নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজাপতিদের শরীর উজ্জ্বল রঙের। প্রজাপতির বেশিরভাগ প্রজাতিই দিবাচর বলে এরা সহজেই নজর কাড়ে। এরা দেখতে অত্যন্ত আকর্ষণীয় আর সচেয়ে বেশী আকর্ষণীয় তাদের বিচিত্র পাখা। মজার বিষয় হচ্ছে প্রজাপতির দেহ নাকি ১০ খন্ডে গঠিত। আর অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশে নাকি প্রজাপতিদের প্রায় ১২৪টি প্রজাতি আছে!!
ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
ছবি তোলার স্থান : কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
উপরের ৫টি ছবিতে দুটি প্রজাপতি তাদের নিজেদের মধ্যে ভাব ভালোবাসা তৈরির চেষ্টা মত্তো।
আমি আনাড়ি ক্লিকবাজ দূর্বল ক্যামেরা ও ল্যান্স নিয়ে চেষ্টা করেছি সেই ছবি তুলতে। ভালো হয়নি খুব একটা।
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
রঙ্গিন পাখা – ০১, রঙ্গিন পাখা – ০২, রঙ্গিন পাখা – ০৩, রঙ্গিন পাখা – ০৪, রঙ্গিন পাখা – ০৫
রঙ্গিন পাখা – ০৬, রঙ্গিন পাখা – ০৭
=================================================================
১৯ শে মে, ২০২২ দুপুর ১২:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: স্কুলে ছোট বেলায় হেরে গলায় সবই মিলে গান গাইতে হতো। আমার দৌড় ঐ পর্যন্তই।
২| ১৯ শে মে, ২০২২ দুপুর ২:১৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুন্দর প্রজাপতি ছবি ব্লগ।
১৯ শে মে, ২০২২ বিকাল ৩:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:০২
প্রতিদিন বাংলা বলেছেন: ফ্রেমে বাধিয়ে রাখলেও বেশ
১৯ শে মে, ২০২২ বিকাল ৩:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৪| ১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: ছবি গুলো এপ্লাস হয় নাই।
এঁর চেয়ে আশ্রমের ছবি গুলো ভালো লেগেছে।
ছবিতে দেখলাম আপনি লুঙ্গি পড়ে ভার খাচ্ছেন।
১৯ শে মে, ২০২২ বিকাল ৩:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার তোলা ছবি খুব একটা ভালো হয় না।
আপনি সঠিক ধরেছেন। গ্রামে প্রচন্ড গরম হয়। তাই আশ্রমে পৌছেই টিশাট-প্যান্ট খুলে লুঙ্গি-সেন্টু গেঞ্জি পড়ে নিয়েছিলাম।
৫| ১৯ শে মে, ২০২২ বিকাল ৪:১৬
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: খুব ছোটবেলায় এমন রঙিন প্রজাপতি দেখতাম। তারপর বহুবছর আর তাদের দেখা পাই না। আজ অনেকদিন পর রঙিন প্রজাপতি দেখে ভালো লাগলো। তবে ছোটবেলায় যেমন অহরহ প্রজাপতি দেখতাম, আজকাল তেমন পাইনা।
১৯ শে মে, ২০২২ বিকাল ৪:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: শহরেতো প্রজাপতির সংখ্যা শূণ্যের কোঠায় চলে গেছে। ওদের পেতে হলে গ্রামের দিকে যেতে হবে আমাদের।
অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২২ দুপুর ১২:৪৫
জুল ভার্ন বলেছেন: ছেলে বেলায় আমাদের বাড়িয়ে গানের চর্চা হতো। বুবু গান শিখতেন। আমিও তার সাথে গলা মেলাতাম- "প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙ্গীন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা"।