নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ)

০৮ ই মে, ২০২২ দুপুর ২:২৮


গত ০৬/০৫/২০২২ তারিখে সবান্ধব পারিবারিক ভ্রমণ ছিলো আমাদের আশ্রমে। ভ্রমণ বৃত্তান্ত পেশ করেছিলাম দিন দুই আগেই আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... পোস্টে। সেখানে কোনো ছবি ছিলো না। এই ট্রিপে আমি ছবি তুলি নাই, ক্যামেরাই নেই নাই। সাথে থাকা মোবাইলেও ছবি তোলার সময় পাই নাই। তবে আমার বড় কন্যা সাইয়ারা ও তার মা বেশ কিছু ছবি তুলেছে এবং ফেসবুকে ছেড়েছে। সেখান থেকে বেশ কিছু ছবি আমি নামিয়ে নিয়ে কিছুটা কাটছাট করে এই পোস্ট দাঁড়া করাচ্ছি। ছবিগুলি যেহেতু ফেসবুক থেকে নামিয়েছি তাই কোয়ালিটি খুবই দূর্বল।

দুটি ভিডিও আছে, একটি রেকড করেছে সাইয়ারা অন্যটি বন্ধু হীরা।
ফেসবুকের ভিডিও কি করে শেয়ার করে আমার জানা নাই বলে শুধু লিংক দিয়ে দিলাম। এই লিংকে গিয়ে ভিডিও দেখা যাবে কিনা তাও জানি না।

ভিডিও লিংক- ১
ভিডিও লিংক- ২



ট্রলারে সাইয়ারা





আশ্রমে যাওয়ার পথে






আশ্রমে যাওয়ার পথে






আশ্রমে যাওয়ার পথে






আশ্রমের পাশে আমার ছোট কন্যা নুয়াইরা






আশ্রমের পাশে আমার বড় কন্যা সাইয়ারা






আশ্রমের ছাগটিকে নিয়ে খেলছে বাচ্চারা






দুই ভায়রা নেমেছে আশ্রমের পুকুর ময়ূরাক্ষীতে






বাচ্চারা বুড়াদের সাঁতার দেখছে











আশ্রমের পেঁপে গাছ






চুরি করা আম






চলছে লুডু খেলা






সাইয়ার বৃষ্টি দেখছে






বন্ধু ইস্রাফীল বৃষ্টিতে ভিজে ভিজে রান্নার চেষ্টা করছে






শেষ বিকেলে সূর্য ডুবছে, এবার ফেরার পালা।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২২ দুপুর ২:৪৪

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ। তাল গাছ এর ছবি দেখে স্মৃতিকাতর হয়ে গেলাম!

০৮ ই মে, ২০২২ দুপুর ২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ০৮ ই মে, ২০২২ বিকাল ৩:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে

০৮ ই মে, ২০২২ বিকাল ৩:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০৮ ই মে, ২০২২ বিকাল ৪:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: শুধু বৃস্টি দেখলেন আর
পুকুরে ডুব দিলেন! সারাদিন
কি খেলেন? কোন আয়োজন
দেখলাম না! নাকি আশ্রমে
খেতে বারণ! ঠিক আছে
আপনারা খেলেন না,
বাচ্চাদের না
খাওয়াইয়া রাখবেন?
ছবি সুন্দর। আপনার
দুই কন্যার জন্য অনেক
ইনেক দোয়া রইলো।

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে... পোস্টে আয়োজনের সবটা বলা আছে প্রায়।

৪| ০৮ ই মে, ২০২২ বিকাল ৪:১২

প্রতিদিন বাংলা বলেছেন: আমার কাছে সবচে অবাক মনে হচ্ছে-
বাচ্চারা ঘন্টায় ঘন্টায় বড় হচ্ছে , অথচ আমাদের নিজেদের বয়স বাড়ছে বছরে একবার মাত্র !

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন তো!!! :-B

৫| ০৮ ই মে, ২০২২ বিকাল ৪:১৯

জগতারন বলেছেন:
যে দিন চলে গেছে তা মনে একেবারেই চলে গেছে।
সে দিন আর আসবে না।

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি আর গল্পে শুধু মিছে ধরে রাখার চেষ্টা, ফিরে পাওয়া যায় না।

৬| ০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৪৬

নূর আলম হিরণ বলেছেন: সূর্য ডুবার ছবি ভালো লাগলো। বন্ধু ইস্রাফিল বেশ খাটনি খেটেছে।

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ইস্রাফিল সবসময়ই খাটুনির উপরে থাকে। আমাদের টিমের সেফ হচ্ছে ইস্রাফিল।

৭| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:




আপনার পরিবার আনন্দে, আদরে, ভালো মতে চলছে।

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বল্প সামর্থে যেটুকু সম্ভব।

৮| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩১

শায়মা বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে.....

