নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই কন্যা সাইয়ারা ও নুয়াইরা
বইমেলা শুরু হওয়ার পরে থেকই আমার ছোট কন্যা নুয়াইরা বার বার বলছে বই মেলায় নিয়ে যেতে। এবছর সে অনেক অনেক বই কিনবে ঠিক করেছে। নানান কারণে বই মেয়রায় যাওয়া হয়ে উঠছিলো না। এদিকে বড় কন্যা সাইয়ারার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত গত পরশু ২৮শে ফেব্রুয়ারি দুপুরের পরে চলে গেলাম বিবি-বাচ্চাদের নিয়ে বই মেলায়।
প্রথমে বাংলা একাডেমি প্রাঙ্গনে কিছুক্ষণ বেড়ালাম। নুয়াইরা একটি বই কিনলো। কিছুক্ষণ পরে গেলাম সোহরাওয়ার্দী উদ্যান অংশে। বেশ কিছুটা ঘুরে ক্লান্ত ও ক্ষৃধার্ত হয়ে পৌছলাম খাবারের দোকানের নির্দিষ্ট অংশে। চিকেন চাপ, বটি কাবাব আর ঝাল ফ্রাইয়ের সাথে লুচি দিয়ে বেশ একচোট খাওয়া হয়ে গেলো।
আবার শুরু হলো বই দেখা। শেষে বই-টই কিনে, আইক্রিম খেয়ে সন্ধ্যার পরে বেরিয়ে আসলা মেলা থেকে। নুয়াইরা গোটা দশেক বই কিনেছে। সাইয়ার কিনেছে কয়েকটি, যার একটির নাম সম্ভবতো গোস্ট ইন দ্যা হাউস।
বই মেলায় অল্প কয়েকটি ছবি তুলেছিলাম মোবাইলে। সেগুলি রইলো।
যেহেতু এবারই প্রথম আমি বই মেলায় গিয়ে একটিও বই কিনিনি, তাই এটি বইমেলা ভ্রমণ হয়ে গেছে।
০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: এর আগেও বেশ কয়েকবার আমার ছবি দিয়েছি!! তবে সেগুলিতে দাড়ি ছিলোন।
২| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:২৭
ইসলাম তাজুল বলেছেন: সদালাপে আপনাকে দেখার ইচ্ছা ছিল। আজকে আপনাকে দেখে ভাল লাগল। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে ইহকাল ও পরকালে সাফল্য দান করুন।
০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।
আমার লেখা ভ্রমণ ব্লগগুলিতে আমার একটি দুটি ছবি থাকে কিন্তু।
৩| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৩৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি কখনও বই মেলা থেকে বই কিনতে পারি নি। বই মেলাতে গিয়েছিই গোটা দশবার। প্রতিবারই কারও না কারও বইয়ের মোড়ক উন্মোচনের জন্য। এবং বগলদাবা করে ফ্রি কপি নিয়ে এসেছি।
তবে নীলক্ষেত থেকে প্রচুর বই কিনেছি। এখন কিনি গুগল আর এমাজন থেকে।
কয়েকদিন আগে শুনলাম নীলক্ষেতে আগুন লেগেছে। বেশ কষ্ট পেয়েছি।
০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি একসময় প্রচুর বই কিনতাম। গত বেশ কয়েক বছর থেকেই বই কেনা বন্ধ হয়ে গেছে। তবে বই পড়ি এখনো।
৪| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫৫
সোনাগাজী বলেছেন:
বই কিনেননি কেন, খাওয়ার বিল দিয়ে কি পয়সা শেষ করলেন?
০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: টাকা ঠিক শেষ হয়নি। বই কিন্তু প্রায় দুই হাজার টাকার কিনা হয়েছে।
নিজে কেনো কিনি নাই সেটা জানলে আপনার এবং অন্য অনেকেরই ভালো লাগবে না।
তবে যাইহক, এখন আর আমার বই কেনার দরকার কি? বাচ্চারাই কিনবে, তাতেই চলবে।
৫| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৪
সোনাগাজী বলেছেন:
ব
( নিজে ) বই না কেনার কারণটা বলে ফেলেন।
০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠ
নিজের জন্য বই কেনার আর প্রয়োজন পরে না।
৬| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
মিরোরডডল বলেছেন:
ছবিতে এটা কে? এ কি আমাদের পাগলা ?
ইফ সো, নতুন বাংলা মুভি নেইম, নায়ক কি করে আঙ্কেল হলো ???
মনে আছে লাস্ট ট্রিপে বলেছিলাম নায়কটা কে আমাদের পাগলা ।
পুরোই চেঞ্জ !!!
মনে হচ্ছে তিন মেয়ে নিয়ে মেলায় গেছে কিন্তু মেয়েতো দুইটা ।
আরেকটা কে আমাদের পাগলি ?
সুইট !
