নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উইকিপিডিয়া বলছে - তাপদহ হচ্ছে বায়ুর অতিরিক্ত উষ্ণ অবস্থা নির্দেশ করা। যদি কোনো স্থানে বাতাসের তাপমাত্রা দীর্ঘ সময় (৩ হতে ৫ দিন) অতি বৃদ্ধি পায় এবং সেই সাথে আর্দ্রতা বেড়ে যায়, তবে তাকে তাপদহ বলা হয়।
BWOT সূত্র মতে দৈনিক আবহাওয়া বার্তা
তারিখ : ২৬ শে এপ্রিল ২০২২, মঙ্গলবার ১৩ ই বৈশাখ গ্রীষ্মকাল | ২৪ শে রমাদান ১৪৪৩ হিজরি।
আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে।
বৃষ্টি : সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে, ও দেশের অন্যত্র দু এক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে।
তাপমাত্রা : রাত ও দিনের গড় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতেপারে।
পরবর্তী বৃষ্টিবলয় : নিহারিকা, ৩০ শে এপ্রিল টু ৪ ঠা মে ২০২২।
তাপপ্রবাহ : রাজশাহী বিভাগ, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকার উপরদিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতেপারে।
দিনের আকাশে তীব্র সূর্যের কিরণ : ৩ থেকে ৫ ঘন্টা।
দিনের আকাশে ঝলমলে সূর্যের কিরণ : স্থানভেদে ২ থেকে ৫ ঘন্টা।
দিনের আকাশে ম্লান সূর্যের কিরণ : স্থানভেদে ২ থেকে ৩ ঘন্টা।
২৬ শে এপ্রিল দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
বিভাগের নাম ------ সর্বোচ্চ ---------- সর্বনিম্ন
ঢাকা -------------- ৩৭° --------- ২৭° সে.
চট্টগ্রাম ------------- ৩৫° --------- ২৬° সে.
রাজশাহী ------------ ৪১° --------- ২৮° সে.
খুলনা ------------- ৩৯° --------- ২৭° সে.
সিলেট ------------ ৩৪° --------- ২২° সে.
বরিশাল ---------- ৩৭° --------- ২৭° সে.
রংপুর ----------- ৩৬° --------- ২৫° সে.
ময়মনসিংহ ------- ৩৫° --------- ২৫° সে.
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
- আগামী ২৯ তারিখ পর্যন্ত যারা বাড়িরে বের হবেন তারা অবশ্যই দিনের বেলা সাথে ছাতা নিয়ে বের হবেন।
- রোজাদাররা দিনে পানি পান করতে পারবেন না। তাই ইফতারের পরে বেশী বেশী করে পানি পান করবেন।
- যারা সন্ধ্যার পরে বের হবেন তার সাথে পানি রাখেবন।
সকলের মঙ্গল হোক।
বিশেষ ঘোষণা- এটি কপি-পেস্ট পোস্ট।
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: এইবারের তাপের সাথে নগরীর সম্পর্ক নাই। সম্পর্কে পৃথিবীর পরিবেশের।
২| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫১
সোনাগাজী বলেছেন:
রাজশাহীতে তাপমাত্রা বেশী কেন, উহা থেকে সুর্য কি একটু কাছে?
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ভুগোল পড়েছিলেন? পড়লে ৩৩ পেয়েছিলেন তো?
৩| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: বেচেরা রাজশাহী । আমি ইফতার করে মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে আসি । বাসায় এসে দেখি তাদের ইফতারের সময় হতে আরো ৩ মিনিট বাকি ।
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: ওরা শেষে সাহরে কখন খেতে পারে সেটা দেখেননি?
৪| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সতর্ক করার জন্য। নিজেও ক্যামেরা ট্যামেরা নিয়া আবার তাপপ্রবাহের ছবি তুলতে যাইয়েন না
শুভেচ্ছা নিয়েন।
২৬ শে এপ্রিল, ২০২২ রাত ২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
না, আমি গরমে কোথাও বের হই না।
আর রমজানেতো আরো বের হই না।
৫| ২৬ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
ঈদে বৃষ্টি হোক, প্লাবন চাই।
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: ২৯ তারিখের পরে টানা কয়েক দিন বৃষ্টি হবে।
৬| ২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩২
জুল ভার্ন বলেছেন: তীব্র গরমের মধ্যে আছে প্রচন্ড জ্যাম।
গতকাল দেশে ঈকজন বিদেশী ভি আই পি মেহমান এর আগমন উপলক্ষে সেই জ্যাম ষোলকলা পূর্ণ করেছিলো। আমি মহাখালী থেকে ফেরার পথে পাঠাও মোটর সাইকেলের এক নারী যাত্রী হিটস্ট্রোকে সেন্সলেস হয়ে পরে যেতে দেখি। কিন্তু অসুস্থ্য যাত্রীকে কারর পক্ষেই কোনো সেবা সুশ্রুসা দেওয়ার সুযোগ ছিলোনা। তারপরও কয়েকজন ধরাধরি করে ফুটিপাথে তুলে শুয়ে দিয়ে মাথায় পানি দিয়ে সুস্থ্য করার চেষ্টা করেছে।
২৬ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: আরো বেশ কয়েকদিন অবস্থা এমনই থাকবে।
২৭ রোজার পর থেকে ঢাকা খালি হবে, জ্যাম কমবে।
তার আগ পর্যন্ত ঝিম মেরে থাকতে হবে।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫০
প্রতিদিন বাংলা বলেছেন: শ্রেষ্ঠ দূষিত নগরীতে
তাপ হলো বোনাস