নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লতা পারুল
অন্যান্য ও আঞ্চলিক নাম : পারুল লতা, নীল-পারুল, রসুন্ধি, রসুন্ধি-লতা, নীলঘণ্টা, ইত্যাদি।
Common Name : Garlic Vine, Wild Garlic, Amethyst Vine, Fake garlic, False garlic, Purple garlic ইত্যাদি।
Scientific Name : Mansoa alliacea
লতাপারুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব ভালো ভাবেই মানিয়ে নিয়েছে। এরা শোভা বর্ধক, চিরহরিৎ, শক্ত, লতানো গুল্ম জাতিয় উদ্ভিদ। এদের পাতা উজ্জ্বল সবুজ রঙের। পাতা কচলালে রসুনের মত গন্ধ ছড়ায়। এদের পাতায় রসুনের গন্ধ থাকায় এদেরকে রসুন্ধি লতা নামেও ডাকা হয়। এর ইংরেজী নাম করণের কারণও পাতার এই গন্ধ। কলমে এবং শিকড় থেকে চারা গজায়। অন্য কোন গাছ বা মাচায় আশ্রয় নিয়ে ঝোপআকৃতি হয়ে উঠে। গেইটের উপরে চমৎকার হয়। এরা দ্রুত বর্ধনশীল লতা। গাছে কোনো কাঁটা নেই।
লতা পারুলের ফুলটিকে দেখতে ছোট আকারের ঢোলকলমির বা মাইক ফুলের মত। ফুলের দল ফানেলের মত। পাপড়ি ৫টি,
পাপড়িউলি মুক্ত ও গোলাকার। গাছে বছরে দুইবার ফুল ফোটে। প্রথম বার ফুল ফুটে ঝড়ে যাবার পরে আবার নতুন করে কলি আসে এবং প্রচুর ফুল ফোটে। সাধারনত থোকায় থোকায় ফুল ফোটে এবং ফুলগুলি দীর্ঘস্থায়ী হয়।
ফুল এবং কলির রংও দেখতে চমৎকার। কলির চূড়ায় গাঢ় বেগুনি ও গোড়ার দিকে ধীরে হালকা বেগুনি রং থাকে। ফুল রং হয় সাদাটে ও বেগুনির মিশেল নিয়ে। দেখতে যত সুন্দরই হোক লতাপারুলের ফুল গুলি হয় ঘ্রানহীন।
চমৎকার দেখতে এই ফুল গুলি শুধু ফুল প্রেমি মানুষকেই আকর্ষণ করে না বরং মৌটুসি পাখি ও প্রজাপতিরাও এদের দেখে আকর্ষিত হয়ে ছুটে আসে।
তবে আসল কথা হচ্ছে নামের কারণে অনেকেই এই ফুলকে পারুল ফুল বলে ভুল করে। আসলে পারুল আর লতা পারুল সম্পূর্ণ ভিন্ন দুটি ফুল।
ছবি তোলার স্থান : আমার বাসার ছাদ
ছবি তোলার তারিখ : ১৮/১১/২০২০ইং এবং ২৬/১২/২০২০ইং
=================================================================
আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা
=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩
অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
মাধবীলতা-২
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================
১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: যাক বেশ জানলাম ভাল থাকবেন দাদা
১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনিও ভালো থাকবেন ভাইজান।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬
মনিরা সুলতানা বলেছেন: পারুলের সবগুলো রঙ ই দারুণ !
সুন্দর ছবি।
১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৭
জুল ভার্ন বলেছেন: এক কথায় অসাধারণ সুন্দর একটা ছবি ব্লগ!!!
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও মতামতের জন্য।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ছবিগুলো সুন্দর। লতা পারুলে কি মৌ ধরে, যেহেতু প্রজাপতি আর পাখী উড়ে আসে?
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
মধু আছে কিনা চেক করে দেখিনি আমি। পরে কখনো সুযোগ হলে অবশ্যই চেক করে নিবো।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
জুন বলেছেন: যেমন সুন্দর রঙ তেমনি তার গড়ন। আমিতো মুগ্ধ হয়ে গেলাম জলদস্যু। এই রঙটা আমার ভীষণ প্রিয় তাই জানিয়ে গেলাম। ভারী সুন্দর ছবি ব্লগে অনেক ভালো লাগা রইলো। +
এটা ঢাকার কোন নার্সারিতে পাওয়া যাবে একটু বলেন তো?
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: মাটিতে লাগানো একটু বয়স্ক গাছে যখন থোকায় থোকায় ফুল আসে তাখন তার রংটাও হয় অসাধারন। টবেরগুলি একটু দূর্বল হয়।
পোস্ট + ও ভালো লাগা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঢাকার যেকোন মোটামুটি মানের নার্সারিতেই একে পাবেন। যেগুলিতে ফুল হবে সেগুলির দাম ১৫০০ থেকে ৫০০০ হাকাবে। ছোটগুলি ৫০০তে পেয়ে যাবেন। তবে যদি সুযোগ থাকে তাহলে এর ৪-৫টি ডাল কেটে ভিজা-স্যাতস্যাতে যায়গায় পুতে রাখলেই কয়েকটা চারা পেয়ে যাবেন।
৭| ১৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
শেরজা তপন বলেছেন: এই ফুল কত দেখেছি কিন্তু নাম জানতাম না
ধন্যবাদ পরিচয় করিয়ে দেবার জন্য।
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে। এখন নাম জানা রইলো, আবার নতুন করে দেখবেন।
৮| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
১। এই ফুল কি আর কোনো রঙের হয়? কমলা, সাদা, নীল কারণ একই ফুল ও পাতা আমি ভিন্ন রঙের দেখেছি বলে মনে হচ্ছে।
২। আপনার ক্যামেরার নাম ও মডেল কি?
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ১। এই ফুল আর কোনো রং এর হয় না।
তবে প্রায় একই রকম দেখতে আরো কিছু ফুল আছে তারা বিভিন্ন রং এরও হয়।
২। আমি বর্তমানে NIKON D3400 ক্যমেরা ব্যবহার করছি। পুরনো ছবিগুলি NIKON D80 ক্যামেরায় তোলা।
অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৯| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০১
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর পোস্ট। পারুল লতার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো।
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১০| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৬
নেওয়াজ আলি বলেছেন: পারুল ফুল আজই দেখলাম এখানে
১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ভাইজান এটি পারুল ফুল নয়, বরং এটি লতা পারুল। পারুল অন্য আরেকটি ফুলের নাম।
১১| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম দেখায় মুগ্ধ হয়েছিলাম ফুলটি দেখে।
১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: মুগ্ধ হওয়অর মতোই একটি ফুল।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৪
ইসিয়াক বলেছেন: নয়নাভিরাম!!