নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রবি বাবুর উপন্যাস

২৪ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৮

রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনী জীবনে মোট কতখানি উপন্যাস রচনা করিয়া উহা পুস্তক আবারে প্রকাশ করিয়াছেন তাহা কি আপনি জানে??
অনেকেই বলিবেন সংখ্যাটি বড়ই অশুভ!
আমি নিচের গদ্যাংশখানিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সবকয়টি উপন্যাসের নামি জুড়িয়া দিলাম। গুনিয়া দেখেন মিলাইতে পারেন কিনা।




রাজর্ষি আর মালঞ্চ দুই বোন। ঘরে বাইরে তাহাদের বন্ধু বলিতে এক গোরা ইংরেজ। এই বন্ধুত্ব সকলের নিকট যেনো চোখের বলি হইয়া দেখে দিলো। তথাপি একদা বন্ধুর সহিত যোগাযোগ করিয়া তাহারা নৌযোগে বৌ-ঠাকুরাণীর হাট-এ যাইবার আয়োজন করিলো। নৌভ্রমণে যাইয়া গোরা বহু কষ্টে প্রজাপতির নির্বন্ধ বইখানির চার অধ্যায়-এর শেষের কবিতা খানি পাঠ করিয়ি শোনাইলো। শেষে যখন তাহারা চতুরঙ্গ খেলিতে মত্ত হইলো ঠিক তখনই নৌকাডুবি হইলো।


কয়খানি উপন্যাসের নাম পাইয়াছেন আপনি?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৩

বংগল কক বলেছেন:



কবি গরুর উপন্যাসের সংখ্যা কত?
কবিতার সংখ্যা কত?
গানের সংখ্যা কত?

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছাগলে কি কিনা বলে
পাগলে কিনা খায়!
থুক্কু
ছাগলে কি কিনা খায়
পাগলে কিনা বলে!

২| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫১

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু




রাজর্ষি - মালঞ্চ - দুই বোন - ঘরে বাইরে - গোরা - চোখের বালি - বৌ-ঠাকুরাণীর হাট - প্রজাপতির নির্বন্ধ - চার অধ্যায় - শেষের কবিতা - চতুরঙ্গ - নৌকাডুবি
গুনিয়া দেখুন ।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু কি মিস করিয়াছেন?

৩| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: শেষের কবিতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি উত্তর দিদতে পারবো। কারন এই উপন্যাসটা বহু বার পড়েছি।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও বেশ কয়েকবার পড়েছি। প্রতিবারই নতুন কিছু পেয়েছি।
তাছাড়া যত বার পড়েছি তারচেয়েও অনেক বেশীবার শুনেছি।

৪| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৫

ফয়সাল রকি বলেছেন: একটা অসমাপ্ত!

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: তাই!!

৫| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫৪

ফয়সাল রকি বলেছেন: তাই!! প্রশ্ন করলেন নাকি একমত পোষণ করলেন।

২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রশ্ন বা একমত নয়, বিস্ময় (!!) প্রকাশ করেছি।
কারণ রবীন্দ্রনাথের অসমাপ্ত উপন্যাস সম্পর্কে আমার কিছু জানা ছিলো না।

৬| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:৩১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু


রাজর্ষি - মালঞ্চ - দুই বোন - ঘরে বাইরে - গোরা - চোখের বালি - বৌ-ঠাকুরাণীর হাট - প্রজাপতির নির্বন্ধ - চার অধ্যায় - শেষের কবিতা - চতুরঙ্গ - নৌকাডুবি
গুনিয়া দেখুন
+
যোগাযোগ
মোট তেরোটা।

২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হে এইবার সঠিক হয়েছে।

৭| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১:৪৯

সোবুজ বলেছেন: উইকিপিডিয়া বলছে তেরটি। মাত্র কয়েকটি পড়েছি।কোন কোনটা পড়েছি তাও মনে নেই।

২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ৬ নং মন্তব্যে সব কটির নাম আছে।

৮| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম নিয়ে চমৎকার গদ্যাংশ রচনা করেছেন।

আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমগ্র আছে। তবে ৪ টা বা ৫ টার বেশী পড়ি নাই। গোরা পড়েছিলাম ক্লাস নাইনে থাকতে।

২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক বছর আগে আমি প্রায় সবগুলিই পড়েছে এবং প্রায় সবগুলিই ভুলে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.