নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আদেশ ১৯৭৪-এর ২নং অনুচ্ছেদের 'জ' ধারা অনুযায়ী বাংলাদেশের জাতীয় উদ্যান হচ্ছে - "মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যবিশিষ্ট অপেক্ষাকৃত বৃহত্তর এলাকা, যার মুখ্য উদ্দেশ্য প্রাকৃতিকভাবে সুন্দর চিত্রানুগ দৃশ্য, উদ্ভিদকুল রক্ষা এবং সংরক্ষণ করা ও যেখানে বিনোদন, শিক্ষা এবং গবেষণার জন্য জনসাধারণের প্রবেশ অনুমতি দেওয়ার ব্যবস্থা থাকে।"
বাংলাদেশে মোট ১৯টি জাতীয় উদ্যান রয়েছে। সেগুলি হচ্ছে-
০১। আলতাদীঘি জাতীয় উদ্যান : নওগাঁতে ২৪-১২-২০১১ তারিখে ২৬৪.১২ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০২। কাদিগড় জাতীয় উদ্যান : ময়মনসিংহে ২৪-১০-২০১০ তারিখে ৩৪৪.১৩ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৩। কাপ্তাই জাতীয় উদ্যান : পার্বত্য চট্টগ্রামে ০৯-০৯-১৯৯৯ তারিখে ৫,৪৬৪ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৪। কুয়াকাটা জাতীয় উদ্যান : পটুয়াখালীতে ২৪-১০-২০১০ তারিখে ১,৬১৩.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৫। খাদিমনগর জাতীয় উদ্যান : সিলেটে ১৩-০৪-২০০৬ তারিখে ৬৭৮.৮০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৬। নবাবগঞ্জ জাতীয় উদ্যান : দিনাজপুরে ২৪-১০-২০১০ তারিখে ৫১৭.৬১ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৭। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান : নোয়াখালীতে ০৮-০৪-২০০১ তারিখে ১৬,৩৫২.২৩ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৮। বাড়ৈয়াঢালা জাতীয় উদ্যান : চট্টগ্রামে ০৬-০৪-২০১০ তারিখে ২৯৩৩.৬১ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
০৯। বীরগঞ্জ জাতীয় উদ্যান : দিনাজপুরে ২৪-১২-২০১১ তারিখে ১৬৮.৫৬ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১০। ভাওয়াল জাতীয় উদ্যান : গাজীপুরে ১১-০৫-১৯৮২ তারিখে ৫,০২২.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১১। মধুপুর জাতীয় উদ্যান : টাঙ্গাইল, ময়মনসিংহে ২৪-০২-১৯৮২ তারিখে ৮,৪৩৬.০০ হেক্টর জায়গা জুড়ে
প্রতিষ্ঠিত।
১২। মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান : কক্সবাজারে ০৮-০৮-২০০৮ তারিখে ৩৯৫.৯২ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৩। রামসাগর জাতীয় উদ্যান : দিনাজপুরে ৩০-০৪-২০০১ তারিখে ২৭.৭৫ হেহেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৪। লাউয়াছড়া জাতীয় উদ্যান : মৌলভীবাজারে ০৭-০৭-১৯৯৬ তারিখে ১,২৫০.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৫। সাতছড়ি জাতীয় উদ্যান : হবিগঞ্জে ১৫-১০-২০০৫ তারিখে ২৪২.৯১ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৬। সিংড়া জাতীয় উদ্যান : দিনাজপুরে ২৪-১০-২০১০ তারিখে ৩০৫.৬৯ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৭। হিমছড়ি জাতীয় উদ্যান : কক্সবাজারে ১৫-০২-১৯৮০ তারিখে ১৭২৯.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৮। জাতীয় উদ্ভিদ উদ্যান : ঢাকাতে ১৯৬১ সালে ৮৪.০০ হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত।
১৯। শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান : কক্সবাজারে ০৯-০৭-২০১৯ তারিখে ১৭২৯.০০ হেক্টর জায়গা জুড়ে
প্রতিষ্ঠিত।
১৯টি জাতীয় উদ্যানের মধ্যে আমি ১০টিতে গেছি। আপনি কয়টিতে গেছেন?
