নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এবার আগাম জোয়ার এসেছে!!

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৯

এক দিন আগে আশ্রমের পুকুরে ছাড়া মাছ গুলি ধরে ফেলতে হয়েছে। কারণ হঠাত জোয়ারের পানি বেড়ে যাওয়ায় পুকুরের পাড়ের নিচু অংশ (গালা) ডুবে গিয়ে মাছ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।


১৫ দিন আগের ও পরের ছবি




এবার জোয়ারের পানির অবস্থা খারাপ। অন্ততো ১৫ দিন আগেই পানি এসে গেছে। বেশীর ভাগ ধানই আধপাকা অবস্থায় কাটতে হয়েছে, যার বেশীর ভাগই নষ্ট হয়ে যাবে। গত দুই তিন দিনে হুট করেই পানি খুব বেড়ে গেছে। আগাম এই পানির জন্য বিপাকে পড়ে গেছে কৃষকেরা। নাগরি এলাকায় সাধারণ হিসেবে আরো ১৫ দিন পরে আসার কথা জোয়ারের পানি। ততো দিনে ক্ষেতের ধান পেকে যেতো। কৃষক সেই ধান কেটে নিয়ে যেতো। কিন্তু হঠাত করেই জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ক্ষেতে কাঁচা বা আধাপাকা ধান গেছে তলিয়ে। কোনো কোনো ক্ষেত হয়তো এখনো তলায়নি তবে প্রায় অর্ধ ডোবা অবস্থা আছে।

কাঁচা ধান কেঁটে নেয়ার কোনো মানে হয়না কৃষকের। তারা অর্ধ-পরিপক্ক ধান গুলি কেটে নেয়ার চেষ্টা করছেন। সমস্যা দেখা দিয়েছে কামলা নিয়ে, যারা দিন মজুরের হিসেবে ধান কাটবে। সুযোগ বুঝে তারা তাদের রেট বাড়িয়ে দিয়েছে। তারা এখন দৈনিক মজুরি নিচ্ছে ৭০০ টাকা। সেই সাথে দিতে হবে সকাল ও দুপুরের খাবার। বাইরে থেকে আসা ধান কাটিয়েরা ৩ বেলাই খাবার চাইছে।

মন্টু নামের একজনের ক্ষেত থেকে ধান কেটে নিয়ে আসছে কয়েকজন দেখতে পেলাম। কয়েক যায়গায় প্রায় কোমর পানি পেরিয়ে আসতে হচ্ছে তাদের। এক দিনে একজন কামলা যে পরিমান ধান কেঁটে নিয়ে আসছে সেখান থেকে যে পরিমান চাল পাওয়া যাবে তার মূল ৭০০ টাকা হবে না কিছুতেই। তবুও কৃষক নিজের হাতে ফলানো ধান ছেড়ে আসতে পারেনা কোনো ভাবেই।

এটা শুধু নাগরির চিত্র নয়। প্রায় সারা দেশেই এবার ধানি জমি জলে তলিয়ে যাচ্ছে সময়ের আগেই। এবছর চাল উৎপাদনের ঘাটতি থাকবে। শেষ দিকে চালের দাম নিয়ে করামিতি হওয়ার আশংকা আছে।

মন্তব্য ৪৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: হঠাৎ করে পানি আগে চলে আসার কারণ কী?

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি যে এলার কথা বলেছি সেখানে বৃষ্টি হয়নি। ফলে এটি অতিবৃষ্টির ফল হয়। সম্ভবতো ভারতের পাহাড়ে অতিবৃষ্টির কারণে নদীতে জলের লেভেল বেড়ে গেছে সময়ের আগে। এবং ঠিক সেই সময় পূর্নমা হওয়ার কারণে চাঁদের প্রভাবে জোয়ার এসে গেছে।
অন্যকোনো কারণও থাকতে পারে।

২| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৯

প্রতিদিন বাংলা বলেছেন: সিলেট অঞ্চলে অবস্থা ভয়াবহ ,কৃষি কর্মকর্তারা বলছে আধাপাকা ধান কেটে নিতে ,তখন আবার অভাব শ্রমিকের ....
..........

