নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি তোলার স্থান : তাজমহল, আগ্রা, ভারত।
ছবি তোলার তারিখ : ১২/০৩/২০১৪ ইং
উইকিপিডিয়া বলছে -
ভাস্কর্য : ত্রি-মাত্রিক শিল্পকর্মকে ভাস্কর্য বলে।
মূর্তি : মূর্তি হিন্দু সংস্কৃতিতে দেবতা বা মর্ত্যের প্রতিমা।
মূর্তির ইতিহাস ঘাটতে গেলে নানান প্যাঁচ লেগে যেতে পারে। সেই তুলনায় ভাস্কর্য অনেক নিরিহ। তা যাইহোক আমি কিছু ছবি তুলেছি নানান যায়গায় বেড়াবার সময়। তার কোনোটা মূর্তি, কোনোটা ভাস্কর্য। সেখান থেকে ৫টি ছবি রইলো।
রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের রক্ষি
ছবি তোলার স্থান : রামু, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
ধীরাজ ভট্টাচার্যের আবক্ষ মূর্তি
এতো বাজে হাতের কাজ খুব কমই দেখা যায়।
ছবি তোলার স্থান : মাথিনের কূপ, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
মৎসকন্যা
ছবি তোলার স্থান : নুহাশ পল্লী, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩১/১০/২০১২ ইং
শ্রীকৃষ্ণ
ছবি তোলার স্থান : ধামরাই, সাভার।
ছবি তোলার তারিখ :
=================================================================
মূর্তি না ভাস্কর্য? - ০১
=================================================================
০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো শুধু মাত্র মানুষেরই এই মন আছে।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মূর্তি ভাস্কর্য একই কথা
০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: যার যা বুঝ, আমার তাতে কোনো আপত্তি নেই।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৪
বিটপি বলেছেন: শ্রীকৃষ্ণ কোন দেবতা নয়, তাই উইকিপিডিয়ার সংজ্ঞানুযায়ী তাঁর প্রতিকৃতিকে মূর্তি বলা চলেনা। আমার মতে, যেসকল মানুষের প্রতিকৃতিকে পূজা করা হয়, সেগুলোই মূর্তি। তাই শ্রীকৃষ্ণের প্রতিকৃতি যেহেতু ভারতের কিছু কিছু এলাকায় পূজা করা হয়, তাই এটাও মূর্তি। বঙ্গবন্ধুর কোন মূর্তি হয়না, কারণ উনাকে কেউ পূজা করেনা। পুরো শরীর বা মাথার স্কাল্পচার বানালে সেটা হবে প্রতিকৃতি/ভাস্কর্য। আর হাত বা আঙ্গুলের স্কাল্পচার বানালে সেটা হবে ভাস্কর্য। সেরকমই আত্মা নেই এমন কিছুর প্রতিকৃতি বানালে সেটাও হবে ভাস্কর্য যদি ত্রিমাত্রিক হয়। আর সেইম জিনিস দ্বিমাত্রিক হলে হবে চিত্রকর্ম। আর কারো ফটো তুললে সেটা হবে আলোকচিত্র।
০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার এই মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনার মঙ্গল হোক।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
মূর্তির অনুষ্টান করে পূজা করা হয়। ভাস্কর্যের পূজা হয় না। কেউ ভাস্কর্যের পূজা বা ভাস্কর্যকে পূজ্য মনে করেন কিনা জানা নেই।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন।
আমি সব ধরনের মূর্তি এবং ভাস্কর্যই দেই দেখি, ছবি তুলি।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১
শূন্য সারমর্ম বলেছেন:
ভারতের আরও কিছু তুলেননি?
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী অল্প কিছু তুলেছি।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২২
জুল ভার্ন বলেছেন: সুন্দর।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৭| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৮:২৫
সোবুজ বলেছেন: মূর্তি,ভাস্কর বিতর্ক সৃষ্টিকারী এখন জেলে।নতুন করে আবার আনছেন কেন।মূর্তি বলুন নয়তো ভাস্কর।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: মূর্তি বা ভাস্কর্যে আমার কিছু যায় আসে না। আমার কাছে দুটোই দর্শনিয়। যারা তর্ক করতে চায় তারা করুক, আমি সেই দলের লোক নই।
৮| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৩
রাজীব নুর বলেছেন: আপনি লাউ কে কি বলেন? লাউ না কদু?
০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আপনি যাই বলি, ও যা তাই থাকবে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৭
সোনাগাজী বলেছেন:
মানুষের একটি আর্টিষ্ট মন আছে।