নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : গাঁদা

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৫



ফুলের নাম : গাঁদা
অন্যান্য ও আঞ্চলিক নাম : গন্ধা, গেন্ধা, গেনদা
Common Name : African Marigold, American Marigold




মেক্সিকো এবং মধ্য আমেরিকার আদিবাসী এই গাঁদা বর্ষজীবী, গ্রীষ্মপ্রধান অঞ্চলের গুল্ম জাতীয় শোভাবর্ধনকারী ফুলগাছ। গাঁদা গাছের উচ্চতা ১ ফুট থেকে ৪ ফুট পর্যন্ত হতে পারে। কাঁটাহীন এই গাঁদা গাছ দ্রুত বর্ধনশীল।



গাঁদা ফুল বিভিন্ন জাতের হতে দেখা যায়। তাদের যেমন বিভিন্ন আকার আছে, তেমনি আছে বিভিন্ন ধরন আর বিভিন্ন রং। এরা সাধারণত উজ্জল হলুদ, কমলা হলুদ, খয়রি হলুদ ও মিশ্র রঙের হয়।



প্রধানত শীত কালে গাঁদা ফুল ফুটে, তবে বর্তমানে সারাবছর ফুল ফোটার উপযোগী জাতও রয়েছে। ফুল ফুটার সময় হলে গাছে এক সাথে প্রচুর কলি আসে। সেগুলি পর্যায়ক্রমে ফুটে এবং ফুল গুলি দীর্ঘস্থায়ী হয়। ফলে শীতের সময় যখন গাঁদা ফুলের বেডে ফুল ফুটা শুরু করে তখন কিছুদিনের মধ্যেই সারা বেড ফুলে ফুলে ভরে যায়। ফুলের আকর্ষণে প্রজাপতি ও ছোট পতঙ্গ ছুটে আসে।



গাঁদা গাছের পাতা গাঢ় সবুজ, গাছের পাতা বা ডাল কচলালে গন্ধ ছড়ায়। এটি ঔষধীগুণ সমৃদ্ধ গাছ। ক্ষত স্থানের রক্তপাত বন্ধের জন্য এখনো গ্রামে গাঁদা পাতার পেস্ট ব্যবহার করা হয়। বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা-পার্বন ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার হয়।


ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০২০ ইং


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বেগুনী অলকানন্দা, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২, নাগলিঙ্গম-২,
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, ঝুমকোলতা, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
বিভিন্ন দেশের জাতীয় ফুল
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০১, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০২, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৩
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৪, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৫, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৬
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৭, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৮

=================================================================
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০২, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৪, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৫, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৭, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৮, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১০, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৩, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৪


=================================================================
১০টি ফুলের ছবি
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



প্রথম শুনলাম, গাঁদা নামে ফুল আছে!

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: এই কথা কারোরে বইলেন না ভাইজান।
গাঁদা বা গেন্দা ফুলের নাম শুনে নাই এমন বাংলাদেশী আছে বইলা মনে হয় না।

২| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:


সবাই যদি জানে, আপনি ইহাতে সময় ব্যয় করছেন কেন, শুধু আমার জন্য?

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার হাতে যথেষ্ট অসল সময় আছে। সেখান থেকে সময় ব্যয় বা নষ্ট করতে আমার কোনো সমস্যা হয় না।
আপনার মতো জ্ঞানী ব্লগারের জন্য কিছু পোস্ট করার যগ্যতা আমার নাই। আমি পোস্ট করি অতি সাধান ব্লগারদের জন্য। তাদের কাজে না আসলেও তেমন কোনো সমস্যা নাই।

৩| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলায় গেঁদা ফুলটা সহজপ্রাপ্য ফুলের একটা ছিল। গেঁদা ফুল তো মনে হয় অনেক প্রকারের। আমার নিজের সংগ্রহে প্রচুর ফুলের ছবি আছে।

















১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী গেন্দা অনেক প্রকারের হয়ে থাকে। তবে আপনার দেয়া ছবির ১,৩,৪ নং টা গেন্দা নয়। সম্ভবতো জারবেরা ফুল।
মন্তব্য ও চমৎকার গানটির জন্য অশেষ ধন্যবাদ।

