নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দেখলাম হিন্দি কমেডি থ্রিলার Looop Lapeta সিনেমাটি।
সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু যার অভিনয় আমার কাছে বেশ ভালো লাগে। সিনেমায় তাপসী পান্নুর বয় ফ্রেন্ড চরিত্রে অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন। ২০২২ইং সালের ৪ ফেব্রুয়ারি সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। সিনেমাটি টাইম-লুপ নিয়ে তৈরি হলেও এটি মোটেও সাই-ফাই সিনেমা নয়। তবে টাইম-লুপটির একটি পৌরানিক হিন্টস দেয়া আছে সিনেমাতে, সেটি সিরিয়াসলি না নিলেও চলে। যাইহোক সংক্ষেপে সিনেমার কাহিনীটি হচ্ছে -
সাভি (তাপসী পান্নু) ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিলো ঠিক সেই সময় অকর্মা জুয়ারি সাত্যেয়া (তাহির রাজ ভাসিন) এসে তাকে বাঁচিয়ে নেয়। দুজনের পরিচয় এবং প্রেম হয়। তারা একসাথে থাকতে শুরু করে। এরমধ্যে একদিন সাভি কুইক প্রেগনেন্সি টেস্ট করে দেখে সে প্রেগনেন্ট হয়ে গেছে, ঠিক তখনই সাত্যেয়া তাকে ফোন করে জানায় যে তাঁর বসের দেয়া ৫০ লাখ টাকা সে হারিয়ে ফেলেছে। কয়েক মিনিটের মধ্যে সেই টাকা বসকে ফিরিয়ে দিতে না পারলে বস তাকে খুন করে দিবে।
সাভি তার বয়ফ্রেন্ডকে বাঁচাতে দৌঁড়ে যায় তার বাবার কাছে টাকা চাইতে কিন্তু তার বাবা কোনো টাকা দেয় না। সাভি রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে এক ট্যাক্সি ড্রাইভার তার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে বলে ট্যাক্সিবে বসে বসে কাঁদছে। সাভি ট্যাক্সি ড্রাইভাকে বারবার বললেও সে যেতে রাজি না হওয়ায় সাভি রাগে ট্যাক্সেরি সাইড গ্লাস লাথি দিয়ে ভেঙ্গে ফেলে দৌড়তে শুরু করে। তাই দেখে পুলিশ তার পিছু নেয়। দৌড়তে দৌড়তে সে সেই ট্যাক্সি ড্রাইভারের প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে পৌছে যায়।
অন্যদিকে সাত্যেয়া টাকা জোগাড় করার জন্য তাঁর কাছে থাকা পিস্তল নিয়ে একটি জুয়েলারি দোকানে ঢুকে পরে। কিন্তু সেই মুহুর্তে সেখানে জুয়েলারি মালিকে দুই ছেলে মুখোস পরে নকল পিস্তল নিয়ে বাবার দোকানেই হাজির হয় ডাকাতি করতে। একসময় সাভির সাহায্যে সাত্যেয়া টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু কিছু দূরে দৌঁড়ে এসে একটি গলিতে যখন ওরা পৌছায় তখন সেখানে গুলি খেয়ে মারা যায় সাত্যেয়া। এবং এখান থেকেই শুরু হয় টাইম-লুপ। সাভি কুইক প্রেগনেন্সি টেস্ট করে দেখে সে প্রেগনেন্ট হয়ে গেছে, ঠিক তখনই সাত্যেয়া তাঁকে ফোন করে যানায় যে তাঁর বসের দেয়া ৫০ লাখ টাকা সে হারিয়ে ফেলেছে...... আগের বারের মতোই প্রতিটি ঘটনা ঘটতে থাকে সামান্য পরিবর্তণ হয়ে হয়ে। এবং শেষ পর্যন্ত লুপটি আবার শুরু হয়ে যায় সাত্যেয়ার গুলি খেয়ে মারা যাওয়া মধ্য দিয়ে। একসময় সভির বুদ্ধিমত্তায় টাইম-লুপটি শেষ হয়।
Looop Lapeta সিনেমাটি ১৯৯৮ সালে মুক্তি পাওয়া জার্মান চলচ্চিত্র Run Lola Run সিনেমার ভারতীয় রূপান্তর।
=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
The Invisible Guest
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"
=================================================================
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
নতুন সিনেমা বলে অতি অল্পে গল্পটা বলেছি। সিনেমাটা খুবই ভালো তা আমি বলবো না। এমনকি প্রথম দিকে কিছুটা খারাপও লাগতে পারে, দ্বিতীয় স্টেপ থেকেই আকর্ষণ বাড়ে।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৩
সোনাগাজী বলেছেন:
সিনেমার প্লট লোকজন শুনতে চায়?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কি মনে হয়?