.ফলন কম বা বেশি যাই হোক, কৃষকের ক্ষতি নির্ধারিত।কারণ:- ফলন কম হলে পরিমান কম হয় এবং ফলন বেশি হলে মূল্য কম পায়
অর্থনীতির ফর্মুলা আমার দেশে অকেজো

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি সঠিক বলেছে।
তবে এবারের চিত্র ভিন্ন। কারণ ফরষ ঘরে তুলতে খরচ বেশী হচ্ছে, আবার বেশী খরচ করেও ফসল পাচ্ছে অর্ধেকেরও কম। মূল্য কম কি বেশী পাবে তার হিসাবের আগেই কৃষকের খরচ হয়ে যাচ্ছে। পেরর হিসাবটুকু সকলেরই জানা।

৩| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:


জোয়ার, নাকি ঢল?

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঢল নয়। ঢল হয় পাহাড়ি এলাকা থেকে।
আমি যে এলাকার কথা বলেছি সেখানে বৃষ্টি হয়নি। ফলে এটি অতিবৃষ্টির ফল হয়। সম্ভবতো ভারতের পাহাড়ে অতিবৃষ্টির কারণে নদীতে জলের লেভেল বেড়ে গেছে সময়ের আগে। এবং ঠিক সেই সময় পূর্নমা হওয়ার কারণে চাঁদের প্রভাবে জোয়ার এসে গেছে।
অন্যকোনো কারণও থাকতে পারে।

৪| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: টিভিতে সংবাদ দেখলাম, অনেক এলাকায় ফসল পানিতে ডুবে গেছে। কৃষক এঁর মাথায় হাত।
ওদের কথা কেউ ভাবে না। সরকারও ভাবে না। ওদের জন্য আমার মায়া হয়।

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েক দিন আগে থেকেই দেখছি হাওড়ের বাঁধ ভেঙ্গে ফসলের ক্ষেত ডুবে গেছে।
নাগরিতে গিয়ে দেখলাম আগাম জোয়ারে ধান ক্ষেত ডুবে গেছে।


কথা সত্যি কৃষকের কথা কেই ভাবে না। শুধু ভাবার ভাব দেখায়।

৫| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:


কৃষকের ধান যে মাঠে আছে, আল্লাহ খেয়াল করেননি।
জোয়ার আসে সাগর থেকে।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আল্লাহ সাথে আপনার যোগাযোগ হলে জেনে নিয়েন।

জোয়ার আসে সাগর থেকে।
মাঝে মাঝে আপনি এতো বেফাস মন্তব্য কেনো করেন?
খালেও জোয়াড় আসে।

৬| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১০

সোবুজ বলেছেন: সিলেটের হাওড়ের বাদ ভেঁঙ্গে এসেছে এই পানি।ঐ বিলের সাথে নদির কোন যোগ আছে?

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: হাওড়ের সাথে কোনো যোগাযোগ নেই।
তুরাগ থেকে আশা তুরাগ খাল এই এলাকা ঘুরে গেছে বালুনদী হয়ে শীতলক্ষ্যা পর্যন্ত।

৭| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভারত দয়া করে আমাদের পানি দিয়ে ভালোবাসায় শিক্ত করেছেন। এবার চালের দাম বেড়ে যেতে পারে নিশ্চিত।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, দাদাদের দয়া মাঝে মাঝেই ঝরে পরে উতলিয়ে।

৮| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:


ঢাকার খালে জোয়ার আসে, নাকি হাতিয়ার খালে জোয়ার আসে?

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: উত্তর বাড্ডাতে যে খাল ছিলো সেটিতেও জোয়ার আসতো।

৯| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৬

সোনাগাজী বলেছেন:


ভুগোল পড়েছিলেন? পড়লে ৩৩ পেয়েছিলেন তো? নীচে জোয়ারের ডেফিনেশন:

Tides are very long-period waves that move through the ocean in response to the forces exerted by the moon and sun. Tides originate in the ocean and progress toward the coastlines where they appear as the regular rise and fall of the sea surface.

