নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

খেসারি ডালের ফুল

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৭


ডাল আমাদের অতি পরিচিত এক খাদ্য শস্য। বলা চলে ডাল বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। গরিবের প্রধান আমিষের উৎস এই ডাল। এই ডাল চেনে না এমন বাঙ্গালী নেই। কিন্তু ডাল যতই পরিচিত খাবার হোক না কেনো, এই ডালের গাছের সাথে শহুরে বাঙ্গালীর মোটেও পরিচয় নেই। আমি নিজে এই ডাল গাছ বাসার টবে হুটহাট হতে দেখলেও এর যে এতো চমৎকার ফুল হয় তা জানতাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফুল হয় রংবেরঙ্গের। ফুল গুলি যেমন সুন্দর দেখতে তেমনি তার রঙ্গের বাহার। একই ফুলের মধ্যে একাধীক রং দেখা যায়, আবার একই গাছে কয়েক রং এর ফুল হয়। নাগরির আশ্রমে যাওয়ার পথে একটি মাঠে কয়েক বছর আগে হঠাত করেই খেসারি ডাল ক্ষেতের দেখা পাই এবং দেখতে পাই এই চমৎকার ফুল গুলিকে। কিছু ছবিও তুলে ছিলাম তখন।

খেসারি ডাল
বৈজ্ঞানিক নাম : Lathyrus sativus
ইংরেজি নাম : Grass pea, Chikling vetch, blue sweet pea, chickling pea, chickling vetch, Indian pea, white pea, এবং white vetch ইত্যাদি

















ছবি তোলার স্থান : নাগরি, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/০১/২০১৯ ইং

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর ডালের ফুল দাদা
আগাম ঈদের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
ভাল ‍ও সুস্থ থাকবেন

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: গ্রাম আমাদের সামনে অজানা এক রূপ নিয়ে হাজির হয়, আমরাই চোখ বুজে থাকি, তাই দেখতে পাই না।
মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
অগ্রীম ঈদের শুভেচ্ছা আপনার জন্যও।

২| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই সুন্দর ছবিগুলো। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনাকে।

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যও ঈদুল ফিতরের শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪১

আরইউ বলেছেন:



লেগিউম টাইপের শষ্যের ফুলগুলো খুব সুন্দর!

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: শষ্যের যে এতো সুন্দর ফুল হতে পারে তা অনেকেরই জানা নেই। সবাই শুধু সরিষা ফুল নিয়েই ব্যাস্ত।

৪| ২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ প্রথম দেখেছি।

আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৮ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকেই এই ফুল আগে দেখেনি।
স্বাগতম আপনাকে।

৫| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৫

আরইউ বলেছেন:



হা হা হা! আপনার জবাব পড়ে বেদম হাসলাম।
সর্ষে ফুলের এক ধরণের সেলিব্রেটি স্ট্যাটাস আছে তাই হয়ত...
রেডিস (উদাঃ মুলা), অ্যালিয়াম (উদাঃ রসুন), গোর্ড (উদাঃ লাউ), বা গাজর এসব দৈনন্দিন রান্নায় ব্যবহৃত শাক-সব্জির ফুল যে কী অসম্ভব সুন্দর! সমস্যা হলো এরা কেউ সেলিব্রেটি নয়।

২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সেলিব্রেটি এইটা ভালো বলছেন।
বাংলাদেশে মৌরি হয় না তেমন একটা। একবার যদি মৌরির খবর পায় তাহলে সর্ষের স্টেটাস পরে যাবে।
দাঁড়ান আমি কিছু মৌরি ক্ষেতে ছবি তুলেছি, সেগুলি দিবোনে।

৬| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১০

জুল ভার্ন বলেছেন: ফুলের নাম জানিনা, তবে পরিচিত ফুল।

২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ডাল ফুল, অনেকেরই অপরিচিত।

৭| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৪

ইসিয়াক বলেছেন: সুন্দর ফুল।

২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৮| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫০

ইমরোজ৭৫ বলেছেন: Very Good.

