নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। কিছুদিন আগে সামুতে গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন পোস্ট করার পরে সেখানে শায়মা আপু বানর ও সাপ নিয়ে প্রবাদ-প্রবচনের কথা বলেছিলেন। সেই কারণে এবার বানর নিয়ে লেখা প্রবাদ-প্রবচন গুলি খুঁজে বের করার চেষ্টা করলাম। এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে। আগামীতে সাপের প্রবাদ-প্রবচন গুলি শেয়ার করবো।
বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।
প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।
তাহলে দেখে নেই বানর নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।
০১। বানরের কঁঠাল ভাঙা।
০২। বানরের গলায় মুক্তার মালা।
০৩। বানরকণ্ঠে মােতিমাল।
০৪। বানরের হাতে ফুলের মালা।
০৫। বানরের নেই সিড়ির কাজ।
০৬। বাঁদর বুড়াে হলেও গাছ বায়।
০৭। বানরের সম্পত্তি গালে।
০৮। বানরের মুঠো।
০৯। বানরের হাতে খঞ্জনি।
১০। বানরের হাতে খন্তা (খুন্তি)।
১১। বানরের হাতে ঝুনাে নারকেল।
১২। বানরের হাতে দর্পণ।
১৩। বানরেতে দর্পনের জানে কি সম্মন , শিয়ালেতে দেউলের রাখে না সন্ধান।
১৪। বানরের হাতে শালগ্রাম, ঘষতে ঘষতে গেল প্রাণ।
১৫। বানরের হাতে পাঁকা আম, বানর বলে রাম রাম।
১৬। বাঁদর নাচানো।
১৭। বাঁদরামি।
১৮। বানর বুড় হলেও বাঁদরামি কমে না।
১৯। বানর বুড় হলেও গাছ বাওয়া ভুলে না।
২০। বাঁদর, সভাকর, মদের ঘড়া, তিন নিয়ে গুপ্তিপাড়া।।
২১। বাঁদরীর চুল হলেও বাঁধতে জানে না।
২২। বানুরে বুদ্ধি।
২৩। আদরে বাঁদর।
২৪। অগুরু চন্দন ফেলে চায় শেওড়া কাঠ, কোকিলের ধ্বনি ফেলে বানরের নাট ।
২৫। আকাশের চাঁদে আর বানরের ভালে। শ্বেত চামরে আর ঘোড়ার বালে।
২৬। আগডালের বাঁদর।
২৭। আপনার ছেলেটি খায় এতটি, বেড়ায় যেন লাটিমটি, পরের ছেলেটা খায় এতটা, বেড়ায় যেন বাঁদরটা।
২৮। পরের ছেলে খায় এতটা, বেড়ায় যেন বাঁদরটা; নিজের ছেলেটি খায় এতটি, বেড়ায় যেন লাটিমটি।
২৯। বাঁচলে কত দেখব আর, ছুঁচোর গলায় চন্দ্রহার; বিড়ালের কপালে টিকে, বাঁদর বেড়ায় হলুদ মেখে।
৩০। কতই বা দেখবো আর, বানরের গলায় চন্দ্রহার।
৩১। শিব গড়তে বাঁদর হল।
৩২। শিব গড়তে বানর গড়া।
৩৩। সোঁদর বনের বাঁদর রাজা।
৩৪। সুন্দরবনে বানর রাজা।
৩৫। জমি কর ক্যান্দর, আর বউ কর বান্দর।
৩৬। বান্দররে লাই দিলি মাথায় ওটে।
৩৭। বানরকে লাই দিলে কাঁধে চড়ে।
৩৮। এমনকি বানরেরাও গাছ থেকে পড়ে।
৩৯। বড় বড় বানরের বড় বড় পেট, লঙ্কায় যেতে তারা মাথা করে হেঁট।
৪০। বড় বড় বানরের বড় বড় পেট, লঙ্কা ডিঙ্গোতে সব মাথা করে হেঁট।
৪১। রামের বাণ সহ্য হয়, বানরের দাঁতখিচুনি নয়।
৪২। বাঁদরকে কলা দেখানো।
৪৩। স্বর্ণ অঙ্গুরী ধারণ করিলেও যে বানর সেই বানর।