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: যেহেতু আপনি পাহাড়ি ছিলেন তাই আপনি জানেননা যে সমূদ্রের জোয়ার শুধু সমুদ্রেই বসে থাকে না। তাতে নদীর জল ফুলে উঠে। নদীতে জোয়ার আসে সেই কথা আপনি জানেন না। কারণ আপনি কোনো বই পড়েন না। নদীতে জল বাড়লে তা খাল বেয়ে এসে উপচে পড়ে সেটাও আপনার জানার কথা নয়। আপনি জানেন না গ্রামে বর্ষার নতুন পানিকে জোয়ারের পানি বলে।

জ্বী আমি ভুগোলে ৩৩ না পেলেও আপনার দয়ায় এমনি এমনি পাশ করে গেছিলাম।

১০| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪২

অধীতি বলেছেন: দাদাদের দয়া।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: হয়তো।

১১| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৯

এপোলো বলেছেন: @সোনাগাজী, খালেও জোয়ার আসে। ছোটবেলায় খালে জোয়ার আসলে গোসল করতে যেতাম। ভাঁটার সময় খালে মাছ ধরতাম।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: সোনা সাহেব পাহাড়ি মানুষ। পাহাড়ি খালে জোয়ার আসে না, ঢল আসে। সমতলের খালের খবর উনি জানেন না। সাগরের জোয়ারের খবর শুধু জানেন।

১২| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:১২

সোনাগাজী বলেছেন:


এপোলো বলেছেন: @সোনাগাজী, খালেও জোয়ার আসে। ছোটবেলায় খালে জোয়ার আসলে গোসল করতে যেতাম। ভাঁটার সময় খালে মাছ ধরতাম।

-খালটা কি ঢাকা কিংবা সিলেটে, নাকি দেশের উপকুলে? খাল তো ফটিকচড়ির পাহাড়ে আছে!

১৩| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:২২

এপোলো বলেছেন: @সোনাগাজী, বাংলাদেশের সব খাল তো আর আপনি চিনেন না, চিনতেও পারবেন না, সম্ভবও না। যারা পানি উন্নয়ন বোর্ড এ চাকরি করে তারা হয়তো বেশিরভাগ খাল চিনবে, তাও সব খাল চিনতে পারবে না। এই অবস্থায় আমি খালের নাম বললাম আর আপনি চিনে ফেলবেন, এই ধারণা করা তেমন বাস্তবসম্মত হবে না। সেজন্য, আপনার প্রশ্নের উত্তর না দেয়ার সিদ্ধান্ত নিচ্ছি।
ফটিকছড়ির বাইরেও যে খাল আছে, সেটা বুঝানোর জন্য আপনাকে একটা ঐতিহাসিক তথ্য দিচ্ছি, চট্টগ্রাম শহরের মধ্যে একসময় ২০ এর অধিক খাল ছিল। সিটি কর্পোরেশন এলাকাতেই এইসব খাল ছিল। এখন অত বেশি নাই, তবে বেশ কয়েকটা এখনো আছে। আপনি দেশে গেলে চট্টগ্রাম শহরেই খাল দেখতে পাবেন, ফটিকছড়ি যাওয়া লাগবে না।

১৪| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৫

সোনাগাজী বলেছেন:



@এপোলো ,

আপনি যে খালে জোয়ারের সময় গোসল করেছেন, উহা কি উপকুলে ছিলো, দেশের মাঝখানে ছিলো, নাকি পাহাড়ে ছিলো?

