নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় আমি বাসি ভাল তোমার রূপের জন্য
অপরূপ স্নিগ্ধতা রয়েছে সেথায়
তোমায় আমি বাসি ভাল তোমার চোখের জন্য
নীল জ্যাকারান্ডা ফুটেছে সেথায়
তোমায় আমি বাসি ভাল তোমার ওষ্ঠের জন্য
যখন ঠোঁট চেয়েছে ভালবাসা কি বুঝে নিতে
তোমায় আমি বাসি ভাল তোমার অধরের জন্য
তোমার ঠোঁটের মিছরি দানার মিষ্টি চুষে নিতে
তোমায় আমি বাসি ভাল
কষ্ট যত যেতে ভুলে তোমারই সান্নিধ্যে
তোমায় আমি বাসি ভাল
কষ্ট যত ভুলিয়ে দিতে আমারই সান্নিধ্যে
তোমায় আমি বাসি ভাল
মেঘের মত এলোমেলো তোমার চুলের জন্য
তোমায় আমি বাসি ভাল
জ্যাকারান্ডার নীলচে চোখের জন্য।
বি.দ্র. : একটি অতিপুরনো স্প্যানিশ গান থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতা লেখার চেষ্টা।
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুন হয়েছে। কোন স্প্যানিশ গান?
কোথায় যেন বললেন কবিতা বোঝনেনা টাইপ কি যেন ! এই কবিতা পড়ে সেটা মনে হয়নি ! ++
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আসলেই কবিতা খুব একটা বুঝি না। কবিতা খুব অল্পই আমি পড়ি।
কোনো কারণে আমি সামুতে ইউটিউবের কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তাই সরাসরি স্প্যানিশ গানটির লিংকটি দিয়ে দিলাম।
https://youtu.be/MmDLsylQOPo
৩| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
স্প্যানিশ গানটি ইদানীং 'এ? নাকি বহু পূর্বের?
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ১৯৮৫ সালের গান।
৪| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০১
মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা !!!!!!!!!!!!!!!!!!!
জীবন যদি এমন নীলা ময় হত , তাহলে কতইনা মধুর হত।
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: জীবন যেমন আছে তাতেই অনেক কিছু। না থাকাটুকুই পাওয়া চেষ্টা আর আকুতি।
৫| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে । ভাল না ভালো হবে
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো আর ভাল এর মধ্যে ঝামে আছে কিকি?
৬| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: মোটামোটি। চলে।
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার জন্য চলে, কবিতের জন্য চলে না।
৭| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অত্যন্ত আবেগপ্রবণ গান।
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছবি দেখে চিন্তিত হয়েছিলাম,
ভেবেছিলাম হয়তো আমার আশে পাশে এসেছেন।
আপনার সার্বিক সফলতা কামনা করি।
১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আছি ঢাকাতেই।
ছবিটি pinterest.com থেকে নেয়া। ছবির ডান দিকের কোনায় সেটা লিখে দিয়েছি। যদিও রং এর কারণে সেটা ভালো বুঝা যাচ্ছে না।
আপনার মঙ্গল হোক।
৯| ১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি পুরাতন কিছু গান শুনি বারবার শুনেও আমার কাছে পুরাতন হয় না। কবিতা ভালো ভালো হয়েছে।
১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও পুরনো কিছু গান শুনি।
বিশেষ করে, অঞ্জন দত্ত, কবির সুমন, নচিকেতা, জন ডেনভা....
১০| ১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪২
সোনাগাজী বলেছেন:
অনুবাদ, নাকি মৌলিক?
১৭ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: অনুবাদ নয়, ভাবটা স্প্যানিশ গান থেকে নেয়া, বাকি যদি কিছু থাকে সেটুকু মৌলিক বলা চলে।
১১| ১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
সোবুজ বলেছেন: ভালো অনুপ্রেরণা।দৃশ্যটি খুব সুন্দর।
১৭ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটি আমারও খুব পছন্দ হয়েছে।
১২| ৩১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। আমাকে আবার গুগুল মামির শরণাপন্ন হতে হলো জ্যাকারান্ডা কে বা কী, তা জানার জন্য।
৩১ শে মে, ২০২২ রাত ৮:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমার কাছে কবিতাটি খুব একটা ভালো লাগেনি।
একটি অতিপুরনো একটি স্প্যানিশ গান থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতা লেখার চেষ্টা করেছি আমি। তবে গানের সেথে জ্যাকারান্ডার নীল চোখ ছাড়া মিল আছে অতি অল্পই।
ভালো কথা জ্যাকারান্ডা একটি ফুল, খুব সুন্দর ফুল।
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১০
মিরোরডডল বলেছেন:
ভালোইতো কবিতা লিখে।
জ্যাকারান্ডা আমার অনেক পছন্দের একটি ফুল।
আমাদের স্প্রিং টাইম হচ্ছে জ্যাকারান্ডার সিজন।
পোষ্টের ছবিটি এখন আর নেই, তাই দেখা হলো না, কি ছিলো সেখানে ছবিতে।
০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ মন্তব্যের জন্য।
- পোস্টে আমার তোলা জ্যাকারান্ডা একটি ছবি ছিলো। নতুন করে আরেকটি ছবি জুড়ে দিলাম।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ খুব সুন্দর এক অনুভূতির মুগ্ধতা