২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: থেংক্স

৯| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৩

আরইউ বলেছেন:



আহ! মৌরি ফুল, হলদে, থোকা থোকা খুব সুন্দর।
অগ্রীম ধন্যবাদ, জলদস্যু।

২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো প্রথমে সেগুলিকে হাইব্রিড কোনো সরিষাই মনে করেছিলাম। পরে জানতে পারি ঐগুলি মৌরি।
সাথেই থাকুন, দিবো ছবিগুলি এক দিন।

১০| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: মাষা আল্লাহ। খুব চমৎকার। চোখের জন্য শান্তি।

২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: গ্রাম আমাদের সামনে অজানা এক রূপ নিয়ে হাজির হয়, আমরাই চোখ বুজে থাকি, তাই দেখতে পাই না।

১১| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৯

হাইজেনবার্গ ০৬ বলেছেন: কোন ডাল গাছের ফুল? মুসুরীর ডাল, মুংগ ডাল, খেসারী ডাল, মাসকালাইয়ের ডাল গাছের ফুল? বিস্তারিততো কিছুই নাই।'পোস্টে উল্লেখিত বাসার 'ডবে'... । এ 'ডব' কি? ফুলগুলি সুন্দর, কিন্তু এমন অসম্পূর্ন পোস্ট নির্বাচিত পাতায় কেন?

২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
এটি খেসারি ডাল এর ফুল। সম্ভবতো মুসরি ডালের ফুলও এই একই রকম হয়, আমার সঠিক জানা নেই।
ডবে টাইপিং মিস্টেক ছিলো, টবে হবে।
ভুলটি ধরিয়ে দেয়ার জন্য, আবারও ধন্যবাদ।

অসম্পূর্ন পোস্ট নির্বাচিত পাতায় থাকা উচিত না, সরিয়ে দেন।

১২| ২৮ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



আমি খেসারী, মসুরী, কলাই, মুগ ও ভেন্ডীর চাষ করতাম; ফুল এলে পুরোজমি সুন্দর হয়ে যেতো।

২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: তিশি চাষ করেন নি?
যা সুন্দর ফুল হয়!! আর পিঁয়াজ খেতে যখন ফুল হয়, সেটাও দেখার মতো হয়।

১৩| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

মিরোরডডল বলেছেন:




থ্যাংক ইউ পাগলা শেয়ার করার জন্য ।
জানা ছিলো না ডালের ফুল এতো সুন্দর !
খুব বেশী কিউট ।




২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু ডালের ফুল নয়, বরং এমন আরো অনেক সবজির ও সষ্যের ফুল আছে যেগুলি দেখলে চোখ জুড়িয়ে যায়।
কিছু ছবু তোলা আছে, শেয়ার করবো ধীরে।

১৪| ২৮ শে এপ্রিল, ২০২২ রাত ৯:২৬

প্রতিদিন বাংলা বলেছেন: একই গাছে ভিন্ন ভিন্ন রং এর ফুল ?

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, একই গাছে ভিন্ন ভিন্ন রং এর ফুল, আবার একই ফুলেও ভিন্ন ভিন্ন রং। এবং সলিড এক কালারেও আছে।

১৫| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৯

জগতারন বলেছেন:
খেসারি ডালের ফুল মানে কি মুশুর ডালের ফুল ?

খেসারি শব্দের অর্থ আমি জানি না।

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মুসুর ডাল হচ্ছে কলামা কালার, আর খেসারি ডাল হচ্ছে হলুদ রঙ্গেরটা।

১৬| ২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৭:৫৮

শায়মা বলেছেন: আমার তো মনে হয় এই ফুলগুলো আমি নার্সারীতে দেখি।

তারা অন্য সব নাম বলে ভুলেও বলে না ডালের ফুল!

হায় হায় !

২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: নার্সারিতে এই ফুল!!!!!
কোনো কিছু আর বাদ রইলো না!