১৫| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৩

এপোলো বলেছেন: দেশের উপকূল এলাকার থানার নামগুলো বলেন। তাহলে আমি বুঝতে পারবো আমার থানাটা উপকূলে নাকি দেশের মাঝখানে।

১৬| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৭

সোনাগাজী বলেছেন:


@এপোলো ,

এপোলো, আপনি নিশ্চয় জানেন আপনার বাড়ী কোথায়! এখন বুঝলাম, আপনার পরিবার কেন নিজ বাড়ী থেকে বিতাড়িত হয়েছিলো!

১৭| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ২:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: উফফ ছবি গুলো মুগ্ধতা ছড়াচ্ছে।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আগাম জলের আগমনে কৃষক দিশেহারা হয়েছে।

১৮| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:২১

একজন নিষ্ঠাবান বলেছেন: প্রতিবারেই এভাবে ক্ষতি হচ্ছে এর প্রতিকার কি নেই?

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বাধগুলি টেকসই-মজবুত করে তৈরি করলে হাওয়ের ফসল গুলি ক্ষতির হাত থেকে বাঁচে। কিন্তু একবার ভালো ভাবে তৈরি করে ফেললে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে বলে এমন ভাবেই তৈরি করে যাতে কিছুদিন পরপরই খাওয়ার ব্যবস্থা হয়।

১৯| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০২

আরইউ বলেছেন: আপনার লেখার শিরোণামটা আমার অসম্ভব ভালো লেগেছে "এবার আগাম জোয়ার এসেছে!!" মনে হচ্ছে একটা কবিতার শেষ লাইন; বিক্ষোভের জোয়ার এসেছে...

অফটপিকঃ "এপোলো, আপনি নিশ্চয় জানেন আপনার বাড়ী কোথায়! এখন বুঝলাম, আপনার পরিবার কেন নিজ বাড়ী থেকে বিতাড়িত হয়েছিলো!" ব্লগে ব্যক্তি আক্রমন থেকে এখন পরিবারও মুক্ত নয়। এগুলো দেখার জন্য কেউ নেই!

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

সোনা সাহেবের এই স্বভাব পুরনো। এতে মনে করার কিছু নেই গো দাদা।
আপনি যদি বলেন আমার ১৪ পুরুষ বাড্ডার স্থায়ী বাসীন্দা
তাহলে আপনি কি বুঝাতে চাইছেন সেটা একজন স্কুল ছাত্রও বুঝবে। কিন্তু সোনা সাহেব আপনার বংশ ধরে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে ফেলবে সেটা আগে বুঝা মুশকিল।

২০| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: এবার হাওড়ের পানির সাথে দাদাদের সম্পর্ক নেই। এটা প্রাকিতিক।

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: অতিবৃষ্টি-পাহাড়ি ঢল প্রাকৃতিক কারণেই হয়। এবং প্রাকৃতিক কারণেই তা আমাদের উপর দিয়ে নেমে যায়।

২১| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:০৮

আরইউ বলেছেন:



ভালো বলেছেন, জলদস্যু!

ব্লগে এক পোস্টে একজন মন্তব্য করেছেন-

"আশিকি ৪ বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হইল আপনি একজন মগজহীন।"

দেখুন কী ব্লগিং-এ কী চমৎকার এক ধারার সৃষ্টি হয়েছে। কেউ কিছু বললো আর সেই কথা আমার পছন্দ হলোনা আমি তাকে অবলীলায় বলে দিলাম "মগজহীন"। এই অবস্থায় কিন্তু আমরা একদিনে আসিনি; ব্লগে বিচারহীনতা, অন্যায়কে আস্কারা দেয়া এমন মন্তব্যকে নরমালাইজ করেছে; আমরা এখন কাউকে খুব সহজেই বলে দিতে "মগজহীন"।

২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সোনা সাহেবের মন্তব্য নিয়ে মন খারাপ করার কিছু নেই। উনার স্বভাবই এমন। এই পোস্টেই তিনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন- ভুগোল পড়েছিলেন? পড়লে ৩৩ পেয়েছিলেন তো?