৪| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার গাছের ফুলগুলো বেশ সতেজ। তবে, ছবিগুলো দিনের আলোয় তুললে আরো ভালো দেখাতো বলে মনে হয়।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: গাছটি আমার বন্ধুর ছাদে। ওর ছাদে আমি শুধু রাতেই উঠি আড্ডা দেয়ার ইচ্ছে হলে। দিনের আলোতে উঠা হয় না। রাতের অন্ধকার মোবাইলে এই ছবিগুলি তুলেছিলাম।

৫| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রঃ জনগনের নজর কাড়বেন কিভাবে?
উঃ প্রথম মন্তব্য দৃষ্টব্য!

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: দ্বিতীয় মন্তব্যে বুঝা গেছে উনি আমাকে কটাক্ষ করার জন্যই প্রথম মন্তব্যটি করেছেন। উনার উদ্দেশ্য সফল হয়েছে।

৬| ১০ ই মার্চ, ২০২২ রাত ৯:২১

সোবুজ বলেছেন: ছবি যাতে চিহ্নিত করা যায় এমন কিছু করলে ভালো হয়।গানটা ভালো লেগেছে।

১০ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সোবুজ বলেছেন: ছবি যাতে চিহ্নিত করা যায় এমন কিছু করলে ভালো হয়।
বিষয়টা পরিষ্কার হলো না। কোন ছবির কথা বলছেন?

৭| ১০ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৭

গরল বলেছেন: এই রকম গাঁদা ফুল এই প্রথম দেখলাম, বেশ সুন্দর। অনেক ছোট বেলায় আমাদের বাসায় একটা ফুল ছিল সকাল ৯ টায় ফুটতো নাকি এটা আমার কল্পনা ঠিক মনে নেই। আপনার এমন কিছু জানা আছে কিনা?

১০ ই মার্চ, ২০২২ রাত ১০:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনি যে ফুলটির কথা বলেছেন সিটিকে টাইম ফুল বলতে পারেন।

পর্তুলিকা

অন্যান্য ও আঞ্চলিক নাম : টাইম ফুল
Common Name : rose moss, eleven o'clock, Mexican rose, moss rose, sun rose, rock rose, and moss-rose purslane.
Scientific Name : Portulaca grandiflora
ছবি : উইকি

৮| ১০ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৭

গরল বলেছেন: হ্যা ঠিক এই ফুল টাই, অসংখ্য ধন্যবাদ। হারিয়েই ফেলেছিলাম ফুল টা, এখন আর কোঠাও দেখি না অনেক বছর হল।

১০ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এখন এর নানান রকম ভ্যারাইটি আছে।
আমার ছোট বোনের বাড়িতে দশ-বারো রকমের আছে পুর্তলিকা।

৯| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:০৮

নেওয়াজ আলি বলেছেন: এইতো আমার মেয়েদের বাগানের ফুল, ইস

১১ ই মার্চ, ২০২২ রাত ১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১০| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: ছবি গুলো কি রাতে তুলেছেন?
ভালো হয়নি।

১১ ই মার্চ, ২০২২ রাত ১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।
রাতেই তুলেছি, মোবাইলের ক্যামেরায়।

১১| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:২৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এই ধরনের গাদা আর খুঁজে পাইনা । অনেক প্রিয় একটা ফুল ।

১১ ই মার্চ, ২০২২ রাত ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১২| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৫২

সোবুজ বলেছেন: আমি অমনোযুগী ব্লগার থুক্কু মন্তব্যকারী।ব্লগারের ছবি আর মন্তব্যকারীর ছবি গুলিয়ে ফেলেছি।

১১ ই মার্চ, ২০২২ রাত ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, বুঝলাম।
কোনো সমস্যা নাই।

১৩| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গাঁদা আর গাধাকে নিয়ে হায়রে মারামারি! :P

গাঁদা ফুল খুব সুন্দর।

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা
ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.