নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : বিড়াল নখা

১৪ ই মে, ২০২২ রাত ২:২৬

ফুলের নাম : বিড়াল নখা

অন্যান্য ও আঞ্চলিক নাম : কন্টকলতা, কালো ওকড়া, নেটুকাটা, বিলাই আঁচড়া, বাঘনলি, ব্যাঘ্র নোখি, চুনফুল, আষাঢ়িলতা, আসাঢ়িয়া, গোবিন্দকাল, তাপসপ্রিয়া, ঝিরিস।
Common Name : Flinders rose, caper bush, Indian Caper, Ceylon Caper.
Scientific Name : Capparis brevispina


কি বিচিত্র নাম!!
ফুলটি দেখতে নাকি অনেকটা বিড়ালের থাবার মতো। অনেকে বলে বাঘের থাবার মতো। আবার কারো কারো মতে পাতার বোঁটার গোড়ায় একটা করে বিড়ালের নখের মত বাঁকানো ছোট কাঁটা থাকে তাই এমন নাম। বিলাই আঁচড়া, বাঘনলি, ব্যাঘ্র নোখি ইত্যাদি নামকরণের হেতু এগুলিই।

অন্যদিকে লতানো ঝোপাকৃতির এই গাছে কাঁটা থাকে বলে এর নাম কন্টকলতা, নেটুকাটা ইত্যাদি।



রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তার কবিতায় এইভাবে-

তুমি কবি ছিলেনাকো, একেলা বিজনে
নিজ হাতে—বসি হেথা—দুঃখের কন্টকলতা
রোপিতেছিলাম, কবি, আপনারি মনে,
তাই নিয়ে অনুক্ষণ—যেন আদরের ধন—

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

অথবা

উঠিতেছে কত কণ্টকলতা,
ফুলে পল্লবে ঢাকে--
গভীর গোপন বেদনা-মাঝারে
শিকড় আঁকড়ি থাকে।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



কণ্টকলতা ফুলের কলি খুব ধীরে ধীরে প্রস্ফুটিত হয়। ফুলগুলি এককভাবে পাতার গোড়া থেকে ফোটে। চার পাপড়ি মেলে থাকা ফুটন্ত ফুল দেখে মনে হয় যেনো গাছে অসংখ্য প্রজাপতি বসে আছে। কণ্টকলতা ফুল দেখতে খুবই সুন্দর। চারটি পাপড়ি যুক্ত ফুলের রং সাদা। মাঝের দুটি পাপড়ির গোড়ার দিকটা খয়রী লাল অথবা হলুদ হয়। মূলত একই গাছে দুই রকম ফুল ফুটতে দেখা যায় পাশাপাশি। একটির সাদা পাপড়ির মাঝে থাকে খয়েরি রঙের ছোপ, অন্যটিতে থাকে হলুদ রঙের ছোপ। কিন্তু প্রকৃতপক্ষে প্রথমে সতেজ ফুল গুলিতে থাকে হলদে ছোপ, আর সেই ফুলগুলিই পরিপক্ক হয়ে গেলে হলদে ছোপটাই খয়রী লালে পরিনত হয়। ফুলের চার পাপড়ির মাঝখানে বেশ বড় বড় ২০ থেকে ২৫ টা কেশোর থাকে।



শ্রীকৃষ্ণকীর্তনে আছে আসাঢ়িয়া নামে এর উল্লেখ -
আল রাধে।
সরস কর মন সত্বরে কর গমন দেখি আসি মোর বৃন্দাবন।
দিবস রআনী এথাঁ একোহি না জাণী নাহিঁ লাগে রবির কিরণে।।
আস্নই আসাঢ়িয়া ভূমিচম্পক চম্পক গন্ধটগর বনমাহ্লী।
নাগেশর কেশর আর তিণিশ শিরিষ বহুল মহুল সেআলী।।
সিঅলি কুসুম্ভ ওড় রেবতী রাঙ্গনাগর ধাতকী আমুলিঅ করবীরে।




বিড়াল নখা বহুবর্ষজীবি উদ্ভিদ। এই ফুল গাছের আদি নিবাস মিশর হলেও ধীরে ধীরে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। গাছে প্রচুর ঘন সবুজ পাতা থাকে। পাতার অগ্রভাগ বর্শার ফলার মত চোখা। পাতাগুলি ছোট-ডাঁটাযুক্ত, নীচের অংশ মখমলের মত মোলায়েম।

আমি এদের দেখেছি বলধা গার্ডেনে, জিন্দা পার্কে আর জয়দেবপুরে। বাংলাদেশের প্রায় সব গ্রামেই দেখা যায় একে। এরা পুরোপুরি লতা নয়, আবার ঝোপাল গুল্মও নয়। তাই বলা যায় বিড়াল নখা লতা জাতীয় ঝোপালো গাছ। শুধু তাই নয়, এই গাছগুলি দুই রকমের হতে দেখেছি আমি। গাছে পাতা এবং ফুলের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সেটির Scientific Name হচ্ছে Capparis zeylanica।

ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
মাধবীলতা-২
রুদ্রপলাশ-২, রাজ অশোক-২, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩,
লতা পারুল-২, লতা পারুল-৩
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ রাত ২:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: বিড়াল নখা! নামটাই প্রথম শুনলাম!