১৭| ২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:০২

শায়মা বলেছেন: ভাইয়া
সবচেয়ে মজা হয়েছিলো আমি অনেক সুন্দর সব লাল লাল পাতা দেখে এক গাছ কিনে আনলাম।

বাসায় আসার পরে সুফিয়ারা বলে এতো আলু গাছ। মিষ্টি আলু।

আমি বললাম কখনও না! এটা খুবই সুন্দর একখানা বৈদেশী পাতাবাহার।

কদিন পরে দেখি আমাদের মালী কাম ড্রাইভার কাম কেয়ার টেকার সেই গাছের তলা থেকে মিষ্টি আলু বের করে আনলো।

আমি তো অবাক।

তবে নার্সারীর লোক জন বললো এটা দেশী আলু না থাই আলু ।
যাক তবুও বৈদেশী লেবাস গায়ে লাগিয়ে মান বাঁচালো।

২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
নার্সারির লোকেরা পারেও। কত শত উদ্ভট নামের গাছ যে ওরা বেচে।
পাথের ধারের বুনো দাঁতরাঙ্গা গাছ বিক্রি করছে ২০০ টাকায়।
তবে আপনার আলু মনে হয় বিদেশীই ছিলো। বাংলাদেশের মিষ্টি আলুর পাতা লাল হওয়ার কথা না।

১৮| ২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২৮

শায়মা বলেছেন: হা হা তা তো বটেই তারা থাই পাতা বলে থাইল্যান্ডের মিষ্টি আলু গাছ বিক্রি করেছে চারশো টাকায় :((

২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েক বছর আগেও ‌ওরা ৫০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করতো আপেল গাছ। আসলে ঐগুলি ছিলো স্টার আপেল। নামে আপেল যোগ থাকলেও সেগুলি মূলত এক ধরনের গাব জাতীয় গাছে। B:-) এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সেগুলিতে ফল আসে ৮ থেকে ১০ বছর বয়সে। কোনো কোনোটি তার চেয়েও বেশী সময় নেয়। এবং তা টবে কখনোই সম্ভব না। আমি ও আমার বন্ধু এমন দুটি কিনে থরা খেয়েছিলাম। এখনো ছাদে রেখে দিয়ছি। :(

১৯| ২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: স্টার এপেল তো মনে হয় কামরাঙ্গা। যাইহোক বোকা বানাতে নার্সারী ওস্তাদ। তাদের তেমন কোনো খরচ নেই। গাছ থেকেই গাছ বানায়। পুরাটাই লাভ।

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: স্টার ফ্রুট হচ্ছে কামরাঙ্গা।

স্টার আপেল

২০| ২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: এটা আবার কি??

জন্মেও তো দেখিনি মনে হয়।

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশে খুব অল্প কয়েকটা গাছেই এর ফল হয়েছে। বেশীর ভাগ গাছেই ফল হয় নাই।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে কয়েকটি গাছ আছে, তাদের একটি সম্ভবতো ফল এসেছিলো।
বগালেক পাড়া বেশ পুরনো একটা গাছ আছে। সম।ববতো সেটিতেও ফল এসেছে।
কলাকুপার জজ বাড়িতে ২টি গাছ আছে, অল্প বয়সি। জজ সাহেব আমার কাছে দাবি করেছেন ওনার একটি গাছে ফল এসেছে। তবে আমার বিশ্বাস হয়নি। ৬-৭ বছর বয়সি একটি গাছ আছে আমার ছাদে। আগামী বছর হয়তো ওকে মাটিতে লাগিয়ে দিবো।

২১| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




রংয়ের জেল্লা আর নমনীয় বুনটে ফুলগুলো স্নিগ্ধ আবেশ ছড়ানীয়া। অপূর্ব! চোখ ফেরানো দায়!
নীল রংয়ের ফুলটি দেখতে অনেকটা "অপরাজিতা" ফুলের মতো।

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কাব্যিক শব্দ-বিন্যাসে চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

নীল রংয়ের ফুলটির সঙ্গে আসলেই নীল অপরাজিতা ফুলের কিছুটা মিল আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.