৪৪। বানরের হাতে শালগ্রাম শিলা।
৪৫। বানরের পদাঙ্গলে ফুলের মালা।
৪৬। গাছ পড়িবার পূর্বে বানরের চম্পট।
৪৭। বান্দররে প্রশ্রয় দিলে কান্ধে চড়ে এক তিলে।
৪৮। শাস্ত্রে আছে বারনকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে।
৪৯। কথায় বলে মাথায় চড়ে বানরকে দিলে নাই।
৫০। চড়ইয়ে পেটে জন্মাবে নর, দেবতা হবে বনের বানর।
৬১। নিস্ফলা গাছে বানরও চড়ে না।
৬২। ঘােড়াশালার বাদর।
৬৩। কলা খেল যত বান্দর, রাজ্য পেল রামচন্দর।
৬৪। বর যেখানে বাঁদর, বদরিও পায় আদর।
৬৫। বানরের হাতে ঝুনা নারকেল। বানর ঝুনা নারকেল খেতে পারে না।
৬৬। সীতা হারা হয়ে রামের বাঁদরে আদর।
৬৭। বাদরের পিঠা ভাগ করা।
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস
আধুনিক বাক্য সংকোচন
নতুন শব্দার্থ
নতুন বিপরীত শব্দার্থ
অ তে অজগর, A for Apple
প পদ্য.....
এ-পলাশ সে-পলাশ নহে
বিবাহ বিভ্রাট
বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!
হট্টবিলাসিনী (১৮+)
শুক্তিবাক্য
দেখা-দেখি
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
===============================================================
১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ভাই এই ভাবে কান্নি খাওয়া ঘুড়ির মতো একদিকে হেলে থাকার দরকার কি!
২| ১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:২২
গরল বলেছেন: স্কুলে থাকতে নতুন কারো সাথে পরিচয় করিয়ে দিলেই প্রথমেই বুড়ো লোকেরা ইরেজী ট্রান্সলেশন করতে বলত "বড় বড় বানরের বড় বড় লেজ"। খুবই বিরক্তিকর ছিল ব্যাপারটা যেন ছাত্র মানে এই ট্রান্সলেশন জানতে হবে। ব্যাপক মজা পেলাম প্রবাদবাক্য গুলো পড়ে।
১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বড় বড় বানরের বড় বড় লেজ ইংরেজী ট্রান্সলেশন কি হবে?
৩| ১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:৩১
ডঃ এম এ আলী বলেছেন:
বানরের সাথে যুক্ত প্রবাদ-প্রবচন নিয়ে বেশ সমৃদ্ধ একটি সংকলন ।
বানরের রুটি তথা পিঠা ভাগ নিয়ে বেশ উপভোগ্য একটি গল্প পাঠ
করেছিলাম এই সামু ব্লগে । প্রায় এক যুগ আগে লেখাটি
সামুতে প্রকাশিত হয়েছিল। বানরের পিঠা ভাগ দিয়ে গল্পাকারে
দেশের আয়ের ভাগ বন্টনের একটি চিত্র সুন্দর করে তুলে ধরা
হয়েছিল লেখাটিতে।
ব্লগার শাহরিয়ার রিয়াদ এর লেখা
বানরের রুটি ভাগ
গল্পটি উপরের লিংকে ক্লিক করে দেখা যেতে পারে ।
১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
লেখাটিতে দেখলাম একজনও মন্তব্য করে নি!!!
৪| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:১৫
প্রতিদিন বাংলা বলেছেন: শিরোনাম দেখে ভেবেছিলাম ব্লগারদের বা আমাদের বিষয়ে কিছু বলছেন !
