নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফল ফলাদি - ০৮

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১১:০৬

বার্বাডোস চেরি

Common Name : Barbados Cherry, Acerola cherry, Guarani Cherry, West Indian Cherry, Wild Crepe myrtle
Binomial name : Malpighia emarginata
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৯/২০১৭ ইং

জাম, জামরুল, কদবেল। আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া।
কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?

এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত


কাঁচা কলা

ছবি তোলার স্থান : তেঁতুলিয়া, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/০৭/২০১৩ ইং



তুঁত ফল

অন্যান্য ও আঞ্চলিক নাম : তিত ফল
Common Name : Mulberry, Red Mulberry, Common Mulberry, Silkworm Mulberry
Scientific Name : Morus rubra এবং Morus nigra
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/১১/২০২০ ইং



লেবু

ছবি তোলার স্থান : জৈনা বাজার, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০/১২/২০১৫ ইং




ত্বীন ফল

অন্যান্য ও আঞ্চলিক নাম : মিশরি ডুমুর, আঞ্জির ফল
Common Name : Fig
Scientific Name : Ficus carica
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭

=================================================================

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: কাঁচা কলা হিসেবে যে ছবিটা দিয়েছেন-সেটা মূলত কাঁচা কলা(রান্নার জন্য তরকারী কলা) জাতের নয়। এই কলাকে বৃহত্তর বরিশাল জেলার অনেক স্থানে "কুত্তা আইড্ডা ক্যালা" বলা হয়! =p~

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, এটি আনাজ কলা নয়। এবং এটি সম্ভবতো বীচিকলা বা আইডি কলই হবে।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ১০:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: তুত আর চেরি ভাললাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো লাগা জানানোর জন্য।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার যতসব ছবি।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: যেটা কে আপনি কাচ কলা বললেন, সেটা কাচ কলা নয়। ঐ কলার নাম পাহাড়ি কলা। লাচ কলা তো ভরতা করে খায়। কেউ কেউ তরকারী হিসেবে খায় ।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি সঠিক বলেছেন এটি আনাজ কলা বা কাচ কলা নয়। এবং এটি সম্ভবতো বীচিকলা বা আইডা কলই হবে।
আমি কিন্তু কাচ কলা বা আনাজ কলা বলি নাই, বলেছি কাঁচা কলা। মানে যে কলা এখনো পাঁকেনি।
পাহাড়ি কলা কিন্তু এটি নয়। পাহাড়ি কলা আকারে আরো ছোট হয়। এবং তাতে বিচির পরিমান এতোটাই বেশী হয়যে মানুষের পক্ষে সেটিতে খাওয়ার কিছু থাকে না। পাহাড়িরাও খায় না। এবার দেখে এসেছি।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ডুমুর তীন ফল এগুলো কখনো খেয়ে দেখিনি

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাদ ভালো। শ্বশুর মশায়ের ছাদে হয় কয়েকটি করে। আমিও ভাগে পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.