তথ্য সূত্র : উইকিপিডিয়া
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: অর্থাৎ আপনি প্রবাসে স্থায়ী হয়ে গেছেন বা যাবেন।
আপনার মঙ্গল হোক।
২| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০
জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।
আমি ১২ টি জাতীয় উদ্যান ভ্রমণ করেছি।
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ! চমৎকার।
৩| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩
আরইউ বলেছেন:
আমি ২, ৩, ৪, ৫, ৭, ৮, ১০, ১১, ১২, ১৪, ১৫, ১৭, ১৮ গিয়েছি। পরেরবার দেশে ফিরলে ১৯ দেখা হবে হয়ত।
জিপিএস লোকেশন/ ম্যাপ লোকেশন যোগ করা যায়? পোস্ট আরো সমৃদ্ধ হত।
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!
আপনার জন্য শুভকামনা রইলো। আগামীতে সব দেখা হবে ইনশাআল্লাহ।
জিপিএস লোকেশন এর বিষয়টা মাথায় ছিলো না। দেখি রাতে তারাবি শেষ করে এসে যোগ করে দেয়ার চেষ্টা করবো।
অশেষ ধন্যবাদ আপনাকে।
৪| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৭
সোনাগাজী বলেছেন:
আপনি চাকুরী বাকুরী না করেই ১০টা'তে গেছেন; আমি আজীবন চাকুরী করেও ১'টাতেই যেতে পারিনি।
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সব চাকুরেরা কিন্তু ভ্রমণের সুযোগ পায় না।
ঘুরে বেরানোর জন্য আলাদা মানুষিকতা লাগে। ভ্রমণের জন্য আলাদা একটা আকর্ষণ থাকতে হয়। আপনারও আছে নিশ্চয়ই।
৫| ২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ৮৬ এ এসেছিলাম, জন্মগত বৃটিশ, বয়স তখন ১৩ ছিল।
প্রথম ভাবতাম জীবন ভিডিও গেইম, এখন বাস্তবিক হয়েছি। লেখালেখি করে বিকারগ্রস্ত হয়েছি।
দোয়া করবেন যেন অপমৃত্যু না হয়।
আপনার সার্বিক সফলতা কামনা করি।
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: জন্মগত বৃটিশ হলে বয়স ১৩ হয় কি করে?
নাকি ৮৬তে ১৩ বছর বয়সে একবার বাংলাদেশে এসেছিলেন?
লেখালেখি করে কেউ বিকারগ্রস্ত হয় এই দ্বিতীয় বার জানলাম।
আপনার মঙ্গল হক, অপমৃত্যু কারো জন্যই কাম্য নয়।
৬| ২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাবা বৃটিশ ছিলেন। প্রথম লন্ডন আনতে চাননি পরে বাধ্য হয়ে এনেছিলেন।
(লেখালেখির কারণ আমি প্রায় সর্বহারা। সম্মান সম্পদ সব হাতাছাড়া, এখন ভয় হয়। হাত খালি হলে কী হয় তা হয়তো জানেন। কাজ করতে পারি না। আগড়-বাগড় লিখে বেঘর হয়েছি।)
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: তাহলে হয়তো আপনি জন্মসূত্রে নয় পৈত্রিকসূত্রে বৃটিশ। যাইহোক, লেখালেখির কারণ সর্বহারা হওয়ার বিয়ষটা একটু কেমন কেমন মনে হয়। এর আগে আরেকজন বলেছিলেন ব্লগিং এর কারণে নাকি সর্বহারা হয়েছিলেন, এমনকি তার সংসারও নষ্ট হয়েগিয়ে ছিলো। এইসব আমার মাথায় ঢুকে না।
আপনার জন্য সহানুভূতী আর শুভকামনা রইলো।
৭| ২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৬
সোবুজ বলেছেন: আমাদের প্রাকৃতিক অরন্য থেকে জনারণ্য বেশি।টরেন্টো শহরের ভিতর বহু পার্ক বহু অরন্য।
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি প্রকৃতি প্রেমি
৮| ২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩১
আরইউ বলেছেন:
পেশাগত কারণে একসময় দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। কম করে এক রাত থেকেছি (রাত্রী যাপন) ৬৪ টা জেলার ৬১ টাতে। বেশ কিছুদিন থাকতে হয়েছে ৩০+ জেলায়।
সেই সব কাজ শেষ, ঘোরাঘুরি শেষ। অনেকদিন হলো দেশে আসা হয়না। এ বছরের শেষের দিকে বা ২০২৩ এর শুরুতে আবার হয়ত হবে।
ভালো থাকুন, জলদস্যু!
