নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মূর্তি না ভাস্কর্য? - ০১

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৫

অন্যের বিচার করো না তুমিও বিচারিত হবে না।
কাউকে দোষ দিও না দেখবে তুমিও দোষী হবে না।
ক্ষমা করো তুমিও ক্ষমা পাবে।
কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দিও ।
----- ঈসা ইবনে মারিয়াম -----


ছবি তোলার স্থান : সেন্ট নিকোলাস চার্চ, নাগরি, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/১০/২০১৪ ইং



উইকিপিডিয়া বলছে -
ভাস্কর্য : ত্রি-মাত্রিক শিল্পকর্মকে ভাস্কর্য বলে।
মূর্তি : মূর্তি হিন্দু সংস্কৃতিতে দেবতা বা মর্ত্যের প্রতিমা।

মূর্তির ইতিহাস ঘাটতে গেলে নানান প্যাঁচ লেগে যেতে পারে। সেই তুলনায় ভাস্কর্য অনেক নিরিহ। তা যাইহোক আমি কিছু ছবি তুলেছি নানান যায়গায় বেড়াবার সময়। তার কোনোটা মূর্তি, কোনোটা ভাস্কর্য। সেখান থেকে ৫টি ছবি রইলো।



ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন। একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন। আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব।
----- গৌতম বুদ্ধ -----


ছবি তোলার স্থান : অপরাজিতা বৌদ্ধ বিহার, খাগড়াছড়ি।
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৪ ইং




শিব ঠাকুর

ছবি তোলার স্থান : শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, বারদী, নারায়ণগঞ্জ
ছবি তোলার তারিখ : ২৮/১০/২০১৬ ইং




বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য

ছবি তোলার স্থান : ডুলাহজরা সাফারি পার্ক, চকরিয়া, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৪ ইং




রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্য

ছবি তোলার স্থান : খাগড়াছড়ি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১৪ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: মূর্তি ভাস্কর্য একই জিনিস।
লাউ কদু একই কথা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: তাতে আমার কিছু যায় আসে না। যাদের যায় আসে তাঁরা মাথা ঘামাক।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজীব নুর বলেছেন: মূর্তি ভাস্কর্য একই জিনিস।
লাউ কদু একই কথা।
প্রতিবন্ধীদের কাছে এমনই মনে হওয়ার কথা। মূর্তি আর ভাস্কর্য সম্পূর্ণ আলাদা। একটার সাথে ধর্মীয় বিষয় সংশ্লিষ্ট, অন্যটায় শিল্প, সংস্কৃতি ও ইতিহাস জড়িত। এখানে ধর্ম কোনোভাবেই জড়িত নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মূর্তি আর ভাস্কর্য একই জিনিস নাকি আলাদা তাতে আমার মাথা ব্যথা নাই। যাদের মাথা ব্যথা আছে তাঁরা মাথা ঘামাক।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২২

বিটপি বলেছেন:
বলেন তো এগুলা কি মূর্তি না ভাস্কর্য?




যারা দাবি করেন মূর্তি আর ভাস্কর্য একই - তারা আরেকবার চিন্তা করেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: সাধারণ ভাবে আমার মনে হয়-
সকল ধর্মের দেব-দেবীর আকৃতিই মূর্তি। দেব-দেবী ছাড়া অন্য যে কোনো মানুষ ও প্রাণীর আকৃতিকে প্রতিকৃতি, আর জড় পদার্থের গুলিকে ভাস্কর্য বলা যেতে পারে। (ধর্মীয় হিবাস বাদ দিয়ে)।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪১

বিটপি বলেছেন: অসাধারণ উত্তর দিয়েছেন। তারমানে ভাস্কর্য নির্মাণ ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পুর্ণ বৈধ। মূর্তি পূজা এবং প্রতিকৃতি নির্মাণ সম্পুর্ণ হারাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কোনটা ভাস্কর্য কোনটা মূর্তি ডাকা হচ্ছে তাতে কিছু যায় আসে ন।
ইসলামে বৃক্ষ লতাপাতা ছাড়া অন্য সকল প্রাণীর ছবি আকা, ছবি তোলা, প্রতিকৃতি বানানো সবটাই হারাম। আপনি মানুন আর না মানুন সেটা অন্য বিষয়।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:


জেনারেল জিয়ার ভাস্কর্যটা তৈরি করেছে কোন হাতুড়ে শিল্পি, চেহারা দেখে বুঝা যাচ্ছে না, লেখা থেকে ধরে নিতে হচ্ছে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও পথমে বুঝতে পারি নাই এটি জেনারেল জিয়ার ভাস্কর্য। পরে যখন বুঝতে পারলাম তখন একচোট হেসে নিয়েছি।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৭

সোবুজ বলেছেন: মূর্তিই হোক আর ভাস্কর্যই হোক শিল্প সম্মত হলে দেখতে সুন্দর লাগে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: তাতে কোনো সন্দেহ নাই। তবে অনেকই আপত্তি তোলে ইসলামের হারাম বিষয় বলে।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৩৮

নেওয়াজ আলি বলেছেন: শেখ মুজিব আর জিয়ার ভাস্কর্যে আসল চেহারা হয়নি

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: শেখ সাহেবেরটা কিছুটা চলে, জিয়াজীরটা একেবারেই চলে না।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০২

শাহ আজিজ বলেছেন: সাধারনত মাটির সাহায্যে মনুষ্য , প্রাণী ইত্যাদি মূর্ত করা হয় তা সবই মূর্তি । পাথর খোদাইকে ভাস্কর্য বলা হয় । এই দুটির মধ্যে কোন পার্থক্য নেই ম্যাটেরিয়াল ছাড়া ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মতামত তুলে ধরার জন্য।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তাতে আমার কিছু যায় আসে না। যাদের যায় আসে তাঁরা মাথা ঘামাক।

ভালো কথা বলেছেন। তুচ্ছ বিষয় নিয়ে মাতামাতি করা ঠিক না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি আসলে কোনো কিছু নিয়েই মাতামাতি করার পক্ষে না। রাজনীতি আর ধর্ম নিয়ে আরো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.