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব আনন্দ হয়েছিলো সত্যি।

৯| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৪১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুখী পরিবার সবসময় সুখে থাকুক :) আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভ কামনা। ফেসবুকে বা ইনস্টাগ্রামে পারিবারিক ভ্রমণ এতো সুন্দর করে করে কি প্রেজেন্টেশন দেয়া যতো ?

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ইনস্টাগ্রামে নেই আমি ফেসবুকে আছে সত্যি।
তবে ব্লগ বা ফোরামের মজা ফেসবুকে নাই।

১০| ০৮ ই মে, ২০২২ বিকাল ৫:৫৫

জুন বলেছেন: সুন্দর একটি ছবি ব্লগ তাতে অসাধারণ সব সুন্দর সুন্দর ছবি। অনেক ভালো লাগা রইলো।

০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
দিনটা আনন্দেই কেটে ছিলো

১১| ০৯ ই মে, ২০২২ রাত ১২:২৭

ঢুকিচেপা বলেছেন: সব ছবি মিলে একটা সুন্দর গল্প তৈরী হয়েছে।

০৯ ই মে, ২০২২ দুপুর ১২:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আগে গল্প লিখে ফেলেছি। পরে এই ছবি সাজিয়েছি।

১২| ০৯ ই মে, ২০২২ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কয়েকটা ছবি বেশ সুন্দর।

০৯ ই মে, ২০২২ দুপুর ১২:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

১৩| ০৯ ই মে, ২০২২ দুপুর ১২:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি দেখতে পাচ্ছিনা; কারণ কি?

০৯ ই মে, ২০২২ দুপুর ১২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: imgbb.com ব্লক করা নেইতো আপনার নেটওয়ার্কে?

১৪| ০৯ ই মে, ২০২২ দুপুর ১:০৯

রানার ব্লগ বলেছেন: ছবিগুলা সুন্দর কিন্তু সাইজ কি করে বড় করেন !!!

০৯ ই মে, ২০২২ দুপুর ১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি প্রথমে প্রয়োজন অনুসারে ছোট বড় করে নেই। মেগাবাইট কমিয়ে আনি। পরে সেই ছবিগুলি imgbb.com এ আপলোড করি। imgbb.com থেকে লিংক কপি করে সামিতে শেয়ার করি।

১৫| ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫০

মনিরা সুলতানা বলেছেন: ভীষণ আনন্দের সব ছবি।

১০ ই মে, ২০২২ রাত ৯:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সারাটা দিন বাচ্চারা আনন্দেই ছিলো।

১৬| ১০ ই মে, ২০২২ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আাহ!

এই প্রকৃতিতেই বড় হওয়ার আনন্দ এই শহুরে জেনারেশন কখনো বুঝবে না!
তা্ও মাঝে মাঝে ঘুরিয়ে আনলে কিছুটা টাচে থাকা এই শান্তি!

আপনার আশ্রম চিনতে আগের পোষ্টে গিয়ে উলুখোলা চিনে এলাম ;)

আহা কত আপন প্রকৃতি আর কতো দূরে!!! :((
কাঁদে মন হাসফাস নগরের ইট কাঠ পাথরে।

১০ ই মে, ২০২২ রাত ১০:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার আবাস উত্তর বাড্ডাতে। আমার শৈশবে এটাই ছিলো প্রায় গ্রাম। ১০ মিনিটে হেঁটে গেলেই পুরাই গ্রামের আবেশ ছিলো। এখন সবটাই শহর, ১০ মিনিট হেঁটে গেলে যেখানে ছিলো পুকুর আর ধান খেত, সেখানে এখন ১০-১২ তলা দালান।
আমার শ্বশুরবাড়িও বাড্ডাতেই। আমার নানাবাড়ি পূর্ব-রামপুরা মোল্লা বাড়ি। অর্থাৎ কোনো দিক থেকেই আমাদের গ্রাম নেই। তাই চেষ্টে করেছি একটা গ্রামের বাড়ি করতে। সময় সুযোগ হলেই ছুটে যাই সেখানে, বাচ্চাদেরও নিয়ে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.