নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশোক অতি চমৎকার একটি ফুল। কারণ অতি অল্পসংখ্যক উদ্ভিদ আছে যারা তাদের কাণ্ড ফুড়ে ডালপালা জুড়ে ফুল ফোটায়। অশোক তাদের মধ্যে অন্যতম। তাছাড়া অশোকের প্রস্ফুটন কাল অতি দীর্ঘ বলে ফুল ফুটার সময়ে গাছগুলি ফুলে ফুলে ছেয়ে যায়। মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের দ্বিতীয় গেটটা পার হলেই শুরু হয় পথের দুই ধারে অশোকের সারি। ফুলে ফুলে ছেয়ে যায় গাছগুলি। এমন দৃশ্য দেখেই হয়তো রবীন্দ্রনাথ বলে ছিলেন –
"রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।"
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
অশোক আমার পছন্দের ফুলগুলির মধ্যে একটি। আমার ধারনা রবীন্দ্রনাথও এই ফুলটিকে বেশ পছন্দ করতেন। কারণ আমি দেখেছি রবীন্দ্রনাথের অনেক অনেক কবিতা ও গানে ঘুরে ফিরে এসেছে এই অশোকের কথা। সেইসব থেকে ১০ কবিতাংশ আজ তুলে দিচ্ছি এই লেখায় আপনাদের জন্য।
৩১।
অশোকরেণুগুলি রাঙালো যার ধূলি
তারে যে তৃণতলে আজিকে লীন দেখি॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
৩২।
প্রজাপতি রঙ ভাসালো নীলাম্বরে,
মৌমাছিরা ধ্বনি উড়ায় বাতাস পরে।
দখিন হাওয়া হেঁকে বেড়ায় "জাগো জাগো',
দোয়েল কোয়েল গানের বিরাম জানো না গো,
রক্তরঙের জাগল প্রলাপ অশোক গাছে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
৩৩।
ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল, দ্বার খোল॥
রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
দ্বার খোল, দ্বার খোল॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
৩৪।
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্যে রঙ লাগল আমার অকারণের সুখে,
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
৩৫।
রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত-আকাশে,
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
৩৬।
পাতায় পাতায় ঘাসে ঘাসে নবীন প্রাণের পত্র আসে,
পলাশ-জবায় কনকচাঁপায় অশোকে অশ্বথে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
৩৭
অশোক বনে আমার হিয়া
নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন
যৌবনেরি কূলে কূলে।
ফাল্গুনের এই ফুলে ফুলে।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
বাংলা, হিন্দি, সংস্কৃত মিলিয়ে অশোক ফুলের অনেকগুলি নাম আছে, যেমন -
অন্যান্য ও আঞ্চলিক নাম : অপশোক, বিশোক, কঙ্গেলি, কর্ণপূরক, কেলিক, চিত্র, বিচিত্র, দোষহারী, নট, পল্লবদ্রুপ, প্রপল্লব, পিণ্ডিপুষ্প, বঞ্জুলদ্রুম, মধুপষ্প, রক্তপল্লবক, রাগীতরু, শোকনাশ, সুভগ, স্মরাধিবাস, হেমপুষ্প, হেমাপুষ্প, হিমাপুষ্পা, অঞ্জনপ্রিয়া, মধুপুষ্প, পিণ্ডিপুষ্পা, সিটা-অশোক ইত্যাদি।
Common Name : Ashoka, Sorrowless, Yellow Ashok, Yellow Saraca ইত্যাদি।
Scientific Name : Saraca indica
অশোক বন্দনায় রবীন্দ্রনাথ - ১
অশোক বন্দনায় রবীন্দ্রনাথ - ২
অশোক বন্দনায় রবীন্দ্রনাথ - ৩
----- সমাপ্ত -----
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪০
মোহামমদ কামরুজজামান বলেছেন: এককথায় " অপরূপ " - অশোক বেটা।
বেটা বলিলাম এইজন্য যে , আমার মনে হয় এতে শুধু ফুলই হয় ফল হয়না। যদিও সঠিক জানিনা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ফল হয়।
ফল বড়সড় শিমের মতো চ্যাপ্টা, পুরু এবং ঈষৎ বেগুনি রঙের হয়।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ গান কবিবতায় অশোক কে এত এত বার এনেছেন- ভাবলে অবাক লাগে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: অশোক আর ফুলপরীদের নিয়ে রবীন্দ্রনাথের অসাধারণ একটি কবিতা আছে। বিশাল বড়ো কবিতা। বেশ বড় একটি গল্প। আগামীতে সেটি শেয়ার করবো আমি।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ করুণ। ভালো হবে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১২
প্রতিদিন বাংলা বলেছেন: বেশ।