নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি তোলার স্থান : নভথিয়েটার, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০/০১/২০১২ ইং
আমার বড় কন্যা সাইয়ারা নাজিবা সোহেন বেশশান্ত আর লক্ষি মেয়ে ছিলো ছোট বেলায়, এখনো আছে। একটু মোটাসোটা ছিলো বলে ওর খাওয়া নিয়ে খুব খুতখুতে থাকতে হতো। সব কিছুই খেতে চাইতো। তবে ওর খাদ্য তালিকার প্রায় সবটা জুড়েই ছিলো সবজি। তাতে কোনো লাভ হয়নি, এখনো মোটাই আছে। খাওয়া নিয়ে কোনো উচ্চবাচ্য করতো না। খুব ছোট বেলায় বান্দরবান বেড়াতে গিয়ে সাথে নেয়া ফিডারের দুধ শেষ হয়ে গিয়েছিলো। তারপর সারা দিন শুধু চিপ্স আর জুস খেয়েই কাটিয়েছে। বেড়াতে পছন্দ করে। পড়াশোনায়ও ভালোই। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এখন পর্যন্ত কোনো প্রাইভেট টিচার দিতে হয়নি, মায়ের সাহায্য নিয়ে নিজে নিজেই পড়ছে।। সমস্যা হচ্ছে এখন ল্যাপটপে বসে সারাদিন ক্লাস, পড়াশোনা, এসাইনমেন্ট এইসব নিয়েই আছে।
২। মালনিছড়া চাবাগানের কমলা হাতে সাইয়ারা
ছবি তোলার স্থান : সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/০৯/২০১১ ইং
৩। একটু দুষ্টুমি
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৬/২০১১ ইং
৪। বাবার জামা গায়
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০৭/২০১০ ইং
৫। নীলগিরি ভিউপয়েন্টে সাইয়ারা
ছবি তোলার স্থান : নীলগিরি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/১/২০১৪ ইং
=================================================================
আমার ছোট কন্যা (ছবি ব্লগ)
আমার ছোট কন্যা (ছবি ব্লগ) - ০১
=================================================================
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, লক্ষ্মী কিউট কন্যার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা।
আমি প্রায়ই খুব আফসোস করি ও নস্টালজিক হই একটা বিষয়ে। বাচ্চারা যখন ছোটো ছিল, ওরা সবসময় আমার চারপাশ ঘিরে থাকতো। এখন ওরা বড়ো। ওদের নিজস্ব আলাদা ভুবন। ওরা যার যার বন্ধু বান্ধব নিয়ে খুবই ব্যস্ত, আমি একা
।
কখনো মনে মনে ভাবি, ওদের বলি - তোমরা সবাই আমার ঘরে এসে কাজ করো বলি না, ওরা আসবে না। তবে, মাঝেমধ্যে ওদের বন্ধুবান্ধবসহ ডাকি। কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যায়।
বাচ্চাদের প্রচুর ছবি তুলি আমি। পিসিতে সবই সেইভ করা। নষ্ট একটা ছবি ডিলিট করতে গেলেও কষ্ট লাগে। এ কষ্টটা বোঝানো যায় না।
একটা প্রবাদ শুনেছিলাম। প্রথম প্রেমে পড়ার পর সবাই প্রেমিকার কথা বলে বেড়ায়। প্রথম ( ) বিয়ে করার পর বউয়ের কথা না বললে দম আটকে আসে বাচ্চাকাচ্চা হওয়ার পর বাচ্চাদের কথাই বলতে থাকে সবাই। এটাই হলো চিরকালীন বাবাত্ব।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার এই মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
আমার মেয়েরা আমার সাথে কিছুটা দুরুত্ব রাখে, ওরা মায়ের নেওটা। আমাকে হয়তো বেশ কিছুটা ভয়ও পায়। যদিও আজ পর্যন্ত কখনো ওদের কাউকে আমি ধমক পর্যন্ত দেই নাই। কি এক ভালোবাসা জড়ানো আছে, যা প্রকাশ করার প্রয়োজন পরে না।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ওদের নেক হায়াত দান করুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিন, শুকরিয়া
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: Nice girl। Love for her.