০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা হা
দাড়ি পুরুষ মানুষের ভোল পালটে দেয়। পুরাই পালটে দেয়।
তাছাড়া আমার দাড়ি এলোমেলো, কোনো কাটছাট করি না। সেই সাথে সময়ের আগেই অনেকগুলি সাদা হয়ে গেছে। কি আর করা।
মাত্র ৮-৯ মাসে দাড়ি এতো বড় হওয়াটাও কিন্তু কম কথা নয়।
৭| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৬
খায়রুল আহসান বলেছেন: বইমেলায় পারিবারিক 'ভ্রমণ' এর ছবি ও বর্ণনাটি ভালো লাগল। + +
০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় খায়রুল আহসান ভাই।
৮| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১২
সোবুজ বলেছেন: বর্তমানে দাড়ি রাখলে এলাকায় সম্মান পাওয়া যায়।বাপ চাচাদের কাউকেই দাড়ি রাখতে দেখিনি।দাড়ি রাখতো মোল্লা মুন্সিরা।দিন পালটেছে।দাড়ির ধরনটা ভাল লাগছে না।কেটে ছেঁটে দিল্লীর বাদশাদের মতো করে রাখতে পারেন।তাতে অবশ্য খরচ একটু বাড়বে।
মেয়েরা কি বই কিনলো।
০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার দাড়ি এলোমেলো, কোনো কাটছাট করি না। দাড়ি রাখার পর থেকেই ছেড়ে দিয়েছি কোনো দিক থেকেই কাটি না, ছাটি না। মাত্র ৮-৯ মাসে দাড়ি এতো বড় হয়ে গেছে।
বর্তমানে দাড়ি রাখলে এলাকায় সম্মান পাওয়া যায়
আমি দাড়ি ছাড়াই এলাকায় নিজের যোগ্যতার বাইরে সম্মান পেয়ে এসেছি। দাড়ি রাখার সাথে তার কোনো সম্পর্ক নেই।
৯| ০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২১
সোনাগাজী বলেছেন:
আপনার ব্লগীয় আচরণ দেখে, আপনাকে আহমেদিয়া সম্প্রদায়ের মানুষ মনে হয়; ভুল, শুদ্ধ?
০২ রা মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: কোন কোন আচরনের কারণে এটি মনে হয়েছে? নাকি আনতাজে একটা কথা ছুড়ে দিলেন?
আহমেদিয়া সম্প্রদায় সম্পর্কে আপনি কি জানেন?
আার সম্পর্কে আপনার ধারনা ভুল কি শুদ্ধ তা একটু পরে জানাচ্ছি।
১০| ০২ রা মার্চ, ২০২২ রাত ৯:১৬
জুল ভার্ন বলেছেন: আপনার ছবি দেখে খুব চেনা জানা মনে হচ্ছে। গোটা পরিবারের জন্য শুভ কামনা। +
০২ রা মার্চ, ২০২২ রাত ১০:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আগে দাড়ি ছিলো না, এখন আছে, এই টুকু পারিবর্তন।
১১| ০২ রা মার্চ, ২০২২ রাত ১০:১১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ছোট মামণি সঠিক জায়গায় হামলা দিয়েছে । আশা করি মনের মতো বই পেয়ে তার বইমেলা যাত্রা সার্থক হয়েছে । বাবা মায়ের হাত ধরে বাচ্চা ঘুরছে ফিরছে -এর চেয়ে আনন্দময় কিছুই হতে পারে না ।
ভালবাসা রইলো ।
০২ রা মার্চ, ২০২২ রাত ১০:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: বই মেলাতে গিয়ে কেনো যানি কোনো বই ওর পছন্দ হচ্ছিলো না। শেষে অনেক বলার পরে গোটা দশেক বই কিনেছে।
১২| ০২ রা মার্চ, ২০২২ রাত ১১:০৭
অধীতি বলেছেন: বইমেলা আমার কাছে ইদের মত, ওখানে একটা ফুরফুরে আবহাওয়া বিরাজ করে।
০২ রা মার্চ, ২০২২ রাত ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: একটা সময় ছিলো যখন বই মেলায় গিয়ে বই কেনার জন্য একটা বাজেট থাকতো। ২-৩বার যাওয়া হতো মেলায়। এখন তার কিছুই হয়ে উঠে না।
১৩| ০২ রা মার্চ, ২০২২ রাত ১১:৫৬
পাঁচ-মিশালি বলেছেন: মেয়েদের ছবি তোলা হারাম
নিত্তান্ত প্রয়োজন ছাড়া ক্যামেরা দিয়ে ছবি তোলা জায়েজ নয়। ক্যামেরা দিয়ে ছবি তোলা আর ছবি আঁকার বিধান একই। উভয়টিই সম্পূর্ণ হারাম। কেননা শরীয়তে যেই বিষয় মৌলিকভাবে জায়েজ নয় তা করার যন্ত্র পাল্টে গেলেও তার হুকুম পাল্টে না, যেমন মদ খাওয়া হারাম।হাতে মদ বানালে যেই হুকুম, মেশিনে বানালেও একই হুকুম।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ৮:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: নতুন কথা শোনালেন গুরু!!!
