নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশোক অতি চমৎকার একটি ফুল। কারণ অতি অল্পসংখ্যক উদ্ভিদ আছে যারা তাদের কাণ্ড ফুড়ে ডালপালা জুড়ে ফুল ফোটায়। অশোক তাদের মধ্যে অন্যতম। তাছাড়া অশোকের প্রস্ফুটন কাল অতি দীর্ঘ বলে ফুল ফুটার সময়ে গাছগুলি ফুলে ফুলে ছেয়ে যায়। মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের দ্বিতীয় গেটটা পার হলেই শুরু হয় পথের দুই ধারে অশোকের সারি। ফুলে ফুলে ছেয়ে যায় গাছগুলি। এমন দৃশ্য দেখেই হয়তো রবীন্দ্রনাথ বলে ছিলেন –
"রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল।"
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
অশোক আমার পছন্দের ফুলগুলির মধ্যে একটি। আমার ধারনা রবীন্দ্রনাথও এই ফুলটিকে বেশ পছন্দ করতেন। কারণ আমি দেখেছি রবীন্দ্রনাথের অনেক অনেক কবিতা ও গানে ঘুরে ফিরে এসেছে এই অশোকের কথা। সেইসব থেকে ১০ কবিতাংশ আজ তুলে দিচ্ছি এই লেখায় আপনাদের জন্য।
২১।
যেমন করে লাগে তরীর পালে,
যেমন লাগে অশোক গাছের কচি পাতার ডালে।
নাম ভোলা ফুল ফুটল ঘাসে ঘাসে
সেই প্রভাতের সহজ অবকাশে।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
২২।
কিন্তু যখন বসন্তের পর বসন্ত এসেছে,
অশোক বকুল পেয়েছে সম্মান;
ওকে জেনেছি যেন ঋতুরাজের বাহির-দেউড়ির দ্বারী,
উদাসীন, উদ্ধত।
সেদিন কে জেনেছিল--
ওই রূঢ় বৃহতের অন্তরে সুন্দরের নম্রতা,
কে জেনেছিল বসন্তের সভায় ওর কৌলীন্য
ফুলের পরিচয়ে আজ ওকে দেখছি।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
২৩।
তবু মনে প্রবোধ আছে--
তেমনি বকুল ফোটে গাছে
যদিও সে পায় না নারীর
মুখমদের ছিটা,
ফাগুন-মাসে অশোক-ছায়ে
অলস প্রাণে শিথিল গায়ে
দখিন হতে বাতাসটুকু
তেমনি লাগে মিঠা।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
২৪।
অশোক-কুঞ্জ উঠত ফুটে
প্রিয়ার পদাঘাতে,
বকুল হত ফুল্ল প্রিয়ার
মুখের মদিরাতে।
প্রিয়সখীর নামগুলি সব
ছন্দ ভরি করিত রব,
রেবার কুলে কলহংসের
কলধ্বনির মতো।
কোনো নামটি মন্দালিকা,
কোনো নামটি চিত্রলিখা,
মঞ্জুলিকা মঞ্জরিণী
ঝংকারিত কত!
আসত তারা কুঞ্জবনে
চৈত্র-জ্যোৎস্না-রাতে,
অশোক-শাখা উঠত ফুটে
প্রিয়ার পদাঘাতে।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
২৫।
ওই হোথা ওই ফুলশিশু-সাথে
বসি ফুলবালা অশোক ফুলে
দুজনে বিজনে প্রেমের আলাপ
কহে চুপিচুপি হৃদয় খুলে।"
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
২৬।
ওই হোথা ওই ফুলশিশু-সাথে
বসি ফুলবালা অশোক ফুলে
দুজনে বিজনে প্রেমের আলাপ
কহে চুপিচুপি হৃদয় খুলে।"
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
২৭।
শুয়ে শুয়ে অশোক-পাতায়
মুমূর্ষু শিশির বলে,"হায়,
কোনো সুখ ফুরায় নি যার
তার কেন জীবন ফুরায়?"
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
২৮
কেবল তব মুখের পানে
চাহিয়া,
বাহির হনু তিমির-রাতে
তরণীখানি বাহিয়া।
অরুণ আজি উঠেছে--
আশোক আজি ফুটেছে--
না যদি উঠে, না যদি ফুটে,
তবুও আমি চলিব ছুটে
তোমার মুখে চাহিয়া।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
২৯।
অশোক বনে আমার হিয়া ওগো নূতন পাতায় উঠবে জিয়া,
বুকের মাতন টুটবে বাঁধন যৌবনেরই কূলে কূলে
ফাল্গুনের এই ফুলে ফুলে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
৩০।
আন গো ডালা গাঁথ গো মালা,
আন মাধবী মালতী অশোকমঞ্জরী, আয় তোরা আয়।
আন করবী রঙ্গন কাঞ্চন রজনীগন্ধা প্রফুল্লমল্লিকা, আয় তোরা আয়।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
বাংলা, হিন্দি, সংস্কৃত মিলিয়ে অশোক ফুলের অনেকগুলি নাম আছে, যেমন -
অন্যান্য ও আঞ্চলিক নাম : অপশোক, বিশোক, কঙ্গেলি, কর্ণপূরক, কেলিক, চিত্র, বিচিত্র, দোষহারী, নট, পল্লবদ্রুপ, প্রপল্লব, পিণ্ডিপুষ্প, বঞ্জুলদ্রুম, মধুপষ্প, রক্তপল্লবক, রাগীতরু, শোকনাশ, সুভগ, স্মরাধিবাস, হেমপুষ্প, হেমাপুষ্প, হিমাপুষ্পা, অঞ্জনপ্রিয়া, মধুপুষ্প, পিণ্ডিপুষ্পা, সিটা-অশোক ইত্যাদি।
Common Name : Ashoka, Sorrowless, Yellow Ashok, Yellow Saraca ইত্যাদি।
Scientific Name : Saraca indica
অশোক বন্দনায় রবীন্দ্রনাথ - ১
অশোক বন্দনায় রবীন্দ্রনাথ - ২
আগামীতে আরো ১০টি অশোক বিষয়ক কবিতাংশ থাকবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩১
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০১
সোনাগাজী বলেছেন:
জোড়া সাঁকোর ঠাাকুর বাড়ীতে কয়টা অশোক গাছ ছিলো?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক বছর আগে একবার মাত্র গিয়েছি ওখানে। অশোক গাছ দেখেছি কিনা এখন মনে পড়ছে না।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১
আল আমিন হাসান সাদেক বলেছেন: পৃথিবীর বুকে জেনো এক টুকরো স্বর্গ । স্বপ্নের দেশ সুইজারল্যান্ড । Switzerland । DURBEEN BANGLA ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: অন্যের পোস্টে গিয়ে এই ভিক্ষাবৃত্তি না করলেই কি নয়?
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক বছর আগে একবার মাত্র গিয়েছি ওখানে। অশোক গাছ দেখেছি কিনা এখন মনে পড়ছে না।
জোড়াসাঁকোতে কোনো অশোক নেই। তবে শান্তিনিকেতনে আছে। আমি দেখেছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি শান্তিনিকেতনে এখনো যাইনি।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০২
ইসিয়াক বলেছেন: সুন্দর