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: cute baby
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২২
সোনাগাজী বলেছেন:
বিশ্বের এই দুর্দিনে আপনার কন্যাদের সুস্বাস্হ্য কামনা করছি; পড়ালেখা করে ভালো করুক, এই কামনা রলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ গাজী সাহেব।
অ.ট. আপনার নতুন ট্রেক্টরের রংটা ভালো হয় নাই, আগেরটা ভালো ছিলো।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
জুন বলেছেন: আপনার মেয়ের জন্য আন্তরিক শুভকামনা রইলো জলদস্যু।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১
আহমেদ জী এস বলেছেন: @ সাইয়ারা
হাই কিউটি! ভালো থেকো, ছবির মতো মিষ্টি হয়ে থেকো। জীবনে সুন্দর হও, লক্ষী হও বাবা যেমনটা বলেছেন। শুভকামনা তোমার জন্যে।
মরুভূমির জলদস্যু
খুবই কিউট আপনার মেয়ে। শুরুর ছবির টোটাল এক্সপ্রেশানটা দারুন। আর "একটু দুষ্টুমি" ছবিটা অপূর্ব।
প্রার্থনা , আপনার মেয়েটি যেন এমনই সুন্দরতার প্রতীক হয়ে থাকে জীবনের প্রতিটি অধ্যায়ে। সৃষ্টিকর্তা তাকে হেফাজত করুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে আহমেদ জী এস ভাই।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩১
প্রতিদিন বাংলা বলেছেন: সম্ভাবনাময় বুদ্ধিজীবী ,আলহামদুলিল্লাহ
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সামু ব্লগের হবু ব্লগার'কে শুভেচ্ছা ।
ভালো থেকো সোহেন মামনি ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: যে দিন কাল পরেছে তাতে মনে হয় ব্লগিং হয়তো উঠে যাবে।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: আদর ও ভালোবাসা রইলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩৮
কালো যাদুকর বলেছেন: আপনার বড় কন্যার জন্য অনেক আদর ও ভালবাসা রইল। গুনী বাবার গুনী কন্যা হোক এই দোয়া করি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি গুণী নই, সামাজিক। ওরাও সামাজিক হোক। ধন্যবাদ আপনাকে।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:২৯
নতুন বলেছেন: সোনামনি সোহেন যেন থাকে দুধে ভাতে....
মেয়েরা বাবার জন্য বেহেস্তের মতন। পুরু কলিজা দখল করে নেয়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: সত্যি কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনার এ লক্ষী ত ব্যাপোক সৌন্দর্য আছে।
দয়াময়ের কাছে দোয়া, তিনি যেন কন্যাদের ভাল মানুষ হিসাবে গড়ে উঠতে সহায়তা করেন এবং তিনি যেন সারা জীবন তাকে (উভয় কন্যাকে + যদি কোন বদ পাইপলাইনে থেকে থাকে তাকেও) সুখে-আদরে-সাফল্যে-ভালবাসার ভরিয়ে রাখেন।
কন্যাদের সাথে সাথে তার বাবা-মায়ের তথা পুরো পরিবারের - সুখী ও সাফল্যময় জীবন কামনায়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মোহামমদ কামরুজজামান ভাইজান।
আপাততো দুই কন্যাই আছে, পুত্র নাই। পুত্র হইলে সে বদ হওয়ার উজ্জ্বল সম্ভবনা আছে। কারণ আমি বাচ্চাদের শাসন করতে পারি না। আর বর্তমানের মায়েরা ছেলেদের আদর দিয়ে বাদর বানায়।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০২
ফয়সাল রকি বলেছেন: বাহ, সুন্দর।
আর বাচ্চারা শাক-সবজি খায় এটা তো ভাবতেই পারি না! খুব ভালো্
আদর ও দোয়া রইলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ছোট বেলায় ওর পধান খাবার ছিলো শাক-সবজি। এখন আর খায় না।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৭
রানার ব্লগ বলেছেন: আপনার বড় কন্যা সুস্থ্য থাকুক ভালো থাকুক এই কামনা করি ।