নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনালাইনে, বিশেষ করে ফেসবুকের মাধ্যে একটি বিশেষ বিজ্ঞপ্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়েছে। মূলত বাংলাদেশ ব্যাংকের একটি বিষেশ বিজ্ঞপ্তির একটি স্থির চিত্র ছড়িয়েছে কেউ ইচ্ছে করেই। যেখানে বলা হচ্ছে আমাগি ৩০ তারিখের পরে হাজার টাকার লাল নোটটি বাতিল হয়ে যাবে। দেখুন ছবিতে-
এই জিনিস দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পরেছেন। অনেকেই নানান দিকে খোঁজ-খবর করা শুরু করেছেন।
বিষয়টা সত্যি-কি মিথ্যা সেটা বুঝাও একটা সমস্যা হয়ে গেছে।
হঠাত করে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত কেনো নিলো?
আসলে উপরের ছবিটির মাধ্যমে একটি মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। কারা কেনো এই গুজব ছড়িয়েছে কে জানে।
পরে বাংলাদেশ ব্যাংক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যে জানিয়েছে এটি একটি মিথ্যে গুজব।
যাইহোক, যারা এইসব বিষয় নিয়ে বেশী টেনশন করছেন তার নিচের ছবিটির মতো নিজেদের নোট ছাপিয়ে নিতে পারেন।
আমিও একটা ছাপাবো ভাবতেছি।
সকল ছবি ফেসবুক থেকে নেয়া।
১১ ই মে, ২০২২ রাত ১০:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: লাভটা কি হয় এই গুজব ছড়িয়ে তাই বুঝি না।
২| ১১ ই মে, ২০২২ রাত ১০:০১
বিজন রয় বলেছেন: গুজবে কান দিতে নেই।
আমরা অনেক বুদ্ধিমান জাতি।
১১ ই মে, ২০২২ রাত ১০:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আরে না,
কতো লোক চিপ খাইছে জানেন? ভাবছে ভারতের মতো মনে হয়......
৩| ১১ ই মে, ২০২২ রাত ১০:০৪
নিমো বলেছেন: ইহা জনৈক বাবা'র স্যাটায়ার ছিল, বাংলাদেশ ব্যাংক বুঝতে পারে নি।
১১ ই মে, ২০২২ রাত ১০:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশ ব্যাংকের কান পর্যন্ত গিয়া কেউ কেউ কড়া নাড়তেছিলো মনে হয়।
৪| ১১ ই মে, ২০২২ রাত ১০:০৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: গুজব নাকি সত্যি?
১১ ই মে, ২০২২ রাত ১০:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিটা পড়ে দেখেন।
৫| ১১ ই মে, ২০২২ রাত ১০:১২
বিজন রয় বলেছেন: প্রথম ছবিতে সিলে লেখা আছে, মোঃ একববর আলী, বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহ'র কোন একটি শাখা।
ওই ব্যাটা ক্যাঠা?
কি একটা খেলা দেখাইল!!
১১ ই মে, ২০২২ রাত ১০:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: খোঁজ নিলে হয়তো দেখা যাবে এই নামে কেউ নাই ঐখানে।
অথবা হিন্দি সিরিয়ালের মতো কেউ হয়তো নিরিহ বেচারাকে ফাসানোর জন্য অন্য কেউ এই সিল মেরে দিয়েছে।
৬| ১১ ই মে, ২০২২ রাত ১০:৩৫
ঢুকিচেপা বলেছেন: নিউজটা পত্রিকায় দেখেছিলাম, যাইহোক ছাপাতে চাইলে ডানদিকের শুন্য কয়েকটা বাড়িয়ে দিয়েন।
১১ ই মে, ২০২২ রাত ১১:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: জিম্বাবুয়ের মতো?
৭| ১১ ই মে, ২০২২ রাত ১০:৪২
সোনাগাজী বলেছেন:
গুজব হোক আর যাই হোক, আপনি বিছানার নীচে রাখা টাকাগুলোকে ৫০০ টাকার বিলে পরিণত করে বসে থাকেন।
১১ ই মে, ২০২২ রাত ১১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: সর্বসাকুল্যে আমার কাছে এখন একটাও হাজার টাকার নোট নাই।
৮| ১১ ই মে, ২০২২ রাত ১০:৫১
তেলাপোকা রোমেন বলেছেন: আমার তো ভয় ধরেই গেসিল। আজকে দশ লাখ টাকা ঘুষ নিয়ে আসলাম ১০০০ টাকার নোটে :প
১১ ই মে, ২০২২ রাত ১১:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, কুনু টেনশন নাই।
৯| ১১ ই মে, ২০২২ রাত ১১:২৪
জ্যাকেল বলেছেন: কি আর বলব।
১১ ই মে, ২০২২ রাত ১১:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: কিচ্ছু বলার নাই।
১০| ১১ ই মে, ২০২২ রাত ১১:৩৯
সোনাগাজী বলেছেন:
টাকা না'থকলে সমস্যা কোথায়, মেশিন তো আছে!
