নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেড়াবার সবচেয়ে আকর্ষণীয় যায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সমূদ্র সৈকত। কখনো কখনো আমারও সুযোগ হয় বেড়াতে যাবার। যখনই সমূদ্রের ধারে বেড়াতে গেছি তখনই সৈকতের ছবি তুলেছি। সেই সমস্ত সমূদ্র-সৈকতের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সমূদ্র-সৈকতের সেই সব ছবি থেকে ৫টি রইলো এখানে।
ছবি তোলার স্থান : টেকনাফ সৈকত, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং
সমুদ্র–কল্লোল নির্ঝর–কলতান –
হে বিরাট, তোমার উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়।।
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
একলা জেলে জাল টেনে নেয় মাছের খোঁজে
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
ছবি তোলার স্থান : ইনানী সৈকত, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৯/২০২০ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
সমূদ্র-সৈকতে - ০১, সমূদ্র-সৈকতে - ০২, সমূদ্র-সৈকতে - ০৩, সমূদ্র-সৈকতে - ০৪, সমূদ্র-সৈকতে - ০৫
সমূদ্র-সৈকতে - ০৬, সমূদ্র-সৈকতে - ০৭, সমূদ্র-সৈকতে - ০৮, সমূদ্র-সৈকতে - ০৯
=================================================================
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার মনবাসনা পূর্ণ হোক, আমিন।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
ফারহানা শারমিন বলেছেন: প্রত্যেকটা ছবিই সুন্দর!
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: " নীল নবঘণে আষাঢ় গগণে তিল ঠাহি আজ নাহিরে,
ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে " -
কিন্তু আপনার ছবিগুলি দেখে ঘরের মাঝে থাকাই মুশকিল ভাইজান!!!!!!!!!!!!!!!!!!!
একখানা কপাল নিয়ে জন্মেছেন ভাইজান , খালি ঘুরা ঘুরি ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্য, এইসব স্থান ঘর থেকে বের করে নেয়।
ভাইজান আমি ঘুরি কম, ছবি তুলি বেশী, সেই সব ছবি কয়েক বছর ধরে একটু একটু করে ছাড়ি। তাতে মনে হয় মেলা ঘুরি।
একবার বেরিয়ে আসলে কয়েক মাস চিমসা খেয়ে থাকতে হয় ভাইজান।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ভীড় ভাট্টা কম ! সুন্দর ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ভীড় আমার অপছন্দ।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১০
নেওয়াজ আলি বলেছেন: যাবো যাবো ভাবছি
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ঘুরে আসুন, শুভকামনা রইলো।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: ছবি গুলো ঝকমক করছে।
যত বেশি আলো, ছবি তত ভালো হয়।
পাহাড় এবং সমুদ্র আমার ভালো লাগে। আমাকে পাগল করে দেয়। আবেগী করে তোলে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: সমূদ্র-পাহার-বন আমারও পছন্দ খুব। পুরানা স্থাপত্যও টানে খুব আমাকে।
যত বেশি আলো, ছবি তত ভালো হয়। কথাটা সব সময় সত্যি না। কিছু কিছু পরিস্থিতিতে আলোর ঝলকানির কারণে ছবি তোলা যায় না।
একটার একটি চমৎকার মসজিদের ছবি তুলতে গিয়েছিলাম। নীল আকাশে চকচকে রৌদ্দুর, ঝকঝকে আলো। সূর্যটা এমন যায়গায় আছে যে কোনো ভাবেই রাইট কমিয়ে ছবি তুলতে পারছিলাম না। ছবি সাদা হয়ে যাচ্ছিলো।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি শুধু তাকিয়ে দেখি। চাইলেও জল স্পর্শ করতে পারব না।