নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

সমূদ্র-সৈকতে - ০৯

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৮

বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।



ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




প্রবাল

ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং




প্রবাল

ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং




সমুদ্র–কল্লোল নির্ঝর–কলতান –
হে বিরাট, তোমার উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়।।
----- কাজী নজরুল ইসলাম -----


ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং




হেথা নাই ক্ষুদ্র কথা, তুচ্ছ কানাকানি,
ধ্বনিত হতেছে চির-দিবসের বাণী।
চির দিবসের রবি ওঠে অস্ত যায়,
চির দিবসের কবি গাহিছে হেথায়!
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮

=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চির দিবসের কবি গাহিছে হেথায় - লাইনটা পড়ে মন উদাস হয়ে গেল।

সুন্দর ছবিগুলো।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৬

জুন বলেছেন: কিছুদিন আগে রয়েল টিউলিপ সী পার্লে ছিলাম কিন্ত নৌবাহিনী এক জেটি বানিয়ে হোটেলের সৈকতটির বারোটা বাজিয়েছে দেখলাম। কক্সবাজারের সমুদ্র সৈকতের সেই অসামান্য সৌন্দর্য আজ হারাতে বসেছে। তারমাঝেও আপনার ছবিগুলো অসাধারণ জলদস্যু।
+

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: কক্সবাজারকে বিশ্বমানের একটি পর্যটন স্পট তৈরি করা উচিত তার প্রাকৃতিক সৈন্দর্যকে অক্ষুন্ন রেখে।
আমরা শুধু হোটেল আর মার্কেট বানিয়েই কক্সবাজারের ১২টা বাজিয়ে ফেলেছি। তার উপরে আছে আমাদের পর্যটকদের উদাসিনতা, অজ্ঞতা, অবহলা।

৩| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৯

সোবুজ বলেছেন: বিদেশী পর্যটক কি পরিমান যায়।নিরাপত্তা ব্যবস্থা কেমন।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: নিরাপত্তা ব্যবস্থা আলাদা করে খুব একটা চোখে পরে না। আছে যদিও।
বিদেশী পর্যটকের সংখ্যা অতি নগন্য।

৪| ০৯ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



আপনি কতবার সমুদ্রে গেছেন?

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কক্সবাজার-সেন্টমার্টিন গোটা ১০ বার হবে।
কুয়াকাটা ১ বার
সুন্দরবনে ২ বার
নিঝুমদ্বীপে ২ বার
দীঘায় ১ বার
পাতায়ায় ১ বার
সিঙ্গাপুরে ১ বার

৫| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: পোষ্টের শিরোনাম দিয়েছেন সমুদ্র সৈকত।
অথচ ছবিতে দেখা যাচ্ছে পাথর, পাথর খন্ড, নুড়ি, কনা। কোথায় সেই বিশাল আকাশ আর সমুদ্র। যেখানে সমুদ্র আর আকাশ একসাথে মিশে আছে।

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম আর তিন নাম্বার ছবিতে আকাশ আর সমূদ্র আছে, আপনি হয়তো লখ্য করেন নি।
আর পাথর, পাথর খন্ড মিলিয়ে যা দেখছেন তাও সৈকত-ই। একে বলে প্রবাল পাথুরে সৈকত। সব সৈকততো একই রকম হয় না।

৬| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ২:২৫

অপু তানভীর বলেছেন: ইনানীতে গেছি মাত্র একবার । সব সময় সুগন্ধ্যার কাছেই থাকা হয় । এই জন্য ঐদিকে যাওয়া হয় না বললেই চলে !
সমুদ্রে যতবারই যাই না কেন প্রতিবারই একেবারে নতুনই মনে হয় !

১০ ই এপ্রিল, ২০২২ রাত ২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি বেশ কয়েকবার ইনানীতে গেছি। সবচেয়ে সুন্দর টেকনাফের সৈকত।
আমার কাছেও সমূদ্র সর্বদাই নতুন। তাই বারবার ফিরে ফিরে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.