১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ব্লগারদের নিয়ে লেখার মতো ট্যালেন্ট আমার নাই। তার জন্য অত্যান্ত মনোযোগ সহকারে ব্লগারদের ব্লগ সম্পর্কে ধারনা রাখতে হয়। আমার দ্বারা তা সম্ভব না।
৫| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৯
প্রামানিক বলেছেন: বানর নিয়ে অনেক বাগধারা জানা হলো।
১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৬| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৬
শূন্য সারমর্ম বলেছেন:
"বানর দিয়ে ভাগ্য গণণা"
১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: বানর দিয়েও ভাগ্য গণনা হয় নাকি? টিয়া পাখি দিয়ে হয় দেখেছি। একই টাইপের নাকি?
৭| ১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২২
রানার ব্লগ বলেছেন: গ্যান্ডারীয়াতে আমি বেশ কিছু বানর দেখেছি, এদের স্বভাব ভয়ানক খারাপ, এরা লোকের গায়ে পটি করে তা ছুড়ে মারে !!!
১০ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: হায় হায়, এই কু-কর্ম করার কোনো কারণ আছে নিশ্চই!
আমাদের বাড্ডা এলাকায় অনেকদিন কোনো বানর দেখি না।
৮| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২০
জিকোব্লগ বলেছেন:
লেখক বলেছেন: ভাই এই ভাবে কান্নি খাওয়া ঘুড়ির মতো একদিকে হেলে থাকার দরকার কি!
কান্নি খাওয়া ঘুড়ির মতো একদিকে হেলে থাকা হয় নি। যেখানে যে মন্তব্য যায়, সেই মন্তব্যই করা হয়েছে।
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, আপনার যদি এমনটা মনে হয় তাহলে তাই সই।
৯| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৬
জিকোব্লগ বলেছেন:
আরও একটি ব্যাপারে আপনার গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন পোস্ট ও এই
পোস্ট কাকতলীয় ভাবে আজিবের ব্লগীয় আচরণের বিশেষ সময়ের সাথে মিলে যাচ্ছে।
এছাড়াও প্রবাদ-প্রবচন রুপক অর্থকেই বোঝায়। তাই আমার মন্তব্যগুলোও পোস্ট প্রাসঙ্গিকই হয়েছে।
ধন্যবাদ। শুভ ব্লগিং
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ। আমার এতে কোনো আপত্তি নেই। তবে ব্যক্তি বিশেষের আপত্তি থাকতে পারে।
ভালো কথা, গাধার প্রবাদ-প্রবচন নিয়ে আরো একটি পোস্ট আসবে শিঘ্রই।
১০| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বান্দর বুড়া হইলেও গাছ বায় হাহাহাহ
কতলা সত্য কথা প্রবচনে
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এই সবইতো অভিজ্ঞতা নির্ভর বানী।
১১| ১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে এসে এক নির্বোধের মন্তব্য দেখে, মন্তব্য করার ইচ্ছাটাই চলে গেলো। সেই নির্বোধে মন্তব্যে আবার আপনার আশকারা আছে। দুঃখজনক।
১০ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি একজনকে নির্বোধ বলছেন, সেটা কি ভালো হলো?
