নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু করি সুকুমার রায়ের একটি কবিতা দিয়ে -
এক যে ছিল সাহেব, তাহার
গুণের মধ্যে নাকের বাহার।
তার যে গাধা বাহন, সেটা
যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা।
ডাইনে বললে যায় সে বামে
তিন পা যেতে দুবার থামে ।
চলথে চলতে থেকে থেকে
খানায় খন্দে পড়ে বেঁকে।
ব্যাপার দেখে এম্নিতরো
সাহেব বললে “সবুর করো-
মামদোবাজি আমার কাছে?
এ রোগেরও ওষুধ আছে।”
এই না বলে ভীষন ক্ষেপে
গাধার পিঠে বসল চেপে
মুলোর ঝুটি ঝুলিয়ে নাকে
আর কি গাধা ঝিমিয়ে থাকে?
মুলোর গন্ধে টগবগিয়ে
দৌড়ে চলে লম্ফ দিয়ে -
যতই ছোটে “ধরব” ব’লে
ততই মুলো এগিয়ে চলে !
খাবার লোভে উদাস প্রাণে
কেবল ছোটে মুলোর টানে -
ডাইনে বাঁয়ে মুলোর তালে
ফেরেন গাধা নাকের চালে।
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি। ছাত্র অবস্থাতেও পড়তাম, কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম। হঠাত করেই গাধা নিয়ে এমন অনেকগুলি চোখে পড়ে গেলো। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
যদিও এদের অনেকগুলি আবার একই রকম, একই অর্থ বহনকারী। শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে।
বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় ।
প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে।
তাহলে দেখে নেই গাধা নিয়ে বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচন গুলি।
০১। গাধা একশো বছর বাঁচলেও সিংহ হয় না
০২। গাধা সিংহের সাজে সাজতে পারে, কিন্তু তার কান দুটো সে ঢাকতে পারবে না।
০৩। গাধাকে পরালে বাঘের ছাল, বাঘ থাকেনা চির কাল।
০৪। ঘোড়ার লেজ হওয়ার চেয়ে গাধার মাথা হওয়া ভালো।
০৫। গাধা হয়ে যে ঘর থেকে বেরিয়েছে, ঘোড়া হয়ে সে ফিরতে পারবে না।
০৬। যে ঘোড়া তোমাকে ছুড়ে ফেলে দেয়, তাতে চড়ার চেয়ে যে গাধা তোমাকে ঘরে ফিরিয়ে আনবে, তাতে চড়া ভালো।
০৭। আমরা প্রশংসা করি সিংহের, কিন্তু পছন্দ করি গর্দভকে।
০৮। কাকের ডিম সাদা হয়, বিদ্বানেরও ছেলে গাধা হয়।
০৯। আধায় কইলে দাদায় বুঝে, পুরা কইলে গাধাও বুঝে।
১০। আদা ক্যতেই আদমি বোঝে, পুরা ক্যলে গ্যা গাধা বোঝে।
১১। আধা কইলে গাধাও বোঝে, সব কইলে কে না বোঝে!
১২। হাতি মরলেও গাধার চেয়ে উঁচা থাকে।
১৩। গাধা সকল বইতে পারে, ভাতের কাঠি বইতে নারে।
১৪। গাধা জল ঘোলা করে খায়।
১৫। সেই গাধা জল খায়, তারে ঘুলিয়ে ঘুলিয়ে নেয়।
১৬। সেই গাধা খায়, ঘুনল্যা ঘুনল্যা খায়।
১৭। ঘোড়ার পেট গাধার পিঠ, খালি থাকে কদাচিৎ।
১৮। সব জন্তু মোট বয়, ধরা পড়েছে গাধা।
১৯। সময়গুণে আপন পর, খোঁড়া গাধার ঘোড়ার দর।
২০। গাধা পিটিয়ে ঘোড়া করা।
২১। গাধার জল খাওয়া।
২২। গাধা পিটুনি।
২৩। গাধার খাটুনি।
২৪। গাধা খাটনি।
২৫। গাধার রাগিণী।
২৬। গর্দভরাগিণী।
২৭। ধোপার গাধা।
২৮। গাধামি।
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস
আধুনিক বাক্য সংকোচন
নতুন শব্দার্থ
নতুন বিপরীত শব্দার্থ
অ তে অজগর, A for Apple
প পদ্য.....
এ-পলাশ সে-পলাশ নহে
বিবাহ বিভ্রাট
বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!
হট্টবিলাসিনী (১৮+)
শুক্তিবাক্য
দেখা-দেখি
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
=================================================================
২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: গাধা নিয়ে আমার কোনো মাতামাতি বা মাথাব্যথা নাই।
এ গাধা সে গাধা নয় গো দিদি, এ গাধা সে গাধা নয়!
গাধার আগে আমি কুকুর সামুর প্রথম পাতায় হাজির ছিলাম, হুম!
সা রে গা মা পা ধা নি সা তেও যে গাধা আছে সেইটা আমি খেয়াল করি নাই!!
২| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:০২
শায়মা বলেছেন: আরে গাধা আছে ভাইয়া।
গাঁদা ফুলকে অনেক দেশের মানে অনেক জেলার মানুষ গাধা ফুল বলে।
হাঁদা গাধারাও দুই ভাই।
পড়ালেখায় লাড্ডু হলেও যেমন স্কুলে গাধা বলে তেমনই ব্লগে সবখানে গিয়ে ভ্যা ভ্যা ঘেচর মেচর করে পন্ডিতি ফলানো ব্লগারদেরকেও মানুষ গাধাই বলে।
যেমন খালি কলসী বাজে বেশি তেমনি গাধারাই ডাকে বেশি।
যাইহোক কুকুর গাধা এর সাথে সাপ এবং বাঁদর নিয়েও কিন্তু অনেক গল্প আছে প্রবাদ প্রবচন আছে।
১। সাপের পাঁচ পা
২। বান্দরের হাড্ডি।
বাদরের পিঠা ভাগ। দুধ কলা দিয়েও কালসাপ পোষা যায় না.....
বাপরে ভুই লাগছে।
২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: গাধার বিষয়ে আমার বিশেষ আকর্ষণ বা দূর্বলমা না থাকলেও উহার কিছু কিছু লেখা আমার ভালই লাগে।
বান্দর আর সর্পের বিষয়টা ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। এখনই শুরু করে দিচ্ছি খোঁজার কাজ।
৩| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:৩৪
শায়মা বলেছেন: হায় হায় গাধার লেখা!!!
নাকি গাধাদের লেখা???
আমি কিন্তু "রা" "দের" এসব ইউজ করেছি।
মানে প্লুরাল..... নট অনলি সিংগুলার
২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি (উহার) নির্দিষ্ট গাধার নির্দিষ্ট কিছু বিশ্লেষণধর্মী লেখার কথা বলেছি। মনে সিংগুলার
৪| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৭
জিকোব্লগ বলেছেন:
পুরান গাধা তাহলে খোয়াড় থেকে ছাড়া পেয়েছে।
আর সেই উপলক্ষেই এই পোস্ট!
২৬ শে মার্চ, ২০২২ দুপুর ২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: এ!!!!
না না!!
এই লেখার সাথে উহার কোনো সম্পর্ক নাই।
কাকতালিয় ভাবে সময়টা একই সমান্তরে হয়ে গেছে।
৫| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: আচ্ছা। ভালো।
২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৬| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আহা গাধা যদি জানি তো তাকে নিয়ে ব্লগে এত চর্চা হচ্ছে না জানি সে কি করি তো!
২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: বিষয়টা কিন্তু সেই রকম না।
৭| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:১১
জুল ভার্ন বলেছেন: গাধাটাকে নাকি ছেড়ে দিয়েছে!
২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: সবাই সেই একই যায়গায় আটকে আছে!!
আমি কিন্তু উনাকে উদ্দেশ্য করে লেখি নাই, কাকতালীয় ভাবে সময়টা শুধু মিলে গেছে।
৮| ২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৯
শাহ আজিজ বলেছেন: বেশ বেশ , সামুর দু চারটা আছে দেখছি , অভিনন্দন
২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: সব খানেই থাকে। আমি নিজেই সবচেয়ে বড় একটা।
৯| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:১৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: গাধার তুলনা আমি খুজিনা কখনো বহু ব্যবহার করা কোনো উপমায় !
২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: চেনা চেনা সুর!!
১০| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বনের বনের মাঝে
উচিয়ে দুটি কান
বলে আমার দু দিক থেকে
কান ধরে দে টান!
আমার অনেকগুলো গাধা আছে
দেখতে পারেন চাইলে।
২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়াংশ ভালো হয়েছে।
আমার একটাও গাধা নাই,তবে আগামীতে এক জোড়া গাধা-গাধী আর একটা জোগা ঘোড়া-ঘুড়ী কেনার ইচ্ছা আছে।
১১| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: তোমার তুলনা আমি খুজিনা কখনো ''
সুমন কবীরের গান ।
গাধা কে নিয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত উপমা হচ্ছে
গাধার বাচ্চা ।
২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
১২| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১:৪৭
সোনাগাজী বলেছেন:
ব্লগার রূপককে পরিচিতদের কারো কোন কাজে লাগিয়ে দিতে পারবেন? কিংবা ২/১টা টিউশানী যোগাড় করে দেয়া সম্ভব?
২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আমারতো তেমন কোনো সংযোগ নেই। সরি।
১৩| ২৭ শে মার্চ, ২০২২ রাত ৩:৩৫
নেওয়াজ আলি বলেছেন: ফুল ফল পাহাড় পর্বত ছেড়ে গাধা নিয়ে গবেষণা
২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: সেগুলিও আছে, কোনো কিছুই ছাড়িনি গুরু।
১৪| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গাধা দিয়ে পোস্ট দারুণ হয়েছে।
২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১৫| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: গাধা থেকে বেড়িয়ে আসতে হবে।
২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: পরিষ্কার করে বলেন।
আমি বার বার করে বলেছি, নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে এই পোস্ট না।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪১
শায়মা বলেছেন: হায় আল্লাহ!!!
তুমিও আবার গাধা নিয়ে আসলে ভাইয়া!!!
গাধারা এত জনপ্রিয় হয়ে গেলো যে এই ব্লগে!!!
যদিও গাধা আর গাধার ছড়া গল্প রম্য কৌতুক আমার বড়ই প্রিয়।
আহা আমার সবগুলা গাধা যদি আমার আস্তাবলে আজও থাকতো।
থাক যাই গলা সাধি
সা রে গা মা পা ধা নি সাাাাাাাাাাাাাাাাাাাাাা "