নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম : দুই দুয়ারী
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
প্রথম প্রকাশ : এপ্রিল ১৯৯১
প্রকাশক : জ্ঞানকোষ প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা : ৮০ টি
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
মতিন সাহেব তাঁর ফাইবে পড়া ছোট মেয়ে মিতুকে নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকা ফেরার পথে হঠাৎ করেই পথের মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন যুবককে গাড়ি চাপা দেন। যেভাবে আঘাত লেগেছে তাতে লোকটির মারা যাওয়ার কথা থাকলেও দেখা গেলো যুবকটির তেমন কিছু হয়নি। মতিন সাহেব যুবকটিকে গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। সেখানে দেখা গেলো যুবকটি তেমন কোনো আঁঘাত পায়নি, সবই ঠিক আছে। শুধু সে দূঘটনার আগের কিছুই মনে করতে পারছিলো না, এমনি সে তাঁর নামটাও মনে করতে পারলো না।
মতিন সাহেব বাধ্য হয়ে যুবকটিকে বাড়িতে নিয়ে এলেন। তারপর থেকেই শুরু হলো যন্ত্রনা। জুলাই মাসে যুবকটিকে পাওয়া গেছে বলে মিতু যুবকটির নাম রেখেছে মিস্টার জুলাই, পরের মাসে তার নাম হয়ে যাবে মিস্টার আগষ্ট। মিস্টার জুলাই মিতুকে বুদ্ধি দিলো মানুষের নাম যদি তার জন্মের দিন এক, পরের দিন দুই, তারপরের দিন তিন, এই ভাবে রাখা যায় তাহলে দারুন হবে। এই বিষয়টি মিতুর মাথায় ঢুকে গেছে, সে এখন তার নাম জন্মের পরে মোটদিন হিসাব করে বলা শুরু করেছে।
মিতুর বড় ভাই যুবকটির সাথে বৃষ্টিতে ভিজে জ্বরে বাধিয়ে ঘরে পরে আছে। সে নিজে ডাক্তারি পাশ করেছে, কিন্তু যুবকটির পরামর্শে ঔষধ খাচ্ছে না। অসুখের প্রকৃতি বুঝার জন্য সে এখন নিজের শরীরে অসুখ পালছে। যুবকটির কথা শুনে সে এখন তার শরীরে থাকা জীবানুদের সাথে কথা বলছে। ঔষধ খেলে জীবানুরা মরে যাবে বলে সে ঔষধ খাচ্ছে না।
মিতুর মেঝো বোনকে ইম্প্রেস করার জন্য যুবকটি তার অতিঅসাধারন স্মৃতিশক্তি ব্যবহার করে পুরো ডিকশেনারি মুখস্ত করে ফেলেছে।
মিতুর মামা যুবকটিকে দূঘটনা ঘটার যায়গায় নিয়ে গিয়েছিলো ছেড়ে দিয়ে আসার জন্য। যুবকটার কথা শুনে সে এখন নিজেই সেই গজারী বনে রয়ে গেছে, যুবকটিকে গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে মিতুদের বাড়িতে।
মতিন সাহেব এতো ঝামেলা পাকানো যুবকটিকে আর তার বাড়িতে রাখতে চাইলেন না। তিনি যুবকটিকে ডেকে বললেন পরদিন সকালেই বাড়ি ছেড়ে চলে যেতে। যুবকটি কোন উচ্চবাচ্য না করেই পরদিন ভোরে বাড়ি ছেড়ে চলে গেল।
২০ বছর পরে মিতু তখন আমেরিকায় পড়াশুনা করছে, তখন হঠাৎ একদিন পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখলো স্মৃতিহীন এক যুবককে পুলিশ খুঁজে পেয়েছে। পত্রিকায় ছবি দেখে মিতু চমকে গেলো, এ সেই যুবক। মিতু থানায় গিয়ে দেখলো আমেরিকান এই যুবকটি দেখতে অনেকটাই মিষ্টার জুলাইয়ের মত। তবে একলোক না। মিতু ফিরে যাওয়ার সময় লোকটি বললো- কেমন আছো মিতু?
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা হুমায়ূন আহমেদের অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আরেক বার পড়ে ফেলেন।
সিনেমা বা নাটক তৈরির সময় কাহিনী কিছুটা হেরফের হয়ে যায়।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: মিতুরা সবসময় ভালো থাকুক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: পড়েছি। তবে এই বইয়ের প্রচ্ছদ টা আমার মোটেও ভালো লাগে নি।
সিনেমাটাও দেখেছি। সিনেমায় গান গুলো সুন্দর ছিলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমিও ছিনেমাটি দেখেছি, বেশ ভালই লেগেছিলো।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: চলচ্চিত্র টা দেখা হয়েছে। উপন্যাস টা পড়া হয় নি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: সুযোগ হলে পড়ে ফেলেন, ভালো লাগবে।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৩
সোবুজ বলেছেন: দুই দুয়ারী চলচিত্রের মতো না।একবার মনে হয় পড়েছি আবার মনে হয় পড়ি নাই।ঠিক মনে করতে পারছি না।