আমি কাউকেই আশকারা দেইনি। এর আগেও একটি পোস্টে অনেকেই আপনার গুরুকে টানাটানি শুরু করেছিলো। আমি সেখানে বারবার বলেছি সেইপোস্ট কাউকে উদ্দেশ্য করে লেখা না। এখানেও বলেছি কান্নি খাওয়া ঘুড়ির কথা, আপনি হয়তো এর মর্মকথা বুঝতে পারেন নি।
এই কথা বলের পরেও যদিকেউ নির্দিষ্ট কারো পিছনে লাগার ইচ্ছে পোষন করেন আমার তাতে কিচ্ছু করার নেই। আপত্তি থাকবে সেই নির্দিষ্ট কারো।
ভালো কথা, গাধার প্রবাদ-প্রবচন নিয়ে আরো একটি পোস্ট আসবে শিঘ্রই। এবং সেখানে আরো পরিষ্কার করে বলে দিবো যে সেট কারো উদ্দেশ্য করে লেখা নয়।
১২| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২১
সাবিনা বলেছেন: বাহহ্ ভালো তো
১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যর জন্য।
১৩| ১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২০
জিকোব্লগ বলেছেন:
লেখক বলেছেন: বেশ। আমার এতে কোনো আপত্তি নেই। তবে ব্যক্তি বিশেষের আপত্তি থাকতে পারে।
ভালো কথা, গাধার প্রবাদ-প্রবচন নিয়ে আরো একটি পোস্ট আসবে শিঘ্রই।
__________________________________
ব্লগাররা বুঝে গেছেন আমি কার কথা বলেছি। ইহা সময়ের সাথে এই জন্য মিলছে, উহার একটি পোস্টে উহা
যে বাঁদরামি করে বেড়ায় পরিষ্কার ভাবে বলে দিয়েছে। পোস্টটি এখনো আলোচিত ব্লগে আছে। তার পরেই এই
পোস্ট এসেছে।
বাগধারা প্রবাদ প্রবচন এই গুলো রূপক অর্থকেই বোঝায়। এখন কেহ বাগধারা প্রবাদ প্রবচনের পোস্ট নিয়ে এসে
বললো এইগুলোর রূপক অর্থ করা যাবে না। তাহলে এটা ঐ পোস্ট লেখকের নিজের সাথেই সাংঘর্ষিক।
গাধার প্রবাদ-প্রবচন নিয়ে যে পোস্ট টি আনবেন, সবার ই তখন কল্পনায় গাধার ছবি আসবে। আর গাধার ছবি
কল্পনায় আসলে যে সব ব্লগার পোস্টে গাধার ছবি দেয় বা দিয়েছিল তাদের কথা মনে আসা স্বাভাবিক। আর পোস্ট
টি যখন প্রবাদ-প্রবচন নিয়ে হবে , রূপক অর্থ খুঁজে পেলে কেউ তো মন্তব্য করতেই পারে। তাহলে মূল সমস্যা
কোথায়? পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে মূল সমস্যা উহার ব্লগীয় আচরণ।
প্রবাদ-প্রবচন পোস্টে রূপক অর্থ করাতে কারো গাত্র দাহ হলে, এটা যার গাত্র দাহ হয়েছে তারই আসলে সমস্যা,
পোস্টদাতা ও মন্তব্যকারীর কোনো সমস্যা না।
ধন্যবাদ। শুভ ব্লগিং
১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে যুক্তিভিত্তিক সুন্দর মন্তব্যের জন্য।
দেখেন আমি আগেই বলেছি কারো কারো বিষয়টি অপছন্দ হবে। হয়েছেও তাই, রাজীব নুর বিষয়টি অপছন্দ করেছেন এবং তার ধারনা আমি আপনাকে আশকারাও দিচ্ছি। অথচো আমি কাউকে উদ্দেশ্য করে এই পোস্টগুলি লিখি না এবং মন্তব্যে কাউকে জড়িয়ে নেয়াতেও আশকারা দিতে চাই না।
১৪| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে একজন নির্বোধকে উদ্দেশ্য করে বলতে চাই- মানুষ হও।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এভাবে কাউকে নির্বোধ বলাটাকি উচিত হচ্ছে!!
আপনার একে অন্যের প্রতি কুটক্তি করে লাভ কি বলেন?
