নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা দেখেছেন আমি মূলত ছবি ব্লগই বেশী শেয়ার করি।
ব্লগে ছবি শেয়ার করার আগে ছবিগুলিকে একটু কাটছাট করে ঠিকঠাক করে নেই, ছবিতে নিজের নাম বসিয়েদেই। এইসব কাজগুলি করি আমি লাইটরুম নামের ছোট্ট একটি সফ্টওয়ারে। ছোট হলেও খুব কাজের এটি। ছবি কাটাকাটি করা, ব্রাইটনেস বাড়ানো-কমানো, কালার চেঞ্জ করা ইত্যাদি নানান ছোট ছোট কাজ এতে করা যায়।
তো বেশ কিছু দিন আগে একটি দাঁতরাঙ্গা ফুলের ছবিতে বেশ কিছু পরীক্ষা চালিয়েছিলাম লাইটরুমে নিয়ে। তার ফলাফল দেখুন।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
২| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৩৭
অপু তানভীর বলেছেন: লাইটরুম থেকে ফটোশপও বেস্ট ফটো এডিটের জন্য। আমার অবশ্য র ছবিই বেশি পছন্দ !
দাঁতরাঙ্গা নাম এই প্রথম শুনলাম ।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ফটোশপের কাজ শেখাও একটা দিগদারি। তার চেয়ে এটা পানির মতো সহজ।
৩| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪৩
গরল বলেছেন: আমরা ছোট বেলায় বিস্কিট ফুল নামে চিনতাম সেটাই মনে হচ্ছে।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: বিস্কিট নামটা শুনি নাই।
ফুলের নাম : দাঁতরাঙ্গা
অন্যান্য ও আঞ্চলিক নাম : লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার।
Common Name : Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter's rhododendron, Senduduk.
Scientific Name : Melastoma malabathricum
৪| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪৪
সোনাগাজী বলেছেন:
আপনার এই পোষ্ট দেখে খুবই ভালো লাগলো; মনে হয়, রবীঠাকুরের অশোক গাছটাকে সরকারের লোকেরা আজকে কেটে ফেলেছে?
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মতো মগা চালাক ব্লগার ব্লগে আর নাই।
অশোক বিশেষ যায়গায় লুকিয়ে রাখা আছে, সময় মতো বের করা হবে।
৫| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:০৮
রানার ব্লগ বলেছেন: এই ফুলটা আমি দেখেছি কোথায় দেখেছি বলতে পারছি না বা মনে করতে পারছি না।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: থের ধারেই দেখতে পাবেন গ্রামের দিকে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বেশী হয়।
৬| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১১:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
একটাই কালার হয় ফুলের?
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রকৃতিতে এর সম্ভবতো দুটি কালার হয়। অন্যটি সাদা। তাছাড়া কিছু হাইব্রিডও আছে মনে হয়।
৭| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:১৩
জুল ভার্ন বলেছেন: এই ফুল অনেক দেখেছি কিন্তু নাম জানতাম না।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: ফুলের নাম : দাঁতরাঙ্গা
অন্যান্য ও আঞ্চলিক নাম : লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার।
Common Name : Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter's rhododendron, Senduduk.
Scientific Name : Melastoma malabathricum
৮| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৩
প্রতিদিন বাংলা বলেছেন: ভবিষৎ
ডক্টর অব কাটছাট বাই লাইটরুম
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি বেশ কয়েক বছর থেকেই এটি ব্যাবাহার করছি।
৯| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: অদ্ভুত নাম। কে এই নাম রাখলো?
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: তাতো জানি না কে রেখেছে।
তবে কেনো রেখেছে তা জানি।
১০| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৯:৫৫
নূর আলম হিরণ বলেছেন: সুন্দর ফুল, সুন্দর নাম।
০৩ রা মার্চ, ২০২২ রাত ১০:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১১| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১:০১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শেষের ছবিটার মতো অন্ধকারে কোনো ফুল ফুটত ....
জয় লাইটরুম।
০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ফুটে তো!!
তবে সেগুলির রং হয় সাদা।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৩৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই ফুলের নাম প্রথম শুনলাম ও দেখলাম। সত্যিই কাজের সফটওয়্যার+++++