নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাস কয়েক আগে আশ্রমের পুকুরে বর্ষায় আসা মাছ ধরা হয়েছিলো। সেই মাছ ধরে ফেলার পরে পরীক্ষামূলক ভাবে রুই, কাতলা তেলাপিয়া, সরপুটি, ফলি, কালিবাউস, টেংরা, মেনি, কার্ফ ইত্যাদি মাছ ছাড়া হয়েছিলো ১৫ কেজি। সেগুলি পুকুরে বেশ ভালোই লম্ফ-ঝম্ফ করছিলো এতো দিন। দেখতে বেশ লাগতো। পুকুর সেচে আমরা মাছ পাই অল্পই, কিন্তু আয়োজন আর আনন্দ হয় মেলা।
আমাদের পুকুরটি বর্ষার জল আসতে শুরু করলেই ডুবে যায়। এবার ঈদের পরের প্রথম শুক্রবার দিন ৬ বন্ধুর পরিবারের সবাই গিয়ে পুকুর সেচে মাছ ধরার আয়োজন করার কথা ছিলো। কিন্তু হঠাত করেই জায়ারের পানি এসে গেলো। কোনো রকমে বাঁধ দিয়ে রাখার চেষ্টা করেও দেখা গেলো অবস্থা বেগতিক। ফলে বাধ্য হয়ে এখনই পুকুর সেচতে হয়েছে। মাছ গুলি খুব একটা বড় হয়নি। সব মিলিয়ে পুটি-মরা-ঢেলা গুড়া মাছ পেয়েছি ২০-২৫ কেজীর মতো। এতো গুড়া মাছ হবে সেটা আমরা কল্পনাও করি নাই। বেশ কিছু শোল মাছ পাওয়া গেলো যেগুলি আমরা ছাড়িনি। শোল সহ ছাড়া মাছ পেয়েছি প্রায় ৩৫-৪০ কেজীর মতো। সব মিলিয়ে প্রায় ৬০ কেজী, মন্দ না।
ঈদের পরের প্রথম শুক্রবার দিনটির প্রোগ্রামটা এখনো বলবত আছে। যদিও মাছ ধরা ও দেখার আনন্দটা বাচ্চারা আর পেলো না।
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: হে বর্ষার শুরুতেই পাড় ডুবে যায়।
ফুল বর্ষায় প্রায় পাড় প্রায় ৬ থেকে ৮ ফুট তলিয়ে যায়।
২| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৪৮
রাজীব নুর বলেছেন: দারুন।
রান্না করে খেয়ে দেখেছেন? স্বাদ কেমন হয়েছে?
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আজইতো আনলাম। সন্ধ্যার পরে কেটেছে। আজ খাওয়া হয়নি। কবে খাওয়া হবে ঠিক নেই। স্বাদ ভালো হবে, কারণ ওদের খারাপ খাবার দেয়া হয়নি।
৩| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৪৩
জ্যাকেল বলেছেন: মাছগুলো খেতে বেশ সুস্বাদু হবে নিঃসন্দেহে। একেবারে যেন আমাদের এলাকার বিলের মাছ। চমৎকার!
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: হে, স্বাদ হওয়ারই কথা। গুড়া মাছগুলি আর শোল তো বিলের মাছই।
৪| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৮
গরল বলেছেন: উফ, এত দেশী মাছ যে কতদিন খাই না, আফসোস টা বাড়িয়ে দিলেন। শোল এর পাশে দু একটা গজার মাছও আছে বলে মনে হচ্ছে?
২০ শে এপ্রিল, ২০২২ রাত ২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক ধরেছেন, গজারের বাচ্চা ছিলো। সাইজ ভালো হয়নি।
৫| ২০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:১৬
সোবুজ বলেছেন: রুই,কাতলা একটাও দেখছিনা।মাছ কি গরু যে উড়ে চলে গেছে।
২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: রুই কাতলা কালিবাউস একটাও বড় হয়নাই। তাই হয়তো আপনার চোখে পড়ে নাই।
৬| ২০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:২১
সোবুজ বলেছেন: শোল মাছের নিচে,এগুলো কি রুই কাকলীর পোনা।
২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক ধরেছেন।
৭| ২০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৫৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক দেশীয় মাছের ফিশওয়াক দেখিয়ে খিদেটা বাড়িয়ে দিলেন ভ্রাতা !
২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: খাওয়ার আনন্দের চেয়ে দেখার আনন্দ কোনো অংশে কম নয় দাদা।
৮| ২০ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দেখেই তো শান্তি লাগছে
তবে বানাইতে যে কষ্ট ভাই
এর লাইজ্ঞা ছোট মাছ দেখতারি না
২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বাসায় গুড়া মাছ খেতেয় চায়না। গুরা মাছ সব বোনদের বাড়িতে আর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি।
৯| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: মাছগুলোকে একদম জ্যান্ত বলে মনে হচ্ছে...
টাটকা মাছের ঝোল আ খেতে দারুন।
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: বিশেষ করে গ্রামের লাকড়ির চুলায় রান্না হলেতো কথাই নেই।
১০| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: আপনার আশ্রমে একদিন যেতে চাই।
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: যেকোনো দিন যেতে পারেন। আপনার জন্য আশ্রমরে দুয়ার সর্বদাই খোলা। অন্যদের জন্যও। শুধু কয়েকটি শর্ত মেনে নিতে হয়।
১১| ২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১০:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাছ ধরা দেখলেই নেমে পড়তে ইচ্ছে হয় !!
২১ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: বরশি দিয়ে মাছ ধরা আমার কাছে বিরক্তিকর মনে হয়।
ব্যাকপেইনের কারণে ইচ্ছে করলেও হাতিয়ে মাছ ধরতে পারি না। তবে দেখতে খুব ভালো লাগে। বরশি দিয়ে, জাল দিয়ে বা সেচে যেভাবেই ধরা হোক, দেখতে খুব ভালো লাগে।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০১
সোনাগাজী বলেছেন:
বর্ষায় কি পাড় ডুবে যায়?