নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাক-পাখালি - ২১

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। সেখান থেকে ৫টি ছবি রইলো।



১। কবুতর

অন্যান্য ও আঞ্চলিক নাম : পায়রা, কৈতর
Common Name : Domestic pigeon
Binomial name : Columba domestica
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/১২/২০১৬ ইং




২। কসাই পাখি

অন্যান্য ও আঞ্চলিক নাম : ল্যাঞ্জা কসাই, বাঘাটিকি
Common Name : Long-tailed shrike, rufous-backed shrike, black-headed shrike, Shrike
Binomial name : Lanius schach
ছবি তোলার স্থান : নাগরি, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং




৩। ভাত শালিক

Common Name : Common myna, Indian myna, spelled mynah
Binomial name : Acridotheres tristis
ছবি তোলার স্থান : আগ্রা, ভারত।
ছবি তোলার তারিখ : ১২/০৩/২০১৪ ইং




৪। সাদা ময়ূর

অন্যান্য ও আঞ্চলিক নাম : শ্বেত ময়ূর, ভারতীয় ময়ূর, দেশি ময়ূর
সংস্কৃত নাম : কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
Common Name : Indian peafowl, common peafowl, White peacock, White Peafowl.
Binomial name : Pavo cristatus
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
বি তোলার তারিখ : ১৩/০৩/২০১৯ ইং




৫। ময়ূর

অন্যান্য ও আঞ্চলিক নাম : ভারতীয় ময়ূর, দেশি ময়ূর
সংস্কৃত নাম : কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
Common Name : Indian peafowl, common peafowl, blue peafowl
Binomial name : Pavo cristatus
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/০৩/২০১৯ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১
পাক-পাখালি - ০২
পাক-পাখালি - ০৩
পাক-পাখালি - ০৪
পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬
পাক-পাখালি - ০৭ : চড়াই
পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই
পাক-পাখালি - ১১ : বন বাটান
পাক-পাখালি - ১২
পাক-পাখালি - ১৩
পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা
পাক-পাখালি - ১৬
পাক-পাখালি - ১৭ : গাংচিল
পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯
পাক-পাখালি - ২০ : কাক
পাক-পাখালি - ২১

=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৪

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর!!!

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো। চেষ্টা অব্যহত রাখুন।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার চেষ্টার কোনো বিরাম নাই।

৩| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:০৭

গরল বলেছেন: সবগুলো পাখি চিনলাম কিন্তু কসাই পাখিটা চিনতে পারলাম না। আসলে গায়ের রং দেখা যাচ্ছে না তাই। পায়রা এটা কোন জাতের বলতে পারেন?

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কসাই পাখি

অন্যান্য ও আঞ্চলিক নাম : ল্যাঞ্জা কসাই, বাঘাটিকি
Common Name : Long-tailed shrike, rufous-backed shrike, black-headed shrike, Shrike
Binomial name : Lanius schach

মাঝারি আকারের মাংসাশী পাখি। পৃথিবীতে ৩১ প্রজাতির কসাই দেখতে পাওয়া যায়। এদের অদ্ভুত শিকার ধরার এবং সংরক্ষণ করার প্রবণতার জন্য এদের নাম হয়েছে কসাই। এরা শিকার ধরে ঠিক কসাইয়ের দোকানে মাংস গাঁথার মত করে শিকারকে কাঁটা বা অন্য কোন চোখা জিনিসে গেঁথে রাখে। কসাই পাখি বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে ইঁদুর, টিকটিকি, ছোট পাখি ইত্যাদি শিকার করে। অর্থাৎ তাদের শিকারোপযোগী সব কিছুই তারা খায়।
সূত্র : উইকি

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং


পায়রাটি সম্ভবতো গোল্লা বা দেশী জাতের হবে।

৪| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:


ঢাকা শহরে কাকা ব্যতিত অন্য কোন পাখী আছে?

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: আছে।
চড়াই, বাবুই, ফেউচা, দোয়েল, বুলবুলি, শালিক, চিল ইত্যাদি আছে। তবে সংখ্যায় তারা খুবই কম।

৫| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৬

গরল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই প্রতিউত্তরে পাখির ছবি সহ বর্ণনা দেওয়ার জন্য। এত কিউট একটা পাখির নাম কসাই পাখি মানায় না।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এরা শিকার ধরে ঠিক কসাইয়ের দোকানে মাংস গাঁথার মত করে শিকারকে কাঁটা বা অন্য কোন চোখা জিনিসে গেঁথে রাখে। এই কারণেই এই নাম। এদের এক জাত ভাইয়ের কান্ড দেখেন।

৬| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৮

অপু তানভীর বলেছেন: ভাত শালিকটা এই রকম কেন লাগছে ? আমাদের দেশের শালিক থেকে একটু আলাদা মনে হচ্ছে !

ময়ুর গুলো আমিও দেখেছি ।

০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐখানে ৩টে শালিক ছিলো। খাবার নিয়ে ঝামেলার কারণে খুব চেচামেচি করছিলো। তাই হয়তো মুড খারাপ করে রেখেছে বলে এমন দেখাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.