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ওরে বাস!! পেশাগত কারণে মেলা ঘুরার সুযোগ পেয়েছেন দেখা যাচ্ছে।
আমি এমনি এমনিই ৫১টি জেলায় গিয়েছি। বাকিগুলি কবে যাওয়া হবে জানি না।
আপনার জন্যও শুভকামনা রইলো।
৯| ২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩২
সোনাগাজী বলেছেন:
৮ নং'এ গেছেন?
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: না, যাওয়া হয়নি।
আমি যেগুলিতে গিয়েছি সেগুলি বোল্ড করে দিয়েছি।
১০| ২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫১
অপু তানভীর বলেছেন: জাতীয় উদ্যানে ঠিক আমার পোষায় না । বড় বেশি সহজ মনে হয় ঘোরাফেরার জন্য । আমার দরকার গহীন বন জঙ্গল জঙ্গল । এই জন্য পার্বত্য জঙ্গল গুলো বেশ ভাল । আমার বাবা পোস্টিং ছিল নীলডুমুর নামের একটা জায়গাতে । জায়গাটা সুন্দরবনের খুব কাছের একটা এলাকা । ছোট বেলা তখন । কিন্তু তবুও সেই বনের স্মৃতি এখনও অমলিন হয়ে আছে ।
২১ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: নীলডুমুরে গেছি আমি। ওখান থেকে ট্রলার নিয়ে সুন্দরবনে ঢুকতে হয়। ২ রাত ৩ দিন ছিলাম ঐ এলাকার সুন্দরবনের ভিতরে। একেবারে সেই পুটনির দ্বীপ পর্যন্ত গিয়েছিলাম। এই দিকে ২ যায়গায় একটুর জন্য বাঘের দেখা পাই নাই। সুন্দরবন ভ্রমণ আমারও পছন্দের তালিকায় অন্যতম। ৩বার গেছি, আরো কয়েকবার যাবো ইনশাআল্লাহ।
১১| ২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫২
অপু তানভীর বলেছেন: বলতে ভুলে গেছি, আমি গিয়েছি গাজীপুর আর লাওয়াছড়াতে । আর অন্য কোথাও যাওয়া হয় নি !
২১ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: কিভাবে কিভাবে যেনো মধুপুরবাদ পরে গেছে। ভাবছি এই বর্ষায় একবার ঢু মেরে আসবো।
১২| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৭
গরল বলেছেন: আমি ৩, ১০, ১১, ১৪ ও ১৮ এই কটাতেই গিয়েছিলাম তবে খুবই হতাশ হয়েছি বানর ছাড়া অন্য কোন জীব-জন্তু না দেখে। সুন্দরবনে গিয়েছিলাম সেখানেও বনবিভাগের পালিত হরিণ ও ধনেশ পাখি ছাড়া আর কিছুই দেখতে পারি নাই।
২১ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশের বন্যপ্রাণীদের অবস্থা অতি করুন।
নিঝুম দ্বীপে প্রচুর হরিণ আছে। আমি ৩ বার গেছি।
সুন্দরবনেও ৩ বার গিয়ে একবার দেখেছি শুধু কুমির আর বন্য শুকর এবং হরিণ।
লাউয়াছড়ায়ও ৩-৪ বার গেছি দেখেছি একবার মাত্র বানর।
১৩| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১১
অধীতি বলেছেন: একটাতেও যাইনি দুএক মাসে ভাওয়াল গড়ে যাবার পরিকল্পনা আছে।
২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এই সময় বনে প্রচন্ড ভেবসা গরম থাকে। দুই-এক মাস পরে বৃষ্টি শুরু হল যাওয়াই ভালো। লখ্য রাখবেন ভূঁই চাঁপার দিকে, যদি পেয়ে যান তো বেশ হবে।
১৪| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ১৮ নং টা কোথায়? মিরপুর? বোটানিক্যাল গার্ডেন?
২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী সঠিক ধরেছেন আপনি।
১৫| ২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: যাক পাশ করেছি তাহলে!
তা না হলে জাতিকে মুখ দেখাতে পারতাম না।
বড় বাঁচা বেঁচে গেছি।
২২ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা
১৬| ২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৩
জটিল ভাই বলেছেন:
৪/৫টা হবে।
২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ।
অনেকের তাও দেখানেই।
শুভকামনা রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়তো কখনই দেখা হবে না