আমি যখন যুক্তিসংগত কারণে সোনাগাজীকে উজবুক বলেছিলাম তখন কিন্তু আপনার ভালো লাগেনি।
১৫| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৮
সোবুজ বলেছেন: আপনি এতো কিছু নিয়ে পোষ্ট দেন।ঈশ্বরকে নিয়ে কোন দিন পোষ্ট দিয়েছেন?আমার চোখে পড়ে নি।ঈশ্বরের অনেক প্রতি শব্দ আছে।প্রতিশব্দ আপনার খুব পছন্দ।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ধর্ম আর রাজনীতির কিছু কিছু এলাকা থেকে দূরে সরে থাকি। নিজেও কোনো পোস্ট দেই না, অন্যের পোস্টেও মন্তব্য করিনা।
তবে ইশ্বর নিয়ে পোস্ট দেয়া যেতে পারে, ধর্মের পাশকাটিয়ে সাহিত্যের কোনা থেকে।
১৬| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৫
জিকোব্লগ বলেছেন:
এই লোক সমন্ধে ইতিমধ্যে সব ব্লগাররা একমত হয়েছে যে সে একটা চোর ও ব্লগীয় এরশাদ।
তার ব্যক্তিত্ব বলে ব্লগে আর কিছু নাই। ইতিমধ্যে সম্মানিত ব্লগারগণের মধ্যে একজন
এই লোককে মানসিক ডাক্তার দেখাতে বলছেন। একজন মানসিক অসুস্থ লোককে কুটক্তি
করার কোনো মানে হয় না। তাই, এই লোককে কোনো কুটক্তি করা হয় নি।
তবে মনে হচ্ছে এই মানসিক অসুস্থ লোককে সোনাগাজী উহার কাজে লাগাচ্ছে।
এই জন্যই এই লোক এখানে এসে অশালীন ভাষায় কথা বলে যাচ্ছে।
১১ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনারা দুজন বিনা কারণে একে অন্যকে অসম্মান করছেন।
আমি যদদূর লখ্য করেছি ইদানিং (প্রথম পাতায় এক্সেস পাওয়ার আগে ও পরে) রাজীব নুর তার কোনো পেস্টেই কপি-পেস্ট করেনে। ১৬ আনাই নিজের লেখা পোস্ট করে গেছে।
১৭| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৩
জিকোব্লগ বলেছেন:
রাজীব নুরের তো কোনো সম্মান-ই নাই। যার সন্মান নাই তাকে আবার
অসম্মান করার কী আছে! কাজেই তাকে অসম্মান করার প্রশ্নই ওঠে না ।
সোনাগাজীর কুত্তা ক্ষেপানোর ট্রিক্স চালানোর অভ্যাস আছে, যা উহা নিজেই
পোস্টে বলে দিয়েছে। সেই বদঅভ্যাস থেকে উহা রাজীব নূরের সরলতাকে
পুঁজি করেছে। এমন হয়তো হয়েছে যে উহা রাজীব নুর কে আমেরিকা নিয়ে
যাওয়ার মিথ্যা লোভ দেখিয়েছে। সেই লোভে পড়ে রাজীব নুর পাগলা কুত্তার
মতো ক্ষেপেছে তার মনিবের মন পাবার জন্য। আর উহা দূরে বসে মজা নিচ্ছে
যে উহা শুধু কুত্তাকে খ্যাপাতে পারেনা, মানুষকেও কুত্তার মতো খেপিয়ে দিতে পারে।
১১ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: সরি, আপনার এই মন্তব্যের কোনো প্রতি উত্তর আমার নেই।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৭
জিকোব্লগ বলেছেন:
সত্যিই মরুভূমির জলদস্যু, কি বিচিত্র এই বানর !
বানর নিয়ে কয়েকটা গুরত্বপূর্ন বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন বলেছেন ,
যা ব্লগেও কোনো এক আজিব ক' র সাথে কাকতলীয় ভাবে মিলে যাচ্ছে।
যেমনঃ
১৮। বানর বুড় হলেও বাঁদরামি কমে না।
৩৭। বানরকে লাই দিলে কাঁধে চড়ে।
৪৭। বান্দররে প্রশ্রয় দিলে কান্ধে চড়ে এক তিলে।
৩৬। বান্দররে লাই দিলি মাথায় ওটে।
৪৮। শাস্ত্রে আছে বানরকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে।
৩৮। এমনকি বানরেরাও গাছ থেকে পড়ে।
হায় সেলুকাস!