১১ ই মে, ২০২২ রাত ১১:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ডলার ছাপার মেশিন আছে নাকি আপনার কাছে?
১১| ১২ ই মে, ২০২২ রাত ১২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব ঝুট হ্যায়!
গুজবে কান দিবেন না।
১২ ই মে, ২০২২ রাত ১২:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কান দেই নাই, আপনিও দিয়েন না।
১২| ১২ ই মে, ২০২২ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: গুজন ছড়িয়ে ওদের লাভটা কি হলো?/
১২ ই মে, ২০২২ রাত ১২:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও সেটা বুঝতে পারি নাই।
১৩| ১২ ই মে, ২০২২ ভোর ৪:৫৬
খায়রুল আহসান বলেছেন: মনে হচ্ছে, জামালপুর জেলার 'বাংলাদেশ কৃষি ব্যাংক' এর কোন একটি শাখার কর্মকর্তা জনাব মোঃ একববর আলীকে বিপদে ফেলার জন্য তার কোন 'শুভাকাঙ্খী' এ কাজটি করেছেন।
যাহোক, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিস্থিতি ব্যাখ্যাপূর্বক বিজ্ঞপ্তি প্রচারের পর আশা করি সকল সন্দেহের অবসান হবে এবং গুজবটি মাঠে মারা যাবে।
১২ ই মে, ২০২২ দুপুর ১২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও তাই মনে হয়।
১৪| ১২ ই মে, ২০২২ সকাল ৭:৫৫
ইমরোজ৭৫ বলেছেন: হায় হায়।
১২ ই মে, ২০২২ দুপুর ১২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ঘরে কি অনেক হাজার টাকার নোট আছে নাকি?
১৫| ১২ ই মে, ২০২২ সকাল ৯:২৮
সোহানী বলেছেন: শেষ ছবিটা জোস!!........ আমারো এরকম নোট কিছু লাগবে !!
১২ ই মে, ২০২২ দুপুর ১২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও ছাপানোর ইচ্ছা আছে।
১৬| ১২ ই মে, ২০২২ সকাল ৯:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বন্ধ হলে অবশ্যই পত্রিকায় বিজ্ঞাপন দিতো।
১২ ই মে, ২০২২ দুপুর ১২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: গুজব
১৭| ১২ ই মে, ২০২২ সকাল ১০:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: গুজব। চিলে কান নিয়েছে আর কি ?
১২ ই মে, ২০২২ দুপুর ১২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক তাই
১৮| ১২ ই মে, ২০২২ সকাল ১১:২৮
প্রতিদিন বাংলা বলেছেন: পোস্টটি ডিলিট করা ভালো
(অন্যথায় গুজবের অংশ হয়ে যাবে !)
১২ ই মে, ২০২২ দুপুর ১২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টে পরিষ্কার বলা আছে, তারপরও গুজব ছড়াবে
১৯| ১২ ই মে, ২০২২ দুপুর ১২:১২
বিটপি বলেছেন: ৫০০ আর ১০০০ টাকার নোট বাতিল ঘোষনা করতে পারলে দেশ থেকে দুর্নীতি অর্ধেক নাই হয়ে যাবে।
১২ ই মে, ২০২২ দুপুর ১২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ভারতের মতো?
২০| ১২ ই মে, ২০২২ দুপুর ১২:৩৪
বিটপি বলেছেন: ভারতে কি দুর্নীতি নাই হয়েছে?
১২ ই মে, ২০২২ দুপুর ১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: জানা নাই।
তবে মনে হয় বাংলাদেশের তুলনায় কম আছে।
২১| ১২ ই মে, ২০২২ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: নিশ্চয়ই তদন্ত হবে। আসল আসামী খুঁজে পাওয়া যাবে।
১২ ই মে, ২০২২ দুপুর ২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধুর ধুর, এতোটা আশা না করাই ভালো।
বেশী চাপাচাপি হলে হলে ধুম করে একজনকে ধরে ভরে দিবে।
২২| ১২ ই মে, ২০২২ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকমটা হওয়ার সম্ভবনাই বেশী।
১২ ই মে, ২০২২ রাত ১১:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এমনটাই হয় সাধারণত।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২২ রাত ১০:০০
শাহ আজিজ বলেছেন: গুজব বেশ কায়দা করে ছড়িয়েছে ।