, ২০২২ দুপুর ২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐযে বললাম- কখনো কখনো হাঁটু ছাড়িয়ে যায়। তখন লুঙ্গি পড়া থাকলে ধীরে ধীরে তুলতে তুলতে বিপদ সীমার উপরে উঠে যেতে পারে। ;) তবে সেটি খুব বেশী দিন থাকে না।

৮| ২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


আশ্রম এসে রাতে থাকা যাবে?

২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অবশ্যই থাকা যাবে। তবে খুব আরামে থাকতে পারবেন সেই গেরান্টি নাই।

৯| ২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৩১

আখেনাটেন বলেছেন: আপনার আশ্রম তো মনে হচ্ছে মারাত্মক সুন্দর। একেবারে খাঁটি গ্রামীণ পরিবেশে প্রকৃতির সাথে একাত্বতার আয়োজন।

বেশ।

২৪ শে মে, ২০২২ বিকাল ৪:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মারাত্মক সুন্দর বলা যাবে না।
পুরনো টিন দিয়ে বানানো মাচা ঘর। অন্যান্য ব্যবস্থাও খুব একটা ভালো না, বরং বেশ খারাপ বলাই ভালো।
হে, তবে, খাঁটি গ্রামীণ পরিবেশে আছে, আছে প্রায় সবটাই নেচারাল, কৃত্তিমতামুক্ত।

১০| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুখের জীবন-যাপন।

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুটা, অন্য পাশটা লোকানো থাকুক। লুকানো থাকে।

১১| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪২

জুন বলেছেন: ভালুকায় আমার ভাইয়ের প্রাইভেট রিসোর্টে আপনার মত চিন্তা ভাবনা করেই এক জোড়া বৃদ্ধ দম্পতি রেখেছিল । এক রাতে স্থানীয় গুন্ডারা তাদের মেরে হাড্ডি গুড়ো গুড়ো করে সেখান থেকে তাড়ায় । রিসোর্টের ফল চুরি, মুরগী চুরি, মাছ চুরিতে তারা বাধা হয়েছিল বলে ।

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐ দিকটা বেশ খারাপ। জায়গা জমিতেও ভেজাল। একই জমি কয়েকবার বেচে। আবার পরে ওয়ারিশও বের হয়।
ভালুকার আগে জৈনা বাজারে আমার বড় বোন জামায়ের একটি বাগান বাড়ি আছে, তিন বিঘার বেশী জমিতে। তার সামনের অল্প একটু জমি (একই জমি) ৩ জনের কাছে তিন বার কিনেছে এখনো ঝামেলা শেষ হয় নাই। বাগান বাড়ির কাছে বাজারের কাছে আরো আড়াই বিঘাকেনা আছে ভাগিনার নামে। সেটা দেখা গেছে ২ জনের কাছে বিক্রি করেছে। এখন আবার ওয়ারিশও আছে। সেটার দলখ নিয়ে মামালা চলছে।

নাগরিতে তেমন ঘটনা নেই। এটি মূলত হিন্দু এবং খিষ্ট্রান এলাকা হওয়াতে ওরা মুসলিমদের সাথে কোনো ঝামেলায় যেতে চায় না। সমিহ করে চলে। তাছাড়া আমার বন্ধু হীরার (আশ্রমের অংশিদার) দাদার বাড়ি ঐ এলাকাতেই। সেখানে ওর আত্মিয় স্বজনেরা আছেন। ফলে আমাদের বেশ প্রভাব আছে। তেমন কোনো সমস্যা হবে না, আশা করি।
আমাদের আশ্রমের প্রথম ঘরটি একবছর খালি পরে ছিলো, কোনো ঝামেলা হয়নি। তবে কিছু ছুকটো ছেচড়া চোরতো থাকেই।

১২| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: আনন্দের যন্ত্রনা,মন্দ নয় !
বাড়তি কথা (সরি )
ফেমেলী ছাড়া বা শুধুই মহিলা ছাড়া
প্রবেশ নিষেধ করে রাখুন।
পরিচিত কেউ যেতে চাইলে ,বলবেন -
আশ্রমের নিয়মে নেই
কারো কারো সখে যেন নিজেদের বিপদ না হয়

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও পরামর্শের জন্য।
তবে আমাদের আশ্রমের নিয়ম হচ্ছে আমাদের পরিচিত না হলে আপনি যেতে পারবেন না।
আপনার সাথে আপনার পরিপারের মহিলা সদস্যও চাইলে যেতে পারবেন। তবে শুধু আপনার বান্ধুবীকে নিয়ে যেতে পারবেন না।
আমরা চাই আমাদের পরিচিতরাও আশ্রমে যাক, প্রকৃতির কাছাকাছি হোক।
আসলে বিপদটা হয়েছে আমাদের কেয়ারটেকারের কারণে। যারা বেরাতে গেছে তাদের জন্য নয়।

১৩| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আশ্রমে মশা আছে কি রকম?

২৫ শে মে, ২০২২ রাত ৮:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সময় একটিও মশা নেই।
কিছুদিন পরে যখন কচুরিপানা এসে জমা হবে তখন মশা আসবে।
ধনের সময়, শীতের সময় মশা অনেক বেড়ে যায়।

১৪| ২৫ শে মে, ২০২২ রাত ১১:৪৯

ঢুকিচেপা বলেছেন: আপনাদের আশ্রম সময় কাটানোর জন্য খুবই সুন্দর। সেই কারণে পরিচিত বা অপরিচিতদের আনাগোনা বাড়বে খুব স্বাভাবিক। তবে আশ্রমটিকে ঝুট ঝামেলা থেকে মুক্ত রাখতে হবে।

২৬ শে মে, ২০২২ রাত ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: বর্তমান কেয়ারটেকারকে সরিয়ে দিতে পারলে ৮০% ঝামেলা কমে যাবে।
আমরা একজন ভালো লোক খুঁজছি আশ্রমের জন্য। সবচেয়ে ভালো হয় যদি বয়ষ্ক কোনো চাচা-চাচি পাওয়া যায়। থাকা-খাওয়া বাদে হাজার দশেক টাকা দিবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.