মেয়েদের ছবি তোলা হারাম
দুনিয়ার সবাই জানে যে কোনো জীব-জন্তু-মানুষের ছবি তোলা বা আঁকা হারাম। আর আপনি বলছেন - মেয়েদের ছবি তোলা হারাম।
১৪| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:০৯
জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃ আপনার বয়স তো দেখি অনেক কম।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ৮:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: চুল-দাড়ি সাদা হয়েছে তাতে কি!! মন এখনো রঙ্গিন আছে জ্যাকেল দা।
১৫| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: বই মেলায় গিয়ে ভালো করেছেন।
০৩ রা মার্চ, ২০২২ সকাল ৮:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি সর্বদাই ভালো কাজ করার চেষ্টা করি।
১৬| ০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:২২
অপু তানভীর বলেছেন: এর আগে না আপনাকে দেখেছিলাম ভ্রমন পোস্টে । অনেক দিন পরে দেখলাম আবার । তখন মুখে দাড়ি ছিল না । দাড়িতে আপনাকে অন্য রকম লাগছে !
০৩ রা মার্চ, ২০২২ সকাল ৮:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: দাড়ি সহ ছবি এগুলি ফোরামে সম্ভবতো দ্বিতীয় বা তৃতীয় দফার ছবি। তার আগে দাড়ি ছাড়াই ছিলো সব ছবি।
দাড়ি যখন ছোট ছিলো কয়েক মাস আগে তখন প্রায় সবাই বলতো ভাল দেখাচ্ছে। এখন প্রায় সকলেই বলছেন ভালো দেখাচ্ছে না। কি করার বলেন।
১৭| ০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:১৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি। সবার জন্য শুভেচ্ছা। আপনার ছবি প্রথম দেখলাম
০৩ রা মার্চ, ২০২২ সকাল ৮:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এর আগেও ভ্রমণকাহীনেত আমার ছবি ছিলো!! তবে সেগুলিতে দাড়ি ছিলো না।
১৮| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪২
অপু তানভীর বলেছেন: আপনার যদি দাড়ি রাখতে ভাল লাগে তাহলে কে কী বলল সেটা নিয়ে মাথা ঘামানোর কোন কাম নেই ।
তবে যখন মতামত চেয়েছেন তখন বলি । যদি ধর্মীয় কারণে দাড়ি রাখেন তাহলে বলব যে অবশ্যই না কেটে রেখে দিন । কিন্তু কারণ যদি ধর্মীয় না হয়, (যেমন আমি মাঝে মাঝে শেভ করি না অনেক দিন, রেখে দেই, চুল বড় করি) তাহলে বলবো যে আপনার আগের লুকটাই বেশি মানানসই ছিল ।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও মাঝে মাঝেই দাড়ি মাস খানেক পরপর কাটতাম।
এবার সেই সীমা পাড় হয়ে গেছে।
আমিও জানি আমার আগের লুক এর চেয়ে ভালো ছিলো। তবুএ দাড়িটা ফেলতে ইচ্ছা করছে না।
১৯| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছবি তোলা নিয়ে এক কাঠমোল্লার ওয়াজ শোনা যাচ্ছে। যাহোক, সুন্দর লাগছে সবাইকে।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
২০| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: দাঁড়ি কি শখ করে রেখেছেন?
না সাময়িক?
নাকি ধর্মীয় কারনে?
উত্তর না দিলেও চলবে। কৌতূহল থেকে প্রশ্ন করেছি।
০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: আগে থেকেই আমি খুব কম দাড়ি কামাতাম।
করোনাকালীন সময়ে সেটি আরো দীর্ঘ হয়।
শেষ গত ৮-৯ মাস আর কাটা হয় নি। এখন মায়া পরে গেছে।
সম্ভবতো এটি সাময়িক না, কিছুটা ধর্মীয় বলা যায়।
তবে আপনার গুরুর ধারনা ভুল, আমি কোনো সম্প্রদায় ভূক্ত নই। কাদিয়ানী বা আহমেদীয়াতো নয়ই।
২১| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: দাড়িতে আপনাকে সুন্দর দেখাচ্ছে। আপনার ছোট মেয়ে মনে হয় বই বেশী পছন্দ করে বড় মেয়ের চেয়ে।
সুন্দর, সুখী পরিবার।
০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমার দুই কন্যাই বই পছন্দ করে।
২২| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৩:৩০
সোহানী বলেছেন: এতো ফুলপরীদের মেলা দেখছি।
০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: হে, লাল ফুলপরী
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:১৫
হাসান মাহবুব বলেছেন: অবশেষে আপনার ছবি দেখলাম!