২২| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১

সোনাগাজী বলেছেন:



@আরইউ ,

আমার মন্তব্যে দেশ ও মহাদেশও আক্রান্ত হয়; আমি সব সময় ইয়েমেন ও আফ্রিকা সম্পর্কে খারাপ মন্তব্য করে থাকি!

২৩| ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৪

আরইউ বলেছেন:


দেখেছি উহার মন্তব্য। আগের মন্তব্যে যা লিখেছি মন্তব্যে ফ্রি পাস দিয়ে দিয়ে আজ আমরা এই অবস্থায় এসেছি ব্যক্তি আক্রমন করছি; যা খুশি তাই বলছি; পরিবার তুুলে গালি দিচ্ছি। এগুলোই এখন ট্রেন্ড, এগুলোই স্বাভাবিক।

ডিসক্লেইমারঃ আমিও কিন্তু এর বাইরে না। আমিও দেখছি কী বলে বা কতটুকু বলে পার পাওয়া যায়; আমি সেভাবেই বলছি। আমিও যেমন কুকুর তেমন মুগুর নীতিতে চলছি।

২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্য বলছেন। ছাড় দেয়ার কারণেই উনার উৎসাহ হয়তো বেড়েছে। কথা আছে হচ্ছে স্বভাব না যায় মলে
এই টাইবের মন্তব্য করা উনার স্বভাব, আর আমার স্বভাব ছাড় দেয়া। ব্যক্তিগত ভাবে আমি সোনাগাীর বিশ্লষণধমী সমসাময়িক পোস্ট গোলি পছন্দ করি। তবে উনার প্রায় সকল মন্তব্যই অপছন্দ করার মতো হয়। এবং তাদের বেশীর ভাগই হয় অপ্রাংঙ্গীক।

২৪| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৮

আরইউ বলেছেন:


@সোনাগাজীঃ

আমি কিন্তু আপনাকে কিছু বলিনি বা বলছিনা। আমি ইন জেনারেল কথাগুলো বলেছিলাম।

আপনার কথা যেহেতু আপনিই তুলেছেন তাই বলছিঃ আপনিতো এমন আর একদিনে হয়ে উঠেননি, তাইনা? ধরুন, উদাহরণ হিসেবে বলছি, মানুষতো আর অমানুষ একদিনে হয়ে ওঠেনা। নিজের পরিবার থেকে পাওয়া শিক্ষা, পিতা-মাতার দূর্ব্যবহার, বন্ধু-বান্ধবদের কাছে বুলিড হওয়া, শিক্ষকদের কাছ থেকে মার খাওয়া, সমাজের কাছ থেকে পাওয়া নীগ্রহ এসবই ভালো মানুষকেও অমানুষ করে তোলে। আপনার কোন দোষ নেই এতে -- দোষটা পরিবারের, সমাজের, পারিপার্শিকতার। আপনি মনে কষ্ট নেবেন না!

২৫| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আগাম বর্ষা হওয়ার লক্ষণ।

২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এবং মনে হচ্ছে এবারের বর্ষা দীর্ঘমেয়াদী হবে।

২৬| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: বাবারা লাইনে থাকেন।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বুঝলাম না।

২৭| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪৫

জ্যাকেল বলেছেন:


এইটা বেসিক ফিজিক্স অন্যকথায় কমন সেন্স যে চাঁদ/সুর্যের কারনে পৃথিবীতে মহাকর্ষ বলের প্রভাবে ওয়েভ তৈয়ার হয়। তাই বেশি পানির পুকুরেও/দিঘীতে এই বলের প্রভাবে ওয়েভ তৈয়ার হবেই কিছু না কিছু। উল্লেখযোগ্য ওয়েভ তৈরি হলেই সেটা হয় জোয়ার কিংবা ভাটা। এটা মাধ্যমিক বিজ্ঞান জানা লোকেরও অজানা থাকার কথা না।

ব্যাপারটা কেহ খোলাসা করছেন না বিধায় কমেন্ট করতে হইল।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সোনা সাহেব এইসব মানতে রাজি না। উনি যাহা বলেছেন উহাই খাঁটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.