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: অনেকদিন পর একটা হিন্দি মুভি দেখলাম , ভালো লেগেছে । তাপসী তাহিররের দারুন অভিনয় ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ওদের অভিনয় অসাধারণ হয়েছে।
তবে আমার কাছে সিনেমাটি মোটামুটির চেয়ে সামান্য উপরে লেগেছ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৮
সোনাগাজী বলেছেন:
লেখকেরা যা লেখেন, একজন দর্শক কি করে কোন একজন মানুষকে লেখকের মতো করে বলতে পারবেন? তা'হলে লেখক ও একজন দর্শকের মাঝে খুব একটা পার্থক্য থাকার কথা নয়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বুদ্ধির দৌড় দেখে চমৎকৃতি হলাম।
থুক্কু.....
আমার বুদ্ধির দৌড় দেখে চমৎকৃতি হলাম।
আপনি কি বলতে চেয়েছেন সেটি বুঝতে আপনার মন্তব্যটি তিনবার পড়তে হচ্ছে আমাকে। ফলে বুঝতেই পারছেন, আমার লেখা খুবএকটা গুরুত্ব না দিলেও চলে।
লেখক লেখকের মত লিখেছে, সিনেমা সিনেমার মতো তৈরি হয়েছে, আমি আমার মতো লিখেছি, আপনি লিখলে আপনার মতো লিখবেন। পাঠক ইচ্ছে হলে পড়বে, ইচ্ছে না হলে পড়বে না।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিও গতকাল দেখলাম, ভালই লেগেছে। তবে শেষটা অন্যরকম কিছু হলে আরও জম্পেশ হতো; এই যেমন তাপসী পান্নুর হাতেই শেষেরবার খুনটা হলে...
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: সিনেমায় অলৌকিক পসিটিভি থিংকিং দেখিয়েছে। ধীরে ধীরে সবটা ভালোর দিকে পৌচেছে। এবং লুপটা
শেষ হয়েছে ভালো কিছু দিয়ে। অন্যরকমও হতে পারতো।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৩
অপু তানভীর বলেছেন: গল্প যে পড়ে ফেললাম এখন দেখে কী আগের মত মজা লাগবে?
দেখি আমি কাল পরশু দেখবো ভাবছি । এখন অল অব আস ডেড দেখছি !
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই প্রায় সবটা বলে দেয়অ ঠিক হলো না। যদিও সবটাই বলা হয়নি। প্রতিটি স্টেপেই চেঞ্জ আছে। দেখেন, খুব একটা খারাপ লাগবে না।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:০০
নেওয়াজ আলি বলেছেন: আগে তাপসী পাপ্পুর কয়েকটা ছবি দেখেছি । এইটাও সময় পেলে দেখবো। আপনি ভালো বর্ণনা দিয়েছেন
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
সময় সুযোগ হলে দেখে নিতে পরেন, খুব একটা খারাপ লাগবে না।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০০
বিটপি বলেছেন: যাক আপনি রিভিউ শেষ করলেন। যারা কিছুটা বলে ডায়ালগ ঝাড়ে, বাকিটা দেখে নেবেন, এই পোস্ট তাদের জন্য শিক্ষণীয় বলে মনে করি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কাহিনীর মূল অংশটাশুধু বলেছি। এই ধরনের সিনেমার প্রতিটা ডিটেইল্স কাহিনীর পরের অংশের জন্য গুরুত্বপূর্ন হয়। শেষটাও কিছুটা বলে দিয়েছি। তবুও অনেক কিছুই বাকি আছে। সত্যি বলতে দুধের স্বাদ ঘোলে মিটে না। পূর্ণ্বাদ পেতে হলে সিনেমাটাই দেখতে হবে, এবং পুরটাই দেখতে হবে।
অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
সোনাগাজী বলেছেন:
নিজের গল্প বলার দরকার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: তাতো ঠিকই।
আমি ব্যক্তিগত ভাবে আপনার বলা গল্প বেশ আগ্রহ নিয়ে পড়ি। আপনার গল্পবলার আলাদা একটা ধরন আছে।
তবে কিনা সকলেই যদি শুধু নিজের গল্প বলে তাহলে বিষয়টা ঠিক হবে না।
বাগানে সব ধরনের ফুল থাকে, তবেই সেটা সুন্দর বাগন হয়।
কেউ নিজের গল্প বলবে, কেউ ছবির গল্প বলবে, কেউ ছবি দিবে, কেউ সংবাদ শেয়ার করবে, কেউ কবিতা লিখবে, কেউ অন্যের লেখা শেয়ার করবে, এটাই ব্লগের সৌন্দর্য।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০৪
সোহানী বলেছেন: দেখেছি। তাপসীর অভিনয় ছিল সবচেয়ে ভালো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: তাপসীর অভিনয় সব সময়ই ভালো লাগে।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: দেখব। শ্রীঘই দেখব।
বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: দ্রুত সুস্থতা কামনা করছি আপনার।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ লাগলো তো! আপনার বর্ণনা খুবই ভালো।