নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার অতি পছন্দের একটি গান

১০ ই মে, ২০২২ সকাল ১১:৫১



যাদের গান আমি খুব তৃপ্তি নিয়ে শুনি তাদের একজন হচ্ছেন শচীন দেববর্মণ। শচীন দেববর্মণ শচীন কর্তা নামেও পরিচিত। সবচেয়ে বেশী পরিচিত এস ডি বর্মণ নামে। তিনি আর ডি বর্মণ বা রাহুল দেববর্মণ এর পিতা। শচীন দেববর্মণের অসংখ্য জনপ্রিয় গান আছে, যেমন-
বাঁশি শুনে আর কাজ নাই
তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি
তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল
তুমি আর নেই সে তুমি
শোন গো দখিন হাওয়া
ইত্যাদি।

শচীন দেববর্মণের একটি গান আছে- বর্ণে গন্ধে ছন্দে গীতিতে
আমার অতি পছন্দের গান গুলির মধ্যে এটি একটি। গানটির গীতিকার মীরা দেববর্মন। তিনি শচীন দেব বর্মনের স্ত্রী এবং রাহুল দেব বর্মনের মা। গানের লিরিক নিচে দিয়ে দিলাম। ইউটিউব লিংকও দিলাম, কাজ করবে কিনা জানি না।

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে
হৃদয়ে দিয়েছ দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা

মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু
তুমিই শুধু তুমি

প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ
সে দীপেরও শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে
এ হৃদি নাচালে তুমি
আপনও হারায়ে উদাসি প্রানের
লহ গো প্রেমাঞ্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার
বাউল গানের ঝুলি

মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু
তুমিই শুধু তুমি

চমকি দেখিনু আমার প্রেমের
জোয়ারও তোমারই মাঝে
হৃদয় দোলায় দোলাও আমারে
তোমারো হিয়ারই মাঝে
তোমারও প্রানের পুলক প্রবাহ
নিশীতে চাহে আমাতে
জপ মোর নাম গাহ মোর গান
আমারি একতারাতে

মুক্তা যেমন শুক্তিরও বুকে
তেমনি আমাতে তুমি
আমার পরানে প্রেমের বিন্দু
তুমিই শুধু তুমি
তুমিই শুধু তুমি


—————
গীতিকারঃ মীরা দেব বর্মন
কন্ঠ ও সুরঃ শচীন দেব বর্মন



এখন কথা হচ্ছে এই গানটি কার জন্য?

এমন যদি হয়, মীরা দেবী গানটি লিখেছেন শচীন কর্তাকে উদ্দেশ্য করে, আর শচীন কর্তা গানটি গেয়েছেন মীরা দেবীকে উদ্দেশ্য করে। তাহলে কেমন হয়!! তা যাইহোক আমার এই গানের বিশেষ বিশেষ কিছু শব্দের উপরে আলাদা মনযোগ আছে।
বর্ণে গন্ধে ছন্দে
তুমি যে রসেরও ধারা
তোমার মদিরা
প্রেমের বিন্দু
প্রেমের জোয়ার
পুলক প্রবাহ

শব্দগুলি অতিপ্রাচীন, তবুও চিরআধুনীক।
এই গানটি আসলে চির নবীন সকল প্রেমিক প্রেমিকার, একজন বসবেন শচীন কর্তার স্থানে, অন্যজন মীরা দেবীর স্থানে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ দুপুর ১২:০৬

শাহ আজিজ বলেছেন: এই মুহূর্তে লিখছি আর শুনছি শচিন কর্তার গান । আশ্চর্য যোগাযোগ ।

১০ ই মে, ২০২২ দুপুর ১২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ! আসলেই আশ্চর্য যোগাযোগ।

২| ১০ ই মে, ২০২২ দুপুর ১২:২৮

মাস্টারদা বলেছেন: তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল___এটা শচীন কত্তার গাওয়া, শুনেছি কিন্তু ভাবিনি এতটা পুরোনো। অন‍্য গানগুলো আমারও ভীষণ রকমের পছন্দের।
এইখানে একটা মজার কথা শেয়ার করার লোভ সামলাতে পারছিনে।
আমার দাদি শিক্ষিত ছিলেন না। গেরস্থ ঘরের সৌখিনী। এই "শচীন কত্তা" কথাটা আমি তার মুখেই প্রথম শুনেছিলাম। একুশ শতকের হয়েও তাই আমার একটা অংশ মা-দাদির জন‍্যে প‍্রাচীনকে ধারণ করে যত্নে। ছোট থেকেই দাদির খুব ভক্ত আমি। গত হয়েছে এই ক'মাস হলো।
সেই নব্বইয়ের দুপুরের কথা মনে করিয়ে দিলেন!

১০ ই মে, ২০২২ দুপুর ১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার দাদীর স্মৃতিকথা শুনে আমার দাদীর কথাও মনে পড়ে গেলো।
অনেক অনেক বছর আগে আমার দাদী মারা গেছেন।
আমার দাদা ছিলেন গ্রামের মাথা। আমার বাবা ছিলেন গ্রামের মেম্বার। আমার দাদা কোনো কিছু বলে দিলে সেটা অমান্য করার সাধ্য বা সাহস কারো ছিলো না। আমার বাবারও ছিলো না, ৬ চাচারও ছিলো না। কিন্তু দাদীর সামনে দাদা ছিলেন নিঃশ্চুপ।
দাদী কোনো কারণে তার ছেলেদের ডাকলে (চাচারা থাকতেন ধান ক্ষেতে) পাশের গ্রামের লোকেও শুনতে পেতো।
এইসব গল্প, শুনেছি আর বড় চাচাতো ভাইদের কাছ থেকে।

৩| ১০ ই মে, ২০২২ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: সপ্তাহে একদিন হলো আমার গান দিবস। সেদিন আমি সারাদিন গান শুনি।

১০ ই মে, ২০২২ দুপুর ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কোন দিন সেটি? কি কি গান শোনেন?

৪| ১০ ই মে, ২০২২ দুপুর ২:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শচিন দেব বর্মন আমার পছন্দের একজন শিল্পি।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও পছন্দের শিল্পী

৫| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫

জগতারন বলেছেন:
অবিস্মরণীয় চির মাহান শচীন দেববর্মণ। বাঙলা ভাষা'র হৃদয়ের মানুষ।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন।
উনার গান গা্ওয়ার ধরনের মধ্যে এক ধরনে মাদকতা আছে। কোনো কৃত্রিমতা নাই। টুপ করে কান থেকে মনে লেগে যায়।

৬| ১০ ই মে, ২০২২ রাত ৮:২৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুন্দর একটি গান।

১০ ই মে, ২০২২ রাত ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ১০ ই মে, ২০২২ রাত ৮:৩০

মনিরা সুলতানা বলেছেন: এই গান মনে হয় আজন্ম প্রিয় থাকবে। প্রিয়তর হয়ে রবে।

১০ ই মে, ২০২২ রাত ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু কিছু গান এমনই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.