আপনার পোষ্ট গুলি থেকে নতুন নতুন ফুলের নাম শিখছি। চালিয়ে যান।

১৪ ই মে, ২০২২ রাত ২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এর আরো অনেকগুলি নাম আছে, সেগুলি হয়তো শুনে থাকবেন।
সাথেই থাকুন, আরো অনেক অনেক ফুল দেখতে-দেখাতে বাকি আমার।
অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ১৪ ই মে, ২০২২ সকাল ৮:১৫

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

১৪ ই মে, ২০২২ দুপুর ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৩| ১৪ ই মে, ২০২২ সকাল ১০:১৩

বিজন রয় বলেছেন: বিড়াল নখা!!!
মানে বিড়ালের নখের মতো।
আপনি তথ্য দিয়েছেন বিড়ালের থাবার মতো।
হলো একরকম, কিন্ত বিড়ালের সাথে এই নাম যে কে আবিস্কার করেছিল!

কন্টকলতা নামটি শুনেছি, অন্যগুলো সব আজকে শুনলাম।

আপনি এত নির্ভুল তথ্য আর সঠিক বর্ণনা কোথায় পান?
আপনি কি উদ্ভিদবিদ?

১৪ ই মে, ২০২২ দুপুর ১২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

আপনি এত নির্ভুল তথ্য আর সঠিক বর্ণনা কোথায় পান?
কিছুটা নিজের দেখা, কিছুটা পুরনো জানা-শোনা। কিছু কিছু বই থেকে পড়ে নেই লেখার সময়। তথ্য সংগ্রহ করি নেট থেকেও। এভাবেই হয়ে যায়।

আপনি কি উদ্ভিদবিদ?
জ্বী না। আমি উদ্ভিদবিদ নই। আমি উদ্ভিদবিদ পছন্দকারী।
মূলত আমার লেখা-পড়া কর্মাসের। হিসাববিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেছি, ফাইনান্সে এমবিএ।

৪| ১৪ ই মে, ২০২২ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: ১৬.০৩.২০১৭ সালে বলধা গার্ডেন থেকে ছবিগুলো তোলা!!
আপনি নিজে তুলেছিলেন?

অসাম।

১৪ ই মে, ২০২২ দুপুর ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: অবশ্যই আমার নিজের তোলা ছবি এগুলি। অন্যের ছবি ব্যবহার করলে ছবিতে আমার নাম বা লোগো থাকে না। অথবা আমি উল্লেখ করে দেই।

অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ১৪ ই মে, ২০২২ দুপুর ১২:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: বিড়াল গোফ !

১৪ ই মে, ২০২২ দুপুর ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার দেয়া নাম?

৬| ১৪ ই মে, ২০২২ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: কি অভুত না!!! বিড়াল নখা!!!!

১৪ ই মে, ২০২২ দুপুর ১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই অদ্ভূত নাম। এমন আরো অনেক অদ্ভূত নামের ফুল আছে বাংলায়।
বড়নখা নামে আরেকটি চমৎকার ফুল আছে। কচুরিপানার জাতভাই। বেশ সুন্দর দেখতে।

৭| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:১১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: প্রতিদিন সুন্দর সুন্দর ফুল উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

১৪ ই মে, ২০২২ দুপুর ২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাথে থেকে মন্তব্য করার জন্য।

৮| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:১২

সোনাগাজী বলেছেন:


আপনার আশ্রমে কোন ফুলগাছ লাগায়েছেন?

১৪ ই মে, ২০২২ বিকাল ৪:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: তেমন ভাবে লাগানো হয়নি। এবছর এই বর্ষায় লাগাবো হয়তো কিছু।
তবুও আছে কিছু কিছু-
১। কাটামুকুট
২। পটপটি বেগুনী
৩। পটপটি সাদা
৪। স্পাইডার লিলি
৫। নয়নতারা সাদা
৬। নয়নতারা গোলাপী
৭। মধুমঞ্জুরি লতা
৮। নীলঘন্টা
৯। হাসনাহেনা
১০। প্রচুর গেন্ধা
১১। রেইন লিলি
১২। টাইম ফুল
১৩। পুত্তলিকা
১৪। কয়েক রকমের জবা
১৫। কাঠগোলাপ
১৬। দাদমর্দন
১৭। সাদা অপরাজিতা
১৮। নীল অপরাজিতা
১৯। শিরিশ
২০। বুদ্ধনারকেল
২১। আরো কিছু আছে, এখন মনে পরছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.